নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আমি চাই না কিছুই, না হেম, হীরে না ভালোবাসা=

০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৫



©কাজী ফাতেমা ছবি
=আমি চাই না কিছুই, না হেম হা হীরে না ভালোবাসা=

আমি কী চাই আমার শব্দগুলো হোক বিরহে মাখা
অথবা বিষাদে জড়ানো, কিংবা বিতৃষ্ণায় মুড়ানো;
আমি কী চাই শব্দহীন বুকের ভিতর থাকুক বিষণ্ণতায় ফাঁকা
আমার শব্দগুলো যেন কবিতার খাতায় ঝরে ছন্দে
হোক সেসব মন জুড়ানো।

আমি কী চাই কবিতার খাতায় লেপ্টে থাকা শব্দগুলো...
কথার আঘাতে থাকুক রক্তাক্ত বা বিমর্ষ
আমি চাই না কবিতার শব্দ হোক মলিন, থাকুক লেপ্টে
ব্যথার ধুলো;
আমি তো চাই আমার নৈ:শব্দের শব্দগুলোতে থাকুক কারো
পরিকর্ষ।

চাই না কেউ দুমড়ে মুচড়ে ভেঙ্গে গুড়ো করুক কবিতার শব্দ
চাই না কেউ টেনে হিঁচড়ে শব্দগুলো নামিয়ে দিক নর্দমায়
চাই না কেউ করুক ব্যথার চাবুকে সুখ কাব্যদের জব্দ;
চাই না শব্দগুলো থাকুক কারো মনের তিক্ততার মোকদ্দমায়।

দীর্ঘশ্বাস যেহেতু আমার হয়ে আছে, বিতৃষ্ণা যখন আমার শুধু
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে যখন আমি ভাসি
বিষণ্ণতার অনলে যদি আমিই পুড়ি, অবহেলার রোদ্দুরে পুড়ে
বুক যদি আমারই হয় মরু ধূঁধু,
তবে কবিতা থাকুক শুধু আমার হয়ে, আমি কবিতা ভালোবাসি।

কখনো কী চাই কেউ এসে ভন্ডুল করুক আমার ধ্যান
যে আমি কবিতার শব্দে থাকি সেঁটে
চাই না কেউ অযাচিতভাবে আমাকে দিতে থাকুক কবিতার জ্ঞান
আমি শুধু জানি কতটা আপন শব্দ মন থেকে আনি ঘেঁটে।

অথচ আমার ভিতরবাড়ী থেকে আনা শব্দগুলোর পোস্ট মর্টেম শেষে
কেউ হেসে ফেলে নির্দ্বিধায়, আমার মন দেয় বিতৃষ্ণায় ভরিয়ে
আমি কী চাই, কারো কাছে কিছুই না, না হেম, হীরে, সহানুভূতি
ভালোবাসা, না চাই না কিছুই, তবু কেন কবিতা যায় বিষণ্ণতায় ফেঁসে
কবিতা লিখতে গেলেই লিখে ফেলি দুঃখবোধ, কবিতার শব্দ ছড়ায় না আর
মনে সুখানুভূতির জ্যুতি।

(জানুয়ারী ৩০, ২০২০)

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৯

রানার ব্লগ বলেছেন: কি চান তবে ?

০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: চাই কবিতা সবাই ভালোবাসুক । থ্যাংকিউ রানা ভাইয়া
ভালো থাকুন

২| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৫

হাবিব বলেছেন: একজন কবির আকুতি মঞ্জুর হোক

০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:০৭

খোলা জানালা। বলেছেন: দারুণ প্রকাশ !

০৫ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন
শুভেচ্ছা সতত

৪| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: হেম (স্বর্ণ) আর হিরা চায় না এই রকম একজন নারী অবশেষে পাওয়া গেল। আমার মনে হয় আপনি চান না কারণ আপনার এগুলি অনেক আছে। :)

ভালোবাসাও চান না কেন? এইটাও অনেক আছে মনে হয়? :)

জাযাকাল্লাহ খাইরান।

০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সোনা রূপা এসব পরিই না। খালি কানে এক জোড়া ঝুমকো পরেছ। হাত গলা খালি। আর কিনিও না স্বর্ণ। বোঝা বাড়াইয়া লাভ নাই

ভালোবাসাও চাই না, ভালোবাসা সব এখন মেকি। স্বার্থপর ভালোবাসার

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

৫| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপু কবিতা তো নয় জনক শব্দের ঝংকার পড়লাম।

০৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

৬| ০৩ রা আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কিছু বলতে চাইলে উহা কি পদ্য হয়ে যায়?

০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: না মনে হয়। জানি না। তবে আমি মুখে গুছিয়ে কথা বলতে পারি না :(

ধন্যবাদ ভালো থাকুন

৭| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৮:৫৬

কামাল১৮ বলেছেন: আপনি পদ্যে এবং গদ্যে সমান পারদর্শী।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
স্বপরিবারে নিরাপদে থাকুন
শুভকামনা সতত

৮| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ৯:০২

সোহানী বলেছেন: আহারে আপুনি..................

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) থ্যাংকিউ আপু
ভালো থাকুন সুন্দর থাকুন ফি আমানিল্লাহ

৯| ০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া
ভালো থাকুন

১০| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: ভালো।

০৯ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১১| ০৪ ঠা আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৭

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১২| ০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৫৯

ফয়াদ খান বলেছেন: চাওয়া গুলো পূর্নতা পাক, শুভ কাম্না রইলো !!!

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ।

১৩| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৩

কবিতা ক্থ্য বলেছেন: আপুর চাওয়াগুলো পুরোন হোক।

ভালো থাকবেন।

১০ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা কথ্য
ভালো থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন
শুভেচ্ছা সতত

১৪| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫০

মেহবুবা বলেছেন: কবিতা খোলা জানালা, আর বাইরের খোলা আকাশটা মনের কপাট খুলে দেয়।

১১ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম সত্য আপু। কেমন আছেন আপু।
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.