নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
জায়নামাজটা আছে পাতা, এসো দাঁড়াও পড়ো নামাজ,
ছুঁড়ে ফেলো আছে যত, ব্যস্ততা আর আলসেমী কাজ।
মরে গেলে কেউ যাবে না, সঙ্গে শুধু নামাজ যাবে,
সওয়াল জবাব... কালে মানুষ, নামাজটারেই সঙ্গে পাবে।
নামাজ ছাড়া নেইকো উপায়, পড়ো নামাজ অক্ত হলে,
পড়বো পড়বো বলে নামাজ , বাদ দিয়ো না কাজের ছলে।
শৈশব গেলো গেলো যৌবন, হচ্ছো বুড়ো আছে খেয়াল,
শয়তান তোমায় করলো কাবু, ভাঙ্গো এবার পাপের দেয়াল।
নামাজ পড়ো, পড়ো নামাজ, নাইরে উপায় নামাজ ছাড়া
আযান হলে পড়তে নামাজ, জায়নামাজে হও না খাড়া।
সময়মতো পড়লে নামাজ, পরকালে পাবে শান্তি,
করো ওযু কেটে যাবে, দেহমনের যত ক্লান্তি।
সংসার কর্ম, টাকা কড়ি, মনে মোহ করো জড়ো,
হাসি ঠাট্টা সঙ্গীত শুনো নামাজ ছাড়া সবই করো,
আমলনামায় জমাও পুন্যি, কোর'আনের সুর কণ্ঠে ধরো
এবার তবে নামাজ পড়ে, ঈমানের ভিত শক্ত গড়ো,
(১৫-১০-২০)
২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো। জাজাকাল্লাহ খাইরান ফুয়াদের বাপ। আমিন
ভালো থাকুন সর্বদা স্বপরিবারে
২| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: মাগরিবের আজান হচ্ছে, ওযু করতে হবে।
২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান। জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ স্বপরিবারে শান্তিতে রাখুন
৩| ২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৭
অক্পটে বলেছেন: কবিতায় চমৎকার আহবান। আপনার কবিতা পড়ে নজরুলের একটি কবিতা মনে পড়ে গেল।
"ঘুমিয়ে ক্বাজা করেছ ফজর
তখনো জাগোনি যখনো জোহর।
হেলায় হেলায় কেটেছে আসর
মাগরেবের ঐ শুনো আজান
এশাতে শামিল হওরে এখনো
এখনো জামাতে আছে স্থান।"
২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ কী সুন্দর যে লিখতে আমাদের প্রিয় লেখক। আল্লাহ তার গুনাহ মাফ করে দিন।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৪| ২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২০
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর করে লিখেছেন! +
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কর্মই ধর্ম।
২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কর্ম তো আছেই ধর্মকেও মানতে হবে। ধর্মেই কর্মের উল্লেখ আছে , কী করতে হবে, কী করতে হবে না
ধন্যবাদ ভালো থাকুন
৬| ২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৭
ইসিয়াক বলেছেন: =নামাজ পড়ো অক্ত হলে=
অবশ্যই আপু । চেষ্টা করি। তবে এশার অক্তের নামাজ পড়তে যত আলসেমি। অন্য অক্তগুলো সাধারণত কাজা হয় না।
সুন্দর পোস্ট।
২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া ইশার আযানের সাথে সাথে ওযু কইরা ফেলবেন। তখন ভাববেন শয়তান বড় না আমি বড়। শয়তানকে খুশি করা ঠিক না। আল্লাহ ভরসা । ইচ্ছা শক্তি থাকলে ইনশাআল্লাহ কাযা হবে না।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
৭| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৭
ঢাবিয়ান বলেছেন: খুব সুন্দর আহবান আপু।++++
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ নামাজ পড়ুন। ইসলামের সব নিয়ম কানুন মেনে চলুন। অন্যথায় জাহান্নাম।
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর আপনার ইবাদত করার জন্য আমাদের তৌফিক দিন। আল্লাহ আমাদের হেদায়েত দিন।
ধন্যবাদ ভালো থাকুন
৯| ২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চেষ্টা থাকে প্রতিদিন যেন এক ওয়াক্ত মিস না হয়। সুন্দর আহবান।++++
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহাদুলিল্লাহ। আল্লাহ আমাদের তাঁর ইবাদত করার তৌফিক দিন আমিন
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
১০| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪১
উদারত১২৪ বলেছেন: আলহাদুলিল্লাহ ভালো ছিল
ইসলামিক ইতিহাস চ্যানেল এ আপনাকে স্বাগতম।
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সাবস্ক্রাইভ করে রাখলাম । জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
১১| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৫
মরুর ধুলি বলেছেন: অসাধারণ একটা কবিতা, হৃদয় ছুঁয়ে গেল। আল্লাহ সবাইকে সময়মতো নামায আদায় করার তাওফিক দিন।
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা রইলো। জাজাকাল্লাহ খাইরান। আমিন
ভালো থাকুন স্বপরিবারে
১২| ২৬ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ
১৩| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে আওয়াল ওয়াক্তে নামাজ পড়ে না ( মাগরিব ছাড়া)। উচিত হল ওয়াক্ত শুরু হওয়ার শুরুর দিকেই নামাজ আদায় করা।
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আলহামদুলিল্লাহ শুরুর দিকেই নামাজ শেষ করি। নইলে আলসেমী এসে যায়। অনেকেই তো চার ওয়াক্ত পড়ে ফযর পড়ে না ঘুমায় খালি
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৪| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৬
স্প্যানকড বলেছেন: খুব সুন্দর আহবান ! আল্লাহ সকলকে নামাজ পড়ার তৌফিক দাও । ভালো থাকবেন আপু।
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ
১৫| ২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:১১
Abida-আবিদা বলেছেন: সুন্দর মরমী ও ধর্মীয় কবিতা, আপু। সৃষ্টিকর্তা মঙ্গল করুন।
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু। স্বপরিবারে সুস্থ সুন্দর ও ভালো থাকুন ফি আমানিল্লাহ। আমিন
১৬| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১১
নেফারতিতি❣️ বলেছেন: খুবই সুন্দর লেখা
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৭| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা খুব ভাল হয়েছে প্রিয় কবি।
২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান প্রিয় ভাইয়া। অনেকদিন পরে আমার পোস্টে আসলেন। ভালো থাকুন সবাইকে নিয়ে ফি আমানিল্লাহ। আপনার সনেট লিখা থেমে গেলো কেন। আবারও আপনার সনেট দেখতে চাই
১৮| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সামু আমাকে সেফ করে না। সেজন্য লেখি না। তবে ফেসবুকে নিয়মিত লিখি।
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী বলেন এখনো জেনারেল হয়ে আছেন। এতদিন তো করে না। জাদিদ ভাইকে বলেছিলেন?
১৯| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: বলতে ভুলে গেছি। ফেসবুকে অবশ্য সনেট পোষ্ট করি না। সেখানে ধর্মীয় লেখা পোষ্ট করি।
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ ফেরত আসবেন আশা করি।
ভালো থাকুন
২০| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৩
শোভন শামস বলেছেন: কবিতায় সুন্দর করে মানুষকে নামাজের কথা বলেছেন +++
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। কিন্তু প্লাসে মাউজের টাচ লাগে নি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
২১| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫০
জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্। এই পোস্টের লিংক হয়তো ফেইসবুকে দেননি। নয়তো আরো আগেই লগইন করতাম। জাযাকাল্লাহু খাইরান।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি নিয়মিত নন কেন জটিল ভাই? জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ
২২| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আপনার এ আহবান/পরামর্শের কথা স্মরণে থাকবে। এশার নামায আযানের সাথে সাথে পড়তেই যত আলসেমি দেখা দেয়।
ভালো লাগছে এটা দেখে যে মন্তব্যকারীদের মধ্যে নামায নিয়ে কেউ কটু কথা বলেন নি। সবাই আপনার এ আহবান/পরামর্শের প্রশংসা করেছেন। আমিও তাদের সাথে কণ্ঠ মেলাচ্ছি।
কবিতায় একাদশতম ভাললাগা। + +
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। আলহামদুলিল্লাহ এবার কটু মন্তব্য পাইনি। দুই তিনজন আছেন নামাজের বিপক্ষে বলার দুইজন ব্লকে আছেন মনে হয়।
ভালো থাকুন ভাইয়া স্বপরিবারে ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৫
ফুয়াদের বাপ বলেছেন: সালাতের প্রতি আবেগীয় আহবান হৃদয়গ্রাহী হয়েছে। এর চাইতে উত্তম কাজ আর কী-ই বা হতে পারে যে আল্লাহর পথে আহবান করে। আল্লাহ আপনার সৎ কাজগুলো গ্রহন করুক দোয়া রইলো।