নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=কার যে কখন ডাক এসে যায়=
কখন জানি কে মরে যায়, কার হায়াৎ শেষ কবে!
কেউ জানি না থাকবো কয়দিন, মোহ মায়ার ভবে!
খুব আনন্দে মেতে যখন, মৃত্যু ভুলে থাকি
হায়াৎ বুঝি ঠিক তখনি, দিয়ে যাবে ফাঁকি!
পিকনিকে যাই, যাই সাগরে, ঘুরি মজা নিতে
মৃত্যু এসে দেয় নাড়িয়ে টনক দেহের ভিতে!
হাসি তামশায় স্ব-পরিবার, মত্ত ছিলো কত
ফেরার সময় হলো তারা মৃত্যুর কাছে নত!
কে জানতো শেষ - এক নিমেষে, কয়েকটা প্রাণ যাবে,
মৃত্য নামের অমোঘ সত্য, কে পারে বদলাতে!
গাড়ী চলে ওরা হাসে, সীটে বসে সুখে,
কে জানতো হায় করবে আঘাত, মৃত্যু এসে বুকে।
আমরা ঘুরি দেশ বিদেশে, মৃত্যু ঘুরে পিছে
হায় দুনিয়া হয়ে যাবে একটু পরে মিছে,
দীর্ঘশ্বাসে বুক ভেঙ্গে যায়, মরি অনুতাপে
মৃত্যুর কথা ভাবলে দেহ থরথরিয়ে কাঁপে।
কত মায়া কত মোহ, চোখে লাগায় ধাঁধা
দুনিয়ার সুখ এসে যে দেয় ইবাদতে বাঁধা,
মহান আল্লা'র দয়া ভুলে, আমরা সুখে থাকি
জানি না হায় দুনিয়াতে জীবন ক'দিন বাকি।
নামায রোজা করি ক্বাযা, আল্লাহকে ভুলি,
অজানা পাপ শত রাখি আমলনামায় তুলি;
আলসেমিতে আরাম করি, নামাজ গিয়ে ভুলে
মনের শাখায় আয়েশ করে মোহ যে যায় দুলে।
ও আল্লাহ্ গো দাও হেদায়েত, আমি পাপী বান্দা
দুর করে দাও অন্তর হতে, এই দুনিয়ার ধান্ধা,
যত গুনাহ্ করো ক্ষমা, ঠিক পথে নাও আমায়,
পূন্যি যেথায় সেথায় নিয়ে সময় যেন থামায়।
(২৮-১২-২০১৯)
(এই দিনে এক কলিগ তার দুই মেয়েসহ মারা গেছেন কার দূর্ঘটনায়, বেড়ানোর আনন্দ শেষে বাড়ী ফেরার সময়)
২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাইহুই করেই মরার আগে মরি। মন যে কত শত বার মরতেছে ভাইয়া ইয়ত্তা নেই তার
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সড়ক দূর্ঘটনা বেড়ে গেছে কি না। এতে করোনার প্রভাব আছে কি না। এসব ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। সময়োপযোগী কবিতা ।
২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কত দুর্ঘটনা ঘটে যাচেছ নিত্য । পানির উপর আগুন লেগে কতগুলো মানুষ মরে গেল
আল্লাহ আমাদের হেফাজত করুন
জাজাকাল্লাহ খাইরান
ভাালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
নজসু বলেছেন:
পৃথিবীর সবচেয়ে অপ্রিয় সত্য মৃত্যু।
আল্লাহর দরবারে একটাই কামনা যেন ঈমান নিয়ে মরতে পারি।
ধন্যবাদ প্রিয় আপা। আপনার লেখাটায় মন কেঁদে উঠলো।
পছন্দ।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
আল্লাহ যেন আমাদের ঈমানের সাথে তার কাছে নিয়ে যা। আর ইসলামের পথে চলতে তৌফিক দান করুন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
জুল ভার্ন বলেছেন: মন খারাপের পোস্ট হলেও আপনার লেখাটা খুব ভালো হয়েছে।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভাইয়া
আল্লাহ আমাদের তাঁর ইবাদত করার তৌফিক দান করুন
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
ইসিয়াক বলেছেন: মন খারাপের পোস্ট।
সাবধানে থাকবেন আপু।
শুভ কামনা রইলো।
২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন,আল্লাহ ভরসা । সাবধানে থাকা উচিত সবারই।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থঅকুন ফি আমানিল্লাহ
৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকল মুসলিম মৃতদের জান্নাত বাস কামনা করছি।
জীবিতদের ঈমানী মৃত্যু কামনা করছি।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২
জ্যাকেল বলেছেন: আজকেই একটা লোককে কবরস্থ করা হইল। উনার সাথে পাশাপাশি নমাজ পড়া হইত এককালে। খুব স্বল্প সময়ের এ জীবন কিন্তু মানুষের কোন খেয়াল নাই।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী কঠিন এই সময়গুলো ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছু প্রিয়জনকে অসময়ে জানাতে হয় বিদায়
আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন জ্যাকেল
৯| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
জটিল ভাই বলেছেন:
মৃত্যু সত্য জেনেও লোকে বাঁচে কতো আশে!
আড়াল হতে মুত্যু হয়তো মুচকি মুচকি হাসে
সুন্দর ছন্দময় নির্মম সত্য উপস্থাপন।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস আশা না থাকলে মানুষ বাঁচার স্বাদ পেতো না
থ্যাংকিউ সো মাচ জটিল ভাই
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১০| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০
আমারে স্যার ডাকবা বলেছেন: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই
শুভ কামনা। সকলের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করি।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আজকে এক স্যারের ফেয়ারওয়েল ছিলো। এত ভালো এত অমায়িক এত ভদ্র আর মানবিক ছিলেন স্যার। আর দেখবো না অফিসে তাকে। এই বিষয়গুলো ভাবলেই বুকে খোঁচা মারে কষ্ট। যেতে নাহি দেবো হায় তবু যেতে দিতে হয় অথবা মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচিবার চাই.... এ হয় না। মরতেই হয় শেষ পর্যন্ত
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন
১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১২
সোবুজ বলেছেন: এটা জানি যে ডাক একদিন আসবেই।তাই অতশত ভাবি না।
২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসময়ে কেউ কেউ চলে যায় । তখন ভয়ে আৎকে উঠি । আল্লাহ আমাদের তাঁর ইবাদত করার তৌফিক দান করুন।
থ্যাংকিউ সোবুজ ভালো থাকুন।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
মিরোরডডল বলেছেন:
ভেরি স্যাড বাট ট্রু !
থাক ছবিপু, এগুলো নিয়ে আর ভেবো না ।
মন খারাপ হয়ে যায়
৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাবনা গুলো তো নাই হয়ে যায় আবার দুনিয়া নিয়েই মেতে থাকি
যদি মৃত্যু ভুলা না যেত তাহলে দুনিয়াতে মানুষ টিকে থাকতে কষ্ট হত
থ্যাংকিউ সো মাচ আপি
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপা, কখন কার ডাক আসবে তা কেউ জানি না, তারপরেও হাইহুই করে মরার আগে মরে যাই।