নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১।
বাসা খুঁজতে গিয়ে উঠেছিলাম ১৫ তলা বাসার ছাদে। আশে পাশে চোখ ঘুরিয়ে দেখি আহা এযে চিরচেনা এলাকা। চোখ বাড়ালেই কমলাপুর স্টেশন। মন বাড়ালেই বাংলাদেশ ব্যাংক, পা বাড়ালেই থুক্কু পইড়া যাইমু বাড়ামু না। ইট পাথরের শহরে আর কী আশা করা যায়। চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, গাছপালা দিন দিন কমেই আসছে। আমরা যে বাসায় আছি, তার সামনেই দশতলা বিল্ডিং উঠবে। এখন পশ্চিমে ফাঁকা অনন্ত আকাশ দেখতে পারি। দেখতে পারি বাংলাদেশ ব্যাংক কলোনির মাঠ। এই বিল্ডিং উঠলে আর কিছুই দেখা যাবে না । না আকাশ না খোলা মাঠ। এত বন্দি থাকতে কার ভালো লাগে। অথচ এই বন্দিত্ব নিয়েই কাটাতে হবে সারাজীবন । সারাজীবন কথাটা ভুল আল্লাহ কোথায় কার রিযিক রাখেন কে জানে।
তাসীনের বাপ সাথে ছিলো, উড়াধুরা কিছু ক্লিক দিয়েছি। শান্ত স্থির থেকে কখনো ক্লিক করা হয় না আমার। এখানে কোন ছবি সুন্দর কোনটা সুন্দর না সেটা কথা না । আসল কথা হলো ঢাকা শহর দেখুন মানে মতিঝিল এলাকা। উপর থেকে এই গুড়া ভাঙ্গা শহর দেখতে ভালোই লাগে।
কমলাপুর স্টেশন দেখতে বেশী মজা লাগে। বেশী পরিচিত লাগে। এখান থেকেই যাত্রা শুরু হয় প্রিয়জনদের কাছাকাছি যাওয়ার। কাজেই এই জায়গাটা আমার বেশী আপন।
একই রকম ছবি হতে পারে কয়েকটা, তবে একটু আগে পিছে করে তুলেছি, কাছে দূরে। এ নিয়েও কথা বলা যাবে না। কেবল শহর দেখুন।
ছবির ক্যাপশন ছবি দেখেই যে যার মতন দিতে পারেন।
০২।
০২।
০৩।
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
০৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস। তাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রেখেছেন ভালো
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৩
নাহল তরকারি বলেছেন: ১৪ নম্বরটি এক্কের হইছে।
০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ তরকারী। ভালো থাকুন
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৯
শাহ আজিজ বলেছেন: ১৯৭৬ সালে প্রথম যাই কমলাপুর রেল ষ্টেশনে । তখন সোজা রাস্তা ছিল না , একটা গলি দিয়ে খালের উপর ছোট পুল পেরিয়ে ঠিক কমলাপুর ষ্টেশনের সামনে । সারা রাত জেগে ষ্টেশনের শুয়ে থাকা মানুষদের ছবি আঁকতাম । এরপর মুল রাস্তা হল । বি আর টি সি বাসে যেতাম আবার ভোরে ফিরে আসতাম হলে । এসব ছবির জায়গা ফাকা ছিল , পানি ভর্তি ছিল । বাংলাদেশ ব্যাঙ্কের পিছনে নৌকা আসত মালামাল নিয়ে । ওখানে নৌকা চলত । কত স্মৃতি মুগদা গ্রামে ।
ভাল লাগলো ছবি ।
০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আব্বাও এসব জায়গার স্মৃতিচারণ করে বলতেন। ঝুপ ঝাড় পেরিয়ে চলতে হতো। চারিদিকে খাল। এখন আব্বা এখানে এলে এসব গল্প করেন। বর্তমানে এসব জায়গায় আমাদের স্মৃতি। একদিন মনে করবো অন্য কোথাও বসে হয়তো
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন
৪| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৫
গফুর মিয়া১৯১ বলেছেন: আমার খুব সখ ১৫ তলায় ফ্ল্যাট নিয়া থাকা......।
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনার আশা কবুল করুন
ধন্যবাদ ভালো থাকুন
৫| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫২
কামাল১৮ বলেছেন: বহুদিন ছিলাম এজিবি কলোনিতে।অনেক চেনা তার পরও মনে হয় অচেনা।
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: চেনা জায়গাও অচেনা হয় । কারণ রোজই পরিবর্তন হচ্ছে নতুন বিল্ডিং উঠতেছে। আমরা জসীম উদ্দীন রোড আসার পর আসে পাশে কয়েকটা বড় বিল্ডিং উঠেছে
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৬| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনার তোলা ছবি সবসময়ই ভাল হয়।
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
স্বপরিবারে ভালো সুস্থ ও নিরাপদ থাকুন
ফি আমানিল্লাহ
৭| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
জুন বলেছেন: প্লেন থেকে একেবারে কংক্রিটের জংগল মনে হয় বিশেষ করে উত্তরা আর বসুন্ধরাকে। সেই সবুজ ঢাকা কোথায় যেন হারিয়ে গেল।
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কংক্রিটের জঞ্জালই এখন ঢাকা। গাছ কেটে শেষ করে ফেলছে
ধন্যবাদ আপু
ভালো থাকুন
৮| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
জেলখানার শহর
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, ঢাকা জেলখানার মতই
উষ্ণতাও বাড়ছে দিনকে দিন
ধন্যবাদ ভালো থাকুন
৯| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: কংক্রিটের জঞ্জাল
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই জঞ্জালেই আমাদের বাস। আমরা ইচ্ছে করলে সুন্দর রাখতে পারতাম ঢাকা। কিন্তু স্বার্থপরতার কারণে সব শেষ
ধন্যবাদ ভালো থাকুন
১০| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:০০
ফারহানা শারমিন বলেছেন: ছবিগুলি খুব সুন্দর । কিন্তু শহরটা সুন্দর না। আলহামদুলিল্লাহ চট্টগ্রামে থাকি। আমাকে চাইলে হিংসা করতে পারেন
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের শহর আমরাই নষ্ট করে ফেলছি আপু । স্বার্থ নিয়ে বাঁচি এই শহরে।
চট্টগ্রাম গেলে ইনশাআল্লাহ ঘুরে দেখবো সে এলাকার সৌন্দর্য
ধন্যবাদ আপু
ভালোবাসা রইলো । ভালো থাকুন
১১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৮:২০
প্রামানিক বলেছেন: মতিঝিলে টিনের ছাপড়া আইল কোইত্থন
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আছে, কয়েকটা বস্তি এলাকা আছে বিল্ডিংয়ের ফাঁকে।
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
১২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:০৪
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
ইট-লোহা-কাঠ আর পাথরে
জীবনটা গেলো আহারে!
কোথায় গাছ, কোথায় ঘাস -
কিভাবে নেবেন যে শ্বাস ....!!!!!!!!!!!!!!
তবুও এর মাঝেই বেঁচে থাকা।
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের বাসার সামনে যে বিল্ডিং উঠতেছে সেখানে অন্তত বিশ পঁচিশটা বড় গাছ ছিলো নারিকেল গাছ ছিলো, পাখিদের ডাকে সকালে ঘুম ভাঙ্গতো। সব গাছ কাটা শেষ এভাবেই ঢাকা হবে গাছশূন্য। আর শ্বাস নিতে গ্রামে যেতে হবে তখন।
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
ফি আমানিল্লাহ
১৩| ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:১০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এতো উপর থেকে নিচে তাকালে মাথা ঘুরায় না ?
০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্যিই মাথা ঘুরায় ভয়ে অনেক সময় তাকাই না। এতদিন দুইতলাতে থেকেছি এখন মনে হয় আটতলায় থাকতে হবে যদি আল্লাহ রিযিক লিখে থাকেন
ধন্যবাদ ভালো থাকুন
১৪| ০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০০
বিটপি বলেছেন: এই ইট পাথরের বস্তিতে বন্দী জীবন কাটানোর চেয়ে টিন আর ছনের রাজপ্রাসাদে মুক্ত জীবন কাটানো অনেক আনন্দের (আর্থিক নিরাপত্তা থাকলে)
০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কিন্তু সবাই তা পারে না। আমিও পারবো না মনে হয় ইচ্ছে থাকলেও
ধন্যবাদ ভালো থাকুন
১৫| ০৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০২
নীল-দর্পণ বলেছেন: কষ্ট করে ছবি দেখবো আবার কষ্ট করে ক্যাপশন ও দিয়ে নিতে হবে! মানি নাআআ মানবোও নাআআ
একবার বাসে চড়েছি। এক পর্যায়ে শুনি হেল্পার ডাকছে " এএ ব্যাং কলোনি ব্যাংক কলোনীই…মতিজিল ব্যাং কলোনী…" প্রথমে বুঝে উঠতে পারছিলাম না ব্যাং কলোনী কী! পরে বুঝলাম মতিঝিল ব্যাংক কলোনী ডাকছে।
ইট পাথরের শহর যত যাই হোক এই শহরের মায়া বুঝা যায় শহর ছেড়ে গেলে। এক বছর হাড়ে হাড়ে বুঝেছিলাম।
০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আচ্ছা আমিই একদিন সব ক্যাপশন দিয়ে দেবো ইনশাআল্লাহ কষ্ট করতে হবে না। আপাতত ছবি দেখলেই হবে। ব্যাঙ কলোনী হাহাহাহ ...। আর হেল্পাররা এমনই বলে
বাটা সিগন্যাল কে বলে বাটা সিঙ্গাল হাহাহা
হুম এক জায়গায় বসত করলে মায়া জন্মাবেই, এর ব্যতিক্রম হয় না। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ভাইয়া
১৬| ০৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩১
রানার ব্লগ বলেছেন: শহরের বুকে ইটের পাহাড়ে চাপা পরে আছে প্রান
সবুজ মন যে হারিয়ে গেছে ভুলে গেছি যত গান !!!
(বাংলা সিনেমার গান, সিনেমার নাম ভুলে গেছি)
০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রানা ভাইয়া ভা্লো থাকুন
১৭| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: হ্যাঁ দেখলাম।
০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ধন্যবাদ
১৮| ১৩ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১২
ভুয়া মফিজ বলেছেন: ঢাকা এখন জীবন্মৃত একটা নগরী। চোখের সামনে তিলে তিলে একটা প্রিয় শহরকে মরতে দেখা খুবই কষ্টকর। দেখলে খারাপ লাগে, সবুজ তো প্রায় নাই বললেই চলে!!
১৩ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা মতিঝিলে আসার পরও সবুজ ছিলো। ২০১৬ তে এখানে আসি, এই কয়েক বছরে চারিদিকে হুটহাট কত বিল্ডিং উঠে গেলো। এখন যে বাসায় আছি তার সামনে অন্তত ২০/২৫ গাছ ছিলো সবগুলো কাটলো ১০ তলা বিল্ডিং এর জন্য
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
কিন্তু মাঝে মাঝে খুঁজে পাই না । কোথায় যান গা
১৯| ১৩ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩০
ভুয়া মফিজ বলেছেন: কিন্তু মাঝে মাঝে খুঁজে পাই না । কোথায় যান গা এখন প্রায়ই এমন হইবো। অফিস আমারে দৌড়ের উপ্রে রাখছে। হুনছি, সামনের অলিম্পিকে আমারে বিরিটেনের হয়া ১০০মিঃ স্প্রিন্টের ইভেন্টে অংশ নেওনের জন্য পাঠাইবো। তারই মহড়া চলে কয়দিন পর পর!!!
১৩ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও সত্যিই তাইলে তো ভালো। কখন লাইভ দেখাবে জানায় রাইখেন
টিভির কাছে বইয়া থাকমু ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩১
জুল ভার্ন বলেছেন: এই ইট-পাথরের মধ্যেই আমাদের জীবন!
চমৎকার সব ছবি!