নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
=হারিয়ে যায় সব আবেগ অতীতে=
মনের সিকেয় তুলে রেখেছি মেয়েবেলার সেই সব স্মৃতি
সেইসব স্মৃতি, যেগুলো হারিয়ে যায় ক্রমে কালের অতলে,
পাটের সিকে, তালপাতার পাখা,
পাটায় বাটা মশলার সাথে স্বাদের প্রীতি,
সেইসব স্মৃতিবেলা-রোদ্দুর দুপুরে স্বচ্ছ জলের পুকুরে
সুখ কুঁড়ানো ডুব সাঁতার খেলাচ্ছলে।
(ছবি তোলার স্থানঃ সোনারগাঁও, নারায়নগঞ্জ)
-------------------------------
বিভিন্ন সময়ে ক্যানন ক্যামেরায় তোলা আজকের ছবিগুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের । অগ্রিম জাজাকাল্লাহ/জাজাকিল্লাহ খাইরান। ভালো ও সুস্থ থাকুন ফি আমানিল্লাহ।
০২। একদিন পাহাড় ছুঁতে গিয়েছিলাম, স্বচ্ছ পাথর জলে পা ডুবিয়ে দাঁড়িয়েছিলাম পাহাড় ঘেঁষে, বন্ধ চোখে টেনে নিয়েছিলাম পাহাড় সুখ আর মুগ্ধতা। প্রকৃতির কোলে দাঁড়িয়ে কিছু ছন্দ তুলে রেখেছিলাম সুখের, মন কবিতার খাতায়। সেই সুখ ছন্দ আজও স্মৃতি হয়ে চোখের নদীতে ভাসে ডুবে, ডুবে ভাসে।
(ছবি তোলার স্থানঃ জাফলং)
০৩। =গাঁয়ের মাটিতে পা রাখলেই সুখ সুখ মনে=
পূর্বাশার আলো জেগে উঠলেই গাঁয়ের লোকেরা জেগে উঠে,
গরম চায়ে ঠোঁট রেখে ঘুমের আলসেমী কাটিয়ে ওরা ছুটে যায় মাঠে,
কর্মজীবি মানুষ, জীবনের তাগিদে ক্লান্তির পথে রোজ ছুটে
তবুও ওদের ঠোঁটে সুখের হাসি, কাজ শেষে সব ক্লান্তি ধুয়ে আসে পুকুর ঘাটে।
ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম)
০৪। =বন্ধু যদি থাকো পাশে তুমি=
দুপুর রোদ্দুর, শুকনো পাতার পাহাড়-মর্মর সুর তুলে খুব হাঁটতে ইচ্ছে
যদি থাকো পাশে, খাঁখা বেলা হয়ে উঠে নরম পেঁজাতুলো মেঘ যেমন
সারি সারি বৃক্ষ, তরুলতার ফাঁক ফোঁকরে দুপুর রোদ্দুর ঝরে অঝোরে
ঠিক তখনো বিতৃষ্ণারা এসে ছুঁতে পারে না অল্প, যদি থাকো পাশে।
হোক না সে পথ দূর বহুদূর,
বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ মন ছুটে যায় সুর তোলে হাঁটি হাঁটি পা পা করে
অনুভূতিগুলো বুকের বামে সুখ গুঞ্জন তুলে, ধূলো উড়া পথ হয়ে উঠে
মুগ্ধতার রঙে মাখানো, মৃদু হাওয়ার হিল্লোলে আমি হয়ে উঠি
কল্লোলিনী, তুমি তুমি থাকো পাশে।
(ছবি তোলার স্থানঃ বোটানিক্যাল গার্ডেন)
০৫। =হাতীর পিঠে হলো সওয়ার রূপকথার রাজকুমার=
কোন বা দেশের রাজার কুমার, কোন বা দেশে থাকো?
কার স্বপ্ন'তে বিভোর, কাকে-মন ইশারায় ডাকো?
হাতীর পিঠে চড়ে ঘুরো, বনারণ্যে নিত্য,
তোমায় ঘিরে থাকে কুমার, দাসী বাদী ভৃত্য!
(ছবি তোলার স্থানঃ সোনারগাঁও, নারায়নগঞ্জ)
০৬। কতবার করে অনুনয় করি তোমায়, আমি চাই না নীল বিরহ
নীল বিষণ্ণ রঙ, চাই না নীল অপরাজিতা, নীল ডালিয়া
নীল গোলাপ অথবা নীল নিষাদ সুর, চাই না নীল চন্দ্রমল্লিকা
চাই না মন বাগানে উড়ুক নীল প্রজাপতি প্রেম;
তুমি আমার মনের শহর সাজিয়ে দাও
রক্ত জবা অথবা ঝুমকো জবা রঙে, কিংবা কৃষ্ণচুড়া রঙে,
দিতে পারতে শিমুল অশোক বা জারবেরা অথবা মনিকুন্তলা
ফুলে সাজিয়ে আমার মনঘর,
নিমেষেই রঙিন করে দিতে পারতে ভালোবেসে
কিছু রঙিন ফুল উপহার দিয়ে-কই তাতো করলে না
কেবল নীল বিষণ্ণতায় পুড়িয়ে মারো হরদম।
(ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম)
০৭। =সেই দিনের স্মৃতিগুলো ভেসে আসে বর্ষার জলে=
অতীতের এক কোণে এমন এক প্রহর ছিলো, যেখানে কাদাজলে মাখামাখি সময়,
পুকুরের জলে অথবা ডোবায় ডুব সাঁতার বেলা কিংবা
জলের নিচ থেকে তুলে আনা রূপালী নুপুর, আহা টেংরা পুটির নাচন
দলবেঁধে ঘোলা জলে হাঁটু ডুবিয়ে কাটিয়ে দেয়া প্রহরগুলো আজও যেনো কাছে ডাকে।
(ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম, ধলাই নদী)
০৮। =কৃষকের হাসি বড্ড ভালোবাসি=
কপালের ঘাম টুপটাপ করে জলে পড়ে যাদের
তাদেরও ঠোঁটে দেখি তৃপ্তির হাসি,
কাদাজলে পা ডুবিয়ে সন্ধ্যা অবধি যারা বুনে যায় ফসল,
তাদেরও মনে সুখ রাশি রাশি,
তাদের সেই সুখ হাসি বড্ড ভালোবাসি।
((ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম)
০৯। =সুখের স্মৃতি রাখবো তুলে সিঁকেয় করে হাঁড়িতে=
মন হাঁড়িতে সুখ রেখেছি, একটু নেবে তুমি?
করবে উর্বর প্রেমে আমার, তোমার বুকের ভূমি?
মন রেখেছি সিঁকেয় তুলে, নামিয়ে কী আনবে?
ভালোবেসে একটু আমায়, কাছে কী আজ টানবে?
((ছবি তোলার স্থানঃ বৃক্ষমেলা, আগাওগাও)
১০। এসো সারি সারি বৃক্ষ ছুঁয়ে হাঁটি অনন্ত পথ,
শক্ত করে ধরো হাত, ছাড়বে না আমায় করো শপথ,
এখানে মন রাখলেই তুমি মুগ্ধতায় হবে আচ্ছন্ন,
চোখে পুরে নাও সবুজ অরণ্য।
নিবিড় ছায়ার পথ ধরে চলো আমার সঙ্গে,
যদি কখনো ক্লান্তি ধরে ফেলে, চা খাবো দুজন বসে টঙে।
((ছবি তোলার স্থানঃ চুনারুঘাট চা বাগান)
১১। =চলো প্রকৃতির কাছে যাই=
পাদুকা খুলে ফেলো এবেলা, নেবে ধূলো মাটির স্পর্শ?
শহরের ক্লান্তি উড়িয়ে দাও, নি:শ্বাস টানো জোরে,
প্রকৃতির বুকে পা রেখে হয়ো না উদাস, মুখ রেখো না বিমর্ষ,
থেকো না আর এখানে বিষাদের ঘোরে!
(ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম)
১২। =পুরোনো সভ্যত্যার পথে হাঁটলেই=
পুরোনো সভ্যতার পথে হেঁটে গেলেই কেমন যেনো রাজা রাণী ঘ্রাণ পাই;
আনমনা আমি, কল্পনার রাজ্যে হারাই;
পুরোনো সভ্যতার পথে গেলেই আমি দেখতে পাই রক্তের দাগ;
আনমনা আমি, ভাবি অথচ এখানেই ছিলো রাজা রানীর ভালোবাসা রাগ অনুরাগ।
(ছবি তোলার স্থানঃ পানাম সিটি, নারায়নগঞ্জ)
১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দেবর ভাইয়া । ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর
১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৩| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৪০
আমি সাজিদ বলেছেন: চমৎকার আপু
১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ
৪| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বরাবরের মতই সুন্দর।
১৭ ই জুন, ২০২১ রাত ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৫:০২
শাহ আজিজ বলেছেন: বাহ ভালই বাংলার দৃশ্যপট । স্বাগতম প্রতিযোগিতায় ------
১৭ ই জুন, ২০২১ রাত ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার ছবি তোলার হাত খুবই ভালো এবং ছবির সাথে কথামালা গুলোও ভালো লেগেছে।
১৭ ই জুন, ২০২১ রাত ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ। সুস্থ ও নিরাপদ থাকুন
৭| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৭
ঢাবিয়ান বলেছেন: দারুন ছবিগুলো
১৭ ই জুন, ২০২১ রাত ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
ঝকঝকে ছবি।
লেখাও ভালো।
১৭ ই জুন, ২০২১ রাত ১১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন। সুস্থ থাকুন
শুভেচ্ছা সতত
৯| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪১
কামাল১৮ বলেছেন: ৭ নং ছবিটা দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেলো।বাকি ছবিগুলো সুন্দর।আরবি শব্দ দুটির অর্থ কি?জাজাকাল্লাহ ও ফি আমানিল্লাহ।
১৭ ই জুন, ২০২১ রাত ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: The Blog
ধর্ম
‘জাযাকাল্লাহু খাইরান’ বলা জরুরি কেন?
বৃহস্পতিবার, ০২ জুন ২০১৬
‘জাযাকাল্লাহু খাইরান’ বলা জরুরি কেন?
মানুষ মাত্রই মানুষের উপকার করে। যে ব্যক্তি কারো উপকার করে তার জন্য দোয়া বা কল্যাণ কামনা করা প্রত্যেকেরই উচিত। এ বিষয়ে আমরা সাধারণত সতর্ক হই না। অথচ কেউ কারো উপকার পেয়ে এ দোয়া পড়ার পর শ্রবণকারীও দোয়াকারীর জন্য একটি দোয়া করা জরুরি হয়ে পড়ে। যা জানা প্রত্যেক মুসলমানের জন্য অতিব জরুরি।উপকার বড় হোক আর ছোট হোক; উপকারকারীর জন্য দোয়া করতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে গেছেন। হাদিসে এসেছে-উচ্চারণ : ‘জাযাকাল্লাহু খাইরান’অর্থ : আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।মনে রাখবেন-আপনাকে যিনি ‘জাযাকাল্লাহু খাইরান’ বলবেন; তাঁর উদ্দেশ্যে আপনি বলবেন- ‘ওয়া ইয়্যাকা বা ওয়া ইয়্যাকুম’ অর্থাৎ আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন।সতর্ককতা-আমরা কখনো শুধুমাত্র ‘জাযাকাল্লাহু’ বলবো না। বরং ‘জাযাকাল্লাহু খাইরান’ বলবো। কারণ ‘জাযাকাল্লাহু’ দ্বারা প্রতিদান ভালোও হতে পারে আবার মন্দও হতে পারে। তাই ‘জাযাকাল্লাহু খাইরান’ বলবো।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপকারীর উপকারে সুন্নাতি এ দোয়া করার তাওফিক দান করুন।
‘ফি আমানিল্লাহ’ অর্থ: আপনাকে আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করছি বা আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখেন
থ্যাঙ্কিউ সো মাচ ভালো থাকুন
১০| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: ৭, ৮, ৯ ও ১১ সবচেয়ে ভালো হয়েছে।
১৭ ই জুন, ২০২১ রাত ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালোথাকুন
১১| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:৩২
শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!!!!
১৭ ই জুন, ২০২১ রাত ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙ্কিউ থ্যাংকিউ সো মাচ
তুমিও আমি ব্লগ দেও আপি
১২| ১৭ ই জুন, ২০২১ রাত ১০:১৮
শোভন শামস বলেছেন: নানা পটভূমির বর্ণিল ছবি গুলো মন মাতিয়ে রাখে, ধন্যবাদ
১৭ ই জুন, ২০২১ রাত ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৩| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:১৫
হাবিব বলেছেন: ফার্স্ট হলে মিষ্টি দিবেন তো?
২০ শে জুন, ২০২১ দুপুর ১২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
১৪| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:৪১
সোহানী বলেছেন: আসো, আমরা দুইজন মিল্লা মিলে মিশে পোস্ট দেই। আমি ছবি দেই আর তুমি কবেতা দাও ....। এই কবেতা লিখা আমার দ্বারা হইবে না............হাহাহাহাহা
২০ শে জুন, ২০২১ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা হ আপি সইত্য চলো মিলেমিশেপোস্ট দেই
তুমি ছবি দেও আর আমি কবিতা দেই অকে
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন আপি
১৫| ১৮ ই জুন, ২০২১ রাত ১:০৮
স্প্যানকড বলেছেন: খুব সুন্দর গ্রাম বাংলার ছবি । দেখলেই মন ভালো হয়ে যায় ।
২০ শে জুন, ২০২১ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া
১৬| ১৮ ই জুন, ২০২১ রাত ৮:১৯
জুন বলেছেন: বরাবরের মতই ইউনিক সব ছবির মেলা।
অনেক ভালো লাগা রইলো ছবি
+
২০ শে জুন, ২০২১ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৭| ১৯ শে জুন, ২০২১ রাত ২:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রিয় বোন, আপনার কি ঢাকা থেকে বাড়ি যাওয়ার এবং বাড়ি পৌছানো পর্যন্ত সিরিয়াল করে ছবি তোলা আছে? (সিরিজ ছবি) এমন ছবি তোলা থাকলে ছোট ছোট ক্যাপশান সহ ছবিগুলো আপলোড দিতে পারেন। খুব সম্ভব সর্বোচ্চ ১২টি ছবি আপলোড করার নিয়ম করা হয়েছে।
শুভ কামনা রইলো।
২০ শে জুন, ২০২১ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি তুলেছি তবে বেশীরভাগই আকাশের। স্টেশনের কিছু ছবি আছে সেগুলো ইনশাআল্লাহ দেবো যেহেতু আপনি বলেছেন।
জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৮| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:২৪
সামিয়া বলেছেন: অসাধারণ সব ছবি
২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি অনেক ভালো থাকুন
১৯| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:৫০
আমি তুমি আমরা বলেছেন: ৩ এবং ১০ নম্বর ছবি সবচেয়ে ভাল লেগেছে।
২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আমি তুমি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
২০| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৬
শাহিন বিন রফিক বলেছেন:
আমি আর কি কমেন্ট করমু? সবই তো আপু আর ভাইয়ের দল উপরে লিখে রেখেছে!!!
তবুও কিছু বলি
শুধু ছবি নয় কবিতার ছান্দিক মনে ভরে দেয়
এভাবে কে পারে আর
ছবির সাথে কবিতার বন্ধন জুড়তে?
২১ শে জুন, ২০২১ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য সত্যিই অনুপ্রেরণা যোগায়। জাজাকাল্লাহ খাইরান
কৃতজ্ঞতা আর ভালোবাসার রইলো
ভালো থাকুন
২১| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:৪৯
নিয়াজ সুমন বলেছেন: প্রথম ও চাবাগানের ছবিটি সুন্দর হয়েছে।
২১ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
২২| ২০ শে জুন, ২০২১ রাত ৯:২০
ঢুকিচেপা বলেছেন: অনুকবিতার সাথে ছবির কম্বিনেশন দারুণ হয়েছে।
ছবি প্রতিযোগিতায় শুভকামনা রইল।
২১ শে জুন, ২০২১ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ।
২৩| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২১
মিরোরডডল বলেছেন:
কোনটা রেখে কোনটা বলবো ছবিপু, এতো সুন্দর সুন্দর ছবি আর সাথে তোমার লেখা ।
মন হাঁড়িতে সুখ রেখেছি, একটু নেবে তুমি?
করবে উর্বর প্রেমে আমার, তোমার বুকের ভূমি?
মন রেখেছি সিঁকেয় তুলে, নামিয়ে কী আনবে?
ভালোবেসে একটু আমায়, কাছে কী আজ টানবে?
অনেক কিউট একটা লেখা ছবিপু
২১ শে জুন, ২০২১ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী কিউট মন্তব্য। মন ভরে যায় কৃতজ্ঞতায়।
অনেক ধন্যবাদ আর ভালোবাসা নিয়ো আপু।
আরেকটা ছবি ব্লগ দিচ্ছি, এসো কিন্তু। নিমন্তন্ন রইলো
শুভেচ্ছা সতত আর সুস্থতা কামনা করি
২৪| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১
ভুয়া মফিজ বলেছেন: কষ্ট কইরা কবিতা আর পড়লাম না। আমার হয়া মা. হাসান পড়বো নে!!
ছবি ছবি'র মতোনই হইছে। চমৎকার!!!
২১ শে জুন, ২০২১ রাত ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাও যে ফটো দেখছেন তাতেই মেলা খুশি। থ্যাঙ্কিউ সো মাচ, রাইন্ধা খাইয়েন মাগুর মাছ,
২৫| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:০৪
সুমন জেবা বলেছেন: চমৎকার ছবি ব্লগ ..
২২ শে জুন, ২০২১ বিকাল ৩:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরানৱ
ভালো থাকুন অনেক অনেক
২৬| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:১০
মনিরা সুলতানা বলেছেন: বাংলাদেশের আনাচ কানাচে সত্যি ই দারুণ সব সৌন্দর্য লুকিয়ে আছে। আপনার ছবি কথা বলে।
লেখা তো সব সময় ই বলে।
২২ শে জুন, ২০২১ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আনাচে কানাচে গ্রামে গঞ্জে কত যে সুন্দর লুকিয়ে আছে। ছবি তুলে শেষ করা যাবে না।
জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালৈা থাকুন ফি আমানিল্লাহ
ভালোবাসা আর শুভকামনা সতত
২৭| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:৪১
অপু তানভীর বলেছেন: জাফলং গিয়েছিলাম সেই ২০১৪ সালে । আপনার এই ছবিটা দেখে মনে পড়লো ঠিক এমন একটা চিকন নৌকাতে করে আমরাও নদীতে ঘুরে বেড়িয়েছিলাম। যদিও তখন আমার বারবার কেবল ভয় লাগছিলো নৌকা বুঝি এই উল্টে যাবে ।
এরপরের ছবিটা সব থেকে বেশি ভাল লেগেছে । কোদাল আর ঝুড়ি নিয়ে কর্মজীবি মানুষ ছুটছে কাজের দিকে ।
২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান অপু ভাইয়া
ভালো থাকুন।
জাফলং কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। তাই বেশীক্ষণ কোথাও ঘুরা হয়নি
২৮| ২৪ শে জুন, ২০২১ রাত ১২:২০
কাওসার চৌধুরী বলেছেন:
এক একটি ছবি, এক একটি বাংলাদেশ। চমৎকার লকেশন, তারচেয়েও দুর্দান্ত ছবি।
২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
২৯| ২৪ শে জুন, ২০২১ রাত ৯:৪৬
করুণাধারা বলেছেন: ছবিগুলো এত ঝকঝকে!! মনে ভাললাগা ছড়িয়ে গেল।
অনেক শুভকামনা রইল।
২৭ শে জুন, ২০২১ সকাল ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আপনাকে দেখে খুবই ভালো লাগলো। আমাদের ছেড়ে কখনো যাবেন না।
জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন অনন্ত
৩০| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:১৩
অপু তানভীর বলেছেন: আপু, আপনার ব্লগ থেকে দুটি ছবি নিয়ে একটা ছবি ব্লগ করেছি। পোস্টে আপনার ছবিগুলো সুত্র উল্লেখ করেই পোস্ট করা হয়েছে। তবুই আপনার আপত্তি থাকাটা স্বাভাবিক। পোস্ট টি দেখে আপনার মতামত জানানোর অনুরোধ রইলো।
০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে বলেন কী ভাইয়া আপনি তো সূত্র উল্লেখ করেই পোস্ট দিয়েছেন। আমি পোস্ট দেখে খুব খুশি হয়েছি যে আমার ছবি আপনার পছন্দ হয়েছে। কোনো আপত্তি নাই। আর ছবির উপর নাম লিখা থাকলে যে কেউ নিতে পারে কোনো সমস্যা নাই।
ভালো থাকুন সাথেই থাকুন ফি আমানিল্লাহ
৩১| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:৩২
শেরজা তপন বলেছেন: ওরে বাপরে! আপনিতো ফাটিয়ে দিয়েছেন
এতগুলো ছবি একসাথে প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন!
০৫ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি হতবাক এবং অনেক খুশি । জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া পাশে থাকুন
আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এই দোয়া করি।
৩২| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:০০
তারেক ফাহিম বলেছেন: সবগুলো ছবিতে ভালো লাগা।
ক্যাপশানগুলো পাঠে অনেক অনেক ভালোলাগা।
০৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য। জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ
৩৩| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: =সুখের স্মৃতি রাখবো তুলে সিঁকেয় করে হাঁড়িতে
= মন হাঁড়িতে সুখ রেখেছি, একটু নেবে তুমি?
.....................................................................
চমৎকার !!!
অভিনন্দন আপনাকে ।
০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৩৪| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো খুব সুন্দর, দৃষ্টিনন্দন! ঝকঝকে ছবি, ঝকঝকে লেখা!
পোস্টে 'ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম' এর আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। গ্রামটি কোন উপজেলায় এবং সেখানে কেন গিয়েছিলেন?
"কয়েক টুকরো বাংলাদেশ" - পোস্টের শিরোনামটাও চমৎকার হয়েছে!
প্রতিটি ছবির সাথে নিজস্ব কিছু আবেগীয় কথামালা খুব ভাল লেগেছে।
জাফলং এ প্রথম গিয়েছিলাম সেই ১৯৭৩ সালে, এক্সকার্শনে। এর পরেও বহুবার গিয়েছি, কিন্তু প্রথমবারের সেই অপার্থিব সৌন্দর্য কিছুতেই যেন ভুলবার নয়। সেটা এখনো চোখে লেগে আছে।
শেরজা তপন বলেছেন: ওরে বাপরে! আপনিতো ফাটিয়ে দিয়েছেন এতগুলো ছবি একসাথে প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য অভিনন্দন! - এটা আমারও কথা কিন্তু!
সেরা 'দশ' এ স্থান পাওয়ার জন্য অভিনন্দন! আশা করি, সেরা তিন এও থাকবেন।
৯ নং প্রতিমন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ।
০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া গ্রাম আমার শ্বশুর বাড়ী। বছরে একবার যাওয়া হয় সেখানে।
জাফলং দুইবার গিয়েছিলাম কিন্তু তেমন করে ঘুরতেই পারিনি। ইচ্ছে আছে আবার যাওয়ার আল্লাহ যদি রিযিক রাখেন যাবো ইনশাআল্লাহ।
এত সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইজান
কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো
ভালো থাকুন অলয়েজ
ফি আমানিল্লাহ।
৩৫| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৭
প্রামানিক বলেছেন: অভিনন্দন জানিয়ে গেলাম।
০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। আগের মতন ছড়া পোস্ট করেন না ভাইজান
৩৬| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন রইলো আপু আপনাকে। ছবি আপুর ছবি সত্যিই অসাধারণ।
শুভেচ্ছা জানবেন আপু।
০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন দোয়া করি
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৮
জটিল ভাই বলেছেন:
অসাধারণ। সেইসাথে অসংখ্য ধন্যবাদ পরপর ছবি দিয়ে প্রথম পাতার সৌন্দর্যতা নষ্ট না করে পোস্টের সৌন্দর্যতা বহুগুণে বাড়িয়ে দেবার জন্য