নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কষ্টের নদীতে সাঁতার কাটি (জীবনগদ্য)=

১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৮



আবেগের দাম দিতে প্রস্তুত নও কভু। মুহুর্মুহু মন খারাপ করে দেয়ার জন্য ঠাঁয় দাঁড়িয়ে থাকো মনের কিনারে। আমাকে খুশি করার জন্য হলেও কখনো বলোনি অভিমানের খাঁচাটা এবার উলটে ফেলো, মুক্ত করে দাও আবেগ! আলতো ছুঁয়ে দেখোনি আবেগের নরম পালক! বিতৃষ্ণায় অবেলায় খসে পড়ে অভিমান । ধুলায় লুটিয়ে পড়ার আগ পর্যন্ত কত অপেক্ষাই না করা হয়! কই! সে আশা হয় গুঁড়ে বালি। অতঃপর ডানা ভাঙ্গা পাখির মতো কারো মন আকাশে উড়তে না পারার ব্যর্থতা কুরে কুরে খায় প্রতিনিয়ত।

নিদ্রা হও না, হও একেকটা নির্ঘুম রাত। ব্যথা হতে দ্বিধাবোধ নেই, মলম হতে গিয়ে সটকে পড়ো নির্ভেজাল। অক্সিজেন হতে পারতে - হও যে বড় দীর্ঘশ্বাস!

বুকের ভিতর ভালোবাসার চাষ করেছিলাম যতন করে! সেখানে মই হয়ে এসে দুমড়ে মুচড়ে দাও ভালোবাসার ফসল! আর কি
চাও শুনি? বুকের জমিন ব্যথার আগাছায় পরিপূর্ণ,সারের বদলে চুয়ে পড়া ব্যথার রক্ত ছড়িয়ে দিয়েছি বুক জমিতে।

ভালোবাসার সার হলে না...মনের জমিন করে দিলে অনুর্বর। ক্ষারীয় জমিতে এখন না ফলে প্রেম না ভালোবাসা আর আবেগ হয়ে গেলো চোখের শুষ্ক নদী! অভিশাপ! সেকি আর চাই দিতে? কিন্তু এই এন্তার কষ্টের ফসল যদি অভিশাপ হয়ে যায়! বড্ড ভয় আমার।

এমনিতেই ভালো থাক। আমি ছাড়া সবাইকে নিয়ে সুখি থাকো। আর আমি কষ্টের নদীতে সাঁতার কাটতে থাকি আবেগের ডানায়!
(১৪-০৬-২০১৬)

অটঃ ফেসবুক মেমোরী, মনে করে দেয় বিগত দিনের মান অভিমান কষ্ট বিতৃষ্ণা। আজ স্মৃতিগুলো ছুঁয়ে দেখি আর হাসি! আহা কত কষ্টই না ছিলো বুকে জমা, কী এমন ব্যথার পাহাড় বুকে উঠে এসেছিলো সময়ের সিঁড়ি বেয়ে কে জানে। এক দলা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও হাসি। এক জীবনে কত কিছুই/ইচ্ছেই অপূর্ণতার বেড়ায় আটকে থাকে। সব পেয়ে গেলে হয়তো জীবন হয়ে যেতো পানসে। কিছু অপূর্ণতা মন ছুঁয়ে থাকলে তা কাব্য হয়ে যায়, হয়ে যায় উপন্যাস অথবা গদ্য। স্মৃতির পাতায় পড়ে থাকুক দুঃখ সুখ জড়াজড়ি কারণ এদের নিয়েই একেকটি জীবন পা বাড়ায় ভবিতব্যে)

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৭

আল-ইকরাম বলেছেন: বেশ। ছোট গল্পের মতো করে সুন্দর উপস্থাপনা।

১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন
ফি আমানিল্লাহ

২| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৮

হাবিব বলেছেন: ইন্না মাআল ওসরি ইয়োসরা........

১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অর্থ বুঝতে পারলে ভালো লাগতো প্রিয় হাবিব ভাইয়া :)

৩| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪১

ফয়াদ খান বলেছেন: আবেগ তাড়িত লেখনী !! অপ্রাপ্তির বেশ খুনসুটি !!!!
ভালোই লিখেছেন !!

১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবা ফয়াদ ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ :)

৪| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইন্টারমেডিয়েট পড়ুয়াদের প্রেমপত্র। :D

১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেহ বুড়ো হয় কিন্তু মন তো সেই কুড়িই থেকে গেলো। হাহাহাহা :)

অনেক ধন্যবাদ ভালো থাকুন

৫| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: একটাই জীবন সেখানে এত ব্যথা কেন ভালো লাগে না। আপু সুখস্মৃতিকে আঁকড়ে ধরে দুঃখ বিলাসী হওয়া থেকে দূরে থাকুন। তবে আবেগী মন্ কখনোবা ইচ্ছেডানায় পাড়ি দেয় দূর আকাশে....

ভালো থাকবেন সবসময়।

১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জী ভাইয়া আজাইরা
ব্যথাদের আশ্রয় দিলেই প্রশয় পেয়ে বসে। এসব আগেকার দিনের লেখা। এখন আমি শায়মা পুর মত ডানা মেলে উড়ি হাহাহা

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৬| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৭

জুন বলেছেন:
বেশি কিছু বলতে চাই না ছবি আপা, কারন আমি দুঃখ লাইক করি না :(
++++++্

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও না, কীয়ের দুঃখ কিয়ের কষ্ট, এসব আমার বেশিক্ষণ থাকে না, এসব লিখার জন্য লিখা জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪০

জটিল ভাই বলেছেন:
দুঃখের কথা কেউ শুনতে চায় না। শুনলেও কোনো ফায়দা হয় না :(

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস, মানুষ দুর্বলতার সুযোগ খুঁজে। থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ

৮| ১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫১

স্প্যানকড বলেছেন: এত দুঃখ করে লাভ নেই বরং হেসে উড়িয়ে দেয়া বিচক্ষণের মতন কাজ। যত দুঃখ তত মজা হা হা হা... ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখ রাখি নাতো, লেখায় ঢেলে দেই হা হা, এসব আজাইরা দুঃখ কবিতার গায়ে লেপ্টে থাকুক। অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ

৯| ১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ

১০| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৮:১০

শোভন শামস বলেছেন: দুঃখ পেরিয়ে সুখের আশায় লিখে যান

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখ দুঃখ নাই। এমনিতেই লিখি। থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ

১১| ১৫ ই জুলাই, ২০২১ রাত ১১:২০

শেরজা তপন বলেছেন: বড় কষ্টের কাব্য :(

ভাল লাগল জেনে যে,কষ্টের সেই পথ পেরিয়ে এসেছেন অনেকদুর। ভাল থাকুন

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট আসে আর যায়, সুখই বেশি আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন আল্লাহ ভরসা ফি আমানিল্লাহ

১২| ১৬ ই জুলাই, ২০২১ ভোর ৪:৩৩

সোহানী বলেছেন: এতো দুক্ষের সাগর...........। সব দুক্ষ বাইন্ধা নদীতে ফালাও। এমনিতেই সাগরে যাবে :P

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফালাই দিছি সেই কবে, মনে কষ্ট পাইলে অনেক কেনাকাটা করি ব্যস, খুশি হই যাই হা হা হা, জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন ফি আমানিল্লাহ ভালোবাসা রইলো আপি

১৩| ১৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কবিতা। ফুটনোট হৃদয়গ্রাহী। মানুষের সব পাওয়া হয়ে গেলে বাঁচার সাধ আর অবশিষ্ট থাকে না। আবার, আমরা যা পাই তা নিয়েই সন্তুষ্ট থাকতে পারাটাও অনেক কঠিন একটা কাজ। চাওয়া আর পাওয়ার মধ্যে ব্যালেন্স করে চলতে পারাটাই জীবনের সার্থকতা।

শুভেচ্ছা রইল আপু। সাথে একটা প্লাসও দিয়া যাচ্ছি (প্লাস দিতে প্রায়শ ভুলে যাই)।

১৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান সুন্দর মন্তব্যের জন্য। আসলেই কঠিন। যা পাই তা দিয়ে জীবন চলে যায় কিন্তু মনের কোণে একটা অপ্রাপ্তির রেখা রয়েই যায়। ভোলা যায় না।

ভালো ও সুস্থ নিরাপদ থাকুন দোয়া করি । ফি আমানিল্লাহ

১৪| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৭

ভুয়া মফিজ বলেছেন: নির্ভরযোগ্য সূত্রে খবর পাইলাম, আপনে নাকি সাতার জানেন না! তাইলে নদীতে সাতার কাটবেন কেমনে? চাইলে আপনের জন্য একটা লাইফ জ্যাকেট পাঠাইতে পারি। সাতরাইতে সুবিধা হইবো। =p~

১৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনির্ভরযোগ্য সংবাদ, ভূঁয়া সাংবাদিক হুহ..... আমি গ্রামের ডানপিঠে মেয়ে আমি সাঁতার জানমো না তো কী আপনি জানবেন। তিনচার বছর বয়সে পানিতে ডুবে গিয়েছিলাম । পানি খেয়ে ভেসেছিলাম পানিতে। আমাকে মৃত ভেবে আব্বা আমাকে বাইরে রেখে জায়নামাজে দাড়িয়েছিলেন। সবাই মাথায় নিয়া ঘুরেছে তবু প্রাণ নাই দেহে। অবশেসে আমার ফুফা ডাক্তার তিনি নাকি ঘরের ভিতরে নিয়ে কী ঔষধ দিলেন আর আমি শ্বাস নিয়েছি। আমার এসব মনে নাই। বড়দের কাছ থেকেই শুনেছি। এরপরেই সাতার শিখায়।

লাইফ জ্যাকেট লাইগতো নো। আমি সাতার জানি। সাতার কাটতে কাটতে দুঃখ নদী পারি দিয়াম।
থ্যাংকিউ ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৫| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৭

হাবিব বলেছেন: ইন্না মা'আল 'উসরি ইউসরা” অর্থ: নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ রয়েছে

১৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান। ভালো থাকুন ভাইয়া । ফি আমানিল্লাহ

১৬| ১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



কষ্টের নদীতে সাতার কাটা্‌ই ভাল
তাতে লেখা যায় সুন্দর সুন্দর গল্প কবিতা
সুখে থাকে যারা তারা প্রেমের বদলে খুঁজে
মুল্যবান আরো নতুন কিছু বস্তুময়তা,
কারণ অভাবের সংসারে প্রেম জানালা
দিয়ে পালায়, পুর্ণিমার চাদও তাদের কাছে
তখন ঝলসানো রুটি, তবে তা সকলের তরে নয়
একথা ফেবুসহ সামুর পাতাতেও আছে যে লেখা!

কাব্যিক লেখা সুন্দর হয়েছে, ছবিটি আরো সুন্দর
মনে হয় যেন তা চেনা কারো অবয়ব ।

শুভেচ্ছা রইল

১৯ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া জি। স্বপরিবারে আনন্দে কাটুক ঈদ

জাজাকিল্লাহ খাইরান এত সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন ফি আমানিল্লাহ।

১৭| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এত কষ্ট কেন এ বুকে
বয় নদী এত যাতনার
কেন পৃথিবীটা
নীল নীল রঙে রাঙা বেদনার????

আমার একটা গানের মূখরা মনে পড়ে গেলো! :)

দুষক পাওয়া ভাল। দুষক পাইলে ভালা ভালা লিখন যায় ;) হা হা হা

১৯ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। কীসের দুষ্ক কোনো দুষ্ক নাই। এসব এমনিতেই লিইখ্যা ফালাই :)

অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.