নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কল্পনাতেই আসবো ঘুরে=

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৬



©কাজী ফাতেমা ছবি

পাহাড় ছুঁবো ঝর্না ছুঁবো, সবুজ পাতা দেবো ছুঁয়ে,
বন বনানী তরু লতা,যেখানটাতে পড়ে নুয়ে।
ঝর্না ধারায় পা ছুঁয়াবো, পাহাড় বেয়ে উঠবো উপর,
চূড়ায় উঠে পরবো মাথায়, শুভ্র মেঘের নরম টোপর।

একদিন যাবো সমুদ্দুরে,বালিচলে হাঁটবো সুখে,
নীলের ঢেউয়ে মন হারাবো, রাখতে পারবে কেউ কী রুখে!
নাও ভাসাবো নদীর জলে, বৈঠা ছাড়া যাবো ভেসে,
নাওটা শেষে ঠাঁয় দাঁড়াবে, দূর বনানীর পাহাড় ঘেঁষে।

যেখানে জল ঝর্না ধারা,উপর হতে পড়ে ঝরে,
যাবো আমি ঠিক সেখানে, থাকবো না আর বন্দি ঘরে।
হাত ছুঁয়াবো জলের ধারায়, সুখ শিহরণ আনোবো তুলে,
পাহাড় ঝর্নায় গিয়ে একদিন, বাড়ি ফেরা যাবো ভুলে।

একদিন আমি ঠিক হারাবো, নদী পাহাড় ঝর্না ধারায়,
যাবো সেথায়, যেথায় গেলে, মুগ্ধতাতে মনটা হারায়।
ঘুরে দেখবো এই দুনিয়া,কল্প ডানায় উড়বো বিশ্ব,
নাই বা গেলাম বাস্তবতায়, কল্পনায় নই আমি নিঃস্ব।
(২৮-০৯-২০২০)


মন্তব্য ১৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা :(( মানুষের জীবন, হায়রে জীবন
কত কল্পনা,কত আশা
ভালবাসা , একজীবনে।

বোন,আসলে ক্ষুদ্র এ মানুষের জীবনে কত আশা-ইচছাই না আসে তবে সমস্যা একটাই এইসব ছোটখাট ইচছাগুলিও বেশিরভাগ মানুষের জীবনে পূরণ করার সময় বা সুযোগ হয়না। আর এটাই মানব জীবন যেটা , " এক চিমটি সুখ এক মুঠো ত্যাগ আর এক সমুদ্র কষ্টের সমষ্ঠি"।

তারপরেও বাস্তবে আমাদের ইচছা গুলি পূরণ না হোক কল্পনাতেই সুখ খুজি - ভাল থাকি।

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান একদম ঠিক বলেছেন। অনেক ইচ্ছে মনের ভিতরেই বন্দি। প্রকাশ করলে পূর্ণতা পাবে না জেনে কত ইচ্ছে বন্দি রাখতে হয়। ক্ষুদ্র জীবনে অনেকের অধিক আশাও পূর্ণতা পায় অনেকের পায় না। এটাই জীবন

খুব সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা কবিতাগুলোর মাঝে এটি অনেক ভালো লেগেছে!

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন স্বপরিবারে
শুভ কামনা সতত

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

স্প্যানকড বলেছেন: খুব সুন্দর হইছে আপু। ভালো থাকবেন।

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া
শুভ কামনা শুভেচ্ছা সতত

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: ছবিটা সুন্দর বেছে নিয়েছেন।

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই
ভালো থাকুন স্বপরিবারে

৫| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতাটা ভালো হয়েছে।
চন্দ্রবিন্দুগুলি কারুকাজের মতো লাগলো।

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাই
ভালো থাকুন

৬| ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ৭:৩১

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৯

ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু।

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৪

জটিল ভাই বলেছেন:
উড়তে থাকুন, ঘুরতে থাকুন,
বারুদ হয়ে পুড়তে থাকুন।
কে করছে মানা?
মন দুয়ারে রাতবিরেতে,
কেউ কি দিচ্ছে হানা?

লিখা সাধারণ নয়।

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কদিন পর পর কই যান গা হুহ

আছেন কেমন

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.