নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

জীবন এমনই, জীবন যেখানে যেমন (ছবি ব্লগ প্রতিযোগিতা-২)

২১ শে জুন, ২০২১ রাত ১০:২৮



০১। =জলে ভেসে যায় অভাবের কালিমা=
স্বচ্ছ জলের পুকুরে ভেসে যায় অভাবের কালিমা,
দেহের শক্তি ফুরোলে গরীবের কপালে বিষাদের নীলিমা;
একবেলা অন্ন জুটাতে উপেক্ষায় থাকে দেহের যত রোগ ব্যাধি,
দিনমজুরের মনে থাকে ভয় ব্যাধির চেয়ে আধি।

পাতিলের কালির সাথে ভেসে যায় জীবনের প্রতি কিছু অবজ্ঞা
গরীবেরা বুঝে না জীবনের কী সংজ্ঞা;
সারাজীবন খাটুনি, অন্যের সংসারের এঁটো পাতিল ধুয়ে,
কারো জীবনে পরিবর্তন আসে নেমে, আর কেউ
সুখ দেখতে পারে না আর ছুঁয়ে।

০২। =তবুও ওরা সুখে হাসে মন খুলে=
দারিদ্র্যতার ফোঁটা কপালে আঁকা, ঘামের বিনিময়ে রিযিকের দু'দানা
দিনের রোজগার দিনেই ইতি, তবুও সুখি সুখি ওদের মুখখানা!
ঝড় বৃষ্টি তুফান কিংবা ঠাঁঠা রোদ্দুর, সকাল বিকেল দুপুর,
ওরা ফেরি মাথায় ছুটে চলে খালি পায়ে, পায়ের তলায় ইট সুরকির নুপূর।
ওরা ফেরিওয়ালা, কখনো রসনার ফেরী মাথায় নিয়ে,
পরিবারের জন্য দুটো পয়সায় রিযিক আনে ছিনিয়ে!

মলিন বসনে রেললাইনের পাশে, মাথায় শ্রমের বোঝা,
হন্যে হয়ে হন্তদন্ত হেঁটে হেঁটে হয় ওদের সুখ খোঁজা।
স্থান -শায়েস্তাগঞ্জ রেল স্টেশন)



০৩।=আরশিতে তুলে রেখেছি মেঘ=
কিছু মনোমুগ্ধকর মেঘমালা তুলে রাখলাম আরশিতে,
আকাশ দেখুক উপুর হয়ে, কী মনোহারী রূপ তার, নাচুক আজ খুশিতে,
কিছু নীলও থাকুক আরশির বুকে,
আরশি বুজুক হাসি খুশি মুখ নয়, কিছু বিষাদ প্রতিচ্ছবিও
তার বুকে মুখ রাখে!

সূর্যটাও বুঝুক তার চোখ রাঙানির ভয় রাখি না আজ চোখে
মেঘ দেখতে আকাশে তাকালেই সে ঝাঁঝা তেজে আসে সম্মুখে,
আজ তাকাবো না আকাশে, আরশিটা করে রেখেছি তাক,
মেঘ'রা ধ্বসে পড়ুক, উড়ে আসুক মর্তে মেঘ'রা ঝাঁক ঝাঁক।
(স্যামসাং, ঢাকা)



০৪। =এসো হাত ধরো, হেঁটে চলি অনন্ত পথ=
এ পথ গিয়ে যেখানে থেমেছে, সে পর্যন্ত চলো হাঁটি
বিকেলের পথে নিস্তেজ আলো, দেখো পায়ের তলায় নরম দূর্বা মাটি;
সারি সারি গাছের নিয়ে আলো ছায়ার লুকোচুরি খেলা,
এখানে এই পথে বসেছে দেখো সুখালোর মেলা।

গোধূলীয়া আকাশ ছুঁয়েছে, আকাশ হয়ে আছে রক্ত বর্ণ,
এসো হেটে হেটে সুখ কুঁড়াই , যত বিষাদ মনে করি চুর্ণ বিচুর্ণ;
তোমার আমার একাকিত্ব যাক আজ ঘুচে
ব্যস্ততায় ঘিরে ধরা আমাদের, কিছুটা সন্তাপ যাক মুছে।
(স্যামসাং, গ্রীণ মডেল টাউন)




০৫ ।=ওদের হাসি ভালোবাসি=
সূর্য উঠার আগেই ওদের জেগে উঠতে হয়, ওরা পরিচ্ছন্ন কর্মী
ওদের উপেক্ষা করতে হয় ঝড় বৃষ্টি রোদ্দুর গরমি,
ওরা আছে বলেই শহর রোদ্দুর ঝলমলে আলোয় হাসে,
ধুলোর কুন্ডুলিতে উড়ে ওদের সুখ স্বপ্ন, ওরাও যে জীবন ভালোবাসে।

আমাদের উচ্ছিষ্টগুলো নিজ হাতে ছুঁয়ে ওরা শহর করে দেয় দুর্গন্ধমুক্ত,
একদিন কাজে না দাঁড়ালে ওদের থাকতে যে হয় অভুক্ত,
ওদের শ্রমের ঘাম শুকোনোর আগেই, চাই দেয়া হোক শ্রমের মূল্য,
ওরা আমাদের পরিচ্ছন্ন প্রতিনিধি,ওদের মূল্য হীরের তূল্য,
শ্রম মাথা পেতে নিয়েও ওদের ঠোঁটের এক টুকরো হাসি
আহা আমি বড্ড ভালোবাসি।



০৬। =কেউ শোয় ইটের বালিশে মাথা রেখে=
কেউ তুলতুলে নরম বিছানায় শোয়, স্বপ্ন ঘুমে আচ্ছন্ন হবে বলে
নির্ঘুম রাত্রির বুকে মাথা কুটে, চোখ তার যায় জ্বলে,
কেউ এসির হিম হাওয়ায় শোয়, আসে না ঘুম,
ইলেক্ট্রিক পাখার ঘূর্নিতে হিমাবেশ কারো রুম।

আর কেউ ইট পাথরে গুঁজে মাথা, ইট সুরকির বিছানা,
তার ঘুম সঙ্গী হয় কুকুর, কখনও ছাগল ছানা,
ঘুমে কাতর কেউ শক্ত মাটির খাটে, শান্তির ঘুম চোখে নামে,
কেউ একবেলা খেয়েও সুখ কিনে দুদন্ড ঘুমের দামে।



০৭। =হারিয়ে গেছে সেই সুরগুলো=
রোজ বিহানে কান পাতলেই শুনতে পেতাম ফুল পাখিদের কুচকাওয়াজ
কানে ভেসে আসতো "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" সে আওয়াজ,
প্রথমেই দেশ ভালোবাসার শপথ হাত রেখে সম্মুখ,
সেই সুর, সেই শপথ কালের ডহরে যায় ডুবে, শুনতে যে হয়ে আছি অপেক্ষায় উন্মুখ।

বিদ্যালয় প্রাঙ্গনে কলকাকলি নেই, নেই ফুল কলিদের মেলা,
বন্দি ঘরে ছাত্র/ছাত্রীরা কাটায় অফুরন্ত অবসর বেলা;
বিদ্যালয় কক্ষে কী ঘাস গজিয়েছে, বেঞ্চগুলোতে ধরেছে শ্যাওলা?
হে মাবুদ করো করোনা মুক্ত বিশ্ব, ছাত্র/ছাত্রীরা আছে তোমারই হাওলা।



০৮। =কিছু মুগ্ধতার ক্ষণ কেবল আমার হোক=
জীবনের রঙ গাঢ় করে নিয়েছি, যেমন ঝরা পাতার মতন,
মন সাজিয়েছি সবুজে সবুজে করে খুব যতন;
ঠোঁটে মেখেছি খয়েরী চায়ের রঙ,
যত বিষাদ পিছনে ঠেলে দেই বরং!

নিভৃত্ত প্রহরে আমি ভাবনাতে রঙ মিশাই ,
দুঃখগুলোকে নিত্য কেঁটে ছেঁটে করে রাখি বনসাই,
দুঃখদের ডালপালা আর মেলে না, বিষাদ থাকে স্তব্ধ,
আর আমি উষ্ণ চায়ের সাথে মনে বুনি সুখের শব্দ।
(ডিভাইস-স্যামসাং, #স্থান_চুনারুঘাট)



০৯। =সুখের মেলা বসেছিলো একদিন=
একদিন শুকনো উঠোনজুড়ে বসেছিলো আড্ডার মেলা,
আমরা ভাইবোনের ভাসিয়েছিলাম শূন্যে আনন্দ ভেলা,
একদিন জ্বালিয়েছিলাম আগুন দাউ দাউ, কয়লার বুকে,
মাংস পুড়িয়ে ছাই করে জিভে পুরেছিলাম, আহা
দিনটি কেটেছিলো কী যে সুখে।

কাঠিতে মাংস ঢুকিয়ে মসলায় ডুবিয়ে আগুনে তুলেছিলাম
আমাদের সুখ আড্ডার আয়োজনে কিছু অলিখিত সুখ
করেছিলাম নিলাম,
আমাদের সময়গুলো করেছিলাম উপভোগ,
ভাইবোনেরা সে আসরে দিয়েছিলাম যোগ।


১০। =ফুলপাখিরা কবে সুর তুলবে লেফট রাইট=
ভোরের আলো জেগে উঠলেই, পাখির সাথে জেগে উঠতো শিশুফুল,
মাঠে দাঁড়িয়ে এসেম্বলির সুর, প্যারেটে পা তুলে পা ছেড়ে হতো দুষ্টুমিতে মশগুল,
কেড়ে নিলো করোনা ছাত্রজীবন, কেড়ে নিলো সব দুরন্তপনা,
বিদ্যালয়, দৌঁড়ঝাপ, দুষ্টুমি সবই যেন আজ কল্পনা।

কবে খুলবে বিদ্যালয়, কলকাকলিতে উঠবে ভরে খেলার মাঠ,
মনোযোগী হবে পড়ায় কবে ওরা, কবে হবে শুরু বই পাঠ;
হায় করোনা নিবি কবে বিদায়, কবে যাবি ধরা ছেড়ে,
কেনো রে হতচ্ছাড়া এখানে বসেছিস্ আসন গেঁড়ে।



১১। =ঘ্রাণেরও কী বয়স হয়েছে বন্ধু=
নাক টেনে পাই না অতীত ইলিশের ঘ্রাণ,
ইলিশের প্রতি তাই কমে গেলো টান,
স্বাদ ঘ্রাণের বেলা পেরিয়ে কোন কুক্ষণে আছি দাঁড়িয়ে,
আমি ইলিশের স্বাদ চাই ফিরে ফের, দেই মন বাড়িয়ে।

অতীত ইলিশের কথা মনে কী পড়ে বন্ধু,
একটি ইলিশ এলে ঘরে, মনে সুখ সাত সিন্ধু!
সরষে মাখা ইলিশের মৌ মৌ ঘ্রাণে বাড়ি মাতোয়ারা,
ইলিশ রান্না হচ্ছে এ খবর জেনে যেতো পাড়া।



১২। =নামাজ ছাড়া উপায় নেই আর=
তোমরা যারা দৈনিক মজুর, কষ্ট করো ভীষণ,
শ্রম ঘামের এই দুনিয়ায়, জটিল জীবন মিশন,
রোদ্দুর বৃষ্টি মাথায় নিয়ে, করো কত কষ্ট,
রিযিক দানা আয়ের জন্য, খুব পরিশ্রম পষ্ট।

তোমরা যারা শ্রমিক ও ভাই, মাথায় জীবন বোঝা,
পরকালে তোমাদের হিসাব জানো কত সোজা?
ঘামের দামে জীবন চালাও, নিম্ন আয়ের মানুষ,
অভাবের মাঝ ওড়াও নিত্য, বিবর্ণ রঙ ফানুস!



মন্তব্য ৫৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২১ রাত ১১:২১

জটিল ভাই বলেছেন:
অসাধারণ আভী! আজিকার জটিলকথনও আপনাকে লইয়া :)

২১ শে জুন, ২০২১ রাত ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি। ইনশাআল্লাহ পড়বো

২| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৩৬

ওমেরা বলেছেন: সবাই এত সুন্দর সুন্দর ছবি পোষ্ট করছে আমি কোথায় যাব!

২২ শে জুন, ২০২১ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমার গুলোও সুন্দর হয়েছে আপি
শুভকামনা
জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকো ফি আমানিল্লাহ

৩| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রতিটি ছবি সুন্দর হয়েছে। আয়না, আমড়া, পুকুর ঘাট, স্কুল, ওভার ব্রিজে ঘুম, সাথে ঝকঝকে ইলিশ। সবচেয়ে ভালো লেগেছে আয়না দিয়ে আকাশ ধরার ছবিটি। পোস্টে +++


২২ শে জুন, ২০২১ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন
ভালোবাসা নিন।

৪| ২২ শে জুন, ২০২১ রাত ১২:০১

ঢুকিচেপা বলেছেন: এবারের সব ছবিই খুব সুন্দর হয়েছে।

২য় বারের মতো শুভকামনা রইল।

২২ শে জুন, ২০২১ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ভাইয়া জি

৫| ২২ শে জুন, ২০২১ সকাল ৭:০৩

হাবিব বলেছেন: আ...হ। জীবন্ত সব ছবি।

২২ শে জুন, ২০২১ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

৬| ২২ শে জুন, ২০২১ সকাল ৮:১৩

ইসিয়াক বলেছেন: সবগুলো ছবিই সুন্দর। জীবন্ত।
আমিও আরেকটা ছবি ব্লগ দিবো।একটু অন্য রকমের।

শুভ কামনা রইলো।

২২ শে জুন, ২০২১ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
দিন তাড়াতাড়ি সাথেই আছি। যারা আমার পোস্টে আসেন তাদের ব্লগে যেতে মন চায় বারবার।

ভালো থাকুন

৭| ২২ শে জুন, ২০২১ সকাল ১০:০৪

নিয়াজ সুমন বলেছেন: কবিতার ছন্দে, ছবি আপুর নান্দনিক ছবির গন্ধে হলাম মাতোয়ারা..।
পোস্টে ভালোবাসা। :)

২২ শে জুন, ২০২১ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কী সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকায় ভরপুর হোক আপনার সময়
শুভেচ্ছা সতত

৮| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:৩৮

শেরজা তপন বলেছেন: ছবি আপুর ছবির ভেতরে ছবির গল্প!!!

ছবির ডেপথ অফ ফিল্ড বা ডিটেইলিংগুলো চমৎকার।
আর ছবি নিয়ে অনুভুতির গল্পগুলোর তুলনা হয় না।
দারুণ( অলমোস্ট সবগুলো ছবি) :)

২২ শে জুন, ২০২১ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। আমি ভাবছি আমার পোস্ট ভালো হয়নি। অনেকেই আসেননি :(

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
কৃতজ্ঞতা ।
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৯| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:১৭

মোঃমোজাম হক বলেছেন: প্রতিটা ছবিই মান ও বিষয় বস্তুতে অসাধারন।
আমি +++প্লাস দিলাম

২২ শে জুন, ২০২১ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মোজাম ভাইয়া

ভালো থাকুন

কিন্তু প্লাসে ক্লিক পড়ে নাই :(
শুভকামনা সতত

১০| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:১৮

সামিয়া বলেছেন: ওয়াও অসাধারণ ছবি ব্লগ,

২২ শে জুন, ২০২১ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান সানার মা
অনেক ভালো থেকো ফি আমানিল্লাহ

১১| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিগুলির মধ্যে অনেক বৈচিত্র্য আছে। সুন্দর হয়েছে।

২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট। আমি ভয় পাইছিলাম । ভাবছিলাম পোস্ট ফ্লপ । কারণ পাঠকের আনাগোনা কম ছিলো।

জাজাকাল্লাহ খাইরান । ভালো থাকুন ভাইয়া জি
ফি আমানিল্লাহ

১২| ২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা জীবন !!!!! বড়ই করুন (কারো কারো জন্য মধুর) এবং কঠিন জীবন।

বনি, সবগুলি ছবিই আমাদেরই সোনার বাংলার চিরপরিচিত ও জনমদুখী কিছু মানুষের যাপিত জীবনের (নির্মম বাস্তবও বটে) ই ছবি।

অনেক অনেক ভাল লাগা বনি আপনার এই আপাত খুবই সাধারন তবে খুবই অসাধারন কিছু ছবি তথা পোস্টের জন্য সাথে সাথে পোস্টেও +++।

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন এমনই, যেখানে যেমন। সৎভাবে উপার্জন আর সত্য কথা নামাজ পড়লেই ইহ জগতের চেয়ে পরকালের জন্য সুখের হবে তার

কী সুন্দর মন্তব্য । কৃতজ্ঞতা রইলো ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

১৩| ২৩ শে জুন, ২০২১ রাত ১২:১২

ডঃ এম এ আলী বলেছেন:



ছবি সব খুব সুন্দর হয়েছে ।
হাতে সময় কম । স্টার জলসায়
গ্রামের রাণী বিনাপানি দেখতেছি ।
পরে আবার আসব । প্রথম ছবিটা
নিয়ে মস্ত বড় এক কাহিনী লিখার
কথা ভাবতেছি । সময় লাগবে,
কখন লিখতে পারব বলতে
পারছিনা। তবে এখন যতটুকু পারি
আগোছালো কটি কথা বলে যাই।

ছবির টাইটেলটা ছবির সাথে
ক্রমিকের কাছে লেপটে দিলে
মনে হয় ছবিই কথা বলবে
কবিতা পাঠের দরকার তেমন
হবেনা । তবে
কবিতা সুন্দর হয়েছে সেকথা
বলার অপেক্ষা রাখেনা ।

পরের ছবি ব্লগ হোক
মানুষ মানুষের জন্য
জীবন পরের জন্য ।
যেমন বৃক্ষের নীজের বলে
কিছু নেই, একপায়ে
এক ঠায় দাঁড়িয়ে
উপকার করে বিশ্বজুরে
শিকর হতে পাতার ডগা সবই
উজার করে দেয় পরের তরে
আন্তিমে বুকে সয় কুঠারের ঘা
মরনে চিতায় আর চুলায় জ্বলে
ছাই হয়ে উপরের ১ নং ছবিতে
ঐ রমনীটির হাতে গিয়ে
থালা বাসন ঘসা মাঝার
কাজে লাগে। উপরের ১ নং
ছবি নিয়ে আর কত বলব
তবে ছাই হয়েও শেষ নাই
লোকে বল উড়া্ইয়া দেখ ছাই
পাইলেও পাইতে পার মানিক রতন।
আমিউ বলে যাই ঐ ছাই দিয়ে
ঘসা মাঝা হতেই পেয়ে যেতে পারেন
প্রতিযোগীতার মানিক রতন
তাই সেই ১ নং ছবিটারে
একটু করিয়েন যতন
কেও খাবে কেও খাবেনা
তা হবেনা তা হবেনা
সকলকে হতে হবে
সমানে সমান ।

অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি স্টার জলসাও দেখেন। ভাবী দেখেনি?

খুব সুন্দর মন্তব্য। প্রথম ছবিটা যত্নেই আছে আমাদের বাড়ীর ফ্যামিলির সাথে সুখ আর দুঃখে আলহামদুলিল্লাহ

জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৪| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:০৮

জুন বলেছেন: অপুর্ব ছবিগুলো । ছবির ছবিতা আর কবিতা সবসময়ই অসাধারন হয়ে থাকে আর আমার খুব পছন্দ :)
+

২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আপি
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

১৫| ২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৪২

আখেনাটেন বলেছেন: আরশিতে মেঘের আনাগোনা......ছবিটা বেশ তুলেছেন....

ইলিশ মাছের ছবি দেখে তো.......ফ্রাই করটে মঞ্চায়.... B-)

চমৎকার ছবিব্লগ.....।

২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

১৬| ২৪ শে জুন, ২০২১ রাত ১২:১৮

কাওসার চৌধুরী বলেছেন:




আপা, আপনার ছবি তোলা মানেই ছবির মধ্যে বিশেষত্ব পাওয়া। প্রতিটি ছবি এক একটি বড় গল্প। দারুন সব ছবি, চমৎকার সব উপলক্ষ। শুভ কামনা রইলো আপনার জন্য।

২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। থ্যাংকস এ লট ভাইয়া
ভালো থাকুন । সুস্থ ও নিরাপদ থাকুন ফি আমানিল্লাহ

১৭| ২৪ শে জুন, ২০২১ সকাল ১০:২৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রতিটা ছবিই অসাধারন। তবে ২ এবং ৪ নম্বর ছবিদুটির বর্ণনা খুব ভালো লেগেছে

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট বিশুদ্ধা
ভালো থাকুন সুস্থ থাকুন

১৮| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৪

কালো যাদুকর বলেছেন: এছবি গুলো খুবই জীবন ঘনিস্ট। ভাল হয়েছে।

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

১৯| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৯

আমি সাজিদ বলেছেন: বরাবরের মতো জীবন ঘনিষ্ট কবিতা ও ছবি। প্লাস দিয়ে গেলাম আপি।

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুপ্রেরণারমূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

২০| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

মাসউদুর রহমান রাজন বলেছেন: একটা ভালো ছবি ব্লগ দেখলেই আমার কলিজাটা ছোট হইয়া যায়- “আহারে, আমার কোন চান্সই নাই।” ইহা একটি অতি ভালো ছবি ব্লগ।

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই অনেক ভালো ভালো ছবি ব্লগ এসেছে প্রতিযোগিতা উপলক্ষে। মনই ভালো হয়ে যায়
সবাই স্বতঃর্স্ফূত ভাবে অংশগ্রহণ করেছেন।

চান্স আছে চিন্তা কইরেন না।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

২১| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:৩৪

করুণাধারা বলেছেন: সব ছবিই সুন্দর, কিন্তু এরমধ্যে গ্রীন মগের টাউনের ছবিটি সবচেয়ে ভালো লেগেছে।

অনেক শুভকামনা।

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি।
ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন
ফি আমানিল্লাহ

২২| ২৫ শে জুন, ২০২১ রাত ১২:৩৪

অপু তানভীর বলেছেন: পুকুর পাড়ের ছবিটা এতো বাস্তব মনে হল । চোখের সামনে অতীতের কিছু টুকরো স্মৃতি ভেসে উঠলো যেন । আমার দাদা বাড়ির ঠিক পাশেই বাড়ির পুকুর ঘাট । ঠিক এমনই । যখন সেখানে বেড়াতে যাই, চাচী চাচাতো ভাবীদের ঠিক এমন ভাবে সেখানে বাসন মাজতে দেখি । বড় চমৎকার !

শান্তির ঘুমের ছবি দেখে মনে হল ঘুম বড় আশীর্বাদ । কেউ লাখ টাকার বিছানাতে শুয়েও ঘুম পায় না আর কেউ মাটিতে রাস্তায় শুয়ে কত শান্তিতে ঘুমায় !

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা এখনো গ্রামে এমন করেই সবাই হাঁড়িপাতিল ধোন পুকুরের পানিতে। গ্রামে গেলে অন্য রকম ভালো লাগার আবেশ থাকে। মন প্রাণ জুড়ে শান্তি বিরাজ করে।

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন

২৩| ২৫ শে জুন, ২০২১ রাত ৯:০৫

রানার ব্লগ বলেছেন: প্রথম ছবিটা বেশ হয়েছে

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রানা ভাইয়া

২৪| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর++

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

২৫| ২৬ শে জুন, ২০২১ রাত ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার পুরস্কার জেতা ঠেকায় কে?

২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা। থ্যাংকিউ ভাইয়া। আপনার মুখে ফুলচন্দন পড়ুক

২৬| ২৮ শে জুন, ২০২১ সকাল ১১:৩৩

মাকার মাহিতা বলেছেন: দিন মজুরের মনে থাকে ভয় ব্যাধির চেয়ে অধি

চরম বাস্তব সত্য এবং সুকঠিন কথা।

সবগুলো ছবি কবিতায় প্লাস+।

শুভকামনা রইলো।

আরও চমৎকার ছড়া কবিতার প্রত্যাশায়।

২৮ শে জুন, ২০২১ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান মাহিতা।
ভালো থাকুন অনেক অনেক
শুভকামনা শুভেচ্ছা সতত

২৭| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৬

মিরোরডডল বলেছেন:

অভিনন্দন ছবিপু ।

২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো । থ্যাংকস এ লট ভালো থাকুন সবাইকে নিয়ে

২৮| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ, অনুপম ছবি ব্লগ!

খেটে খাওয়া মানুষদেরকে ছবির ফ্রেমে নিয়ে এসে তাদের শ্রমকে সম্মানিত করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটি ছবির সাথে মনের কিছু কথা জুড়ে দিয়ে ছবিগুলোকে আন্তরিকভাবে মহিমান্বিত করেছেন, এটাও খুব ভালো লেগেছে। প্রথম ছবিটা বিশেষ করে আমার নজর কেড়েছে। দু'মুঠো অন্ন সংস্থানের জন্য খেটে খাওয়া, বয়স্কা মহিলার ছাই দিয়ে এঁটো থালাবাসন পরিষ্কার করার এ ছবিটা আমাকে স্পর্শ করে গেছে।

আয়নাতে যেভাবে আকাশকে ধরেছেন, তা একজন নিপুণ চিত্রগ্রাহকের পরিচয় বহন করে। আমার কাছে খুবই সুন্দর লেগেছে ছবিটা। আর চকচকে রুপালী ইলিশের ছবিগুলো দেখে একেবারে চোখ যেন জুড়িয়ে গেল।

ভালো থাকুন, শুভকামনা।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইজান । ভালো থাকুন। আরও সুন্দর ছবি নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হবো।'

আসলে হয়েছি কি ভাইজান। আমি আসলে বাসায় গিয়ে ব্লগে ঢুকি না। যা করি অফিসে কাজের ফাঁকেই সব লেখালিখি আর ছবি এডিট থেকে শুরু করে এখানে পোস্ট মন্তব্য সবই করি। সময় পেলে করি না পেলে মন্তব্যের উত্তর দেরী হয়। সরি সত্যিই সরি

ভালো থাকুন দোয়া করি

২৯| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫১

খায়রুল আহসান বলেছেন: শেরজা তপন এবং ডঃ এম এ আলী এর মন্তব্যদুটো ভাল লেগেছে।

আর হ্যাঁ, আসল কথাই বলতে ভুলে গিয়েছিলাম। পুরস্কার প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন!

০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.