নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ঈদের পর থেকেই চলছে কড়া লকডাউন/শাটডাউন পর্ব। এই কড়া লকডাউনে হাঁটি হাঁ টি পা পা করে কলোনীতে হাঁটতে যাই। অবশ্য মতিঝিলের এ জায়গায় পুলিশ সেনাবাহিনী কম আসে। তবে নটরডেম কলেজের সামনে অনেক পুলিশি বসে থাকে সারাদিন। বিকেল পাঁচটায় হাঁটতে যাই ঈদের পর কয়েকদিন অনেক নিরবতা ছিলো রাস্তাঘাটে। কেমন যেন ভুতূড়ে পরিবেশ বিরাজ করছিলো। হাঁটি আর ফটো তুলি প্রতিদিনই। আকাশটাও বেশ সুন্দর। আকাশের ফটো দিলাম না এইবার। এই লকডাউনে মধ্যবিত্ত নিম্নবিত্তদের দুরাবস্থার সীমা নাই। আগে মানুষ টাকা চাইতো এখন চায় খাবার। তবে টাকার চেয়ে খাবার কিনে দিতে পারলে আমার বেশী ভালো লাগে।
কিছু মানুষ ফুটপাতের কিনারে চায়ের দোকান দিত। কিন্তু তারা এখন আর বসতে পারছে না। ক্রেতার সমাগমও কম। কী যে কষ্টে আছে মানুষ। ভাল্লাগে না কিছু । কবে যে আল্লাহ রহমত করবেন জানি না। এবার কী সরকার ত্রাণ দিচ্ছে না? আমি জানি না সঠিকটা। যদি সবার ঘরে দুই ওয়াক্তের খাবারও দেয়া হতো প্রশাসনের পক্ষ হতে তাহলে মানুষ কাজের সন্ধানে বা খাবারের সন্ধানে বের হইতো না বলে বিশ্বাস।
০২। সবাই বাসায় অবস্থান করলেও এরা সব সময়ই ফুটপাত রাস্তায় হাঁটাহাটিঁ করে। এরা মুখেও মাস্ক পরে না।
০৩। লকডাউনে ফলের দোকান। এমন মোমেন্টে ছবি কয়জন তুলতে পারে হাহাহা। ক্রেতা নাই তেমন এই পথে।
০৪। পায়ে হেঁটে যাত্রা। যে যার গন্তব্যে এভাবে পা হেঁটেই পাড়ি দিচ্ছে।
০৫। ছবি তুললাম ব্যাংকের সামনে। চবি এডিট করতে গিয়া দেখি তাসীনের বাপ সামনে হাহাহা। ছবি দেখে হাসতেই আছি। পিছনে তাকাইয়া যদি দেখতো আমারে যে আমি ছবি তুলতাছি কী জানি কী কইতো কে জানে। কোনোদিকে তাকায় না। দ্রুত বাসায় যাচ্ছে তামীম তিনটা পর্যন্ত না খেয়ে থাকে এই চিন্তায়। আর আমি ছবি তুলতেতুলতে বাসায় যাই । গিয়ে দেখি খাওয়াচ্ছে ছেলেকে আলহামদুলিল্লাহ smile
০৬। সবুজ সবজি, দেখলেই ভালো লাগে, তবে ক্রেতা খুবই কম এজন্য কষ্ট লাগে।
০৭। লকডাউনে শাপলা চত্তর।
০৮। ব্যাংকের সামনে ছবি তুলছি দুইটা, দুইটাতেই তাসীনের বাপ। আর আমি গান গাই মনে মনে এই ছবি দেইখ্যা
বন্ধু আমায় একলা থুইয়া সামনে দিয়া হাঁইটা যায়
বুকটা ফাইট্টা যায় smile
০৯। ফলের দোকান। ক্রেতা নাই। ছবিগুলো তুলেছি আসলে হাঁটতে হাঁটতে । সরাসরি তুলতে লজ্জা লাগে আর মাইনষে কী কইবো । এজন্য ছবিগুলো তেমন সুবিধার হয়নি। সরি
১০। ইহা ঈদের আগের দিন মতিঝিলের ছবি। করোনা যেদিন বন্দি ছিলো
১১। ছবি তুলতে গেলেই দেখি মানুষ চাইয়া থাকে। এই রিক্সাওয়ালা কেমন তাকায় আছে হুহ
১২। অধিকাংশ রিক্সা খালি আসা যাওয়া করে। যাত্রী কম। এদেরও যে কী কষ্ট। কেউ শহরে পরিবার নিয়া থাকে। আবার কারো গ্রামে পরিবার শহর থেকে রুজি করে সেখানে টাকা পাঠাতে হয়।
১৩। খালি মতিঝিল
১৫। এদের মত কিছু ছেলেপেলে দেখি যুগান্তর গলিতে এক হাতে সিগারেট আর অন্য হাতে চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা দেয়। এদের মুখে মাস্ক থাকে না sad ।
১৬। এই লকডাউনে উনাদের গন্তব্য কোথায় কে জানে।
১৭। ফলের দোকান । ক্রেতা নাই বললেই চলে।
১৮। সব রকমের দোকানেই ক্রেতা নাই। বেচাকেনা না হলে উনাদের কী চলে sad
১৯। আমাদের ব্যস্ত শাপলা চত্বর।
২০। আমাদের শহর খালি এখন
২১। এটা সেনাকল্যাণ ভবনের সম্মুখ।
২২। আমাদের অফিসের সামনে।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মোবাইলে তুলছি। ক্যামেরা সঙ্গে নিয়া হাঁটি না। আসলে ক্যামেরার ওজন বেশী ।তাই বেশী ছবি মোবাইলেই তুলি। ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: হাইব্রিড শশাগুলি দেখতে সুন্দর হয়েছে।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: তার মানে আর কিছুই আপনার কাছে সুন্দর লাগে না
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
৩| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: স্ট্রিট ফটোগ্রাফি ভালো হয়েছে। ছোটবেলায় দেখতাম ভিক্ষুকরা খাবার চাইতো। খাবার দিলে তারা বাসার দরজার সামনে বসে খাবার খেত। মানুষ আবার খাবার ভিক্ষা করছে মানে তাহলে আমরা মনে হয় পিছনের দিকে যাচ্ছি। আমরা যারা ভালো আছি তারা আসলে দুখি মানুষের কষ্ট বুঝতে পারি না। কৃষ্ণচন্দ্র মজুমদার
বুঝিবে সে কিসে
-কৃষ্ণচন্দ্র মজুমদার
চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে।
যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই করুণ অবস্থা দেশের । আমরা আল্লাহর রহমতে সুখেই আছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
কবিতার মর্মবোধ কী সুন্দর। মানুষের জীবনের সাথে চিরকালই যায়
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ
৪| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: তার মানে আর কিছুই আপনার কাছে সুন্দর লাগে না
আমার মতে প্রথম ছবিটা ১ নাম্বার।
তারপরে ১৬ নাম্বার।
বাকিগুলি উল্লেখ করার মতো কিছু না। অন্যদের হিসাব অন্যরকম হইতে পারে।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে। আবার আসার জন্য আবারও ধন্যবাদ
ভালো থাকুন
৫| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২২
শেরজা তপন বলেছেন: লকডাউনের একটা সিরিজ বানায় ফেলেন- হাঁটতে হাঁটতে একদিন আমাগো এইদিক ও আইলেন, আমরা তাসিনের বাপের মত গোসল্যা কইরা উল্টা হাঁটা দিমু না ৬
০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই খুব ইচ্ছে করে হাঁটি আর ছবি তুলি। ইশ যদি কোন কাজ না থাকতো । বাউন্ডুলে হওয়া যেতো মাঝে মাঝে কতই না মজা হতো।
হাহাহাহা তাইলে তো ভালাই। ভাইবোন মিইল্যা ছবি তুলতে পারমু
জাজাকাল্লাহ খাাইরান ভালো থাকুন
৬| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৩
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার সব ছবি!
তবে অধিকাংশই মন খারাপের..........!!
০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া । পথে হাঁটলে কেবল মন খারাপের ছবিই ফুটে উঠে। কত অসহায় রাস্তায় বসে থাকে চুপচাপ
ধন্যবাদ ভালো থাকুন
৭| ২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫৩
সাজিদ! বলেছেন: দুই নম্বর ছবিটা কি যুগান্তর গলিতে? মানে উদ্ভাস বিল্ডিং এর সাথে, শ্যামলী কাউন্টারের পাশে? নয় আর সতেরো কি মতিঝিল থেকে সেনা কল্যান ভবনের সামনে গিয়ে কমলাপুর রোডের সাথে কানেকটেড যে রোড সেটা?
ভাইয়া অনেক সিরিয়াস মানুষ বুঝাই যাচ্ছে।
০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ একদম ঠিক। এই রাস্তা আপনার পরিচিত কিভাবে? এই এলাকায় আমরা বসবাস করি।
হুম আসলেই সিরিয়াস মানুষ। নো হাংকি পাংকি। নো সময় নষ্ট। সে পুরোদমে সাংসারিক মানুষ। নইলে আমার খবর ছিলো। এসব সাংসারিক হিসাব কিতাব আমার দ্বারা সম্ভব ছিলো না। আমি কল্প জগতের বাসিন্দা।
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৮| ২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
আমারে স্যার ডাকবা বলেছেন: বিশ্বাস করেন, যেই ছবিগুলো দেখে আপনি খালি আর ফাকা ভাবতেছেন, ঢাকার সমান আয়তনের একটা শহরের স্বাস্থ্যকর যোগাযোগ ব্যবস্থায় এই যানবাহনের পরিমানই সঠিক। আমরা ঘিঞ্জি আর জ্যামে ভড়া শহর দেখে অভ্যস্ত, তাই এগুলো দেখে ফাকা ফাকা লাগে।
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: তা ঠিক । আর আমরা ঘিঞ্জি শহর আর জ্যাম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তাই ফাকা লাগে।
সুস্থতা ফিরে আসুক শহরের এটাই কাম্য
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৯| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের বিশৃংখল সরকারগুলোর মাঝে আমাদের সরকার অন্যতম
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এ বিষয়ে আমার জ্ঞান নাই
ভালো থাকুন ধন্যবাদ
১০| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৭
অপু তানভীর বলেছেন: গত বছর থেকে সব লকডাউন আমি ঢাকাতেই ছিলাম । কেবল ঈদের পর এই লকডাউনটা গ্রামে । লক ডাউনে আমি বের হতাম সন্ধ্যা বেলাতে সাইকেল নিয়ে । তবে মাঝে মাঝে দিনের বেলাতেও বের হতাম । ঢাকা শহরে এতোদিন রয়েছি, সত্যি বলতে এই লকডাউনে ঢাকা এতো চমৎকার লাগে আমার । সাইকেল নিয়ে এ রাস্তা ও রাস্তা ঘুরে বেড়াতে বেশ লাগে ।
শসা ছবিটা বেশ রয়েছে । আর ফলওয়ালার মুখ হা করা ছবিটা । বলা যায় সঠিক সময়ে ক্লিক পরেছে । !
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার সাহস থাকলে বের হতাম। ইচ্ছে হয় সারা ঢাকা ঘুরি ক্যামেরা হাতে নিয়া। আসলেই চমতকার। বিকেলে হাঁটতে যাই কলোনীতে । কী হালকা লাগে। ফুটপাতে প্রশ্রাবও নেই।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন
১১| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:১৯
স্প্যানকড বলেছেন: আপু ছবি গুলি খুব সুন্দর হইছে তবে খুব সাবধান ! করোনা বেশী জুইতের কিছু না । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম জানি ভাইয়া। সতর্কতায় চলি আল্লাহ ভরসা। আল্লাহ সবাইকে নিরাপদ ও হেফাজতে রাখুন
ধন্যবাদ আপনিও ভালো থাকুন ফি আমানিল্লাহ
১২| ৩০ শে জুলাই, ২০২১ ভোর ৫:৫৬
কালো যাদুকর বলেছেন: ছবিগুলো জীবনের সাথে ঘনিষ্ঠ।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি । ধন্যবাদ ভালো থাকুন
নিরাপদে থাকুন
শুভেচ্ছা সতত
১৩| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৪
জুন বলেছেন: এই লকডাউনে আপনার হাত ধরে ঢাকার ব্যাস্ততম এলাকা মতিঝিল ঘুরে ভালোই লাগলো ছবি আপু।
+
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। তবে আজকে একটু সরগরম রাস্তা ঘাট। গাড়িও চলছে অনেক
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৪| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:৫১
রানার ব্লগ বলেছেন: যদি সুযোগ হয় একদন খালি শাপলা চত্বরের ছিবি তুলবেন, বা কোন পুর্নিমায় শাপলা চত্বরের টপ ভিউ নিবেন, আশা করি চমৎকার আসবে্ আমার ভালো ক্যামেরা নাই থাকলে আমি নিজেই ট্রাই করতাম।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা তুলবো ইনশাআল্লাহ । তবে রাতের চিত্র তো নিতে পারবো না। রাতে বাহিরে বের হই না।
ভালো থাকুন ধন্যবাদ
১৫| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:২৭
ইন্দ্রনীলা বলেছেন: এটা বোধহয় লকডাউনের সকালবেলা। করোনাকালীন চিত্র।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সকালের না আপু। কিছু দুপুর মানে তিনটার সময় তোলা আর কিছু বিকেলের ছবি। এই কঠোর লকডাউনের সময় তুলেছি
ভালো থাকুন আপু
ফি আমানিল্লাহ
১৬| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১০:৩২
আমি তুমি আমরা বলেছেন: অথচ স্বাভাবিক স্ময়ে এই শাপলা চত্বরে দাঁড়িয়ে একটু দম ফেলা যায় না। লকডাউনগ্রাফী ভাল হয়েছে।
০৯ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৭
হাবিব বলেছেন: সবগুলো ছবিই সুন্দর হয়েছে। ছবি কি ক্যামেরায় তুলেছেন নাকি মোবাইলে?