নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
#মেঘের_কাছে_রোদ্দুরের_চিঠি_৬
#আমায়_নিয়ে_হারাবে?
আশা ও বিশ্বাস ভালো আছো, পৃথিবীর সবাই ভালো থাকুক সুন্দর থাকুক এই কামনাই করছি। এই দিনগুলো কেমন জানি ঘুম ঘুম দিন তাই না মেঘ? আমার মনে হয় অতিরিক্ত পরিশ্রমের জন্য হয়তো আমার এমন ঘুম পায় শুধু। ঘুম নিয়া আছি ভেজালে কিছু লিখতে গেলেই ঘুম পায়। তোমাকে চিঠি লিখতেছি এত্তগুলা ঘুম পাচ্ছে। কি যে করি বল! এক কাজ করি সবুজ চা খাই চিনি ছাড়া। কি তুমি খাবে নাকি? খেলে চলে এসো.......অফিস পাড়ায়।
মেঘ , ঢাকায় এই কয়েকটা দিন শান্তি মতে চলা যাবে। ফাঁকা ঢাকা। ভাল লাগায় ভরপুর। তুমি দেখতে আসবে ফাঁকা ঢাকা? খুব মজা করে রিকশা করে ঘুরতে পারবে। আমারো খুব ইচ্ছে একদিন ফাঁকা ঢাকা রিক্সা করে ঘুরে বেড়াবো । কিন্তু একা একা বড্ড ভয় লাগে। আমি রাস্তাঘাট তেমন একটা চিনি না। একই রাস্তায় প্রতিদিন যাই অথচ সেই রাস্তাও ভুলে যাই কি এক ফাঁপড়ে পড়ে যাই বলো। এমন করলে কেমনে হবে। ১৫ বছর ঢাকা থাকি অথচ ঢাকা তিন চারটা মার্কেট চিনি খালি। যেমন ধরো, রাজধানী মার্কেট, মৌচাক মার্কেট আর গাউছিয়া চাঁদনি চক। তাও মার্কেটগুলোতে যাই রিক্সাওয়ালার পরিচয়ে বেচারারা আমাকে চিনায়ে নিয়া যায় হাহাহাহা।
ঢাকা শহর আজব জায়গা
চিনি নাকো কিছু
হরহামেশা বিপদ আপদ
ছুটে যেনো পিছু।
ঢাকার রাস্তায় হাজার মানুষ
ব্যস্ত নিজের কাজে
সবাই যেনো ঘোরে থাকে
আপন চিত্ত মাঝে।
কেউ কারো হয় নাকো আপন
সবাই যে সবার পর
চলতে ফিরতে তবু বুঝি
অন্তরে লাগে ডর ।
অফিসে আসার পথে দেখি রাস্তাঘাট ফাঁকা খুব ভালো লাগছিল জানো মেঘ, এত রোদ্দুর,,,,,, সূর্য যেনো ঝাঁঝাল তেজ ঢেলে দিচ্ছে মতিঝিলের শাপলা চত্বরে। তবুও এতটা মুগ্ধ হয়েছি যে যেমন ছিল রাস্তাঘাট ফাঁকা বড় বড় পিচ ঢালা পথগুলো ধূঁধুঁ মরুভূমির মতন তেমনি আকাশটাও ছিল অনেক নীল।
আজ যেনো নীল হলুদের মাখামাখি ভালোবাসা। আমিও আকাশের নীল থেকে কিছু নীল ধার করে এনে নীল রঙে সেজেছিলাম। তারপর নীল রোদ চশমায় চোখ ঢেকে হেঁটেছিলাম অনেকটা পথ। একা একা হেঁটেছি তবুও ভালো লাগার শেষ নেই। তবে তুমি যদি থাকতে ... আরো অনেকটা পথ তোমাকে নিয়ে হাঁটতাম হয়তো। তুমি তো অদৃশ্য অস্পৃশ্য। তোমার ঠিকানা আমার জানা নেই , না তুমি জানো আমার ঠিকানা। কেউ কাউকে চিনি না অথচ তুমি আছো আমার মনের মাঝার।
ও মেঘ বলো কেগো তুমি
অন্তর মাঝে থাকো
নিত্য এসে রঙতুলিতে
সুখের ছবি আঁকো।
আকাশ না বাতাস কি তুমি
নাকি অথৈ নদী
বুকের মাঝে তৃষ্ণা জাগাও
ঢেউয়ে নিরবধি!
ঘুড়ি তুমি পাখি তুমি
উড়ো মনের আকাশ
হৃদয়ের ঐ মণিকোঠায়
নিত্য যে তোমার বাস!
তুমি ঝর্ণা তুমি পাহাড়
বয়ে চলো মনে
কলকলিয়ে সুর উঠিয়ে
ভরাও শিহরণে!
তুমি চন্দ্র তুমি সূর্য
ভালবাসার উত্তাপ
দূরে থেকে বাড়িয়ো না
মনে কষ্ট সন্তাপ।
শুনো, অজানা পাখি, তোমাকে বন্দি করে ফেলেছি বুক পিঞ্জরে, পালাবে কোথায়! একটা গান শুনাবে, না একটা কবিতা শুনাও, না না একটা ছড়া কাটো তো ছন্দে ছন্দে ভরিয়ে দাও সময়।
তুমি আমি সবাই এত ব্যস্ত থাকি কেনো বলোতো। সবাই কেমন জানি দূরে দূরে। কাছের মানুষগুলো আরো দূরে। ইচ্ছে করলেই ছোঁয়া যায় না। কথা বলা যায় না, কি নির্মম পরিহাস জীবনের তাই না মেঘ? আজ ছুটির দিন আলসেমির ঘুম ভাঙ্গে না তবুও। আড়মোড়া দিয়ে ঘুম ভাঙ্গাতেই হয় বাধ্যতামূলক।
পেট যদি না থাকতো অনেক ভালো হত। খালি খাওন আর খাওন... বিরাট আয়োজনে পেটের জন্য খাবার রেডি করতে হয়। নেয়ে ঘেমে পুড়ে কেটে। রান্না বান্না শেষ করতে যদি লাগে ৫ ঘন্টা তবে খাইতে পাঁচ মিনিটও লাগে না । আর বাকিটা তো জানোই। জীবনটাই একটা রুটিনের মাঝে বাঁধা পড়ে যায় তাই না। মাঝে মাঝে ইচ্ছে হয় ছন্নছাড়া হয়ে যাই কিন্তু তা আর হওয়া যায় না। পিছনে বাঁধা আছে এক অলিক সূতা। আচ্ছা তোমার কি এমন ইচ্ছে করে মেঘ।
ছন্নছাড়া হতে আমার
ইচ্ছে মনে লাগে
ধ্যত্তেরি ছাই ভাল্লাগে না
মাথা ভাঙ্গি রাগে।
আগে পিছে ডানে বায়ে
সূতায় আছি বান্ধা
চোখ ঘুরিয়ে দেখলে একি
লাগে বড় ধান্ধা!
মনের মাঝে অনেক কষ্ট
কাঁদার জায়গা নাই গো
হীরা ভেবে ভালবাসা
হাতে নিলেই ছাই গো!
ইচ্ছে লাগে মনের মাঝে
হারিয়ে যাই কোথাও
কেউ পাবে না হদিস আমার
শূন্যে হবো উধাও।
চোখের কোণে জলের ধারা
শুকনো চৈত্র নদী
শ্রাবণ হয়ে ঝরতে চোখে
আসতো কেহ যদি!
একলা আমি একলা থাকি
মনের মাঝার শূন্য
পানসে জীবন কাটবে এমন
সুখ খুঁজে হই হন্য।
আচ্ছা আজ তবে আসি। তুমি সুস্থ থাকো, আর নিরাপদে থাকো এই কামনাই করছি। আসি-শেষপ্রান্তে রোদ্দুর।
পুনশ্চঃ উত্তর দিয়ো!
(১৬-৯-১৬)
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন হরদম
শুভেচ্ছা সাথে ভালোবাসা রইলো।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩০
মুক্তা নীল বলেছেন:
সেই মেঘবালিকার গল্প হোক ..
শহর জুড়ে বৃষ্টি হউক .......
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম ..
রোদ্দুর কাছে মেঘের চিঠি টা দারুন হয়েছে ।
ছবি আপা পরে আবার আসছি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। আপু আপনাকে দেখলে ভালো লাগে। এখন অনিয়মিত আছেন। অনেক ব্যস্ততা ঘিরে ধরেছে বুঝা যায়।
জাজাকিল্লাহ খাইরান
স্বপরিবারে ভালো থাকুন এই কামনা
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩১
শাহ আজিজ বলেছেন: বেশ , কবিতা আর গদ্য যুগলবন্দী
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আজিজ ভাইয়া
ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকু
শুভ কামনা
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৪
সভ্য বলেছেন: ভালো লেগেছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট সভ্য
ভালো থাকুন সবাইকে নিয়ে
শুভ কামনা সতত
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৭
শায়মা বলেছেন:
আহারে আপুনি।
স্বপ্ন স্বপ্ন কাব্য কথা।
তোমার জন্য আমার চা না কফি।
তুমি এক কাপ আমি আরেকটা। সাথে ডার্ক চকলেটের চামচ!
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কফি খাবো তো কিন্তু তোমার সঙ্গে বসে। যদিও মনে হয় না তুমি কখনো আমার সাথে দেখা করবে
থ্যাংকিউ সো মাচ
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৫
নান্দনিক নন্দিনী বলেছেন: মেঘ যে-ই হন, উত্তর দেন - উত্তর দেন।
বি.দ্র ৬ংং মন্তব্যটি কষ্ট করে মুছে দিয়েন ছবি আপু।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: উত্তর দেবে না মনে হয়। থ্যাংকিউ নন্দিনী দি
ভালো থাকুন।
মুছে দিয়েছি
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭
স্প্যানকড বলেছেন: " হীরা ভেবে ভালোবাসা
হাতে নিলেই ছাই গো ! "
এই দুই লাইন পুরা জিনিস টারে একদম সেরা করে দিয়েছে। খুব খুব সুন্দর হইছে আপু। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন সব সময়
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:১৩
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: সমকালীন সৃষ্টিশীল লেখনি/সাহিত্য। কেউ একজনকে আয়নার মত দেখতে পাচ্ছি এই লেখনীর শব্দ, বাক্যের বিমূর্ত কল্পনায়।
সে একলা থাকতে চায় মাঝে মাঝে। তার কল্পনা বড়ই অদ্ভুত। সে জনকোলাহল ছেড়ে ছুড়ে নিঃসঙ্গ হতে চায়। একলা হতে চায়।
সে কথা বড়ই বিচিত্র। বন-জঙ্গল, পাহাড়-পর্বত, নদী-সমুদ্রের আহবানে অদ্ভুত আকর্ষণ তার। মাঝে মাঝে তার খেয়ালী ভাবনা জাগে। প্রিয় বইগুলো তার দরকারি জিনিসপত্র নিয়ে সমুদ্রের মাঝে কোন নির্জন দ্বীপে একলা বাস করতে ইচ্ছে হয় তার।
তার হৃদয় ভাঙ্গার (heartbroken) কথা কেউ কখনই জানতে পারেনি। কি অদ্ভুত তাইনা! বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, কিংবা কোন মেয়ে- কেউনা। সে তার খাটি অনুভূতিগুলো ডায়রিতে লুকিয়ে রাখে। বাইরের পৃথিবী তার শিক্ষা-দীক্ষা, স্মার্টনেস দেখে। কারণ সে লড়তে জানে।
মাঝে মাঝে সে কল্পনায় এই পৃথিবীর বাইরে অন্য গ্রহে বিচরণ করে, জনমানবহীন শূন্যপ্রান্তরে কিংবা একলা পাহাড়চূড়ায় বসে প্রকৃতি দেখা কিংবা সমদ্রের সৈকতে বসে গভীর সমুদ্রে মাছ শিকারি হওয়ার কথা ভাবা।
এই একলা থাকার নেশা তার মধ্যে দুইটা জগতের সৃষ্টি করেছে। একটা তার আনুষ্ঠানিক বাস্তবজগত আরেকটা তার আভ্যন্তরীণ মনোজগৎ। তার বাস্তবজগতের সন্ধান অনেকেই খুঁজে পেলেও তার মনোজগৎ এক গহীন, গভীর অমীমাংসিত রহস্য। তার সন্ধান পাওয়া অনেকটা দুরূহ।
তার বন্ধু হতে পারা ভাগ্যের ব্যাপার। সে সম্মান-মর্যাদার বাইরে সম্পর্ক প্রত্যাশা করে না। এই জীবনে বহু সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে একলা থেকেছে সে। তার মাইন্ড হচ্ছে বুলেটের মত তীক্ষ্ণ। প্রয়োজনের তাগিদ তার কাছে গুরুত্বপূর্ণ।
ভালো লিখেছেন। ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। আমার মনেই কথাগুলোই যেন মন্তব্যে উঠে এসেছে। কী বলে যে ধন্যবাদ দেবো ভেবে পাচ্ছি না
জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করু
ভালো থাকুন স্বপরিবারে
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৫
শেরজা তপন বলেছেন: দারুন হয়েছে- বরাবরের মত চমৎকার!
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক তপন দা
ভালো থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন সবাইকে নিয়ে
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৭
অপু তানভীর বলেছেন: এতো প্রেম আহা !
২০১৬ সালে লেখা চিঠি ! এতো দিনে তো উত্তর চলে আসার কথা ! এসেছে কি?
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: উড়ো চিঠির উত্তর কী আর আসবে । মনে হয় না। একশত তিনটা চিঠি লিখেছিলাম তখন, রোজ নিয়ম করে।
ধন্যবাদ তানভীর ভাইয়া
ভালো থাকুন
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
ইচ্ছে লাগে মনের মাঝে
হারিয়ে যাই কোথাও
কেউ পাবে না হদিস আমার
শূন্যে হবো উধাও।
বড়ই ভালো লিখেছেন
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩
ইসিয়াক বলেছেন: বাহ! চমৎকার।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া
ভালো থাকুন
আপনার গল্প আমার অনেক প্রিয়। ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: ব্লগিং কি অফিসে বসেই করেন?
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ অফিসে বসেই করি পিসিতে। বাসায় সময় পাওয়া যায় না। তবে মাঝে মাঝে পোস্ট পড়ি। আবার নিজেও পোস্ট দেই।
ভালো থাকুন ধন্যবাদ ফি আমানিল্লাহ
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৮
কালো যাদুকর বলেছেন: আমরা সবাই সূতো বাধাঁ আসলে।
আপনার এই মিক্স ধরনটি ভাল লাগে। একসাথে পড়া, দেখা হয়ে যায়। ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস আন্তরিকতা ভালোবাসার সুতায় বাঁধা।
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন সবাইকে নিয়ে
১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৮
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই সুন্দর হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ,সুন্দর চিঠি। অনেক চিঠি লিখেছেন আপনি, আমি কত পেছনে ।
ভালো থাকুন, আপনার নাম ছন্দা হলে ভালো হতো।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৪
সোহানী বলেছেন: চমৎকার!