নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
সভ্যতা হারিয়ে যায়, যেমন হারিয়ে যায় মানুষ
হারিয়ে যাওয়া সভ্যতা ছুঁয়ে দাঁড়ালেই
আমি জন্মের আগের অতীতে চলে যাই ,
বন্ধ চোখে দেখতে পাই রাজা রানী প্রজা গোলাম ভৃত্য!
ইটের পর ইট সাজিয়ে কোন এক রাজা প্রাসাদ গড়েছিল
দামী তৈজসে সাজিয়েছিল তার হেরেমখানা
দাসী বাদীর জমজমাট আয়োজনে রাজা নিজেকে
ভেবেছিল জগতের বাদশা, দুনিয়ার সুখ শুধু তার
সে রাজাকে একদিন হতে হয়েছিলো নিথর
শুতে হয়েছিল সফেদ বসনে মাটির অন্ধকার ঘরে।
যে রাজা দাসীর সাথে শুয়ে মোহ কামনায় মত্ত ছিলো
পাপকে নিয়ম বানিয়ে বংশ পরম্পরায় করেছিলো রক্ষা,
সে রাজাকেও দিতে হবে হিসেব একদিন
অথচ রাজা ভাবতেও পারেনি তাকেও যেতে হবে
সব আরাম আয়েশ ছেড়ে।
সভ্যতার পাশে দাঁড়ালেই আমি দেখি সৈন্যরা ছুটে যাচ্ছে,
ঢাল তলোয়ার ঝন ঝনাৎ বাজনা,
তীর ধনুক অথবা গোলা বারুদের মউ মউ ঘ্রাণ,
ধূঁধু ভুমিতে রক্তের বন্যা,
দেশ দখলের খেলায় মত্ত রাজারাও একদিন
হারিয়ে গিয়েছে কালের পরিক্রমায়।
রাজারা মরে যায়, স্মৃতি রয়ে যায়, রয়ে যায় প্রাসাদের অংশ
রয়ে যায় ইট বালি, রঙ খসে যাওয়া আধেক দেয়াল;
সভ্যতার আড়ালে কত খ্যাত, কুখ্যাত রাজা ছিল;
ছিল কত নারী চরিত্রহীন,
ক্ষমতায় অন্ধ ছিল কোন রাজা
নিজের ছেলেকেও গলায় দড়ি লাগাতে করেনি পরোয়া।
সুশাসন দুঃশাসনের মধ্য দিয়ে সভ্যতা এসেছে
সভ্যতা চলে গিয়েছে, কেউ থাকেনি এ ধরায়
তবুও অহংকার মানুষের ভিতরে বানায় চির আবাস;
মোহ বানায় মানুষের মনের ভিতে চিরস্থায়ী নীড়,
একদিন সব হয় ভাঙ্গচুর মৃত্যু দূত এসে দাঁড়ালেই সম্মুখে।
(১১-১০-২০২০)
২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও তাই নাকি। আমি খেয়াল করিনি। আপু ব্লগারদের সঙখ্যা বাড়াতে হবে। ওমেরা কই, রামিসা রোজ, মুক্তা নীল আপু, শরতের ছবি সব আপুরা এত ব্যস্ত ক্যান বুঝি না।
থ্যাংকিউ সো মাচ সুন্দর মন্তব্যের জন্য
২| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২২
Abida-আবিদা বলেছেন: গভীর ভাবসম্পন্ন কবিতা। ভালো লিখেছো, আপু।
২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু।
আপনার লেখা দেখতে চাই আপুনি।
ব্লগ ছেড়ে যাবেন না। ভালো থাকুন
৩| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৩
স্প্যানকড বলেছেন: সবায় হারিয়ে যায় আর এতেই আরও বেশী বাঁচতে চায় । কেউ ভালো করে কেউ মন্দ। সব কিছুর শেষ হয় হতে হয় জগতের নিয়ম। ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকবেন আপু।
২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ
৪| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: রাজা কেন দাসীর সাথে শুতে যাবে?
রাজা শুবে রানীর সাথে।
ভুল কবিতা লিখেছেন। লাইনে লাইনে ভুল।
২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি আগের রাজা বাদশার কাহিনী পড়েন নাই মনে হয়। জ্ঞান বুদ্ধি কম মনে হইতাছে
অন্যকে ভুল বলার আগে নিজে জ্ঞান আহরণ করুন।
লাইনে লাইনে ভুল হইছে আমার হইছে তাতে আপনার কিতা।
নেগেটিভ মন্তব্য করতে পোস্টে আসেন তাই না?
৫| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। এটা সব মানুষই জানে। মানুষের কর্মফল নির্ভর করে তার কাজের ওপর। সবকিছু একদিন নিঃশেষ হবে ভেবেই কিছু মানুষ নিজের সব সাধ পূরণ করে নেয়।সেটা ভালো হোক বা খারাপ। আর কিছু মানুষ নিজেকে সংযত রাখে নিজেদের কর্মফলের ব্যাপারে সচেতন হয়ে। মানুষের মৃত্যুর পরেও তার কর্মফল থেকে যায় পরবর্তী মানুষকে পথ প্রদর্শনের জন্য।
২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি একদম ঠিক বলেছেন। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন স্বপরিবারে
জাজাকাল্লাহ খাইরান
৬| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ১:৪০
নেওয়াজ আলি বলেছেন: ছোট্ট একটা লেখা কিন্ত বিশাল অর্থবোধক। প্লাস (+) অবশ্যই ।
২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ২২ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:৩২
ইসিয়াক বলেছেন: পাপের হিসাব তো দিতেই হবে। সে রাজা হোক বা প্রজা।
একদিন মাটির বিছানা হবে ঘর। কোন ছাড় নেই।
কবিতা ভালো লাগলো। শুভকামনা রইল।
২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ইসিয়াক ভাইয়া সুন্দর বলেছেন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
৮| ২২ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাজা আল্লাহর প্রতিনিধি।আল্লাহর আশীর্বাদ ছাড়া কেউ রাজা হতে পারে না।রাজার কোন ভুল নাই।যতদিন বাহুতে জোর থাকবে রাজা রাজাই থাকবে।( হিন্দিতে হবে)মনে হয় দিলীপ কুমারের ডায়লগ।
২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার এই আইডি এতদিন কোথায় ছিল
মন্তব্যের জন্য ধন্যবাদ
৯| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন। +
২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১০| ২৪ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
মিরোরডডল বলেছেন:
ছবিপু
সবকিছুর শেষ আছে, তেমনি জীবনেরও শেষ আছে ।
আর এই ভাবনাটা আছে বলেই জীবন এতো বেশী সুন্দর আর ভালোলাগার মনে হয় ।
অমরত্ব থাকলে বেঁচে থাকাটা কখনোই এতোটা আনন্দের হতো না ।
২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু একদম সত্য কথা। সব কিছুরই শেষ আছে।
জাজাকিল্লাহ খাইরান আপু
ভালো থাক ভালোবাসা নিয়ো
১১| ২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক চরম সত্য উঠে এসেছে কবিতায়। পৃতিবীর কিছুই চিরস্থায়ী নয়।++++++++
২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১২| ২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২১
এস সুলতানা বলেছেন: গভীর ভাার প্রকাশ । শুভ কামনা রইলো।
৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
১৩| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫
খায়রুল আহসান বলেছেন: "ইট, বালি, রঙ খসে যাওয়া আধেক দেয়াল" এর ছবিটা দেখে কবিতার শিরোনামটির যথার্থতার প্রমাণ পাই। অবশ্যই এ জগতে কোন 'কিছুই চিরস্থায়ী নয়'!
"সুশাসন দুঃশাসন এর মধ্য দিয়ে সভ্যতা এসেছে, সভ্যতা চলে গিয়েছে" - এটাই সত্য।
কবিতায় ষষ্ঠতম প্লাস। + +
০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাইজান
জাজাকাল্লাহ খাইরান সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২০
শায়মা বলেছেন: তাই বলে
আমি ভয় করবো না ভয় করবো না
দু বেলা মরার আগে মরবো না ভাই মরবো না...
যতদিন বেঁচে থাকা সুন্দরভাবে বাঁচতে হবে।
মজা লাগলো একটা জিনিস দেখে পর পর চারটা আপুর পোস্ট এখন প্রথম পাতায়। হা হা