নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=প্রেম আসুক পরজন্মেই=

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৯



©কাজী ফাতেমা ছবি

জন্ম যদি একটাই হয়, তবে প্রেম আসলো না কেনো জীবনে
মন যদি একটাই হয়, কেনো তবে কেউ ভালোবাসলো না অবুঝ হয়ে!
এই যে তোমাদের আবেগ মাখা ভালোবাসা, লুটোপুটি প্রেম,
বড় হিংসে হয় গো, বড় ঈর্ষা জাগে মনে।

আমারও তো ইচ্ছে ছিলো প্রেম আসুক, আমায় নিয়ে ভাসুক
তার স্বপ্নে বিভোর হয়ে কাটিয়ে দেই নির্ঘুম রাত,
আমারও তো ইচ্ছে ছিলো, কেউ আমার জন্য অপেক্ষা করুক
আমার বিরহে হোক কাতর, বিরহে পাথর পুষুক বুকে।

এই যে তোমরা ছুটিয়ে প্রেম করে যাচ্ছো, অনুভূতির ভাগাভাগি করছো
আমারও তো ইচ্ছে ছিলো, কিছু ইচ্ছে কিছু গোপন অভিলাষ তাকে বলি
সে চুপ করে শুনে বলবে, ধ্যত পাগলী! অথবা হেসেই কুটি কুটি;
আমার কথা মনোযোগে শুনে বলতো হয়তো অকপটে-
অনন্তকাল রবো অপেক্ষায়।

জন্ম যে একটাই, অথচ প্রেম আসেনি, কেউ ভালোবাসেনি,
যাকে ভালোবেসে ছুঁতে চেয়েছিলাম, সে হয়তো অন্য কারো,
যার জন্য মন পুড়ে হতো ছাই, সে বলেনি এসে ভালোবাসি,
যেদিকে তাকাতাম মরুভুমির ধূঁধু বালিচর, কেবল কুহেলিকা।

মোহ এসে ধরা দেয়নি, যে মোহের পিছু ছুটেছিলাম একদা,
সে মোহকে বলতে ইচ্ছে-যদি জন্মের পর আরেক জন্ম পাই
আমার প্রেমে পড়বে তুমি?
তোমার বুক চাতালে প্রেমের চাদর বিছাবে আমার জন্য?

পূর্নিমা রাতে আমায় নিয়ে বসবে নদীর কিনারায়
যেখানে চাঁদের আর জল হাওয়ার ঢেউয়ে হয় আঁকাবাঁকা
তুমি আমি মুগ্ধ প্রহরের গা ছুঁয়ে আছি উফ!
কেমন লাগবে তোমার?

খুব ইচ্ছে করে তাকে বলি, আমাদের মনের দুরত্বটা একটু
কমিয়ে আনা যদি যায়, তবে কী তুমি আমার সঙ্গে
খেলবে ভালোবাসার অলীক মোহ খেলা?
এই জন্মের প্রেমটান থেকে যদি যায় ও জনমে
তুমি আলতো ধরে নেবে হাত আমার?

এই জনমে কত কিছু বলার ছিলো, হয়ে উঠেনি বলা কখনো
বলতে গিয়েও দ্বিধা, না বলার দিনগুলো চলে গেলো সময়ের খেয়ায়;
যদি ও জনমে ভালোবাসি তোমায়,
দ্বিধা সরিয়ে সব, তুমি কাছে আসবে?
যত কথা মনে জমা সব বলবো, যদি শুনো।
(২৩-০৬-২০১৯)

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

রানার ব্লগ বলেছেন: পর জন্মে কেন এই জন্মেই আসুক । আমি ব্যাক্তিগত ভাবে পরজন্মে বিশ্বাসী নই । যে জন্মের কোন অস্তিত্ব আমার চারিদিকে নাই সেই জন্ম দিয়ে কি করবো ।

আসুক প্রেম এই জনেম, মরমে মরমে , স্বরনে স্বরনে ।

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসুক প্রেম আসুক ভালোবাসা আসুক। ধন্যবাদ ভালো থাকুন

২| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কবিতা। সবকিছু পরজন্মের জন্য জমা থাকুক।

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইজান
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: এ বুঝি বিধাতার এক নিষ্ঠুর পরিহাস। কেউ কেউ এক জীবনে প্রেম-ভালোবাসার রূপ-রস-গন্ধ থেকে বঞ্চিত। আবার কত জনকে দেখি বা শুনি হৃদয়ে ভালোবাসার মহাসমুদ্র। কেউবা একজনকে খুশি করে উপচে পড়া ভালবাসা অকাতারে অন্যজন বা একাধিক জনকে বিলিয়ে দেয়। নিন্দুকেরা অবশ্য তাকে পরকীয়া বলে ঠিকই। কিন্তু তাই বলে ভালোবাসা তো কখনো এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকতে পারে না।হেহেহে :)
আপু কবিতা ভালো হয়েছে।
পোস্টে লাইক।
শুভকামনা আপনাকে।

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আসলেই নিষ্ঠুর পরিহাস। যে পায় না সারাজীবনেও কিছু পায় না । আর যে পায় চারদিক থাইকা আসে। সর্বনাশ পরকিয়া প্রেম চাই না ভালোবাসাও না। এ শুধু মনের আক্ষেপ আর কিছু নয়।

থ্যাংকিউ সো মাচ। ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: প্রেমবিরহের বেশ রোমান্টিক প্রকাশ কবি আপু ভাল থাকবেন সব সময়

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। আপনিও ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: খুবই দুর্বল কবিতা। ভাষা উন্নত নয়। কবিতায় কোনো গভীরতা নেই।

আপনি লেখালেখিতে ভালো না হলেও, ছবি তোলায় ভাল।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩

স্প্যানকড বলেছেন: প্রজন্মের প্রেম খাঁটি । তাই উহাই উত্তম বর্তমানে ভেজাল বেড়ে গেছে। খুব সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন। ভালো থাকবেন আপু।

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে আবার নাও হতে পারে, আমলনামা ঠিক থাকলে ইংশাআল্লাহ সবই পাবো তখন

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৭| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ইসলামিক প্রেমের কবিতা!!?

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু বিষয় আছে মন থেকে আসে। কবিতাশুধু ইসলামিকই লিখতে হবে তাতো না। মাঝে মাঝে ছন্নছাড়া কিছু লেখাও নিজের মনের খুশির জন্য লিখি।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা প্রেম !!! বড়ই মধুর প্রেম !!!!!!!!!!!!

আসি আসি করে করে কয়েকবারই এসে পড়েছিল এ অভাগার জীবনে । শেষমেষ প্রেমের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলস্বরুপ বিয়ে করে এখন জীবন চলছে ঢিমে-তালে।

তবে এখন মাঝে মাঝে চিককুর মাইরা বলতে ইচছা করে , "কনে এসেছিলে প্রেম এ জীবনে " কারন জনৈক কবি (ছেকা খেয়ে বেকা হওয়া) বলেছেন, "প্রেমের স্বার্থকতা মিলনে (বিয়েতে) নয় বিরহে (ছেকায়) "।

তবে যারা না পেয়েছে প্রেমের ছোয়া তাদের কাছে তা চিরকালীন আক্ষেপের বিষয় - ইডাও :P হাচা কথা।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম এই জীবনে প্রেম আসলো না, না আগে না পরে, পানসে সময় :( হা হা হা হ্যাঁ কিছু জিনিসের অপূর্ণতায় মনে আক্কেপের সৃষ্টি হয়। থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

মিরোরডডল বলেছেন:




ও জনম বলে কিছু নেই,
প্রেম যা করার এ জনমেই করবে ছবিপু ।

এই জনমে কত কিছু বলার ছিলো, হয়ে উঠেনি বলা কখনো

যেটা গেছে গেছে, ওটা নিয়ে ভেবে সময় নষ্ট কেনো !
Leave it and move on.
You never know what's waiting for you.

সত্যিকার প্রেম হয়তো দরজার ওপাশেই আছে ।
যেকোনো সময় শুনবে, কড়া নাড়ছে নক নক নক.....



০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপিরে আর কিছুর প্রয়োজন নাই, বুড়ি মানুষ এই লিখালিখি নিয়েই আনদে কাটাতে চাই। কী সুন্দর মন্তব্য মন ভরে যায় আপু। ভালো থেকো দোয়া করি ফি আমানিল্লাহ

১০| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৩

জটিল ভাই বলেছেন:
পরজন্ম ইহজন্ম থাক মনে মনে,
যতো প্রেম আছে হোক স্রষ্টার সনে।

লিখা সাধারণ নয়।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জটিল ভাইয়া
উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১১| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৯:০০

ইসিয়াক বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ইসিয়াহ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১২| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৬

নেওয়াজ আলি বলেছেন: বগ্লারদের আন্তরিক ভালোবাসার কারণেই লোক আপনার লেখা পড়ে

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু মানুষ অযথাই মনে কষ্ট দেয়
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩১

সোহানী বলেছেন: আপুরে, বহুদিন পর ছ্যাকামাইসিন কবিতা পড়লাম। :P :-B ;) B-)

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১৯ সালে কী মনে কইরা লিখছিলাম কেডা জানে হাহাহা

ছ্যাকা খাই নাই আপু, তবে প্রেম ভালোবাসা আসেনি আসে নাই :(

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমার মন্তব্যের উত্তর না দিয়ে ভালো করেছেন।
সবচেয়ে ভালো হয় আমাকে ব্লক করে দিলে।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৩

ঢাবিয়ান বলেছেন: THE GRASS IS ALWAYS GREENER ON THE OTHER SIDE । আপু, যারা প্রেম করে বিয়ে করেছে তারাও কয় যে ভুল করসে, সেটল মেরেজ করলেই ভাল হইত , আবার যারা সেটল মেরেজ করসে তারা কয় উলটাটা =p~ এই ডিবেট আর শেষ হইবার নয়। =p~ কাজেই হিংসিত হইবার কিছু নাই। আপনি যারে সুখী ভেবে হিংসা করছেন, দেখেন গিয়ে সে আপনাকে হিংসা করছে। এটাই জগত ।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা মানুষ যা পায় তা চায় না
আর যা চায় সেটা পায় না। এজন্য চাহিদা থেকেই যায়

আসলে মানুষ মানে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট থাকতে পারি না। হিংসিত হইয়া যাই মাঝে মাঝে যেটা আমি নিজেই চাই না। মন বলে কথা তো কিতা করতাম কই যাইতাম ভাইয়া কও দিনি :(

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




চিন্তায় আছি। যেভাবে ডাকছেন - আসলে আসতেও পারে। নার্গিস আইলা সিডরের মতো অবস্থা হতে পারে। এই রোগের কোনো ঔষধ নেই।


০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: চাই না প্রেম আসুক, প্রেম দিয়া খাট্টা খাওয়েনের দিন শেষ ভাইয়া হাহাহা

এসব আবোল তাবোল ২০১৯ এ লিখছিলাম

আপনাকে আগের মত দেখি না। কেমন আছেন। আশা করি ভালো আছেন ৱ

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভালো আছি বোন, ভালো কথা মনে করেছেন কাঁচা তেতুল অথবা জলপাই দিয়ে খাট্টা রান্না করতে হবে। গ্রামের বাড়িতে ফসল উঠছে আর ঢাকাতেও কাজের চাপে থাকি। তারপরও সময় অসময় ব্লগে আসিতো।

দোয়া করবেন বোন। আপনার জন্যও দোয়া রইলো।

০৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন টক টক খাট্টা খাই না। ঢাকা এসে সব স্বাদ ভুলে গেছি। ময়মনসিংহ আর হবিগঞ্জের জগাখিচুড়িতে আমি আমার দেশের স্বাদের খাবারগুলো আর খাই না :(

অনেক দোয়া রইলো
আল্লাহ আপনার পরিবার সহ সবাইকে সুস্থ রাখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.