নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১। প্রথমেই ফুল খানা। প্লেটে সাজিয়ে দিয়েছি
প্রথমেই বিচারকদের জানাই অশেষ ধন্যবাদ/জাজাকাল্লাহ/জাজাকিল্লাহ খাইরান। যাদের জন্য আজ বিজয়ের খাতায় নিজের নাম লিখাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। শুভেচ্ছা আর ভালোবাসা সু কামনা ব্লগ টিমের আর বিচারকদের জন্য। আর আমার পাঠক দর্শকেরদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পোস্টে মন্তব্য করেছেন আর উৎসাহ জুগিয়েছেন। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন এই দোয়াই করছি। ফি আমানিল্লাহ।
বিজয়ের আনন্দে সবার জন্য খানাদানার এ আয়োজনে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এত ব্যস্ততার মাঝে বাস করেও আলহামদুলিল্লাহ এমন খুশির সংবাদ শুনলে কার না ভালো লাগে। আপনাদের দোয়া আর ভালোবাসায় এতদূর আসা। সামু ব্লগে এ পুরুস্কার প্রথম পেলাম। তাছাড়া নক্ষত্র ব্লগে কয়েকবার কয়েক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলাম। শব্দনীড় ব্লগে ভ্রমণ পোস্টের কারণে পুরষ্কার পেয়েছিলাম। শব্দনীড়ের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান মাশাআল্লাহ খুবই উপভোগ্য হয়েছিলো। স্মৃতিতে সুখ হয়ে থাকবে। আর ফেসবুকেও মাঝে মাঝে ছবির জন্য পুরুষ্কার পাই বিভিন্ন গ্রুপে। যদিও আমি মূলত ফটোগ্রাফার ফ'ও জানি না।
বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে হাতে ক্যামেরা আর মোবাইল অলটাইম থাকে। যাদের সঙ্গে ঘুরতে যাই তারা সবাই বিরক্ত হয় আমার ছবি তোলা দেখে। হাহাহা আমি কী করি সবার পিছনে পড়ে থাকি। তারপর ঝটপট ছবি উঠায়ে দেই দৌড়। ছবি তোলা আমার শখ। আর এই শখে যদি কেউ মধু ঢেলে দেয় আহা কী যে সুখ।
আমি এডিটিং পারি না। ক্যামেরার অপশন এখনো তেমন বুঝি না। আশাকরি সামনের দিনগুলোতে আরও ভালো ছবি উপহার দেয়ার ইচ্ছে আছে। এডিটিং ক্যামেরাবাজি করতে আসলে বহুত সময়ের প্রয়োজন যা আমার কাছে মোটেও নেই । মানুষ এত সুন্দর এডিটিং করে আর আমার আফসোস লাগে। এই খানাদানার ফটোগুলো বিভিন্ন সময়ে তোলা। এগুলো স্যামসাং এ সেভেন আর স্যামসাং এস নাইনে তোলা।
০২। ডায়াবেটিস না থাকলে নন স্টপ খেতে পারেন। এই মিষ্টিগুলা বেশ মিষ্টি। ছোট হলেও তেজ বেশী ।
০৩। চাইলে খেতে পারেন তবে না খেলেও ভালো। কারণ রাস্তার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী লোভনীয় পেয়ারা ভর্তা।
০৪। এটা অনায়াসে খেতে পারেন। তবে নিজের কাছে পানির বোতল থাকলে একটু ধুয়ে নিয়েন।
০৫। এটারে জানি কী বলে চাইনীজ নি। মনে নাই একদিন তাসীনের বাপের সাথে গেছিলাম রেস্টুরেন্টে। ঐ যে সামনে বসা ব্ল্যাক ডায়মন্ড কষ্ট করে দেখতে হবে হাহাহা।
০৬। ফুল খাওয়ার জন্য আহবান জানাচ্ছি।
০৭। ছোট বোনের বানানো কেক ছেলেদের জন্য পাঠিয়েছিলো। এক পিচ নিয়েন।
০৮। ভাইয়ের বউয়ের হাতের হালিম ইয়াম্মি হয়েছিলো। এক বাটি ভাগ করে খান
০৯। একদিন পাস্তার সাথে ফুলও খেয়েছিলাম। যেটা ইচ্ছে নিতে পারেন। নয়নতারা অথবা পাস্তা।
১০। আহা কী মজার বড়া গো। সেদিন মাছ সেদ্ধ করে আলুর সাথে দিয়ে বড়া বানিয়েছিলাম । অসাধারণ হয়েছিলো।
১১। এই সবজি বা সালাদ আমার খুব পছন্দের। আপনার?
১২। নুডুলসও আছে আপনাদের জন্য। খেয়ে নিন।
১৩। ইহা পায়েস। ঈদ মৌসুম খেতে পারে দুই এক চামচ।
১৪। না মানে খালি রুটি। রুটি গোল হইছে কিনা দেখাতে চাচ্ছি আর কী
১৫। ইহাও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী লোভনীয় খাবার। খেতে পারেন।
১৬। বস মেডাম এই দই আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছিলেন। এত্ত মজা। এই ছোট বাটি ৭০/৭৫ টাকা মনে হয়। টেস্টি ট্রিটের খাদ্য।
অটঃ সময় অল্প অফিসের তাই পোস্ট সুন্দর করে সাজাতে পারিনি দুঃখিত। অগ্রিম ধন্যবাদ ভালো থাকুন সবাই।
২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: করোনাকাল যাক। ইনশাআল্লাহ দাওয়াত দিয়াম। মানুষ যেভাবে মন্তব্য করে বাপরে বুঝা যায় বিচারকরা ঘুষ খেয়েছেন।
একটা আড্ডা ইনশাআল্লাহ হবে আগামীতে আমি ট্রিট দেবো । আল্লাহ আমাদের মহামারী থেকে মুক্ত করুন
২| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক অভিনন্দন। আপনার খানা দানা আমি একাই শেষ করে দিলাম।
২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। বাপরে কী খাদক। বেশী খাওয়া যাবে না ইমিউনিটি কমে যাবে
ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ
৩| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: ভালো।
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
৪| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩২
ইসিয়াক বলেছেন: এতো লোভনীয় খাবারের ব্যপক আয়োজন। আমি অবশ্য খাবারের ব্যপারে কোন সময় না বলি না। এজন্য কেউ কেউ আমাকে খাদকও বলে। যে যা বলে বলুক।আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। হা হা হা
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা খাদক ভাইয়া সময় ভালো হোক একদিন বাঙলাদেশ ব্যাঙকে বেড়াইতে আসবেন ইনশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
৫| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন ছবি কবি। ছবি কবি ছবি তোলাতেও সেরা। খাবারের ছবি দেয়াতে ভাল হয়েছে। সরাসরি খাবারে নিমন্ত্রণে করোনার ঝুকি আছে । শুভকামনা।
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া। সরাসরি মিলিত হয়ে খানা খাওয়া যাবে না করোনার ঝুঁকি। জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১০
শোভন শামস বলেছেন: আপনি বার বার বিজয়ী হউন, শুভেচ্ছা
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা এমন দোয়া রাখার জন্য। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
৭| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি প্রতিযোগীতায় ২টা পুরস্কারের প্রতিদানে
এমন লোভনীয় খাবারের আয়োজন !! কিন্তু
আল্লাহ দেখার সৌভাগ্য রেখেছে খাবার জন্য
নয়। তার পরেও আলহামদুলিল্লাহ !!
অনেকেরতো দেখারও সাধ্য নাই !!
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ্ সময় সুস্থ হলে ইনশাআল্লাহ খাওয়াবো। জাজাকাল্লাহ খাইরান ভাইজান
ভালো থাকুন
৮| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৪
শায়মা বলেছেন: সবাই মিলে খাবো নাকি অল্প অল্প করে ভাগাভাগি করে খাবো?
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি ভাগাভাগি। তবে তোমাকে একলা খাওয়ানোর ইচ্ছেও আছে মনে ইনশাআল্লাহ
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ
৯| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৩
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন। আপনি গ্রামের ছবি দিচ্ছিলেন অনেকদিন থেকেই, সেগুলো সুন্দর ছিলো সব সময়।
১ টা ছবিতে একজন মানুষ ও কুকুর ঘুমাচ্ছিলো, উহা কোথায় তোলা?
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। এই ছবিটি শায়েস্তাগঞ্জ স্টেশনের ফুট ওভার ব্রিজ থেকে তুলেছিলাম।
ভালো থাকুন
১০| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৮
ইমরান আশফাক বলেছেন: লোভনীয় সব আইটেম। তবে চাইনীজ ভেজিটেবল থেকে ইউরোপিয়ান ষ্টাইলে তৈরী ভেজিটেবল বেশী পছন্দ আমার। আপনিও একটু ট্রাই করে দেখতে পারেন।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সময় পেলে দেখবাম নে। এতসব রান্না আমি পারি না। আর রান্নার সুযোগ হয়ে উঠে না । না রাঁধতে রাঁধতে আলসে হয়ে গেছি
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ।
১১| ২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫৭
চাঁদগাজী বলেছেন:
ছোট বাচ্চারা বালু দিয়ে খাবার বানায়ে খেতে বলে, আপনারা এই বয়সে ছবি দিয়ে খেতে বলেন, ব্যাপারটা কি?
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: করোনাকাল ভার্চূয়ালই খেয়ে নেন তো। এত জ্বালান ক্যারে দাদা। দেশে আসলে বড় খানার দাওয়াত দিয়াম। অকে?
১২| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৩
স্প্যানকড বলেছেন: কোনটা রেখে কোনটা খাব ভেবে মরছি । ছবি প্রতিযোগিতার দ্বিতীয় হয়েছেন সেজন্য অভিনন্দন। তাই বলে এভাবে খেতে হবে ভাবি নাই কা! যাক পেট ভইরা গেছে । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবই খান। বাদ দিতে হবে না। তবে আমি দ্বিতীয় হইনি ভাই
তৃতীয় হয়েছি তাও দ্বিতীয়
দুইজন তৃতীয় তার মধ্যে আমি দুই নম্বর
ভালো থাকুন
১৩| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৩
সাজিদ! বলেছেন: মিষ্টি কেক পাস্তা আর পায়েস খাইয়া গেলাম।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বেশ করেছেন। আগে খাওয়া তারপর বাকি সব।
থ্যাংকিউ ভাইয়া ভালো থাকুন
১৪| ২৫ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন
১৫| ২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন আপু আপনাকে। তবে খানাপিনায় মন নাই। অনাহুত কিনা...
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনাহুত নন। আপনি আমন্ত্রিত।অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন পাশেই থাকুন
১৬| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: খাবারের কি ধরকার ছিল। দিয়েছেনই যখন কি আর করার।
তবে জয়ের জন্য অভিনন্দন।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৭| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৮
কামাল১৮ বলেছেন: পুরস্কার পাবার জন্য অভিনন্দন।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কামাল ভাই
সুস্থ ও নিরাপদ থাকুন
শুভেচ্ছা সতত
১৮| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: এই সব খাওয়া দাওয়ার ছবি দেখায়া লোভ ধরিয়ে দেওয়া ঠিক না !
একদিন বাসায় দাওয়াত দিবেন । সেদিন আমিই ছবি তুলে সামুতে পোস্ট দিবো আর বলবো যে এই এই খাবার খেয়েছি !
জয়ের জন্য আপনাকে অভিনন্দন !
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা সময় ভালো হোক। ইনশাআল্লাহ দাওয়াত দিয়াম নে।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া।
সময়ের জন্য আপনার পোস্টগুলো অনেক সময় পড়তে পারি না সরি
ভালো থাকুন
১৯| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
সবজি সালাদ আমার খুবই প্রিয়। তাছাড়া ফিন্নি ও দই। এক চামচ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ। আগামীতে আপনি সিরিয়াল ছবি পোস্ট দিবেন। আমার বোন পুরস্কার পেয়েছেন অর্থ এই পুরস্কার আমার পাওয়া হয়েছে। ছবির যাদুকর নামটির সন্মান রেখেছেন।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আআপনার দোয়ায় দ্বিতীয় থার্ড হইছি। কৃতজ্ঞতা জানাই
জাজাকাল্লাহ খাইরান
ইয়েস ভাইয়া এই পুরুস্কার সবার দোয়ায় পাওয়া এজন্য সবাই
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
২০| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৪২
করুণাধারা বলেছেন: অভিনন্দন, প্রতিযোগিতায় জয়লাভ করার জন্য। ধন্যবাদ, এত এত খাবার দাবারের জন্য।
তাসীনের বাবাকেও অভিনন্দন, এমন ক্যামেরাম্যান আবার ছোট মাছ কেটে রেন্ধে খাওয়ায় এমন বউ পাওয়া বড় সহজ কাজ তো না!!
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথমেই জাজাকিল্লাহ খাইরান আপি। তাসীনের বাপে তো সেটা বুঝলো না আফসোস, সে ভাবে আমি কামচোর হাহাহাহা। বেটা বদ লোক।
আপি ভালোবাসা নিবেন ভালো থাকুন নিত্য
২১| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: অভিনন্দন আপু।
হেক্সিসল দিয়ে হাত ধুয়ে, সামাজিক দূরত্ব মেনে ও ডাবল মাক্স পড়ে
খেতে আসলুম ।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
হাহাহাহ সেটাই নিরাপদ হবে খাওয়ার জন্য
ভালো থাকুন অনেক অনেক ছানা বাচ্চাকে নিয়ে আর আমার প্রিয় আপুটিকে নিয়ে
২২| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৭:২৬
সোহানী বলেছেন: প্লেটে মাঝে সাজায়ে গুছায়ে ফুল খাইতে দিলা, তাও আবার কয়টা আছে মরা ফুল ।
যাকগা, বাকি খাবার খাইতে আসলাম।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা করোনাকালীন ফুল খাইতে হয় ভিটামিন আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মরা ফুলেও প্রচুর ভিটামিন আপি
খেয়ে নিন। জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ
২৩| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৮:১৫
মেহবুবা বলেছেন: মাইনাচমাইনাচ
এই ধরনের পোষ্ট কিভাবে প্রথম পাতায় আসে বুঝতে পারি না
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আপি মাইনাচ টাই আমি প্লাস ধরে নিলাম। মডুরা লোভে পড়ে প্রথম পৃষ্ঠায় লোভনীয় ছবি এপ্রোভ করে ফেলেছেন হাহাহা
জাজাকিল্লাহ খাইরান
২৪| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৮:১৭
মেহবুবা বলেছেন: পেয়ারা ভর্তার ছবি দিয়ে আবার সতর্ক বাণী ! কেবল ভার্চুয়াল কেন, অনলাইনে অনুরোধ করলে সামনা সামনি কত কি পাওয়া যায়!!! ছবি প্রতিযোগিতায় ২য় হবার জন্য অভিনন্দন!
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু এখন সব হাতের মুঠোয়। অর্ডার দিলেই হাতে এসে পৌছে যায় মুহুর্তেই।
আপি দ্বিতীয়ও হইনি তৃতীয় তবে দুই নম্বর তৃতীয় আমার স্থান সবার নিচে
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন। জিতেছি এই খুশি
২৫| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩২
শেরজা তপন বলেছেন: প্রথমেই ফুল খাওয়াইলেন- তারপর আর কি খাওয়ার আগ্রহ থাকে
তাসিনের বাপকে বহু চেষ্টা করেও দেখতে পেলাম না!!!
আলু দিয়ে মাছ ভর্তা - টেরাই করতে হবে! প্রথমে ভেবেছিলাম ফুচকা আর ভাত
রাস্তা- ঘাট, ঘর, রেস্তোরা কিছুই বাদ রাখেন নাই- জাজাকাল্লাহ খায়রান বললেও কাজ হবে না
ফের অভিনন্দন আপনাকে - ভাল থাকুন
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ব্ল্যাক ডায়মন্ড তাকে সহজে দেখা যায় না। ফুলে প্রচুর ভিটামিন তো । চায়ের জলে দিয়ে খেয়ে দেখতে পারেন। অনেকে অপরাজিতা ফুল চায়ে দিয়ে খায়
বাচ্চারা নিত্য নতুন খানা খেতে চায় আজব। এত আইডিয়া কী মাথায় আসে বলেন। তাই এই পদ্ধতি।
জাজাকাল্লাহ খাইরান। ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ
২৬| ২৬ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪১
আমারে স্যার ডাকবা বলেছেন: যদিও একবার আপনাকে অভিনন্দন জানিয়েছি, এবার আপনার ব্লগে এসেই জানিয়ে গেলাম, অভিনন্দন
খুব কষ্ট পাইলাম কোরবানীর ঈদের পরে খাওয়াচ্ছেন, অথচ গরু/খাসীর কোন আইটেম নাই।
আচ্ছা আপনি ভেজিটেরিয়ান নাকি?
২৭ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান স্যার সাহেব। ভালো থাকুন
আরে এত মাংস খেলে কলস্টেরল বেড়ে যাবে না। তাই আর কি সবজির আয়োজন।আপাতত এ নিয়েই সন্তুষ্ট থাকুন। আগামী ঈদে গোশত খাওয়ামু ইনশাআল্লাহ
২৭| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৪০
শেরজা তপন বলেছেন: আপনিতো সেই 'বাকের' ভাইয়ের মত বললেন; মাইরের মধ্যেও ভাইটামিন আছে!
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ এটা দিবো না । তবে ফুলে ভাইটামিন আছে । আচ্ছা আগামীবার ফুল না চা খেতে দেবো ইনশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান
২৮| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৫
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
আপনার ভয়ে আছি বকা টকা দিয়েন না কিছুদিন ছিলাম
না বলে । আমার উপর রাগ করারই কথা তাই শুরুতেই
আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ।
অভিনন্দন আপনাকে । অনেক ভালো লাগলো আপনার
এই জয়ী হওয়ায় । আর হ্যাঁ এত লোভনীয় খাবার দাবারের
ছবি দিলে হবেনা দাওয়াত দেন ইনশাআল্লাহ চলে আসবো।
পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন এই দোয়া করি ।
২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা আপা আপনি এতদিন চুপ করে কী করে থাকেন হুহ? মনে মনে যে খুঁজি তাতো বুঝেই ফেলেছেন। আছেন কেমন। আল্লাহ স্বপরিবারে সুস্থ ও নিরাপদ রাখুন দোয়া করি।
জাজাকিল্লাহ খাইরান। এমন হারিয়ে যাবেন না। মাঝে মাঝে এসে দেখা দিয়ে যাবেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। অফিস করছি। আপি ভয় ঢুকে গেছে মনে...। চারিদিকে কেবল মৃত্যু সংবাদ ভাল্লাগে না।
ভালো থাকুন
ভালোবাসা নিন
২৯| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫০
জুন বলেছেন: আজ পর্যন্ত চাইনীজের সব ডিশের মাঝে সব্জীটাই আমার অল টাইম ফেভারিট । অন্য খাবার পরে থাকলেও এটা কোনদিন পরে থাকে নি । তাই আপনার ভার্চুয়াল সব্জীটাও চেটেপুটে খেলাম কাজী ছবি। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা আর রইলো থাই স্টাইলে আমার বানানো দারুন স্বাদের পাপায়া সালাদ
২৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু এই সবজিটা আমারও পছন্দ। আপনি কীভাবে বানিয়েছেন রেসিপি দিয়েন একদিন। ট্রাই করবো ইনশাআল্লাহ
জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা!! কি সব খাবার দাবার! এই গুলো আগে খাওয়াইবেন না?? আফসোস, কেউ একটা ঘুষও সাধলো না!!!