নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
১/
খুললে তালা মনকুঠুরীর, তবু বাঁধা শত!
মনবাড়িতে জরাজীর্ণ, পোকায় খাওয়া ক্ষত,
নিজের স্বার্থ রাখলে বজায়, মুখে রেখে হাসি
কেমনে বলো এমন তোমায়, অথৈ ভালোবাসি।
তার চেয়ে ঢের থাকুক তালা, লাল মরিচায় ধরুক
মাকড়শার জাল ধুলো বালি, মনের ঝুলি ভরুক।
২/
তোমার দেয়া দুঃখগুলো, ধুলোয় ফেলে হাঁটি
ফুরফুরে মন রাখি ভালো, ছুঁয়ে ভেজা মাটি,
তোমার দেয়া কষ্টগুলো, দেই উড়িয়ে হাওয়ায়
মুগ্ধতার রঙ মাখি গায়ে, চুপ দাঁড়িয়ে দাওয়ায়।
তোমার দেয়া অবহেলা, দেই ভাসিয়ে জলে,
ইচ্ছে খাতায় ছন্দ ছড়াই, ভালো থাকার ছলে।
তোমার দেয়া বিতৃষ্ণাদের, কাঠ দেরাজে রাখি,
বুনোফুলের পাপড়ি ছুঁয়ে গন্ধ মনে মাখি।
তোমার দেয়া তিতে প্রহর, বোয়াম বন্দি করি
সুখে থাকার বাহানাতে, ভাসাই জীবন তরী।
তোমার দেয়া ব্যথার পাহাড়, ঠিক ডিঙিয়ে আগাই
এই প্রকৃতির স্নিগ্ধ হাওয়ায়, মনের ব্যথা ভাগাই।
৩/
টাকা পয়সা বুক পকেটে, থাকলে কী হয় শান্তি
টাকার পিছে দৌঁড়ে মানুষ, পথ খুঁজে নেয় ভ্রান্তি,
থাকলে টাকা মানিব্যাগে, মনে থাকে শক্তি
তাই বলে কী টাকাই হবে, মানুষের ধ্যান ভক্তি!
অল্প টাকায় কেউ সুখী নয়, বেশী সবার চাই-ই
অল্পতে হয় সুখী মানুষ, দুনিয়াতে নাই-ই।
অবৈধতার সূত্র ধরে, টাকা খুঁজে মানুষ
অন্যের ধনের পাহাড় দেখে,হারিয়ে ফেলে হুশ।
হুশ হারিয়ে বিপথে যায়, ভরতে পকেট টাকায়
মানুষগুলো সৎ চরিত্রে, কলঙ্ক ঠিক মাখায়।
বিত্তের নেশায় পড়ে মানুষ, সুখের সময় হারায়
যখন হলো টাকা অঢেল, শেষ সীমানায় দাঁড়ায়।
একূল অকূল দু'কূল গেলো,হলো না সুখ শান্তি
বেলাশেষে হলো জড়ো দেহ মনে ক্লান্তি।
(২৭-১০-২০১৮)
২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ । আচ্ছা ঠিকাছে
২| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১২
Abida-আবিদা বলেছেন: কবিতায় ডার্ক সাইকোলোজি ও মোহাসিক্ত ক্ষয়িষ্ণু সমাজ সুন্দরভাবে ফুটে উঠেছে। ভালো লিখছো, আপু।
২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন আপু
ফি আমানিল্লাহ
৩| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩১
স্প্যানকড বলেছেন: খাইছে মোরে এক্কেবারে তিনটা এক সাথে ! প্রেম, বিরহ, হতাশা আর সব শেষে কিচ্ছু বলার নাই অর্থের জন্য অমানুষ হয়ে কবরে যাওয়া একদম তিতা সত্য । অনেকের হজম হবে না । ভালো থাকবেন সব সময়।
২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
৪| ২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
ঢাবিয়ান বলেছেন: বেশ ঝরঝরে হয়েছে কবিতাগুলো। পড়তে ভাল লাগে
২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪৬
উদারত১২৪ বলেছেন:
হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের ৬টি অলৌকিক ঘটনা
হিন্দুস্থানে সর্বপ্রথম যেভাবে ইসলাম প্রচার হয়েছিল
বাঙালি সম্পর্কে বাবরের মূল্যায়ন কতটুকু ছিল দেখুন
হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর বিষপান এবং আল্লাহর কুদরতের ঘটনা
২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সময় পেলে ইংশাআল্লাহ দেখবো
ভালো থাকুন
৬| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১৯
জুল ভার্ন বলেছেন: খুব ভালো লেগেছে ছন্দ কবিতা।
২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৯
সুদীপ কুমার বলেছেন: খুব অংক কষা ছন্দ।ভালো লাগলো।
২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুদীপ দা ভালো থাকুন
৮| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: ছন্দের অন্তমিল ভালো হয়েছে।
২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেন ভাইয়া
ভালো থাকুন
৯| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ২:৪২
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখনী
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন
১০| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা পাঠে মুগ্ধ, আমার কাছে অসাধারণ লাগছে।
প্রিয়তে তুলে রাখলাম । অসাধারণ ব্যস্ততার মাঝে
সময় যাচ্ছে। পরে সময় করে আরো ভাল করে
পাঠ করব , এখন প্রিয়তে তুলে রাখলাম ।
বেলা শেষে মনে সুখ দেহে ক্লান্তি নিয়ে ফিরছি ।
শুভেচ্ছা রইল
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার সাথে দেখাই হলো না। মনে হয় ফিরে গেছেন
জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে সুন্দর সুস্থ ভালো রাখুন
ফি আমানিল্লাহ।
১১| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা পছন্দ হলেও শিরোনাম পছন্দ হয়নি।
৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: শিরোনাম কী দেয়া যায়?
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১২| ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১০
রানার ব্লগ বলেছেন: উদারত১২৪ @ নিজের ইউটিউব চ্যানেলের এডভারটাইজমেন্ট ব্লগে চালাচ্ছেন!!!!
আবল তাবল শিরনাম দেখে ভাবলাম সুকুমার রায়ের আবলতাবল কিন্তু এতো কান্নাকাটির আবলতাবল !!!
৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে কান্নাকাটি কই পাইলেন।
১৩| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১:২৩
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
কিছু মানুষ আছে এরা যে কি চায় আর কি পেয়ে খুশি আর কিসের মোহে আবদ্ধ এদেরকে সত্যিই কি চেনা যায় ?
ছন্দ মিলিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ।
৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপু মনের গতিবিধি ধরতেপারি না।
খুব সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক।
১৪| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৫
কালো যাদুকর বলেছেন: কবিতাগুলো পড়লাম।
২ নং - কবিতাটি দারুন হয়েছে। একটি কথা- যদিও বারে বারে ভুলে/মুছে দেয়ার কথা বলা হয়েছে। তবুও "তোমাকে" শব্দটি বারে বারেই ফিরে এসেছে।
ধন্যবাদ।
৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য
ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৫| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: ভেরি গড।
কবিতায় ভালো লাগা।
০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ আপু
তোমার শুভ্র'র গল্প চাই
ভালো থেকো
১৬| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি কবিতা লিখেছেন। শিরোনামটা ভালো হয়েছে। কবিতার অন্ত্যমিলও খুব সুন্দর হয়েছে।
কবিতা পাঠে মুগ্ধ হয়েছি। কবিতায় প্লাস। + +
০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন দোয়া করি ফি আমানিল্লাহ
১৭| ০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: কাল রাতে আরেকটা লিখেছি।
যদিও মনটা ভালো নেই।
০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেন আপু কী হইছে। আল্লাহ তোমার মন ভালো করে দিন। আর গল্প পড়ার অপেক্ষায় থাকলাম
১৮| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৬
কাজী _ সাগর বলেছেন: বড়ই
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন:
১৯| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৯
কাজী _ সাগর বলেছেন: বড়ই অনবদ্য। স্বরবৃত্তের উচ্ছলতা, আর সুরেলা গীতিময়তা মন ছুঁয়ে গেল
০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর লাগল অন্তমিল ছবি আপু তবে আমি অন্তমিল দিয়ে লেখি না অন্তমিল দিয়ে লেখলে কবিতার ভাব বিষয় থাকে না