নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

এসো নিজের প্রতি হই আরও যত্নবান (জীবনগদ্য)

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ১:৫২



চোখ ধাঁধানো রোদ্দুর বলে দিচ্ছে দিনটিকে জ্বালিয়ে দিবে আজ। গাছের পাতার ফাঁক ফোঁকর গলে রোদ্দুর.. চোখে তাকাতে দিচ্ছে না। ভোঁতা অনুভূতি'রা জেগে উঠেছে ঘুম থেকে। রাত্রিজুড়ে স্নিগ্ধ আবেশ ছিল ক'দিন। হিম হাওয়া, হঠাৎ বৃষ্টি এসব নিয়ে বেঘোর ঘুমের স্বপ্নময় রাত।

পাখির কিচির মিচির, কাকের কা কা ডাকের আস্ফালন আর ফযরের সুমধুর আযানও যেনো রাত্রির ঘুম ভাঙ্গাতে পারে না। সকালে বন্ধ চোখ, হাই এর পর হাই, চোখে জল- আড়মোড়া দিয়ে চোখে পানি তবুও কি মরার ঘুম চোখ থেকে নেয় ছুটি। এভাবেই ব্যস্ততার নাও-এ পা রেখে শুরু হয় যান্ত্রিক সকাল।

কয়েক মিনিটের ভিতর ফিরে আসে মুগ্ধতা। নিষ্পাপ ফুলকুঁড়িদের কোলাহল, মিষ্টি মিষ্টি হাসি মুখগুলোর পানে দৃষ্টি রাখলে হতাশা দূরে ভাগে। ভালো লাগে খুব ভালো লাগে দিন শুরুর মুহুর্তগুলো। প্রায় ত্রিশ মিনিট হাঁটাহাঁটি- পথে পথে মুগ্ধতা কুঁড়ানো হয়তো একদিন থাকবে না। আলস্য এসে ভর করবে চোখের পাতায়। নির্নিমিখ তাকিয়ে সেদিন হয়তো এই স্মৃতি রোমন্থন করবো বসে জরাজীর্ণতার বিছানায়।

পরিচিত মুখ হারায় আবার কত অপরিচিত মুখ হয়ে যায় সহসা পরিচিত, ভাব বিনিময়, হাসি বিনিময়, মুহুর্তেই ওরা হয়ে ওঠে আপনজন বন্ধু। পায়ে পা রেখে হাঁটা হয় নিত্য। শরীর কষ্ট বুঝে না এ শ্রমে। ভালো লাগে আমার ভালো লাগে। শরীর মন হয়ে যায় মুহুর্তেই চনমনে।ঘাম ঝরে অঝোর তবু ভালো লাগে। একাকিত্ব গুচিয়ে দেয় প্রতিটা সকাল এভাবেই।

অথচ বিদ্যালয়ের ফুলকুঁড়িদের অভিভাবক কেউ কেউ নিশ্চিন্তে বসে গল্প গুজবে মত্ত। ঘরের নিত্যকার ঘটে যাওয়া আলাপন, এর তার স্বামী কি দিলো, করলোই বা কী। শ্বাশুরি কেমন, কি খেলো কি পরলো এ নিয়ে বাঁধতে থাকে জটলা। শরীরে এন্তার মেদ নিয়ে বসে কুৎসা রচনায় ব্যস্ত মানুষ। মন বাড়িয়ে ওদের বলে দেই এই শোন তোমরা, এমন না করে তোমরাও হাঁটার কাজটা সেড়ে নিতে পারতে! অসংখ্য রোগ বালাই থেকে বেঁচে যেতে পারতে। মুক্ত হাওয়ায় সকালের শুদ্ধ অক্সিজেন নিঃশ্বাসে টেনে নিতে এসো তবে আমার সঙ্গে। যাবে?
আমরা যেন এমনই! নিজের কথা কী আর সহজেই ভাবি, অন্যকে দুঃখ সুখে বসাই বাগড়া। আর নিজের শরীরে রোগের ঘাঁটি বানিয়ে অন্যেকে ছুঁড়ে ফেলি বদনামের বালিচরে। লাভ তো নয়ই বরং, অজান্তে করে ফেলি নিজের সর্বনাশ। আমলনামায় জমা হয়ে যায় আরও কিছু পাপ।

আবারও মন বাড়িয়ে ডাকি ওদের এই চলো দল বেঁধে হাঁটি, গাই প্রভুর গুণগান আর মেদকে জানাই বিদায়। ঝরঝরে শরীরে প্রশান্তির ঘুম এনে দেই স্বপ্নময় একেকটি রাতে।
(২৭-০৭-২০১৬)

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৫

স্প্যানকড বলেছেন: আপনার যাপিত জীবনের টুকরো কিছু মুহুর্ত মনে হচ্ছে । আচ্ছা, আপনি বেশির ভাগ পুরনো লেখা দেন কেন? নতুন বা বর্তমানের গুলি খুব কম আসে। কেন? যদি দয়া করে উত্তর দিতেন । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন আপু।

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন গুলা এমনিই দেই না । কোনো কারণ ছাড়াই। ফেসবুক মেমোরিতে যে লেখাগুলো মনে দাগ কাটে সেগুলো দেই। বর্তমানে লিখি, অনেক লিখি.... কেন জানি মনে হয় লেখা ভালো হয় না :( কী করবাম দুনোমনা করে আর দেয়া হয় না।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া জ
ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে। ফি আমানিল্লাহ

২| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:১২

মুক্তা নীল বলেছেন:

ছবি আপা ,
অল্প কথায় বিভিন্ন রকম মানুষের দিনলিপি পড়লাম ।
এমনও অনেক মানুষ দেখেছি ছবি আপা জেনেশুনে অন্যায়
করে নিজের দোষ খুব সুন্দর করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়
আফসোস হয় সত্যিই তাদের জন্য ।
ভালো লেগেছে আপনার এই লেখাটা পড়তে ++


২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। আসলেই আমরাও অনেক ভুল কথা বলে ফেলি।তারজন্য মোনাজাতে আল্লাহকে বলি আল্লাহ হেদায়েত দাও বেশী করে যেন ঈর্ষা হিংসা আর অন্য কারো জন্য মনে জিদ না পুষি।

বাস্তব জীবনে কত কিছু দেখি, তাছাড়া চাকুরী করার সুবাদে কত মানুষ জানা হয়ে গেলো। অভিজ্ঞতা কম নয় এসব বিষয়ে। আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ পথে চলার তৌফিক দান করুন।

ভালো থাকুন
ভালোবাসা নিন
সুস্থ ও নিরাপদ থাকার জন্য দোয়া করছি

৩| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে
ফি আমানিল্লাহ

৪| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সাবলীল লেখা ছবিআপু।

২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

৫| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৪

মিরোরডডল বলেছেন:



পরিচিত মুখ হারায় আবার কত অপরিচিত মুখ হয়ে যায় সহসা পরিচিত, ভাব বিনিময়, হাসি বিনিময়, মুহুর্তেই ওরা হয়ে ওঠে আপনজন বন্ধু।


কথা সত্যি, এমনটাই হয় ।

২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি। জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

৬| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


করোনার প্রকোপ কেমন?

২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মারাত্মক। খুবই আতঙ্কের মধ্যে আছি আমরা ঢাকাবাসি। তাছাড়া রোজ অফিস করছি। গতকাল ২৫৮ জন মারা গেছে।
দোয়া করবেন ভাইজান আমাদের জন্য। আপনার জন্যও দোয়া রইলো আল্লাহ যেন সুস্থ ও নিরাপদ রাখুন আপনি এবং আপনার পরিবারকে।
ভালো থাকুন

৭| ২৭ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০২

জুন বলেছেন: কাল রাতে যখন অনেক অসুস্থ হয়ে পরলাম তখন রাত বাজে প্রায় তিন। মনে হলো আর বাচবো না, নিশ্বাস বন্ধ হয়ে আসছিল । কি এক দুঃসময় হাসপাতালে যাওয়াও রিস্ক । ফজরের আজান পরলে নামাজ পড়ে সকল গুনাহর জন্য মাফ চাইলাম মনে প্রানে । আস্তে আস্তে খানিকটা সুস্থ হয়ে উঠতে লাগলাম, খালি মনে হচ্ছিল ছেলের মুখটা না দেখেই মরে যাবো !!
অনেক অনেক ভালোলাগা রইলো ছবি আপু :)
+

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী বলেন আপি। আল্লাহ আপনাকে শিফা দান করুন। অসুস্থতার সময় বুঝা যায় সুস্থতা আল্লাহর সেরা নিয়ামত।
জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ২৭ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বহুমুত্র রোগীরা আপনার এই পোস্ট প'ড়ে অনেক উপকৃত হবে। :) পায়ে পা রেখে হাটা মানে বুঝি নাই। পায়ে পাড়া দিয়ে ঝগড়ার কথা অবশ্য শুনসি। এইটার অর্থও মনে হয় একই রকম হবে। তাই না। :)

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুধু বহুমূত্র না সবার জন্যই হাঁটা জরুরী। হাহাহা এইতো পায়ের উপর পা তারপর হাঁটি হাঁটি পা পাতা। তবে ঝগড়া না বন্ধুত্বু গড়ি শুধু।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক।

৯| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:১৩

অপু তানভীর বলেছেন: ঘটে যাওয়া জীবনের টুকটো কাব্য । এই যাপিত জীবনের টুকরো কথা গুলো বুঝি এর থেকে আর চমৎকার করে প্রকাশ করা সম্ভব নয় !

চমৎকার প্রকাশ !

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন ভাইয়া
নিরাপদ ও সুস্থ থাকুন
ফি আমানিল্লাহ

১০| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চমৎকার একটি বিষয়ের সাবলীল উপস্থাপনা

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
অনেক অনেক ভালো থাকুন
সুস্থ নিরাপদ থাকুন দোয়া করি
শুভেচ্ছা নিরন্তর

১১| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বরাবরের মতোই লেখাটি সুন্দর হয়েছে।

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দেশপ্রেমিক
ভালো থাকুন নিরাপদ থাকুন
শুভেচ্ছা সতত

১২| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: শুধু নিজের প্রতি যত্নবান হলে হবে না। পরিবারের সবাইকেই নিয়ে আমাদের ভালো থাকতে হবে।

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। আল্লাহ ভরসা
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন

১৩| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৩:৩৪

আমারে স্যার ডাকবা বলেছেন: স্কুলের বাইরে বাচ্চাদের মায়েরা একেকজন হয় বোকা, নয়তো নিজের সংসার সম্পর্কে উদাসীন। ঘরের কথা পরের কাছে বলতে নাই। এতে নিজের ভেতর নিজের অজান্তেই অসন্তোষ বাড়ে আর অন্যদের ঈর্ষায় নিজেরই ক্ষতি হয়ে যায়।

আপনার মেদকে নিয়ে এতো সমস্যা কেন? আমি তো আমার মেদকে ভীষন পছন্দ করি। ট্রু কম্পানিয়ন। বন্ধু-বান্ধব ছেড়ে চলে গেলো, প্রেম ছেড়ে চলে গেলো, চাকরি-স্কলারশিপের সুযোগ চলে গেলো কিন্তু মেদ এক মূহুর্তের জন্যও আমাকে ছেড়ে যায় নি! এতো লয়্যাল সহচরকে কি করে বিদায় জানাই?

২৯ শে জুলাই, ২০২১ সকাল ১১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, বেশীর ভাগ মেয়েরাই এসব বুঝে না । এজন্য আমি অফিসে আসলে নিজের সীটেই বসে থাকি। কারো সামনে গিয়ে আড্ডা দিলে অটোমেটিক কথা বের হয়ে যা।

হাহাহাা মেদ মানুষের শ্রী নষ্ট করে ফেলে । জামা শাড়ি শার্ট প্যান্ট যাহাই পরবেন আপনাকে সুন্দর দেখাবে না। তাই মেদকে ডরাই। মেদ আপনার বন্ধু এজন্য যায় না।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ।

১৪| ৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




দিনশেষের কাজেকর্মে আমাদের সঞ্চয়ের যোগফল শুধুই পাপ।
হাটতে হাটতে যদি সেই পাপের মেদ ঝরিয়ে ফেলা যায়, তবে তাই হোক .............

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: তবে তা্ই হোক ।

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ভাইয়া। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.