নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মেঘের কাছে রোদ্দুরের চিঠি-০৭

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৩


#মেঘের_কাছে_রোদ্দুরের_চিঠি_৭

#একটু_ভাল্লাগা_দিবে?
হ্যালো মেঘ,
আছো কেমন, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় মেহমান ছিল তাই চিঠি লেখা হয়ে উঠে নাই। মন খারাপ বা অভিমান হয়নি তো! আর মোবাইলে লিখতে লিখতে মে থাক গেয়ি। পিসি চাই, ল্যাপটপ চাই, তুমি গিফট করবা নাকি হা হা হা, আরে তা না হলে চিঠি লিখুম ক্যাম্নে :(। ঈদের পরবর্তী দিন গুলা কেমন যাচ্ছে ও অচীনপুরের রাজপুত্তুর... ব্যস্ততা নেই, নেই কাজের চাপ তাই না। তবে কাল থেকে ব্যস্ততা বেড়ে যাবে সবারই বোধয়। আমার তো বটেই, জেরির স্কুল খোলা, ছয়টায় ঘুম ভাঙ্গাতে হবে, তারপর রেডি দুইজনেই, তারপর দৌঁড় স্কুলে... দৌঁড়ের দিন শুরু হয়ে যাবে। অবশ্য একটা উপকার হয় আমার, ওকে স্কুলে দিয়ে আনমনে হাঁটতে থাকি, পরিপাটি রাস্তা ধরে। কত মুগ্ধতা কুঁড়াই তুমি যদি দেখতে। প্রতিটি সকাল আমাকে নতুন করে মনে মুগ্ধতা আর সুন্দরভাবে বেঁচে থাকার প্রেরণা জোগায়, এ-ই বা কম কিসে, তাই না মেঘ!

নিত্য সকাল আমার তরে
আলো আনে বয়ে
নতুন আলোয় বাঁচি হরদম
বেদনা যায় ক্ষয়ে।

ও মেঘ একবার হাঁটতে যদি
পাশে আমার তুমি
ষোলকলা হত পূর্ণ
সুখী মনোভূমি!

দেখতে তুমি কেমন তোমায়
মুগ্ধতায় দেই ভরি
এসব কিনতে হয় না শুনো
লক্ষ কোটি কড়ি!

চলতি পথে কত শত
সুন্দর রয় ছড়িয়ে
নিবে নাকি পাশে থেকে
সুখে প্রাণ ভরিয়ে!

সুখের পায়রা উড়তো উপর
হাসতে তুমি দেখে
মনের মাঝে আমার ছবি
নিতে তবে এঁকে।

মেঘ মন ভালো নাই অকারণে। দীর্ঘশ্বাস আর হতাশা এসে মনে ভর করেছে। এর থেকে বের হতে চাই। তুমি পারবে আমাকে হতাশা থেকে টেনে বের করতে। দুঃখনদীর জলে ডুবে যাচ্ছি। কেনো জানি মনে হচ্ছে আমি তলিয়েই যাবো।

কেউ নেই আশেপাশে যে আমায় টেনে তুলবে। কেউ হাত বাড়ায় না, কারণ আমি ফুরিয়ে গেছি। চোখের নদীতে নীল জল, ঢেউ নেই, খুব স্থবির জলে সাঁতার কাটা খুব কষ্ট। চোখের দিশায় কূল কিনারা নেই আর। ধুঁধু নীল আমার চারপাশে। কেনো এমন হচ্ছে আমার সাথে! তুমি কি আসবে? বাঁচাবে আমায়? আমি খিলখিলিয়ে হাসতে চাই। বুক ফুলিয়ে হাসতে চাই। আজকাল হাসতেও ভুলে গেছি।

মন ভালো নেই একটু আমার
ভাল করে দাও না
আমায় তুমি আপন করে
কাছে টেনে নাও না!

দাও ফিরিয়ে ঠোঁটে হাসি
হাসতে আমি খুব চাই
খিলখিলিয়ে ঝিলমিলিয়ে
চাই সে সেরা হাসিটাই!

তুমি আমার হাসি হবে
নাকি হবে উচ্ছ্বাস
নিত্য মনে করবে তুমি
ভালোবাসার চাষ?

হওনা তুমি আমার প্রেমী
থাকবে আমার পাশে
গল্প কথায় আসন পেতে
বসবো দূর্বাঘাসে।

ও মেঘ তুমি যেয়ো নাক
আমায় ছেড়ে দূরে
থাকলে তুমি পাশে আমার
প্রেম উঠে বুক ফুঁড়ে!

ভালোবাসি খুব যে বাসি
জানো কি তা তুমি
তুমি ছাড়া জীবন হবে
বিরান মরুভূমি!

ভাল্লাগছে না তো! কি করব বলো! সময় চলে যাচ্ছে, অফিস যেতে হবে। আজ হাঁটতে পারিনি... শরীর বেশ দুর্বল। মনের মাঝে হতাশাদের ভিড় সব মিলিয়ে কেনো জানি ভাল্লাগছে না। এই মেঘ, ভাল্লাগা ফিরিয়ে দিবে, আমার চোখে মুগ্ধতা এনে দাও ফের। আর লিখতে পারছি না, আসি- ইতি রোদ্দুর

পুনশ্চঃ নিজের প্রতি খেয়াল রেখো। ভালো থেকো। উত্তর দিয়ো। অনেক ভালোবাসা রইল।

১৮-৯-১৬

(ধারাবাহিক চিঠি ২০১৬ সালের লিখা তখনের অনুভূতি মনে নেই এখন)

ফেসবুকের বদিউজ্জামান । উনি এখানের লেখা সব কপি করে তার ওয়ালে নাম ছাড়া পোস্ট দিচ্ছেন। তাকে চিনে রাখুন

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ফার্স্ট হয়েছি। সিনেমায়া এমন দৃশ্য প্রচুর দেখেছি আজ আপনার পোস্টে মন্তব্যেও তাই।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে
ফি আমানিল্লাহ

২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৩

স্প্যানকড বলেছেন: মেঘের সনে থাকে বিদ্যুৎ ! পুড়ে গেলে জ্বলসে গেলে জীবন ফুরুত । তাই সাবধানে থাকবেন আপু।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ। থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন সুন্দরথাকুন সু কামনা

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০২

ডঃ এম এ আলী বলেছেন:
চিঠি সন্দর হয়েছে সাথে কাব্যকনাগুলিও ।
তা মেঘ কি কোন উত্তর দিল ? সে সময়ে কোথায়
জানি মেঘের একটি উত্তর দেখেছিলাম !!

শুভ কামনা রইল

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বজ্জাত মেঘ'রা উত্তর দেয় না কখনো, দেবেও না। মানুষ খালি চায় চাহিদা বেশী কিন্তু দিতে চায় না কিছু :)

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ভাইয়া

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




ডঃ এম এ আলী ভাই বলেছেন: তা মেঘ কি কোন উত্তর দিল? - এটি আমারও জানার ইচ্ছে প্রকাশ করছি।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: না উত্তর নাই। কারণ নির্দিষ্ট কাউকে লিখা হয়নি চিঠিগুলো ১০৩ থেকে পাঁচটা লিখেছিলাম এক নাগাড়ে প্রতিদিন।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৯

ইসিয়াক বলেছেন: সুন্দর।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু কাব্যকথা ভালো লেগেছে।এ প্রসঙ্গে কবি রামচন্দ্র পালের বৃষ্টিও শ্রাবণের রূপকথা' কবিতাটি মনে পড়লো।বেশ কিছুটা শেয়ার করছি।
" বৃষ্টি বলল, শ্রাবণ তোমাকে চাই।
শ্রাবণ বলল, কিছুক্ষণ নিরবতা
মেঘে মেঘে কালো দিগন্তে নীল শ্রাবণের রোশনাই
শুরু হয়ে গেল বৃষ্টি এবং শ্রাবণের রূপকথা।

শ্রাবণ বলল, বৃষ্টি তোমার এমন মিষ্টি নাম।
বৃষ্টি বলল, তোমার বুকের গভীর নিভৃতে সেখানেই তো ছিলাম।

শ্রাবণ বলল, খরাপোড়া দিনে পুড়েছি আগুনে
তোমাকে খুঁজেছি খুব।
বৃষ্টি বলল, কবে কথা ছিল, এতদিন কেন আসনি বলতো উঁ?


শ্রাবণ পাঠালো মেঘে ঢাকা খামে বৃষ্টির অক্ষর
লিখল, বুকের পোড়া পাথরে ঝর ঝর ঝর ঝর....

কলকাতা জুড়ে পথে পথে যত বৃষ্টিরা আসে যায়
চিঠি পড়ে আর চিঠি লেখে আর শ্রাবণের গান গায়।

শ্রাবণ বৃষ্টির দেখা হল সেই গড়িয়াহাটের মোড়ে
বৃষ্টিনামলো শ্রাবনের মেঘে সারা কলকাতা জুড়ে

বৃষ্টি পড়ছে, বাংলার নদী মাঠ ঘাট ভেসে যায়
শ্রাবণ ও বৃষ্টি শ্রাবণ ও বৃষ্টি' শ্রাবণের গান গায়


বৃষ্টি পড়ছে পথে ও পাথারে পদ্মপাতায় ঝিলে
বৃষ্টি পড়ছে কোচিং ক্লাসে কলেজে কলেজে স্কুলে

বৃষ্টি পড়ছে শ্যামবাজারে বৃষ্টিরা টালিগঞ্জে
বৃষ্টি পড়ছে গিরিশমঞ্চে বৃষ্টিরা কলাকুঞ্জে

বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মেঘে আঁকা স্বরলিপি
বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে শ্রাবণের লেখা চিঠি।।














০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ কী সুন্দর লেখা রামচন্দ্র পালের

অদ্ভুত ভালো লাগায় ভরে গেল মন

থ্যাংকিউ সো মাচ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনায় প্রকাশ করেছেন প্রিয় কবি ছবি আপু ভাল থাকবেন সব সময়

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া
ভালো থাকুন

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: পত্র পাঠে মেঘ আর রোদের ভাবনা, মান , অভিমান অনেক কিছু জানা হল। সুন্দর।

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩০

মোহামমদ কামরুজজামান বলেছেন: লাগেনা,লাগেনা ভাল লাগেনা, মন কোন কাজে বসেনা----------------------- তবে লেখায় +++।


ব্যস্ততার ভীড়ে ও জীবনের জটিলতায় এখন মনের অনুভূতিগুলি প্রকাশেরও সুযোগ মিলেনা। আর এসবের মাঝে মেঘের কাছে রোদের চিঠি একরাশ মুগ্ধতা ও মানষিক প্রশান্তির ছোয়া বুলিয়ে দিল।

০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনারও ভালো লাগে না কিন্তু কেন কী হইছে । ব্যস্ততায় আসলেই ঝেঁকে ধরেছে জীবন। সময়ের কাছে সময় চাই একটু :(

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না।
আমার মন্তব্য দেখলেও আপনার রাগ হয়। এজন্য মন্তব্যের উত্তরও দেন না। কিন্তু ব্লকও করছেন না। আজিব!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.