নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কিছুই আপন নয় আমার এখা‌নে=

০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪০



©কাজী ফাতেমা ছবি
=কিছুই আপন নয় আমার এখা‌নে=

দীর্ঘশ্বাস বক্ষ ফুঁড়ে উ‌ঠে, ভাবনার অত‌লে যাই ডু‌বে
যখ‌নি ভা‌বি এখা‌নের কিছুই নয় আমার,দু‌নিয়ার সব স্বপ্ন যায় উ‌বে,
এই খাট,তু‌‌লোর জা‌জি তোষক,আরা‌মের সব উপকরণ,
এক‌দিন সব আ‌য়েস সময় কর‌বে আমা‌ হতে হরণ।

এই যে রুম,আমি তা‌কে আমার রুম ব‌লি,আমার দখ‌লে সে রুম,
এ রুম ‌চিরত‌রে ছে‌ড়ে যে‌তে হ‌বে,বু‌কে বজ্র নিনাদ বা‌জে গুরুম গুরুম,
টি‌ভির পর্দায় চোখ রাখ‌লেই কত দূর্ঘটনায় নি‌মে‌ষেই আত্মা যায় উ‌ড়ে,
মৃত্যুর যেন খুব খুউব নয় দূ‌রে!

এই কী‌বোর্ড এই মু‌ঠো‌‌ফোন থাক‌বে না আর আমার দখল,
হায় দু‌নিয়া মি‌থ্যে মি‌থ্যে........ সুখ সমৃ‌দ্ধি মোহ সব নকল;
এই অ‌বিরাম লেখা, এই কাব্য কথার গল্প, ছন্দ আনন্দ,
সব হা‌রি‌য়ে আ‌মি নিঃস্ব,কে জা‌নে অনন্ত আঁধা‌রে কাট‌বে ভা‌লো কীনা মন্দ।

এই রান্নাঘর, রান্নাবা‌টি খেলা, ‌কোরমা পোলাউ‌য়ের স্বাদ, তরকারীর ঝোল,
সব স্বাদ বিস্বাদ হ‌বে এক‌দিন, আযাব হ‌তে নি‌জে‌কে বাঁচা‌তে পা‌বো কী খুঁজে কূল!
এই যে ‌সোফায় ব‌সে আরা‌মে টি‌পি রি‌মোর্ট, ঘু‌রি চ্যানে‌লে চ্যানে‌লে,
এক‌দিন পাপ পু‌‌ণ্যির বিচা‌রে আমার নামও উঠ‌বে বিচার‌কের প্যানে‌লে!

হা‌তের চু‌ড়িগু‌লো, ঠোঁটের লিপ‌নস্টিক,সাজুগুজ সব র‌য়ে যা‌বে
অ‌ন্যের দখ‌লে চ‌লে যা‌বে আমার সব, সময় ঠিক বদলা‌বে,
এই বাড়ী ঘর,এই সুখ,বিত্ত বৈভব কিছুই আমার নয়,
এক‌দিন সব উল্লাস পিছ‌নে ঠে‌‌লে, হিসা‌বের সা‌থে হ‌বে প্রণয়।

আপনজন,সন্তান,স্বামী সবাই অচেনা হ‌বে এক‌দিন, যা‌বে না কেউ স‌ঙ্গে,
পোকা মাকড় আর মা‌টি দখল থাক‌বে আঁধারে সকল অ‌ঙ্গে
কিছুই নয় আমার, কিছুই নেই এখা‌নের যা নি‌য়ে যা‌বো গো‌রে,
নামাজ ‌রোজা ঈমান ছাড়া সবই মূল্যহীন,সবাই পর,র‌য়ে যা‌বে দূ‌রে;
তবুও কেন থা‌কি প‌রে দু‌নিয়ার স্বপ্ন, মোহ ঘো‌রে!
(১০-০৮-২০২০)

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৮

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কিসের আশায়, কিসের মোহে যে ছুটছি। একদিন কিছুই থাকবে না ভাবতেই কেমন লাগে :(

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । মাঝে মাঝে স্মরণ হলে দুঃখবোধ হয়। পরক্ষণেই ভুলে যাই। আল্লাহ আমাদের সঠিক পথে নিয়ে যান সেই প্রার্থনাই করি।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২| ০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৬

ইসিয়াক বলেছেন:






সবই মায়ার খেলা মিছে ফাঁকি।
জানি বুঝি তবুও তাতে মগ্ন থাকি।
যেতে হবে সব ছেড়ে দিন বেশি নেই বাকি
কোন সম্পদই সঙ্গী হবে না, সঙ্গী শুধু হবে নেকী।
আছে কি জমানো? ভাবি না কখনও
যখন তখন আসবে ডাক, এই কথাটা যেন।

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে। এই সত্যকেই আমরা মিথ্যে ভেবে দুনিয়াতে সুখ নিয়ে বাঁচি। আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৩| ০৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৪| ০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৫| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৩১

জটিল ভাই বলেছেন:
লিখা পড়ি আর ভাবি,
আপনার সঙ্গে কথা বলবো না আভী!

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিল্লাই আমি কিতা করছি আবার
:)
গোস্বা ক্যারে ভাই

ভালো থাকুইন যে
ফি আমানিল্লাহ

৬| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৯:১৮

কুশন বলেছেন: এটা কি কবিতা?

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: গল্প কথামালা উপন্যাস ছড়া কবিতা আপনি যেকোনোটাই ভাবতে পারেন।

৭| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১১:১৯

কামাল১৮ বলেছেন: যত তাড়াতাড়ি আপন বাড়ি যাওয়া যায় ততই ভালো।আমার একটাই জীবন,তাই এই জীবনে সুখে শান্তিতে থাকতে চাই।

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক বলেছেন । সুখে থাকুন দোয়া করি। ভালো থাকুন আশেপাশের সবাইকে নিয়ে।
শুভেচ্ছা সতত

৮| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১:২৮

ঢুকিচেপা বলেছেন: এরকম কবিতা পড়লে তো ভয় লাগে।

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ভয়টাই সত্যি :( আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

৯| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা অত্যন্ত সুন্দর; বাস্তবতার প্রতিচ্ছবি। আমার জানার জন্য বলছি - তরকারীর ঝুল না ঝোল কোনটি হবে?

০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ তাইলে আমার টা ভুল হইছে আচ্ছা ঠিক করতাছি ভাইজান। জাজাকাল্লাহ খাইরান।
ঝোল [jhōla] বি. তরল ব্যঞ্জনবিশেষ; জুল, সুপ। [দেশি]। আপনারটাই সঠিক
কৃতজ্ঞতা।
অনেক সময় বানান ঠিক হবে কী হবে না মনে করে ভুলটাই লিখে ফেলি

১০| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:১১

হাবিব বলেছেন: কবিতার প্রেমে পড়ে গেলাম।

০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ থ্যাংকিউ , ভালো থাকুন পাশেই থাকুন
স্বপরিবারে ভালো আছেন তো? আল্লাহ সবাইকে হেফাজত করুন

১১| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৯

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন ছেলেপুলে নিয়ে

০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমরা। অফিস করতেছি। দোয়া করবেন সবার জন্য। আমিও দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুন।

১২| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৮

তারেক ফাহিম বলেছেন: বরাবরের মতই ভালো লাগলো।

বাস্তবমুখি লিখা।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

১৩| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষের হৃদয় হয়েছে কঠিন
পাথরের মতো শক্ত
তাইতো সহজে দমেনা সে
পচেঁ গেছে তার রক্ত!

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য । জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটাই বলে দেয়, কবিতায় কী আছে! যা বলেছেন, সবাই তা জানে, কিন্তু তা নিয়ে এত গভীরভাবে ক'জনাই বা ভাবে!
কবিতা পড়তে পড়তে বেদনার্ত হয়েছি, ভারাক্রান্ত হয়েছি, ভবিতব্যের কথা ভেবে।

কবিতায় নবম ভাললাগা! + +

১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধেয় ভাইজান আপনার মন্তব্য পড়লে মন জুড়িয়ে যায়। জাজাকাল্লাহ খাইরান
স্বপরিবারে সুস্থ ও নিরাপদ থাকুন দোয়া করি।

এই বৃহস্পতিবার বাড়ী গেলাম, আমার মামী অসুস্থ, নানাবাড়ীতে গিয়ে দেখি আমার চার মামী বিছানায় অসুস্থ। জরাজীর্ণতায় আচ্ছন্ন। কী যে খারাপ লাগে দেখলে। একসময় মামীদের হাতের রান্না খেয়ে কত তৃপ্তি পেতাম আর আজ অনেক দেরী করে যেতে পারি তাদের দেখতে :( জীবন এমনই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.