নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
মেয়েবেলা,তরুণবেলা সুখের তরী বাইতাম
রঙিন ঝলমল এই ধরাটা আপন করে চাইতাম।
রঙের ঘুড়ি মন আকাশে, উড়তো নিরবধি
বুকের ভিতর কলকলানি প্রেমের অথৈ নদী।
চোখের ভিতর সুখের ঝর্না ঝরতো দিবারাতি
রাত আঁধারে জ্বলতো মোহ অদৃশ্য এক বাতি।
জোনাক জ্বলা প্রহরগুলো বাঁশঝাড়ের ঐ ফাঁকে
মেয়েবেলার কত স্মৃতি...বুকে জমা থাকে!
সাদা বোতল জোনাক পোকা জ্বলে নিভে বন্দি
উড়তো ঘুরতো ঢাকনার পাশে পালানোর কি ফন্দি!
আহা জোনাক আর জ্বলেনা, মনের মাঝে জরা
অবেলাতে লাগলো মনে জীর্ণতারই খরা।
ধানের ক্ষেতের ছোট আলের দূর্বাঘাসের প্রহর
শিশির বিন্দুর পায়ে ছোঁয়া, শিহরণের লহর।
ধোঁয়া উড়া ভাতের মজা, ছিলো মেয়েবেলা
যান্ত্রিক জীবন চলছে এখন ফরমালিনের খেলা।
পুকুর পাড়ের সবুজ ঘাসে আটকে আছে মায়া
উঁচু বিল্ডিং এই শহরে, দেয় না মাথায় ছায়া।
শিশির ভেজা দূর্বাঘাসের, প্রহর অতীত হলো
এই শহরের ইট সুড়কির পথ উড়ায় রোগের ধুলো।
চারিদিকে যন্ত্র দানব, ধুলি ওড়ায় হাওয়ায়
হেমন্তের এক শিশির বিন্দু বসল নাতো দাওয়ায়।
ঘাসফড়িংয়ের ঠ্যাং-য়ে বাঁধা মেয়েবেলার সুতা
টানে এসে নিত্য আমায়, প্রাণে জাগায় ব্যথা।
(০৮-১১-২০১৬)
০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া, কিশোর আর কিশোরী দুই জীবনেই গাঁথা আছে কত স্মৃতিমাখা দিন। কত সুখ কত আনন্দ।
ধন্যবাদ আপনাকে অনেক ভালো থাকুন
২| ০৮ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০২
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর ছব্দ কবিতা! +
১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ
৩| ০৮ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০২
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর ছব্দ কবিতা! +
১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছন্দ বানানটা ভুল হয়া গেছে হাহাহা সমস্যা নাই
থ্যাংকিউ
৪| ০৮ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা !!!!!! আহা !!!!!!!!!!!!!!!! রে,
আগে কি সুন্দর দিন কাটাইতাম (তা ছেলেবেলা কিংবা মেয়েবেলা যাই হোক) , কেন যে বড় ঐ লাম?
তা কি শুধু বিয়ার জন্য (জীবনের যাতনা সইবার জন্য), নাকি মরার জন্য (ভিড়ে-চিপায় পড়ে ভর্তা হবার জন্য)
১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কী সুন্দর যে জীবন ছিল আমাদের ছোটবেলা। হাহাহা বিয়ার জন্য বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য । চিপায় ভর্তা হওয়ার জন্যও । বেশী লাফালাফি করছিলেন না ছোটোবেলা এখন চেপ্টাই হতে থাকুন হাহাহ
থ্যাংকস ভাইয়া
৫| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৬
Abida-আবিদা বলেছেন: শহরের মানুষের জীবন যান্ত্রিকতায় পূর্ণ থাকে। কৃত্তিম আয়জন ও কর্মযজ্ঞে জীবনটাকে আর উপভোগ করা হয়ে ওঠে না। মানুষগুলো একরকম অনুভূতিহীন হয়ে থাকে।
গ্রামের পরিবেশ ও প্রকৃতি মানসিক প্রশান্তি আনে। সবুজ গাছপালা, খাল-বিল, নদী-নালা, জলাশয় প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখে।
শহরের মানুষ এজন্য একটু সময়-সুযোগ পেলেই প্রকৃতির কোলে শান্তির আশ্রয় খোঁজে।
অনেক সুন্দর কবিতা, আপু।
১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনকার পরিবেশ আর আমাদের ছোটোবেলার পরিবেশ আকাশ পাতাল তফাৎ। কী যে সুন্দর জীবন ছিল আমাদের । এখানে বাচ্চদের যন্ত্রের সাথে সখ্যতা বেশী
জাজাকিল্লাহ খাইরান আপু
ভালো থাকুন ফিআমানিল্লাহ
৬| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের কৈশরটাই আজীবনের সুখ স্মৃতি।
১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ভাইয়া। কী সুন্দর স্মৃতিগুলো। কত আনন্দের দিন ছিল আমাদের
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪০
আহমেদ রুহুল আমিন বলেছেন: দারুণ নস্টালজিয়া...ছড়া বেশ উপভোগ্য।
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: কিছু মনে করবেন না। আপনার লেখা আমাকে কখনও টানে না। হাতে সময় আছে তাই পড়ি এবং বিরক্ত হই। কিন্তু আমি মনে প্রানে চাই আপনি লিখুন। ভালো কিছু লিখুন।
৯| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৩
নেওয়াজ আলি বলেছেন: অবাধ্য কৈশোরকাল আকাশে উড়ো রঙ্গীন ঘুড়ি সত্যিই
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন ভাইয়া জি
ফি আমানিল্লাহ
১০| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫৮
হাবিব বলেছেন: এক্সিলেন্ট
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া
ভালো থাকুন
১১| ০৯ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা খুব ভাল লেগেছে । কবিতা পাঠে মুগ্ধ ।
মনে বাজে একটি কথা
মেয়েবেলাকার মায়াবী জ্যোৎস্না ঢাকেনা মেঘের আড়ালে
সে সময়কার সবুজ অরন্য কখনো পুড়েনা কোন দাবানলে
কবিতারা হয় না কভু নিষ্প্রাণ, কভু হয় নাক ছন্দহীন
খরস্রোতা নদীটাও হয়না কভু গতিহীন
বসন্তে ফুটে অনেক বাহারি রঙিন ফুল
পথহারা মেয়েবালিকা পায় নদীর কূল
আর মেয়েবেলাকার সুখ ভেবে হয় আকুল
সে সব সুখস্মৃতি প্রকাশের তরেও হয় ব্যকুল
সেজন্যই আমরা দেখতে পাই কবিতার ফুল
তাই ঘাস ফড়িঙ এর ঠ্যাঙ এ বাঁধা সুতা ধরে
মারেন টান, সব ব্যথা ভেঙ্গে হবে খান খান ।
শুভেচ্ছা রইল
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন্তব্য মানেই মুগ্ধতা। আসলেই সুখ স্মৃতিগুলো প্রকাশ করলেও ভালো লাগে। মনে পড়ে যায় অতীত । আনমনেই হেসে দেই।
কী দুরন্তপনা ছিলো , সারাদিন দৌঁড় ঝাপ, সাঁতার কাটা, পাখি পালা, ফুল বাগান করা। জীবনটাই অন্যরকম ছিলো
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
১২| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৫৮
মুহিব্বুল্লাহ বলেছেন: কবিতা লিখতে পারিনা। কিন্তু এটা পড়ে মনে হয়েছে আমারও কিছু কবিতা লেখা দরকার। ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান মুহিব ভাইয়া। অবশ্যই লিখবেন এখানে পোস্ট করবেন ইঙশাআল্লাহ পড়বো
ভালো থাকুন স্বপরিবারে।
১৩| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: অন্তমিল চমৎকার কবি ছবি আপু
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া
১৪| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: দুর্দান্ত হয়েছে।
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ।
১৫| ০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯
এস সুলতানা বলেছেন: খুব সুন্দর কবিতা! +++++
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন ফি আমনিল্লাহ
১৬| ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৩
নীল আকাশ বলেছেন: খুব সুন্দর লাগলো। কিছু বানান ঠিক করে দিয়েন।
আলী ভাইয়ের মন্তব্য দারুন লেগেছে।
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া আপনি আর গল্প ব্লগে পোস্ট দেন না
আচ্ছা ঠিক করবো ইনশাআল্লাহ
ভালো থাকুন সবাইকে নিয়ে
১৭| ০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: পুরনো স্মৃতিচারণ সুন্দর করে লিখেছেন।++
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ পদাতিক ভাইয়া।
আচ্ছা আপনার গল্পটা কী শেষ হয়েছিল। আরতো দেখলাম না
ভালো থাকুন সবাইকে নিয়ে
১৮| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৮
প্রত্যাবর্তন@ বলেছেন: আহা কী সুন্দর জীবনের গল্প বল্লেন !!
১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
কিশোরী জীবনটাই মনে হয়, অসীম আশা, আনন্দ ও রহস্যে ভরা।