নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যাবি বন্ধু আমার গাঁয়ে=

১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৫



©কাজী ফাতেমা ছবি

তালদীঘিটার পাড়ে জানিস্, দূর্বাঘাসের বাসা
আকাশজুড়ে নীলের বুকে সাদা মেঘে ঠাসা?
দেখতে পাবি আকাশ নীলে শত মেঘের পাহাড়,
বৃক্ষ তরুর আলো ছায়া, মুগ্ধতার রঙ বাহার।

আমার গাঁয়ের ধুলো মাটি, গন্ধ সোঁধা মিষ্টি
হেমন্তের দিন শিশির ঝরে, আষাঢ়ে হয় বৃষ্টি;
দিবানিশি গাঁয়ের বুকে সুখে থাকে ভরা,
আকাশ হাসে আলো দিয়ে, থাকলেও যে খরা।

যাবি বন্ধু আমার সনে, ঘুরতে আমার গাঁয়ে?
বসবি গিয়ে ঘাসের উপর, তাল খেজুরের ছায়ে?
পুকুর পাড়ে বসে বসে রূপ প্রকৃতির দেখবি
ছন্দ দিয়ে কাব্য কথা মনের খাতায় লিখবি।

আমার গাঁয়ের ঝিঙে মাচায়, ঝিঙে ফুলের উপর
শীতের রাতে শিশির এসে, পরায় মুক্তোর টোপর;
কী যে ভালো লাগবে'রে তোর,পা রাখলে তোর ঘাসে,
নিচে তাকাস যদি দেখবি বুনোফুল'রা হাসে।

কত রঙের মেঘে ভরা, আকাশ মাঝে নিত্য
সকাল দুপুর দেখলে আকাশ, সুখে ভরবে চিত্ত;
আমার গাঁয়ের সবুজ পাতায়, শিশির বাসা বাঁধে
দেখবি আরও সব কৃষকের ধানের বোঝা কাঁধে।

চারিদিকে সুখ মুগ্ধতা, চাইবি থেকে যেতে,
চাইবি আরও গাঁয়ের হাওয়া অনন্তকাল পেতে
শিশির ভেজা মাটির উপর, হাঁটবি খালি পায়ে?
যাবি বন্ধু যাবি কী তুই, যাবি আমার গাঁয়ে?

১৯ ডিসেম্বর ২০১৯

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৪

ইসিয়াক বলেছেন: চমৎকার দৃশ্য।

১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ভাইয়া

২| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫১

ইসিয়াক বলেছেন: আপু দুইটা গল্প মিস করছেন। পড়ার নেমন্তন্ন রইলো।

২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ ভাইয়া পড়বো । আপনার গল্পের ভক্ত আমি।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



থাকেন শহরে, কবিতা লেখেন গাঁয়ের উপর; গ্রাম ভালো লাগে? কবিতা মোটামুটি ভালো লেগেছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া গ্রামে বড় হইছি যে। আর গ্রাম ভালোও লাগে। শহরে আসছি তো চাকুরীর সুবাদে।

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!!!

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি সুন্দর হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সোহেন ভাইয়া
ভালো থাকুন

৬| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৬

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,









আকাশজুড়ে নীলের বুকে সাদা মেঘে ঠাসা এমন গাঁয়ে যেতে তো ইচ্ছে করেই!

ছবি আর কবিতায় বৃক্ষ তরুর আলো ছায়া আর মুগ্ধতার রঙ বাহার ছড়ানো।

২০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান নিমন্তন্ন রইলো আমাদের গাঁয়ে
হবিগঞ্জ আসলেই সুন্দর এলাকা, অসংখ্য চা বাগান আছে
আছে অভয়ারণ্য, আছে রিসোর্ট, আছে নদী, পাহাড় জঙ্গল

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ২০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: প্রচ্চুর কবিতা পড়া দরকার আপনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.