নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
বেঁধেছিলাম প্রেমের সুতায়, বাঁধন ছিঁড়ে গেলে উড়ে,
পাখি তুমি ছেড়ে গেলে আমায়... বলো কোন সুদূরে?
কোন সে যাতনা পুষেছিলে বুকে, যাও নি তো জানিয়ে,
কোন সে ব্যথার ব্যানার হৃদ দেয়ালে রেখেছিলে টানিয়ে?
জানতে চেয়ে পিছু ফিরে দেখি পাখি হয়ে গেলে উধাও,
খুঁজেছি হন্যে হয়ে পাই নি যে আর কোথাও!
চোখের সম্মুখে নেই তুমি, আছো হৃদয়েরই গহীন,
আসো অথবা নাই বা আসলে, ভালো নেই তুমিবিহীন!
মন ভেঙ্গে গেলে একবার... বলো জোড়া কী আর লাগে?
কী করে যতনে প্রেম গড়ি ফের, খঞ্জন প্রহর আর আসে না বাগে;
হাতে হাত, চোখে চোখ রাখার দিন বুঝি ফুরালো,
আমাদের বন্ধন ছিন্ন হওয়ার আশাও জোরালো।
অতীতের ভুল,
হৃদয়ে বাজায় বিষাদের ঢোল
উড়ে গেলে পাখি নৈঃশব্দে, ঠোঁটে নেই আর মিঠে বোল;
প্রেমের জোয়ারে যে হলো না আর ভাসা,
তোমার আমার জীবনজুড়ে এখন, নীল বিরহে ঠাসা।
মনের আয়না ভেঙ্গে গেলো, জোড়া লাগে না আর,
আমরা হয়েছি উল্টো হাওয়ার রথে সওয়ার
ঝগড়াঝাঁটি, বাক বিতণ্ডা সব অতীতের খাতায় রেখেছি তুলে,
দূরে থাকো, তবু কাছে রেখো, যেয়ো না ভুলে।
বাঁধন ছিঁড়ে উড়ে গেলে পাখি, যাও পাখি থাকো সুখে,
বন্ধ করো চোখ নিশিরাতে, দূর হতে দেবো প্রেম মন্ত্র ফুঁকে;
অনুভবে সুখ হয়ে বাঁচো, অনুভূতিতে আছো তুমি ভালোবাসার পাখি,
হাওয়া হতে তোমার প্রেম তুলে নিয়ে না হয়,
নিত্য হৃদয়ে যাবো মাখি।
উৎসর্গ তিনজন- কবিতা পড়ার প্রহর, মাইদুল ভাইয়া আর সাড়ে চুয়াত্তর ভাইয়াকে।
উনাদের কবিতা পড়েই লিখেছি কাল।
ধন্যবাদ
সুন্দর কাটুক আপনাদের দিনগুলো ফি আমানিল্লাহ
কপিবাজ
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস সুন্দর মন্তব্য, পাখিরা থাকে না আপন হয়ে উড়াল দিয়ে চলেই যায়
থেকে যায় কিছু কথা কিছু সুর
থ্যাংকিউ ভাইজান
ভালো থাকুন
২| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৭
এস সুলতানা বলেছেন: নান্দনিক উপাস্থাপম। কবিতাটা আমি পেতে পারি কি?
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই আপু। জাজাকিল্লাহ খাইরান। কীভাবে দেবো?
৩| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪
এস সুলতানা বলেছেন: কমেন্টস বক্সেদেন কপি করে নিবো।
১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ©কাজী ফাতেমা ছবি
=বেঁধেছিলাম তোমায় প্রেমের সুতায়=
বেঁধেছিলাম প্রেমের সুতায়, বাঁধন ছিঁড়ে গেলে উড়ে,
পাখি তুমি ছেড়ে গেলে আমায়... বলো কোন সুদূরে?
কোন সে যাতনা পুষেছিলে বুকে, যাও নি তো জানিয়ে,
কোন সে ব্যথার ব্যানার হৃদ দেয়ালে রেখেছিলে টানিয়ে?
জানতে চেয়ে পিছু ফিরে দেখি পাখি হয়ে গেলে উধাও,
খুঁজেছি হন্যে হয়ে পাই নি যে আর কোথাও!
চোখের সম্মুখে নেই তুমি, আছো হৃদয়েরই গহীন,
আসো অথবা নাই বা আসলে, ভালো নেই তুমি বিহীন!
মন ভেঙ্গে গেলে একবার... বলো জোড়া কী আর লাগে?
কী করে যতনে প্রেম গড়ি ফের, খঞ্জন প্রহর আর আসে না বাগে;
হাতে হাত, চোখে চোখ রাখার দিন বুঝি ফুরালো,
আমাদের বন্ধন ছিন্ন হওয়ার আশাও জোরালো।
অতীতের ভুল,
হৃদয়ে বাজায় বিষাদের ঢোল
উড়ে গেলে পাখি নৈঃশব্দে, ঠোঁটে নেই আর মিঠে বোল;
প্রেমের জোয়ারে যে হলো না আর ভাসা,
তোমার আমার জীবনজুড়ে এখন, নীল বিরহে ঠাসা।
মনের আয়না ভেঙ্গে গেলো, জোড়া লাগে না আর,
আমরা হয়েছি উল্টো হাওয়ার রথে সওয়ার
ঝগড়াঝাটি, বাক বিতন্ডা সব অতীতের খাতায় রেখেছি তুলে,
দূরে থাকো, তবু কাছে রেখো, যেয়ো না ভুলে।
বাঁধন ছিঁড়ে উড়ে গেলে পাখি, যাও পাখি থাকো সুখে,
বন্ধ করো চোখ নিশিরাতে, দূর হতে দেবো প্রেম মন্ত্র ফুঁকে;
অনুভবে সুখ হয়ে বাঁচো, অনুভূতিতে আছো তুমি ভালোবাসার পাখি,
হাওয়া হতে তোমার প্রেম তুলে নিয়ে না হয়,
নিত্য হৃদয়ে যাবো মাখি।
৪| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬
এস সুলতানা বলেছেন: ধন্যবাদ আপি
১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম আপু
ভালো থাকুন
৫| ১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২০
Abida-আবিদা বলেছেন: সুন্দর কবিতা, আপু।
১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন
৬| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু হাহাকার!!
১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ
হাহাকার ছাড়া কবিতা হয় না। মানুষের একটা জীবনে অনেক হাহাকার থাকে যা কেউ চোখে দেখে না
যা কবিতায় উঠে আসে।
থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
৭| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৮
জুল ভার্ন বলেছেন: কী অসাধারণ সুন্দর করে লিখেছেন!!!
১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান হুমায়ূন ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ।
৮| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৩
কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা কবিতাটা মন দিয়ে পড়বো।
তার আগে একটা কথা বলি-
এত পাখি পাখি দেখে মডুভাইয়া না আবার বন্দুক নিয়ে গুলি করতে আসে।
যাইহোক এক নং মন্তব্য কাব্য ভালো হয়েছে। এই কাব্যপ্রতিভার কথা জানা ছিলো না ।
১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা পাখি শিকার করা অন্যায় মডু ভাইয়ার নামে মামলা করুম
থ্যাংকিউ সো মাচ ভালো থাকো আপু। ফি আমানিল্লাহ। আসলেই জানা ছিল না। উনি ভালো লিখেছেন
৯| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫০
কবিতা পড়ার প্রহর বলেছেন: কবিতায় হাহাকার।
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো...
এমন রাতের ব্যাকুলব্যথায় সে কেনো দেয় ফাকি!
নেই কেনো সেই পাখি নেই কেনো?
নেই কেনো সেই পাখি?
একটা পাখি গান দেই-
১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হৃদয়ের হাহাকার কেউ শুনে না। সবাইর হৃদয়ে ছোট হাহাকার আছে ।
কী সুন্দর মন্তব্য
থ্যাংকিউ সো মাচ আপি
গান পড়ে শুনবো। আজ ট্রেনিং সারাদিন
ভালো থেকো
১০| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫২
নজসু বলেছেন:
সুন্দর
১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া। ভালো থাকুন ফি আমানিল্লাহ
১১| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে যথারীতি। ভালো থাকবেন।
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১২| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৬
স্প্যানকড বলেছেন: আমি সব নিয়ে বসে আছি সর্বনাশের আশায় ! কার জানি কথা ভুলে গেছি। সে যাই হোক এখন কি শুধুই চলবে হাহাকার ! মুছে ফেলুন জল সামনে এগিয়ে যাওয়াই বল ! ভালো থাকবেন আপু
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা সর্বনাশ না হোক। আর আমার কোনো হাহাকার নাই। কখনো ছিলও না । এখন কবিতার পিছনে কবিতা লিখেছি।
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন
১৩| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: বনের পাখি বনে উড়ে যাবে এটাই স্বাভাবিক।
মায়া কায়া দিয়ে পাখিকে বন্ধী করে রাখা অন্যায়।
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম স্বাভাবিক
হুম অন্যায়
ধন্যবাদ
১৪| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ২:৩৭
সোহানী বলেছেন: চমৎকার ..........
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৫| ১১ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১১
নেওয়াজ আলি বলেছেন: খুবই চমৎকার লেখা
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
১৬| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাখি তুমি কার আকাশে উড়ো
আমায় ফেলে কোন বনে ঘুড়ো
তুমি আস একটিবার আস ফিরে
আমার স্বপ্ন সব তোমায় ঘিরে
....................................
অসাধারণ হয়েছে কবিতা। উৎসর্গে কৃতজ্ঞতা।+++++++++
পাখি নিয়ে গল্প কবিতা ব্লগ কিছুটা হলেও ওম ছড়াচ্ছে শীতের শুরুতেই।
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান মাইদুল ভাইয়া
ভালো থাকুন
কিন্তু পাখি দেখলে মডু গুলি ছুঁড়বে বলে কবিতা আপু বলতেছে
১৭| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১০
কবিতা পড়ার প্রহর বলেছেন: ১৬. ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাখি তুমি কার আকাশে উড়ো
আমায় ফেলে কোন বনে ঘুড়ো
তুমি আস একটিবার আস ফিরে
আমার স্বপ্ন সব তোমায় ঘিরে
....................................
অসাধারণ হয়েছে কবিতা। উৎসর্গে কৃতজ্ঞতা।+++++++++
পাখি নিয়ে গল্প কবিতা ব্লগ কিছুটা হলেও ওম ছড়াচ্ছে শীতের শুরুতেই।
এবার তবে কাহার পালা?
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কারো পালা হলে ভালোই লাগবে।
নিরামিষ ব্লগ ভাল্লাগে না।
ধন্যবাদ আপু
১৮| ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: আপনি অনেক মন্তব্য পান। বাহ!
১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি পাই। আপনিও পান
১৯| ১২ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৭
জটিল ভাই বলেছেন:
নীড়েরই ঠিকানা পাবে কিনা,
পাখি তা নিজেই জানে না!
কাব্য সাধারণ নয়।
১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ জটিল ভাই
ভালো থাকুন
২০| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯
মুক্তা নীল বলেছেন:
বিরহ, আক্ষেপ ,উপেক্ষা ছবি পেয়ে গেলাম এই কবিতায়
অনেক সুন্দর করে লিখেছেন ।
সব সময় শুভ কামনা ছবি আপার জন্য ।
১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু
কদিন পর পর আসেন তাও ভালো লাগে। রামিসা আপা যে কোথায় গেল
তার দেখা নাই আর
ভালো থাকুন আপু অনেক অনেক
২১| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৭
প্রত্যাবর্তন@ বলেছেন: নরম আবেগের কবিতা ভাল্লাগ্লো বেশ ।
১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান প্রত্যাবর্তন
ভালো থাকুন ফি আমানিল্লাহ
২২| ১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: হৃদয়ের হাহাকার যখন মনের হাহাকারকে ছাপিয়ে যায় তখন সে কাব্য অন্য মাত্রা পায়। কবিতা সুন্দর হয়েছে++
আপু আমি আপনার কাব্যে এমন টাইপো দেখি ক্যান? আজ ফুল মার্কস দিতে পারলাম না। অনেকগুলো টাইপো রয়ে গেছে।
কপিবাজের জন্য মহাসমুদ্র সমবেদনা।বেচারার ইহ জীবনে কবি হবার ইচ্ছা মেটাতে টুকলি ছাড়া তো কোনো উপায় নেই...
১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান
কিন্তু আমি কেন ধরতে পারি না টাইপো। কত হাজার বার ধরে পড়তেছি এখনো তেমন ধরতে পারি নাই দুই একটা বানান ছাড়া ধরিয়ে দিলে খুশি হতাম
ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ
২৩| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫২
ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা।
কপিবাজের জন্য ধিক্কার। কপিবাজদের জন্য এখন আর ফেসবুক ওয়ালে ও পোস্ট দেই না। কোন গ্রুপেও দেই না। শুধু ব্লগে পোস্ট দেই।
১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি। এখন ফেবু থেকে আমার লেখা কপি হয় না।
কপি হয় এখানে পোস্ট করলেই
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
গান ফুরায়ে যাবে যবে,
গানের কথাই মনে রবে,
পাখী তখন থাকবে নাকো, থাকবে পাখীর স্বর,