নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মোবাইলে তোলা কিছু ছবি শেয়ার করছি আশা করি ভালো লাগবে।
০১।
হন্যে হয়ে খুঁজি তোমায় সুহৃদ, কোথায় আছো ব্যস্ত কী কাজে,
দেখি না তোমায় কতদিন, হৃদয় তারে যে বিষাদ বাজে;
মায়াময়ী তুমি, বিন্দু জলকণা তুমি, তুমি স্নিগ্ধতার ফোঁটা,
কোথায় আছো, কোন সে মোহ পিছে হচ্ছে রোজ ছোটা?
দেখি না তোমায়, বোন বলো বান্ধবী বলো অথবা বন্ধু,
তোমার দেয়া রঙবাহারী ছবিগুলো মনে সুখ জাগায় এক সিন্ধু,
আড়ালে গিয়েছো যে, যাওনি তো বলে, করছো যে কী,
খুঁজি এখানে সেখানে, পাই না তোমায় একি!
(ফেসবুকের অবনির আকাশকে উৎসর্গকৃত ছবিটি)
০২। দাও হাত বাড়িয়ে, তুলে নাও বুক পকেটে রক্ত জবা ফুল,
এত ভাবার কী, ভেবো না একূল ওকূল,
বিচ্ছেদের সুর তুলে, মন করো না আর অশান্ত,
বিতৃষ্ণা ঠেলে এসো, মনে পুষো না ধারণা ভ্রান্ত;
উচ্ছল হও এবেলা, হয়ো না শুকনো মাতার মতন,
কষ্টে ভেঙ্গে বুক হবে চুরমার, বুকে পুষো না বিষাদ যতন।
০৩। মন ভালো হয়ে যায়, মনে অথৈ মুগ্ধতা এসে দেয় হানা,
কখনও মন উড়ে সুখে, মেলে ডানা,
যদি এক শীতের সকাল পেয়ে যাই অনায়াসে পাশে,
যদি এক বিন্দু শিশির কণা ঝুলতে দেখি ঘাসে!
মন সুখে হয় মাতাল যদি ফুলের পাপড়িতে জমে শিশির বিন্দু
একটি কুয়াশা সকালে চোখে মুগ্ধতা এক সিন্ধু,
কচুরিপানা প্রহরগুলো সহসা হয় না আপন,
এমন হিম প্রহর ছুঁয়ে দেহমনে হয় না নেয়া সুখের কাঁপন!
০৪। বেগুনি রঙ দুঃখগুলো ফুটে থাকে মনে, দেখে না কেউ,
দুঃখের ডালপালা মেলে টের পাই আমি, ভিতরে হরদম ভাঙ্গে সুনামীর ঢেউ।
দীর্ঘশ্বাসের লহর উঠে, বুঝে না কেউ, মুখে ফুটে কথার ফুল,
হাসি মুখ অল্প বোল, দেখে না কেউ কোথায় যে কী ভুল।
০৫। তোমরা আমার বদনাম রটিয়ে দাও,
বলো আমি একঘেঁয়েমীর বুকে রাখি মাথা
ফুল লতা পাতা নিয়েই সাজাই কবিতার খাতা,
ফুল পাখিদের ভালোবাসা হতে সরে আসি এই তো চাও!
তোমরা বলো ফুল ফুল আর ফুল, কখনো পাতা লতা
কখনো নাকি কান পেতে শুনি পাখিদের কথা,
যদি তাই নিয়ে থাকি ভালো,
যদি ফুল পাখিরা মন দেয়ালে ছড়ায় মুগ্ধতার আলো,
তবে না হয় তাই নিয়েই থাকি,
আমি একঘেঁয়েমীর বুকে শুয়েই দেব সময়কে ফাঁকি।
০৬। অবহেলা করো তুচ্ছ ভাবো আমায়, কথার ঝড়ে পড়ি মুখ থুবড়ে,
তবুও দেখো তাকিয়ে আমি বিমর্ষ নই, মন আমার ভেজা কৃষ্ণচূড়া
মন আমার তরতাজা, ভাঙ্গি তবু মচকাই না।
০৭। =বৃষ্টি=
নিরিবিলি পাতা ছুঁয়ে, যায় ঝরে যায় বৃষ্টি,
তপ্ত গরম ভাগলো দূরে , আহ্ আরামের সৃষ্টি!
বৃষ্টির ছাটে গেলো ভিজে, আমার দখিন দাওয়া
পাতার হলো উদোম গায়ে , বৃষ্টির জলে নাওয়া।
বৃক্ষ তরু ভিজে এলো, সজীবতা ফিরে,
শান্তির ছোঁয়া দেহ প্রাণে, বৃষ্টির হাওয়া নীড়ে।
চোখের পাতায় আরাম ছোঁয়া, ঘুমের আবেগ জাগে,
কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই, ইচ্ছে মনে লাগে।
০৮। তুমি না হয় স্বচ্ছ জলের ঝিল হয়ো, টলমলে জল ঢেউ,
তোমার বুকে শাপলা হবো চুপ, জানবে নাতো কেউ,
প্রেম পাপড়ির ডানা মেলে ফুটো বুকে তোমার,
ভালোবেসো আমায় বেশুমার!
গাঢ় গোলাপী রঙ শাড়ী গায়ে জড়ানো, চুলে বুনোফুল,
আমি প্রেমের নাওয়ে ভাসবো, একূল অকূল,
তুমি সেজো শ্যাওলা রঙা জল ঢেউয়ের বসনে, আঁকাবাঁকা
ভালোবাসার ডুব সাঁতারে সঙ্গী হবো, সময় প্রেমে মাখা!
০৯। শুধু অবহেলাই তুলে দিতে পারো বুকের বামে,
তিতে কথার ফুলঝুরি নিয়েই যেন থাকো ডানে বামে,
শুধু কথার তীরই মারতে পারো ছুঁড়ে বুক বরাবর,
বিঁধাতে পারো মন দেয়ালে বিতৃষ্ণার কাঁটা
আমাদের মিলন বরাবরই অনাড়ম্বর;
এই... কিছু সজীবতা তুলে দিতে পারতে, দাও নি!
মন আমার সতেজ থাকুক, সে বুঝি কখনো চাও নি?
শুনো... কিছু প্রহর চিরসবুজ করে রাখতে পারতে, পারো নি!
জিতেই তো গেলে অনন্তকাল ধরে, একবারও যে হারো নি!
আমিই জিতিয়ে দেই তোমায় বার বার হাজার বার,
আর তুমি কিনা জীবন করে রাখো বিষাদ জেরবার।
১০। গোলাপী রঙ মন আমার মুগ্ধতায় ভরপুর
আর তোমার মন হয়ে থাকে সর্বদাই দুপুর;
একদিন বৃষ্টি ভেজা স্নিগ্ধতায় সাজাতে পারো মুখ,
দেখবে কত সুখ এসে দাঁড়ায় তোমার সম্মুখ।
১১। স্বচ্ছ জলে বাইতে ডিঙি মাঝি হবে? হাতে নেবে বৈঠা,
তোমার জন্য ফুলে সাজিয়েছি কাঠের পৈঠা;
এসো মুখ দেখি জলের আয়নায়, আঁকাবাকা সুখ ছবি,
চোখ নিয়ো না ফিরিয়ে প্লিজ, জ্বলে উঠলেও দুপুর রবি।
পা রাখো আলতো জলে, শিহরণ উঠুক মনে অল্প,
এমন স্বচ্ছ জলঘাটে বসে করবে আমার সাথে গল্প?
১২। বিজয় দেখে যাই পূর্বাশার আলোয় সোঁদা মাটির গন্ধে
বিজয় নাচে ইতিহাসের পাতায় পাতায় ছন্দে ছন্দে
বিজয় দেখে যাই শহরে অট্টালিকায়, পার্কে অথবা রাজপথে
লাউয়ের মাঁচায়, ঝিঙ্গে গাছের হলুদ ফুলের আলোতে।
বিজয়ের পতাকা দেখি রক্ত রঙ ফুল আর সবুজ পাতায়
বিজয়ের হাসি লিখে রাখি কবিতার খাতায়।
১৩। শীতের হাওয়া নিয়ে হঠাৎ, যাচ্ছে ঝরে বৃষ্টি,
ভিজছে পাতা ভিজছে মাটি, কী আনন্দের সৃষ্টি!
ঝরে ঝরে থামলো বৃষ্টি, জলে ভেজা পাতা,
হয় না খোলা আলগোছে আর ছন্দ কাব্যের খাতা!
বারান্দাটা ভিজে গেলো, এসে বৃষ্টির ছাটে,
বৃষ্টির জলও গেলো জমলো, সবুজ ঘাসের মাঠে।
ডালে বসে জলে ভেজা , কাকরা করে কা কা,
হঠাৎ বৃষ্টি থেমে গেলে,ভেতর লাগে ফাঁকা!
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জবা ফুলের মধু খাই না। খেয়েছি দলকলস ফুলের মধু। ইনশাআল্লাহ
হাহাহাহা প্রথম বিয়ের পর মোবাইল ছিলো না, মোবাইল হাতে পেয়েছি মনে হয় ২০০৭ সালের দিকে।
জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আনন্দকায় ছবি!
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৬
চাঁদগাজী বলেছেন:
বৃষ্টি ও ফুল নিয়ে অনেক কবিতা লিখেছেন; আজকে নিউইয়র্কে অনেক বৃষ্টি হয়েছে, একরাতের বৃষ্টিতে ৭ জন মৃত।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই নাকি। কিন্তু বৃষ্টিতে মানুষ মারা গেলো কিভাবে । খুবই দুঃখজনক। আমাদের এখানেও আজ বৃষ্টি হয়েছে।
ধন্যবাদ ভালো থাকুন
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম বিয়ের পর মোবাইল ছিল না। তাহলে কোন বিয়ের পর মোবাইল হোল???!!!! :
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অই মিয়া আপনি প্যাঁচাইতাছেন ক্যান হুহ..... কোন জায়গায় ইতা কথা লিখছি নাকি। আসলে আমি উল্টাপাল্টা কথা বলি অনেক , অজানতেই কথাগুলো বের হয়ে যায়। সেদিন বলছিলাম একটা ওভেন কিনমু যে গরম আইসক্রিম বানাইতে পারমু। পরে মনে হলো আরে ওভেনে আইসক্রিম কেমনে বানায়
আচ্ছা প্রথম বিয়া এই কথা কই কইলাম ?
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: এক নম্বর মন্তব্যের কি জবাব দিসেন সেইটা কিন্তু এখনও সোনার হরফে উপরে লেখা আছে। প্রথম বিয়ার কথা তো আজকে কেবল কইলেন। আমিও যা বুঝার বুঝলাম। আমি অনেক সময় বেশী বুইঝা ফালাই। এইটা আমার একটা ক্রনিক সমস্যা। এই রোগের কোন টিকা এখনও বাইর হয় নাইক্কা।
কেউ যদি কয় প্রথম বিয়ার পর মোবাইল ছিল না, এই কথা দিয়া মানুষ কি বুঝবো। আপনি কন।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আসলে কথাটা এমন হওয়া উচিত ছিলো বিয়ের প্রথম দিকে মোবাইল ছিলো না যাই হোক এই রোগের অসুধ নাই... আমিও প্যাঁচ লাগাইন্না কথা কইয়ালাই
থ্যাংকস এ লট
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬
হাবিব বলেছেন: আপনার সাথে একদিন দেখা করতে হবে।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ। আসবেন শাপলা চত্বর
ধন্যবাদ অনেক অনেক
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম আপা। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।।
মাশায়াল্লাহ। ভালো লেগেছে। লাইক।।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম
আলহামদুলিল্লাহ ভালো আছি
জাজাকাল্লাহ খাইরান। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো থাকুন সর্বদা ফি আমানিল্লাহ
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভাইয়ের মোবাইল নাম্বারটা দেন!!!!
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা তার কাছ থেকে জেনে তার নাম্বারটা দিয়াম নে। ওয়েট করতে হবে
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ৪ নাম্বার ফুলটির নাম কাটামেহেদি, ছবিটি চমৎকার হয়েছে।
৮ আর ১৩ নাম্বারও চমৎকার হয়েছে।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি এই ফুলটা চিনি। কালারও সুন্দর মাশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভয় নাই ভাইরে জিগামু, প্রথম বিয়ার পর তার মোবাইল ছিল কি না।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা বুড়া বুড়ি এখন আর ডরাইবার বেইল নাই। যদিও বেটা মানুষের কথা আলাদা। জিগাইয়া দেখি কী কয়
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: বেটা মানুষের বিশ্বাস নাই। ভালো কইরা খেয়াল রাইখেন। আপনি তো ভালো কিছু রাইন্ধাও খাওয়ান না শুনসি।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ । রান্ধি না সেটা তার দোষেই রান্ধি না। আমার দোষ নাই
বেশী খাওনও তো ভালা না বর্তমানে। কিটো ডায়েট দরকার সবারই।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভাইয়ের ফোন নাম্বারটা দেন। তারে কিটো ডায়েটের দুঃসংবাদটা জানায়িয়া দেই। কিটো ডায়েট ওনার পেটে সইবো কি না আল্লাহ মালুম। আল্লাহ ওনারে কিটো ডায়েট খাওয়ার তৌফিক দান করুক। আমিন।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিটো ডায়েট আর সে আর আমার দেবর কাভি নেহি......। কখনো যদি বলে এরা এখন থেকে এক বেলা রুটি খাইমু হাহাহা পরেরদিনই মত পাল্টে যায়। তিনবেলা ভাত খায় ... কিটো ডায়েটের মধ্যে ফেলতে পারলে মন্দ হতো না। জোগাড় করে দিয়াম তো
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক সুন্দর।সাথে কবিতা গুলোও।
+++
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর।ছবি কথা ও কাব্যে ভালোলাগা।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাইয়া। ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৪
কাছের-মানুষ বলেছেন: ছবিগুলো সুন্দর, সাথে কবিতাও দারুন লাগল।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট মানুষ
ভালো থাকুন
কাছেই থাকুন
১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৪
শেরজা তপন বলেছেন: ছবিগুলো নিঃসন্দেহে সুন্দর- কিন্তু কাব্যের ছোঁয়ায় সেগুলো অনিন্দ্যসুন্দর হয়ে উঠেছে!!!
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: ছবি গুলো আরো ভালো হতে পারতো।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হইলে কী হইতো? আপনি প্লাস দিতেন
ধন্যবাদ
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০০
জুন বলেছেন: ছবি আর কবিতায় বরাবরের মতোই মুগ্ধ ফাতেমা ছবি। কচুরিপানা ফুলের পরে যে বেগুনি ফুলটি ওটা কি ফুল? নাম জানেন কি? বেগুনি রঙের ফুল খুব প্রিয় তাই জিজ্ঞেস করলাম
+
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। এ্ই বেগুনি ফুল হলো কাঁটা মেন্দির গাছের ফুল, বেড়ার কাজে ব্যবহার করা হয় এই গাছ। ফুলও মাশাআল্লাহ সুন্দর।
ভালো থাকুন আপুনি
১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৯
ঢুকিচেপা বলেছেন: ছবিগুলো ঝকঝকে আর সুন্দর।
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । অনেকদিন পর আপনাকে দেখলাম
কেমন আছেন?>
ফি আমানিল্লাহ
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২২
প্রত্যাবর্তন@ বলেছেন: দুর্দান্ত সব ছবি
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট প্রত্যাবর্তন
ভালো থাকুন
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৯
মেহবুবা বলেছেন: সব ছবি কি আপনার তোলা? সাথে কবিতা যেন ছবিকে চঞ্চল করে তুলেছে।
৭ নম্বরের ছবিতে উঁচু অট্রালিকার পাশে নারকেল গাছ যেন বিরক্ত হয়ে সরে আছে খানিকটা !
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি মেহবুবা আপু, আমার তোলা ছবি সব। বৃষ্টির সাথে বাতাস ছিলো যার কারণে নারিকেল গাছ দোল খাচ্ছিল
থ্যাংকিউ আপু
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৭
মিরোরডডল বলেছেন:
প্রথম চারটা ফুলের ছবি ভীষণ সুন্দর ছবিপু !
০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ আপুনি। ভালো থেকে সর্বদা
সু কামনা সতত
আর সাথে ভালোবাসাও
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর ছবি। কবিতাগুলি পড়া হয় নাই। পরে পড়বো ইনশাল্লাহ।
আপনি কখনও জবা ফুলের মধু মুখ দিয়ে টেনে খেয়েছেন? আমি খেয়েছি।
এই ছবিগুলি কি আপনার প্রথম যখন বিয়ে হইলো তখন তোলা?