নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কাব্য কণা (১০৩-১২২)

২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৩২



১০৩।
চোখের কোণে আলোর প্রহর-মনের ভিতর আঁধার জ্বলে
ভাল্লাগে না ক্ষনগুলো এই। ধ্যত্তেরি ছাই!
ঠোটেঁ হাসি ধরে আছি ভালো থাকার ছলে।
২৮-০৯-২০১৭

১০৪।
বুকের বাম কোণাটায় দিবানিশি স্বপ্ন বুনি,
চারিদিকে স্বপ্ন সুতোয় নীড় বুনে মধ্যিখানে বসে প্রহর গুনি
কে যেনো সহসা ছিটিয়ে দেয় ধূলো,
ঝাপসা হয় স্বপ্নগুলো,
খসে পড়ে নীড়
কষ্ট বাড়ায় ভিড়
আর আমি মাকড়শার মত পিলপিল হেঁটে দেয়ালে ঠেসে দেই পিঠ,সয় না
দেয়ালে ঠেকলেও পিঠ,স্বপ্ন নিয়ে লড়া হয় না।
২৮-০৯-২০১৭

১০৫।
চোখের সীমা ছুঁয়ে বৃষ্টিরা পড়ছে অক্ষর হয়ে,
ধপাস পড়ে ফেটে যায়,শব্দ ঝংকারে শুনি বৃষ্টি,
আহা পর্দার ফাঁকে আমার বৃষ্টি আকাশ,
আছে নারিকেল পাতা,আম গাছের পরগাছা
আর ভেজা কাক প্রহর
আর মানি প্লান্টের বৃষ্টির ফোঁটা মুগ্ধতা, স্নিগ্ধতা ভালবাসি।
২৯-০৯-২০১৭

১০৬।
জীবন খেলাঘরের এপাশে তুমি ওপাশে আমি,
যুগ ধরে হয়ে আছি প্রতিপক্ষ,
কথার বল ছুঁড়ে মারো
অবেলায় হা করে গোলবক্স হয়ে ঠাঁয় দাঁড়িয়ে কেবল গোল হজম করে যাচ্ছি,
তুমি সীমাহীন আনন্দে বীরদর্পে এগিয়ে যাচ্ছো তোমার পথে তোমার মতই,
তুমিই হতে থাক জয়ী অনন্তকাল পর্যন্ত, তৃপ্তি কি তবে পেয়েছিলে এই পর্যন্ত?
২৯-০৯-২০১৭

১০৭।
ঘাসপাতা পোকামাকড়,আহা কত রঙে ভরা দেহ,মানুষেরা কেবল সৌন্দর্য্য বিনাশে মত্ত,রঙিন জোড়া পাখি দেখলেই-আহ খেতে মজাই লাগবে,চলো শিকার করি!
৩০-০৯-২০১৭

১০৮।
জারুলফ্রেমে বেঁধেছি অব্যক্ত যন্ত্রণা,
ফিরে আসেনা সুখ মুহুর্ত,নেই কোনো সুখসুর মন্ত্রণা,
সময় যায় যাক না,
ব্যথার সুর বুকে লেগে থাকে থাকনা
৩০-০৯-২০১৭

১০৯।
জীবন পরতে পরতে টুকরো ভালবাসারা বালি হয়,
না যায় মুঠোয় পুরা,
না যায় আঁচলে রাখা,
ঝরঝর ঝরে যায়,
জীবনাকাশে ধুলির ঝড়,
ঝরে পড়ে ভালোবাসা অবেলায়।
০১-১০-২০১৭

১১০।
বুক মরুর খাঁখাঁ প্রান্তর,
তৃষ্ণায় কাঁপে অন্তর
লাগেনা ভাল কিছু
ছায়া হয়ে দুঃখ নিলো পিছু,ওড়ছি সাইমুম ঝড়ে,
ঝড়ো হাওয়ায় বালিতে নীলব্যথা ঝরে।
০১-১০-২০১৭

১১১।
পানসে সময়,চোখে ঝিমুনি ঘুম,মনে আকুলি বিকুলি তৃষ্ণা
এক পেয়ালা গরম চায়ে ঠোঁট ডুবাবো,এই সঙ্গ দেবে কি?
এসো-মাঝে টেবিল-মুখোমুখি তুমি আমি।
০২-১০-২০১৭

১১২।
তাক করে আমার দিকে মারো কথার তীর-
তীর যে বিঁধে বুকে,ব্যথা বাড়ায় ভিড়
চারিদিকে তীরফলা,ওমা একি কান্ড,
বন্দি আমায় করলে বুঝি,পাই কষ্ট দন্ড
০২-১০-২০১৭

১১৩।
গোধূলীর গা ছুঁয়ে আশ্বিন সন্ধ্যা ডেকে আনে
উপরে লাল আভা নিচে আবছা আঁধারী রং,
টানে আমায় পিছু টানে;
কতকাল দেখিনি দূর্বাঘাসে বসে পশ্চিমে সূর্যডোবা
হারায় হারায় সব দৃশ্য মনোলোভা।
০৩-১০-২১

১১৪।
আলোছায়ার পথ,কেউ হেঁটে শান্তি খুঁজে,কেউ খুঁজে গন্তব্য,
বৃক্ষের ফোঁকর গলে এক টুকরো চাঁদালোর প্রহর,
কে আর উঁকি দিয়ে দেখে কী মুগ্ধতা পুরো আকাশ জুড়ে,
এখানে অট্টালিকার ফাঁকে রূপার আলো কাছে টানি;
একটা উঠোন থাকলে মন্দ হতো না!
শীতলপাটিতে বসে চাঁদালোয় স্নান করতাম।
০৪-১০-২০১৭

১১৫।
উপর নিচ ডানবাম যেদিক তাকাই ক্লান্তির তীর এসে চোখে বিধেঁ
ঘুমচোখে গুনি প্রহর
আহ্ কখন যে লেগে গেছে চায়ের খিদে এই চলো চা পানে হই মত্ত
০৫-১০-২০১৭

১১৬।
বিদ্যুৎ পানি যার আছে সে ধনবান,সুখ শান্তির পরিবার,
যার নাই এসব কিছু তার সাধ্যি কি শান্তি আঁকড়ে ধরিবার।
পুড়ছি আজ-এই শহরের মাঝ।
০৬-১০-২০১৭

১১৭।
একফোঁটা আঁধারে কেঁপে উঠে বুক,
আতংক এসে গলা শুকিয়ে দেয়,
অথচ অথৈ আঁধার যখন আলিঙ্গনে জড়াবে,
আমি কি তখন মুক্ত হতে আপ্রাণ চেষ্টায় হবো কাতর!
বৃথা সব চেষ্টা,বন্ধ চোখে দেখি গোরের আঁধার।
০৬-১০-২০১৭

১১৮।
টুকরো টুকরো সুখ নীলাভ সিরামিক ব্যাংকে জমিয়ে আমি একদিন পাহাড় ছুঁতে যাব।
যতগুলো অভিমান বুকের গভীরে কান্না হয়,
ঝর্ণার কাছে বিকিয়ে আসব!
পাগুলো দেবে যাবে স্বচ্ছ জলের গভীরে
হীম জলের ছোঁয়ার দেহমনের তিক্ততা বিনামুল্যে ঢেলে দেব নেমে আসা ঝর্ণার গভীর ডহরে।
০৭-১০-২০১৭

১১৯।
চোখ ধাঁধানো গাঢ় রঙ আচ্ছন্ন করে রাখে-সে এক মোহ রঙ।
মানুষেরও রঙ আছে,মুখোশের রঙ, সে এক বিভ্রান্ত রঙ।
মুখ দেখে যায় না বুঝা,
থাকা লাগে মন ঘেঁষে,
রঙ দেখে আচ্ছন্ন নয়, চোখ সওয়া রঙ বেচে নাও,
মুখ দেখে ভালবেসো না, সঙ্গে থেকে পরখ করে নাও।
০৮-১০-২০১৭
১২০।
ক্লান্তির ছায়া ঘিরে ধরে আছে- চোখ
জ্বলুনি-তে কেটে যায় অযস্র প্রহর
ভাবনাগুলো হারায় কাজের তোপে
কেবল কষ্টে ভিজে যায় মনের শহর।
০৯-১০-২০১৭

১২১।
হাসিতে মুক্তো ঝরে-তা আর বলি-নে বাপু
হাসো ঠিকই-দাঁত লাগে তরমুজ বীচি
ভিতরে অহম পুষো-বাহিরেতে লোক দেখানো হাসো মিছেমিছি। ধুচ্ছাই!
১১-৬-২১

১২২।
বুকজুড়ে ব্যথার আঁচড়, ভয়ংকর কথার নখরে ক্ষতবিক্ষত করো
কী আমায় ভালো লাগা হতে ফিরিয়ে রাখতে পেরেছো?
তবুো আমি শান্তির থালায় সুখ গিলি আর তুমি গুমরো মুখে বসে অশান্তির গ্লাসে বিতৃষ্ণা গিলো।
০৫-১০-২০১৭


মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিন্দু বিন্দু কাব্য দিয়ে এক
বিশাল মহাসিন্ধু রচনা করেছেন
আমাদের ছবি আপু।
আপনাকে বিশাল মহা সমুদ্রের
অজস্র জলরাশির সমপরিমান
শুভেচ্ছা ও ভালোবাসা!!

২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইজান ভালো থাকুন

২| ২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: বোন, আসলেই জীবনের খেলাঘরে এই পাশে আমি আর সবাই অন্যপাশে । এ এক বড়ই নির্মম জীবন।

আর সকল দুঃখ-কষ্ট ভূলে,খালি পেটে তরমুজের বীচির মত দাত নিয়েও হাসি দিয়ে বলতে হয় ,ভাল আছি।হোক তা মিচা-মিছি।

৩০ শে জুন, ২০২১ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান। মতের মিল মনের মিল কেউ কারো সাথেই হয় না। সমঝোতা করে কেউ পথ আগায় আর কেউ থেকে যায় গুঁয়ার

জাজাকাল্লাহ খাইরান। ভালো থাকুন ভাইজান ফি আমানিল্লাহ

৩| ২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

৩০ শে জুন, ২০২১ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া

৪| ২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। ১০৫ নম্বরটা একটু বেশি ভালো লেগেছেন।

৩০ শে জুন, ২০২১ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সোনাবীজ ভাইয়া
ভালো থাকুন সুন্দর থাকুন
ফি আমানিল্লাহ

৫| ২৯ শে জুন, ২০২১ রাত ১০:৪১

জটিল ভাই বলেছেন: ১২৩।
ছবি নামের সেই মেয়েটি
ছবির মতোই সুন্দরী,
ছবি তার আজও ছবি হয়ে আছে
ছবির মৃতোই মনে করি :)

কাব্যকণা ছবির মতোই সুন্দর :)

৩০ শে জুন, ২০২১ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মতই মনে করেন মৃত মনে কইরেন আবার
জাজাকাল্লাহ খাইরান
ভালা থাইকুইন যে

৬| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কয়েকটা পড়েছি ভালো লাগলো তবে সবগুলো পড়তে পারিনি।

৩০ শে জুন, ২০২১ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বাঙালী । পড়েছেন এইতো ভালো লাগলো
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৭| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: এত্ত সময় পান কোথা থেকে? হুম!

০২ রা জুলাই, ২০২১ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তা'আলা আমাকে সময় গিফট করেন। আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৮| ৩০ শে জুন, ২০২১ দুপুর ২:৪০

স্প্যানকড বলেছেন: আমি লক্ষ্য করেছি আপনার অনেক কাব্য অনেক আগে লেখা। এরসাথে বহু কবিতা পড়লাম ভালো লাগলো। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

০২ রা জুলাই, ২০২১ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আমি কিন্তু প্রচুর লিখি, সব ত এখানে দেয়া যায় না। স্মৃতির পাতা হতে কিছু মাঝে মাঝে এখানে দেই। অনেক ধন্যবাদ।ভালো থাকুন

৯| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৪:১১

ফড়িং-অনু বলেছেন: কাব্য গুলো বেশ চমৎকার। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিলো ১০৪ এ ”বুকের বাম পাশে স্বপ্ন বুনি” মানুষ কেন কাব্যতে বুকের বাম পাশ লিখে, ডান পাশ কেন নয়?

০২ রা জুলাই, ২০২১ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুকের বামেই মানুষের সব অনুভুতি লুকানো। ডান পাশ ফাঁকা তাই। অনেক ধন্যবাদ ভালো থাকুন

১০| ০২ রা জুলাই, ২০২১ বিকাল ৩:০৩

জুন বলেছেন: কাজী ফাতেমা ছবি প্রতিটি টুকরো কবিতাই এক একটি মুক্তোদানা। অনাবদ্য। বিশেষ করে শেষের কয়েকটি। অনেক অনেক ভালো লাগা রইলো :)
+

০২ রা জুলাই, ২০২১ রাত ৮:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আপি। জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন ফি আমানিল্লাহ

১১| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: প্রথমটাই প্রথম, অর্থাৎ ১০৩ নম্বরটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। ১০৫, ১০৬ এবং ১১৬ও ভালো লেগেছে।

পোস্টে নবম ভাললাগা। + +

৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত পরের পোস্ট পড়েছেন দেখে অনেক ভালো লাগলো ভাইজান
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: "এত পরের", নাকি এত আগের?

০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আমিই ভুল বলেছি ভাইজান। এত আগের পোস্ট বলা উচিত ছিলো

থ্যাংকস এ লট

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: আপনার 'ছবি ব্লগ প্রতিযোগিতা'র তিনটি পোস্টে ৪/৫টি মন্তব্য করে এসেছিলাম। কিন্তু আপনি আজও তার কোন উত্তর দেন নাই।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি দুঃখিত উত্তর দেরী করে দেয়ার জন্য। ভালো থাকুন ভাইজান। নোটিফিকেশনও ঠিকঠাক মত পাই না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.