নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
তোমরা ভার্চুয়ালে ঘুরলে দোষ নেই, এপাড়া ওপাড়া হাঁটলে দোষ নেই,
তোমরা, মানে যুবক তরুণ আর প্রৌঢ়
অথচ একটা মেয়েকে অনলাইন দেখলেই হারিয়ে ফেলো খেই?
প্রশ্নবানে করো জর্জরিত-কামনা বাসনা সব বুঝি অন্তর্গূঢ়?
অনলাইনে দেখালেই কী কেউ অনলাইনে থেকে যায় দিবানিশি?
কী রাত কী দিন ম্যাসেজবক্সে গুনগুন করেই যাও
কত গল্প শুনাও কত কাব্য কত শব্দ আওড়ে যাও, ঠোঁট যেনো মধুর শিশি,
মুঠোফোনে ওয়াইফাই নেট অন, তাই হয়তো কাউকে নেটে দেখতে পাও।
অতঃপর বলে যাও, বুঝি বুঝি সব বুঝি, অন্য কারো সাথে করো চ্যাট
নিজেরা যেমন, ভাবো অন্যদেরকেও তাই, নষ্ট মনের ঘ্রাণ পড়ে ছড়িয়ে,
নেটে নেই অসময়ে বললেও তবু তোমরা উল্টা তীর ছুঁড়ো
লজ্জায় মাথা হয় হেট;
মিথ্যা অপবাদ তুলে সহসা মনটা দাও বিষে ভরিয়ে।
তোমরা ছেলেরা, হাতে অঢেল সময়, অবসর অফুরন্ত,
তোমাদেরকে সামলাতে হয় না রান্নাঘর, সামলাতে হয় না সন্তান,
যে মেয়ে অফিসপাড়ায় কাজের ভারে নুয়ে পড়ে,
অতপর সাঁঝে বাসায় ফিরে হেঁসেলে ঢুকে, আর তখন তোমাদের মনে নামে বসন্ত,
তোমাদের মন নদীতে কত শত আনন্দ কলতান।
পুরুষ, অফিস আর বাজার করে দিয়েই দায়িত্ব ফেলো ঝেঁড়ে,
অথচনারীর অফিস শেষেও দায়িত্ব থেকে যায় হাজার,
সন্তান, পরিস্কার পরিচ্ছন্নতা, কে কী খাবে, অফিস ফেরত নারী
আয়েশে বিছানায় বসে না থেকে রান্নাঘরে বসে হাঁটু গেঁড়ে,
আর তোমরা পায়ের উপর পা তুলে টিভির রিমোট টিপো,
অথবা নাচ গান ভার্চুয়াল আড্ডায় বসাও রঙ্গ রসের বাজার।
এ কথা মাথায়ই আসে না, তোমাদের সহধর্মিনী রান্নাঘরের ৫০ ডিগ্রি উত্তাপে আছে দাঁড়িয়ে
এদিকে কে নেটে, কে দিলো না ম্যাসেজের রিপ্লাই এ নিয়ে বানাও বানোয়াট গল্প,
ওয়াইফাই অন করা মুঠোফোনে, অনলাইন দেখানোটা কী নয় স্বাভাবিক?
কত মিথ্যাই বলো বাড়িয়ে,
যাও না রান্নাঘরের দুয়ারে, দেখো কতটা উত্তাপ বেয়ে পড়ছে গৃহীনির কপাল বেয়ে, অনুভব করো অল্প।
রোজ রোজ এসব ঘ্যান ঘ্যান প্যান প্যানের উত্তর কে বা চায় দিতে,
দিনভর কাজের ধকল আর ক্লান্তি মুছে দিতে কেউ নেট লাইনে আসে,
তিতে করে দাও তার সময়টুকু,
প্রেমের বেড়াজালে আটকাতে তারে চাও, বানাতে চাও প্রাণের মিতে,
অন্য নারীর রিনিঝিনি হাসিতে মন গলাতে চাও কেনো,
অস্পৃশ্য অদৃশ্য ভালোবাসায় কী আর আছে মোহ, যাও হাসি মুখে দাঁড়াও এখনি স্ত্রীর পাশে।
(২১/০৯/২০১৯)
এই লেখাটি জুইতসই হয়নি বলে দিতে মন চাইছিলো না। কিন্তু জুল ভার্ণ ভাইয়া বলেছিলো দেয়ার জন্য। তাই দিলাম। একদিন মন জ্বালাইয়া পুড়াইয়া দিছিল মানুষ তাই লিখছিলাম।
লেখাটা জুলভার্ণ ভাইয়াকে উৎসর্গকৃত।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আইলসা ।
ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
জুল ভার্ন বলেছেন: কথা সথ্য।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
স্প্যানকড বলেছেন: বেশীরভাগ পুরুষ এই কাতারে আছে। এ চিত্র ভবিষ্যৎ এ আরও ভয়ংকর হতে পারে ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০০
কামাল১৮ বলেছেন: ইসলাম ধর্ম মতে তাদের ঘরেই থাকার কথা।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি
ধন্যবাদ ভালো থাকুন
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: গদ্যকাব্য!!
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মরু ভাইয়া ভালো থাকুন
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: ধর্ম বলে মেয়েদের দুটা ঘর-
১। আতুর ঘর
২। রান্না ঘর।
যদিও এসব আমি মানি না।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম না মানলে ভালো । ভাবী আরাম পাবে কিছুটা।
ধন্যবাদ আপনাকে দুই মেয়ে আর ভাবীকে নিয়ে ভালো থাকুন
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৮
ঢাবিয়ান বলেছেন: আপু, আপনি লিখলেন নারীদের কষ্টের কথা আর একদল সাথে সাথে ঝাপাইয়া পড়ল ইসলাম ধর্মের উপড়ে। ইসলাম ধর্মের কোন জায়গায় লেখা আছে নারীদের অশ্রদ্ধা/ অসম্মান করার কথা? ইসলাম ধর্মে বরং নারীদের শ্রদ্ধা ও সম্মান করার বিষয়ে অসম্ভব জোর দেয়া হয়েছে। নারীদের মিথ্যা অপবাদ দেয়া যে কত বড় গুনাহ তা কোরআনে স্পষ্ট করে বলা আছে। বলা আছে যে এই গুনাগকারীদের জিহবাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
কোরআন / হাদিস সম্পর্কে সঠিকভাবে না জেনে ধর্মকে আক্রমন করাটা একটা ফ্যশনে পরিনত হয়েছে ইদানিং।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঢাবিয়ান ভাইয়া, এ নিয়ে আছি মহামুছিবতে, না করা যায় প্রতিবাদ, না বলা যায় মুখ ফুটে কিছু। মানুষ কেমন জানি হয়ে যাচ্ছে। নিজেদের সুখ সুবিধার জন্য ইসলামকে যে কোন পর্যায়ে নিয়ে গেছে তা বলার মত না। তবুও আমি কিছুটা হলেও প্রতিবাদ করি এ নিয়ে লিখি ফেসবুকে।
হ্যা কেউ এখন কোরআন হাদিসের ধারই ধারে না। নিজেদের মত করে আইন কানুন বানিয়ে নিচ্ছে।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
হাবিব বলেছেন: ওই মিয়া, আপনে এতো এতো ভালো ছবি তুলেন আর কিনা পোস্টে নেট কালেকটেড ছবি দেন। তিব্র নিন্দা জ্ঞাপন করছি
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা বা গদ্যকাব্য লিখলে নেটের ছবি দেই। মানানসইয়ের জন্য । ধন্যবাদ হাবিব ভাইয়া
ভালো থাকুন
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
জুন বলেছেন: ভালো লিখেছেন
+
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সুন্দর থাকুন
ভালোবাসা নিন
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো লিখেছেন ছবি'বু।
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন সুন্দর থাকুন।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
গৃহিনীদের প্রতিটি কাজই কষ্টের। কষ্টে কষ্টে জীবন পাড়ী দেন এক একজন গৃহিণী।
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া। যে মেয়েরা দাপট খাটাতে পারে তারা কিছুটা সুখে থাকতে পারে। আর নরম মায়েরা সারাজীবনই সংসারের ঘানি টানতে হয়।
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪২
আরাফআহনাফ বলেছেন: সব বিবাহিত পুরুষদের এক হাত নিলেন - বেশ ক্ষোভ ঝাড়লেন।
মানুষ কেমন জানি হয়ে যাচ্ছে - এটাই সত্য।
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী আর করার, যা দেখছি তা'ই বর্ণনা করছি ভালো থাকুন ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৭
চাঁদগাজী বলেছেন:
বাংলার ও আফগানিস্তানের স্বামীরা ভালোই অলস।