নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=একফোঁটা বৃষ্টির আকাঙ্খায়=

১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৬



©কাজী ফাতেমা ছবি
=বৃষ্টির আকাঙ্খায় মন=

বর্ষার জল প্রহর আর বিষণ্ণ বিকেল
স্মৃতিগুলো ভেসে যায় রোদ্দুর পুড়া ঘ্রাণে;
বাদামের খোসায় পায়ে হাঁটার সুর,
বুকে বেজে উঠে বিতৃষ্ণার গান।

বুকের ভিতরে জল সাইরেন,
যেনো ট্রেন ছেড়ে যাওয়ার হুইশেল
বাজে মুহুর্মুহু তৃষ্ণার্থ দিনের সঙ্গীত;
কোথাও যাওয়ার তাড়া নেই,
কোথাও কেউ অপেক্ষায় নেই
ভাবনার বেড়াজালে সময়গুলো কেবল জাবরকাটা।

শহর জ্বলে যায়, পাপের ডহরে পড়ে শহর কাঁদে,
শহরের বুকে যত বৃক্ষ, হাহাকার আর আর্তনাদ;
জাহান্নামের আগুন ছোঁয়া রোদ্দুর হাসে অট্টহাসি
প্রার্থনায় তাকাই আকাশে,
বৃষ্টি দিনের প্রত্যাশায় নির্নিমিখ দৃষ্টি।

ঘামে ভেজা রঙবাহারী জামা, দেহের অলিগলি আলপিন খোঁচা
স্বস্তিগুলো পালায় পর্দার ফাঁকে,
জানালার শার্শি ভিজে যায় রোদ্দুর ঘামে;
পাতারা নিস্তব্ধ, নৈ:শব্দের গান বাজে হাওয়ায় হাওয়ায়,
চোখে কোণে হতাশার জল তবে কেনো বাষ্প হয়ে
ঝরে না একফোঁটা বৃষ্টি।

বৃষ্টি তোমাকে পাবার তীব্র আকাঙ্খার সুর
বেজে উঠে কপালের ঘামের বিন্দুতে
এসো গলা ছেড়ে গাই রিনিঝিনি গান
তীব্র বেগে এসো ঝরো এবেলা চোখের পাতায়।
(২৫-০৬-২০১৯)


মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: যাক বাবা ২০১৯ এর কবিতা।

আমি তো ভাবলাম বিষন্নতায় ভুগছো বুঝি আজকাল!!!!

১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আমি আবার বিষণ্ণতায় ভুগমো, কাভি নেহি
কষ্ট আসে মাইনসে কষ্ট দেয় তাতে কী আমার সুন্দরসময় মানুষের লাইগ্গা নষ্ট করমু নি। তবে আপি তোমার মত এমন রঙ রঙিলা থাকতে ইচ্ছে করে। মনটা উড়ু উড়ু... যা ইচ্ছে তাই :)

২| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৮

শায়মা বলেছেন: তাইলে নো পাত্তা!!!!!!! দুস্ক কষ্ট বেদনা...... কোনো কিছুকেই নো পাত্তা!!!!!! :P

সবসময় ভাববে তোমার পা নেই......

এই পাই যত সমস্যার মূল। কারণ পা দিয়ে মাটির উপর হাঁটতে হয়। মাটি আঁটকায় রাখে.......

তাই ধরেই নেবে তুমি উড়ছো!!!!!!!

তোমাকে পাখা দিয়ে উড়তে হয় তুমি হাঁটেই পারো না...... শুধু উড়তেই পারো......

তাইলেই দেখবে সত্যি সত্যি উড়তে পারছো হা হা হা :P

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে বলো কী। কিন্তু মাইনসের লাইজ্ঞা,শান্তি মত থাক্তেই পারি না। জিদ হিংসা মনে এসেই যায়। এখন থাইকা বাবমু পাও নাই হা হা উড়মু আর উড়মু।

৩| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪২

জটিল ভাই বলেছেন:
আমি কবি নই, তবু কাব্যের ভাষা বুঝতে চাই....

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুঝাইমু নে, দাওয়াত রইলো আইয়ুন যে জাজাকাল্লাহ খাইরান

৪| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

কবিতায় বানান ভুল হলে সেটা কবিতার রূপ-গন্ধ-স্বাদ ম্লান করে দেয়। কবিতা ছাড়া অন্য লেখায় বানান ভুল হলে ততোটা আমলে নেয় না লোকে।

১৩ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া। কিন্তু ভুল কোথায় একটু যদি বলতেন দয়া করে ঠিক করে নিতাম। অনেক সময় ভুল বানান চোখে ধরা পড়ে না।

ভালো থাকুন

৫| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছবির যাদুকর, কবিতা ভালো হয়েছে। আজকে দুপুরে কি লাঞ্চ করেছেন? আমার লাঞ্চ ছিলো সাদা ভাতের সাথে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ। আর দুইটা সন্দেশ। কবিতায়+++

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া কাল রোজা ছিলাম। আজ এখনো খাইনি। করলা ভাজি ডিম আর বাইম মাছের তরকারী দিয়ে ভাত এনেছি আজ। একটু পরেই খাবো ইনশাআল্লাহ। অফিস চারটা পর্যন্ত তাই বাসায় যাই না । তাসীনের বাপে গিয়ে তামীমকে খাইয়ে দিয়ে আসে হাহাহা একটু বেচে গেছি।

দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ ও নিরাপদ রাখেন। ভালো থাকুন জাজাকাল্লাহ খাইরান

৬| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আগের কবিতা্? আমিও আগের কবিতা মাঝে মাঝে জাবর কাটি । আজ নিজ হাতে সব্জি রান্না করে খেলাম। দেখি ভেজিটেরিয়ান হওয়া যায় কি না ।


সুন্দর কবিতা ।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। আপনি অনেক গুনের মানুষ। স্বাস্থ্য কমাতে হলে ভেজিটিরিয়ান হতে হবে। আর দৌড়াইতে হবে :)

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৭| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৬

হাবিব বলেছেন:




বিষন্ন বিকেলে বসে রই একেলা
মনের আকাশে একমুঠো বৃষ্টিভেজা রোদ
তোমার অপেক্ষায়

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

৮| ১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৬

স্প্যানকড বলেছেন: " বুকের ভিতরে জল সাইরেন
যেন ট্রেন ছেড়ে যাওয়ার হুইশেল ! "

বেশ ভালো লাগলো। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন আপু।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। অনেক অনেক ভালো থাকুন
ধন্যবাদ আপনাকে

৯| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:০১

সাহাদাত উদরাজী বলেছেন: লেখা চলুক।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

১০| ১২ ই জুলাই, ২০২১ রাত ৯:২৪

নজসু বলেছেন:



কবিতাটা পাঠ করে মনটা কেমন যেন উদাস হয়ে গেলো।

ভালো থাকবেন প্রিয় আপা। দোয়া রইলো।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাঝে মাঝে উদাস হইলে ভালোই হয়, জীবন নিয়ে ভাবা যায়। কোথায় সুখ আর কোথায় দুঃখ লুকিয়ে আছে
জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

১১| ১২ ই জুলাই, ২০২১ রাত ১০:১৩

মনিরা সুলতানা বলেছেন: এত আগের লেখা এতদিন পর দিলেন ?
আমি তো লেখার আধা ঘণ্টার মাঝে ব্লগে না দিলে হাঁসফাঁস লাগে।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ২০১১ অথবা ১২ থেকে লিখা শুরু করছিলাম পুরোদমে। এত লেখা জমা আছে। সব তো আর পোস্ট করা হয় না। ফেসবুক মনে করিয়ে দিলে পোস্ট দেই এখানে

আপনি তো অনেক সুন্দর লিখেন। আমার ভালো লাগে খুব। জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

১২| ১২ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৪

শেরজা তপন বলেছেন: বিষন্নতা কেটে গেল ভাল কথা- না কাটলেও ভাল
না-হলে এমন কবিতা পাব নাতো :)

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহা আসলেই বিষণ্ণতা বিষাদ আসলে কবিতাও আসে। সুখের বেলা কবিতা নাই হয়ে যায়।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

১৩| ১৩ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩২

রানার ব্লগ বলেছেন: বাহ বেশতো !!

১৩ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট রানা ভাই
ভালো থাকুন

সুস্থ ও নিরাপদ থাকুন
শুভেচ্ছা সতত

১৪| ১৩ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৯

লেখোয়াড়. বলেছেন: "তাসীনের বাপে গিয়ে তামীমকে খাইয়ে দিয়ে আসে"

মাইনে হইলো গিয়া তাসীন ও তামীম দুই ভাই।

১৩ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি লেখোয়াড়, আল্লাহর দান দুই ছেলে, ছোটটা বদ পোলা, ক্লাস সেভেনে পড়েও হাতে খেতে চায় না। শুকনা কাঠি।
ধন্যবাদ আপনাকে
ভালো ও সুস্থ ও নিরাপদ থাকুন

১৫| ১৩ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১০

Subdeb ghosh বলেছেন: চমৎকার!

১৪ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.