নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সুখ দুঃখের কাব্য=

২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৮



কাজী ফাতেমা ছবি

১/
এই হেমন্তের পুকুর জলে, ডুব দিবি কি একটু নুয়ে?
ও সাহসী ছেলেরে তুই, শীতল জল কি দিবি ছুঁয়ে?
থরথরিয়ে কাঁপবি দেখবো, ঠান্ডা জলের ছোঁয়া পেয়ে
কেঁপে কেঁপে কাঁপা ঠোঁটে, নীলের জলে নিবি নেয়ে।

ঠান্ডা জলে কাট্ না সাঁতার, কত সাহস দেখবোরে তোর
পুকুর পাড়ের স্নিগ্ধ হাওয়া, হিমেল ঠান্ডা ঘোর লাগা ভোর।
বাজী ধরে একশত দুই, দিবি নাকি ও ছেলে ডুব?
তোর অধরের কাঁপুনিটা ,দেখতে ইচ্ছে লাগছে যে খুব।
কাঁপা ঠোঁটে ভালোবাসার, বয়ান দিবি পুকুর জলে
আমার প্রেমের প্রলাপগুলো, তোর মাথাতে পড়বে গলে।

২/
সমুদ্দুরের নীলের জলে, ইচ্ছে জাগে কাটবো সাঁতার
সমুদ্দুরে যেতে চাইলেই ইচ্ছেরা হয় অকূল পাথার।
বন্ধু তুমি যাবে নিয়ে, অথৈ জলের সমুদ্দুরে?
ভাসবো ডুববো তোমায় নিয়ে, জলের স্পর্শে নীল রোদ্দুরে।

ধরে রেখো আঁচল আমার, ডুবে যাবো নইলে শুনো
আমায় নিয়ে বন্ধু কভু বুকের ভিতর স্বপ্ন বোনো?
জলে ভেজা কাব্য আমি, ছন্দ আঁকবে আমায় নিয়ে?
নাও না বন্ধু আজই আমার, অবুঝ পাগল মন ছিনিয়ে।
দূরেই থাকলে দূরের মানুষ, সমুদ্দুরের পাগলা মাঝি
আমায় নিয়ে গভীর জলে, কাটবে সাঁতার রাখো বাজি।

৩/
মনের ঘরে মুগ্ধতার বাস, সবই লাগে সুন্দর
সুন্দর সকল গায়ে মাখি, সুন্দর হৃদয় বন্দর!
বৃক্ষ তরু লতা পাতায়, মুগ্ধতারই ছোঁয়া
রোজ প্রভাতে স্নিগ্ধ হাওয়ায়, মন সুখে যায় খোয়া!

শিশির ভেজা ঘাসের উপর, শিউলী পড়ে খসে
দু'চোখ ভরে মুগ্ধতা নেই, আলোর সকাল চষে!
প্রজাপতি ওড়ে বেড়ায়, ঘাসে ফুলে ফুলে
যাই ছুটে যাই পিছু পিছু, লোকলজ্জা ভুলে!
পুঁইয়ের পাতায় শিশির কণা, মুক্তার মত দানা
ছুঁয়ে দিতে শিশির ফোঁটা, মানব নাকো মানা।

২৩/১১/২০১৬



৪/ সব ছেড়ে চলে যাবো . . . .
---------------------------
হতাম যদি ছেলে, তাহলে
মাঝে মাঝে হতাম সংসার বিরাগী
সব কিছু ভুলে, ফেলে রেখে
বাঁচতাম কিছুটা সময় নিজের লাগি।

একই কাজ,নৈঃশব্দে সময় কাটানো
একঘেঁয়েমিতে পেয়েছে বড় আজ এখানে
যদি যেতাম অরণ্যের কাছাকাছি ঝর্নার পাশে
ফুল পাখিরা গান শোনাতো কানে কানে।

বড্ড লাগছে একা আজ
না বলার কষ্ট চাপা বুকে
কিছুটা সময় হত যদি নিজের
ডানা মেলে উড়তাম আত্মসুখে।

সংসার বড় কঠিন
অভিনয় আর শুধু মায়ার ছলনা
নারী তাই বুঝি
অন্তরের কথা আর কেউ শুনলো না।

ইচ্ছেগুলোরে দিয়ে জলাঞ্জলি
শুধু সবার কথা শুনি
কথা অথবা ইচ্ছেদের কী আছে মূল্য
নৈঃশব্দে বুক পিঞ্জরে বিষাদই বুনি।

নিঃশাস ছেড়ে বলি হাওয়ার কানে কানে
এ জগৎ সংসারে নারী কেন এত অসহায়
সংসার নামক মায়ার টানে
সব ফেলে আর যাওয়া হবে কোথায়।
(২৩/১১/২০১২)

ফেসবুক মেমোরী পুরাতন স্মৃতি মনে করিয়ে দেয়। আবার পড়তে সেই বেলার দুঃখ সুখ অনুভব করতে ভালো লাগে।
আলহামদুলিল্লাহ ভালো আছি


মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:





পরিবারে ছেলে মানেই সমস্যা, কোথায় যায়, কি করে, হিসেব রাখা কষ্টকর।

২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাও ঠিক বলেছেন। ছেলেদের নিয়ে আমিও ভয় পাচ্ছি। তাই সব সময় তার মনের খোঁজ রাখছি

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

মিরোরডডল বলেছেন:



ছবিপুর কবিতা সবসময়ই সুন্দর কিন্তু আজকের পোষ্টের স্পেশাল হচ্ছে রসগোল্লা বাবুটা ।
গালগুলো কি গুল্লু গুল্লু, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে । সুপার কিউট !


২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপি। আসলেই বাবুটা কী কিউট উফ

ভালো থাকো আপুনি
শুভেচ্ছা ভালোবাসা সতত

৩| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

প্রত্যাবর্তন@ বলেছেন: বাবু আর কবিতা দুটোই সুন্দর ।

২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ প্রত্যাবর্তন
ভালো থাকুন

৪| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো ।
বাবুটাও দারুণ কিউট।

২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ইসিয়াক ভাইয়া ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৫| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

জুল ভার্ন বলেছেন: কী অসাধারণ সুন্দর লেখা!!! +

২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

৬| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৬

স্প্যানকড বলেছেন: কেমনে আপু এমন সুন্দর লিখেন? তরিকা বাতলে দেন। কবিতা আর বাবু একদম ফাটাফাটি। ভালো থাকবেন।

২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন আপনিও
শুভেচ্ছা সতত

৭| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: ভালো।

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন

৮| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৫১

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর  একটা লেখা।

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

৯| ২৪ শে নভেম্বর, ২০২১ ভোর ৫:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: লেখা এবং ছবি দুটিই ভালো।

২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ নুরুল ভাই
ভালো থাকুন অনেক অনেক

১০| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন ছন্দময়।

২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া

১১| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: আপনি তো ছবি তোলেন। তাই নিজের লেখায় নিজের তোলা ছবি ব্যবহার করেন না কেন?

২৮ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি দিতেই ভালোবাসি তাই নেটের ছবি দেই। ধন্যবাদ আবার আসার জন্য
ভালো থাকুন

১২| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: এক চিমটি সুখ + এক মুঠো আশা + এক সমুদ্র কষ্ট = মানব জীবন ।

তার পরেও আলহামদুলিল্লাহ, ভাল আছি । আর তার জন্যই রইলো +++।

তবে কোথায় যাবেন, যাওয়ার যায়গা নাই । তাইতো বলা হয়েছে, " কই যাবিরে উসমান, চারিদিকে আসমান"।

২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। কৃতজ্ঞতা রইলো ভাইজান
জাজাকাল্লাহ খাইরান
অনেক অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২

অক্পটে বলেছেন: আজকের কবিতাগুলো সত্যি মন ভাল করে দিচ্ছে। জীবনের আসলে কোন ব্যাকগিয়ার নেই, যদি থাকতো শৈশবে গিয়ে বসে থাকতাম।

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন উচ্ছল থাকুন

দায়িত্ব ছাড়া জীবনই আমাদের সুখের ছিলো।
শুভেচ্ছা সতত

১৪| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৯:০১

ডঃ এম এ আলী বলেছেন:




দারুন হয়েছে ছন্দে ভরা সুখ দুখের কাব্য কথা ।
কাব্য কনাগুলিতে দুখের চেয়ে সুখের কথাই বেশী।
১২ সালের দুখানুভুতি ১৬ সালের সুখের পাতে মোরা
সেখানে সুখের নেই কোন খড়া, হেমন্তের শিতল পুকুরে
ডুব সাতার খেলা হতে সমুদ্রের নীল জলে সাতার কাটা
সব খানেই শুধু ভাল লাগা আর সুখের অনুভব মাখা ।
শিশির ভেজা পুই পাতায় স্পর্শ হাতে নিয়ে শিশির ভেজা
ঘাসের পরে শিউলি ফুলের সুবাস ছড়ানো সুখের ভাষা
সবকিছুতেই শুধু দেখা যায় দুখকে ছাপিয়ে সুখের আশা
ব্যক্ত অব্যক্ত কথামালা দিয়েই সুখ দুখের কাব্য গাথা।
হ্যাঁ, ফেবুর বুকে জমে থাকা কথায় কথায় কাব্য গাথার
স্মৃতি যায় কি কভু ভুলা , সবই যেন সুখ দুখের কাব্যে
হয়েছে শিশির ভেজা শিউলি ফুলের মালার মত গাথা।
পুই পাতার কথা বলতাম আর কিতা , সেবার সাথে
করে এর কিছু ডাল নিয়ে এসে জানালার কাছে টবে
পুতে দিয়ে দেখি এর লকলকিয়ে বেড়ে উঠার খেলা।
পুই এর ডগায় পাতার ফাকে এর ফুল কুড়িদের মেলা
শিতের চোটে ফুল ফুটেনা মেঘ রোদ্দরের কাছে যেতে
চায় ছুটে , কিন্ত হায় সময়ের কাছে সে যে বড় অসহায়
কোথাও শীতের হেমন্ত, আর কোথাও শীতের বাড়ন্ত
সুখ দুখের কাব্যকনা বুজিবা এমনই হয় দেশে দেশে।

কবিতা সুন্দর হয়েছে, পাঠে একরাশ মুগ্ধতা।

শিশির ভেজা পুই পাতার শুভেচ্ছা রইল

২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথায় দারুন পরিবেশ। আপনার মন্ত্যবও অসম্ভব সুন্দর
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহএক

১৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৯

সাজিদ! বলেছেন: কি চমৎকার !

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া। আপনাকে অনেক দিন পর দেখতেছি মনে হয়। ভালো আছেন তো? আল্লাহ সবাইকে ভালো রাখুন

১৬| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: সব শেষে বলেছেন, "আলহামদুলিল্লাহ, ভালো আছি"। যাক, এটা জেনে খুব ভাল লাগল। কবিতার দুঃখকথাগুলো অন্যরকমের ধারনা দিচ্ছিল।

কবিতা মানুষের মনের গহীনের শুদ্ধতম প্রতিফলন। তখন যেভাবে কবিতাগুলো লিখেছিলেন, এখন তা পারবেন না। কারণ তখন মনে যেসব অনুভব এসেছিল, এখন হয়তো সেগুলো আর আসবে না।

কবিতা সুন্দর হয়েছে, বিশেষ করে প্রথম তিনটে। আর শিশুর ছবিটা অসম্ভব সুন্দর!

পোস্টে পঞ্চম প্লাস! + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.