নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

রোদ্দুর হবো ফের যদি ফিরে পাই দোয়েল প্রহর (জীবন গদ্য)

০২ রা জুলাই, ২০২১ রাত ৮:০৩



©কাজী ফাতেমা ছবি
#রোদ্দুর_হবো_ফের
বৃষ্টি এসেছিল গোধূলিয়ায় ঝপঝপ করে। কান পেতে শুনেছি আর চোখ বোজে অনুভব করেছি, যেই স্পর্শ নিতে গেলাম; আচানক বৃষ্টির সুরে শুনতে পাই তিতে গানের লিরিক, আর কি! দু'চোখ হল নদী। বৃষ্টির জল আর অশ্রুর জল মিশে হলো একাকার, টেরই পাই নি কোনটা বৃষ্টি আর কোনটা চোখের জল! তবুও ঠাঁয় দাঁড়িয়ে থাকি বারান্দায় নির্নিমেশ আঁখিতে....

কোন জলের মূল্য বেশি!! বৃষ্টিরই হবে... বৃষ্টির জলে সিক্ত হয়ে মানুষ কবি হয়। সে জলের স্পর্শে মানুষ আনন্দে শিহরিত হয়। বৃষ্টির রূপালী নুপূরে রুনুঝুনু, ঝনঝনাঝন, ঝমঝম কভু ঝপঝপ তালের নৃত্য, মানুষ ভালোবাসতে শিখে, মুগ্ধ হতে শিখে আর অশ্রুর কি মুল্য সে জল না ভিজিয়ে পুড়িয়ে দেয় একটা হৃদয়। ভাসিয়ে দেয় ভিতর বাড়ি কষ্টের জোয়ারে, সাজানো বাড়ি হয় লন্ডভন্ড!

কথা রাখতে পারিনি, আবারো ডুবে যাই, তলিয়ে যাই সহসা চোখের নদীতে। বেশ কয়েক ঘন্টা যেনো দুই যুগ হয়ে যায়। জলের স্পর্শে প্রজাপতি মনডানা চুপষে যায়। ইচ্ছে স্বত্তেও উড়াল দেয় না, দেয়ার শক্তি নিঃশেষ।

জীবন তো এই, প্রানবন্ত প্রহর অতীতের নিঝুম পুরীতে। সে কি আর ডাকলে সাড়া দেয়! তবুও চেষ্টা নিরন্তর আমি এই মেঘ এই রোদ্দুরই হবো.... মনে রোদ্দুর আলোর ঝলমলানি.... আসুক ফিরে অতীতের দোয়েল প্রহর, আসুক খঞ্জন ক্ষণ তবেই আমি হবো রোদ্দুর!!

(০২-০৭-২০১৬)



০২।
আঁধারের গা চুয়ে আষাঢ় গলে পড়ছে, আহ কি মায়াময় সন্ধ্যা, আমগাছের পাতা ছুঁয়ে বৃষ্টি'রা ঝরছে নিরিবিলি, বিরাম নেই, নেই লুকোচুরি খেলা মেঘের সাথে। আকাশ বড্ড আবেগী হয়ে উঠেছে এই সন্ধ্যার বুকে মাথা রেখে। ল্যাম্পপোস্টের আলোয় বৃষ্টি'রা হয়েছে ঐ যে জোনাক পোকা হয়ে গেলো। , জ্বলো নিভু আলোয় আজ এই রাত কেমন মাধুর্যতায় মোড়া যেনো। হাত বাড়ালেই শীতল অনুভূতি। মন বাড়ালেই ভালো লাগার শিহরণ। বৃষ্টির সুরে সুর মিলিয়ে গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে, এই তুমি কি আমার সুর ছুঁয়ে দিবে? কণ্ঠে লুফে নিবে অনুরণন? এসো ঝুল বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির সুরের ধারায় হারাই। আসবে কি?

০২-০৭-২০১৭

মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:১৪

জটিল ভাই বলেছেন:
৩।
এমন বর্ষায় ছবিরা আর ছবি হয়ে থাকছে না। ফ্রেম হতে বেরিয়ে এসে বারান্দায় দোল খাওয়া চেয়ারে বসে দোল খাচ্ছে আর বৃষ্টি-মেঘের খেলা দেখে ছবি হতে কবি হয়ে মাতিয়ে রাখছে চারিপাশ :)

সুন্দর লিখনী :)

০২ রা জুলাই, ২০২১ রাত ৮:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা দারুন হয়েছে। এবারে আষাঢ় সেরা। ধুয়ে দিচ্ছ
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন আল্লাহ ভরসা

২| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:১৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার বাসনা !
দুইদিন থেকে দারুণ উপভোগ্য হচ্ছে লকডাউন।

০২ রা জুলাই, ২০২১ রাত ৮:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থামছেই না আপি। দারুন লকডাউন সময়। অফিসে গেলে খবর হইতো, আমাদের রাস্তা ডুবে আছে। জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:২০

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম প্রিয় আপা্।
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আপনার লেখাও যেন বৃষ্টির ফোটার মতো আবেগী হয়ে ঝরছে।
ভালো লেগেছে। লাইক।

০২ রা জুলাই, ২০২১ রাত ৮:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইজান। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন স্বপরিবারে আলহামদুলিল্লাহ। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: দোয়েল প্রহর কি জিনিস?

০২ রা জুলাই, ২০২১ রাত ৯:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অইতো একটা কিছু, সুন্দর প্রহর ফুরফুরে প্রহর এমন কিছু বুঝায়
ধন্যবাদ

৫| ০২ রা জুলাই, ২০২১ রাত ১০:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রিয় বোন, ধুমায়িত গরম এক মগ কফি ব্লেন্ড করা। আর ফ্রেঞ্চ ফ্রাই। আর কি চাই? আমার দুই ভাইগ্না কেমন আছে? পোস্টে ছোট্ট একটি লাইকু। আমার নতুন একটি পোস্ট আছে সময় করে পড়বেন অবশ্যই।


০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কফি বানাতে পারি না, র আর দুধ চা খাই দুইবেলা। সময়গুলো মন্দ কাটে না আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ পড়বো ভাইয়া। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১২:২৮

কাছের-মানুষ বলেছেন: লেখাটি চমৎকার সাথে মানানসই ছবি, সব মিলিয়ে অসাধারন৷

০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ

৭| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৪:০৩

রুদ্র আতিক বলেছেন: না, ছাতা নেই ! রেইন কোর্টটাও ফেলে এসেছি বাসায় ! :) :) :D
পুনশ্চঃ লেখা ও ছবি, চমৎকার ।

০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছাতা আমিও রাখি না। ছাতা ভারি জিনিস। সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকস এ লট ভালো থাকুন

৮| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৭

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাইয়া ভালো থাকুন

৯| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:১৫

হাবিব বলেছেন: জটিল এবং সরল

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ

১০| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ওয়াও দারুণ শিরোনাম, দারুন জীবন দৃশ্যকল্প। এটা নিয়ে একটা কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে লিখেই ফেলি কি বলেন ???

++++++++

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি। ভালো থাকুন। আপনার কবিতা খুব ভালো লেগেছে

১১| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২১

রানার ব্লগ বলেছেন: বিরক্তিকর লকডাউন আরা বিরক্তিকর থাকছে না বর্ষা এসে ভিজিয়ে দিয়ে গেল এক পসলা স্মৃতি দিয়ে।

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাল রাত অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে এবারের আষাঢ় সেরা আষাঢ়

ধন্যবাদ ভালো থাকুন

১২| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা যেমন ছবি তেমন কথা তারপর আমাদের ছবি আপা।
ভালো আছেন আপু?

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি
আপনি কেমন আছেন।
আল্লাহ সবাইকে হেফাজত করুন

১৩| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর গদ্য পদ্য।

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

খায়রুল আহসান বলেছেন: "রোদ্দুর হবো ফের যদি ফিরে পাই দোয়েল প্রহর" - কি চমৎকারই না একটা শিরোনাম দিয়েছেন! খুব ভালো হয়েছে।

বৃষ্টির জলে পাখি ভিজে, প্রজাপতি ভিজে, ফুল ভিজে, পাতা ভিজে, মানুষের মন ভিজে, চোখ ভিজে, জানালার কাঁচ ভিজে, আরও কতকিছু ভিজে, কিন্তু সবকিছুই ভেজার পর যেন পরিষ্কার হয়ে ওঠে, পরিশুদ্ধ হয়ে ওঠে, প্রাণসঞ্চারে প্রফুল্ল হয়ে ওঠে। এবারের আষাঢ়ে প্রকৃতিতে যেন নতুন প্রাণসঞ্চার হয়েছে।

সুন্দর এ জলকাব্যে দশম ভাললাগা রেখে গেলাম। + +



১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি। আষাঢ় তো গেলো আনন্দ দিয়ে। এই ভাদ্র মাস যে জ্বালাচ্ছে খুব। এত গরম আর লোডশেডিং চলছে সমানে।

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন স্বপরিবারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.