নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
অপেক্ষার সিঁড়ি বেয়ে এসে এই যে দু দন্ড,কথা বলে গেলে
তুমি কি জানো, মন সুস্থতার পথে হেঁটে যায় আনমনে
কখনো কি অনুভব করেছিলে-আমি নেই অথবা আছি
বুকের বামে কিংবা দু চোখের তারায় মুগ্ধতার ছবি হয়ে?
তুমি ভালোবেসেছিলে বলেই তো ভালোবাসতে পারি
তুমি বললে অকারণে হেসে দেই, বলো কেনো হাসি!
জানি না কারণ, মন আয়নায় দেখি শুধু তুমি।
তবে নাম দিয়ে দাও হাসি কন্যা- কি দিবে?
এই যে দীর্ঘশ্বাসের ঢেউ, সে দীর্ঘশ্বাস নয়, বুক ভরা সুখ নিঃশ্বাস
স্বস্তি মনের কোণায় কোণায়, ভালোলাগায় ভরপুর সান্ধ্যবেলা।
ভাবলে বেশী, তুমি কাছে নেই! অস্থির সময় কাঁপিয়ে দিয়ে যায়
ভুমিকম্প শিরায় শিরায়-এই যে মাথা ঘুরে গেলো, টের পাও?
তবুও বলছো দূরের তুমি-দূরেই রয়ে যাবে জীবনভর।
আমি তবে নিথর পায়ে আগাই কি করে, সম্মুখের আবছা পথে?
জীবন ডাক দিয়ে যায়, টেনে নিয়ে যায় সময়, তবুও আবেগ
তবুও আবেগ ঝরে বুকের বাম অলিন্দে, আহা কত প্রেম জমা।
তুমি এসো না, মন দেউড়ির খিল আঁটলাম
জানি হারিয়ে যাবে, না ছোঁয়ার পলগুলোতেও আছো সঙ্গে
তোমাকে বন্দি করলাম, হ্যাঁ বন্দি করলাম বুক পিঞ্জরে।
যদি চাও কাছে এসে ছুঁয়ে দিতে, সে আমি চাইনে বাপু
তুমি হারিয়ে যাবে, হারিয়ে যাও, ছুঁতে এসো না চোখে।
কল্প প্রেমী, কল্পতেই যেয়ো মন ক্যানভাসে স্বপ্ন এঁকে
আর রঙধনুর রঙ ছড়িয়ে দিয়ো চোখে মুখে আর মনে
সাতটি রঙের আয়নায় তোমায় দেখে যাবো অবিরত।
আমি ভালোবাসি তোমায়,
বড্ড ভালোবাসি-তুমি তা কি জানো?
(০৪-০১-২০১৭)
০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব পুরোনো বিষয়
না জানলেও চলবে
থ্যাংকিউ সো মাচ
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কল্পনা সত্যি সুন্দর।
সকলের জবীন সুন্দর হোক।
০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কল্পনা সুন্দর
বাস্তব কঠিন
থ্যাংকিউ সো মাচ
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৬
জ্যাকেল বলেছেন: সুন্দর।
০৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫২
মনিরা সুলতানা বলেছেন: এত ভালোবাসা লুকানো ঠিক না,
তারায়তারায় রটিয়ে দিন
০৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কল্পলোকের ভালোবাসা আপি
আমি লিখি আর আমিই জানি
থ্যাংকস এ লট
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪০
ঈশান মাহমুদ বলেছেন: বাহ ! বেশ রোমান্টিক অনুভূতি। মুগ্ধতা।
০৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৮
সেডরিক বলেছেন: প্রেমে বিশ্বাসী নই। তাই ফিকশন হিসেবে ধরে নিয়ে পড়লাম। ভালো লেগেছে। +
০৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও ঠিক তাই। এসব আমার কল্প ভাবনা
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৭
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন। পড়ে ভালো লাগলো
০৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৯
সোহানী বলেছেন: ছবিতে কি তুমি আর দুলাভাই নাকি!!!
০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ তাসীনের বাপ এত রোমান্টিক না। এটা আমিও না তাসীনের বাপও না। আমি আর হেতে থাকলে দুই জন দুই মেরুতেথাকতাম সে আগে আমি পিছনে..... পিছনে থেকে ছবি তুলি এই আর কী
থ্যাংকিউ সো মাচ
৯| ০৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসা কাব্য সাগরসম নাব্য
থাকে নোনাজল যেন গন্দম ফল
যেন সতত নিষিদ্ধ মনুষ্য সমাজে
তবুও অবিরত চলে নদীর মতো
বেদনা বীণা যেন বাজে
তবুও তো সুখ আছে ক্রমাগত দূরে
তবুও যেন কাছে এই বুকেরই মাঝে
হৃদকম্পন হয়ে আছে
হয়না তাই শেষ হোক না যতই কষ্ট ক্লেশ
আহা কতো যে অধিকারে শুধুই তারে চাওয়া
আর কেহ যেন নাহি পায় এই কামনায়
যেন তারে ভালোবাসি ভালো জগত করিয়া আলো।
০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৬
এস সুলতানা বলেছেন: আপু এই কবিতাটা আমাকে দেন তো। কমেন্ট কবসে দিলে কপি করে নিবো।
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন:
অপেক্ষার সিঁড়ি বেয়ে এসে এই যে দু দন্ড,কথা বলে গেলে
তুমি কি জানো, মন সুস্থতার পথে হেঁটে যায় আনমনে
কখনো কি অনুভব করেছিলে-আমি নেই অথবা আছি
বুকের বামে কিংবা দু চোখের তারায় মুগ্ধতার ছবি হয়ে?
তুমি ভালোবেসেছিলে বলেই তো ভালোবাসতে পারি
তুমি বললে অকারণে হেসে দেই, বলো কেনো হাসি!
জানি না কারণ, মন আয়নায় দেখি শুধু তুমি।
তবে নাম দিয়ে দাও হাসি কন্যা- কি দিবে?
এই যে দীর্ঘশ্বাসের ঢেউ, সে দীর্ঘশ্বাস নয়, বুক ভরা সুখ নিঃশ্বাস
স্বস্তি মনের কোণায় কোণায়, ভালোলাগায় ভরপুর সান্ধ্যবেলা।
ভাবলে বেশী, তুমি কাছে নেই! অস্থির সময় কাঁপিয়ে দিয়ে যায়
ভুমিকম্প শিরায় শিরায়-এই যে মাথা ঘুরে গেলো, টের পাও?
তবুও বলছো দূরের তুমি-দূরেই রয়ে যাবে জীবনভর।
আমি তবে নিথর পায়ে আগাই কি করে, সম্মুখের আবছা পথে?
জীবন ডাক দিয়ে যায়, টেনে নিয়ে যায় সময়, তবুও আবেগ
তবুও আবেগ ঝরে বুকের বাম অলিন্দে, আহা কত প্রেম জমা।
তুমি এসো না, মন দেউড়ির খিল আঁটলাম
জানি হারিয়ে যাবে, না ছোঁয়ার পলগুলোতেও আছো সঙ্গে
তোমাকে বন্দি করলাম, হ্যাঁ বন্দি করলাম বুক পিঞ্জরে।
যদি চাও কাছে এসে ছুঁয়ে দিতে, সে আমি চাইনে বাপু
তুমি হারিয়ে যাবে, হারিয়ে যাও, ছুঁতে এসো না চোখে।
কল্প প্রেমী, কল্পতেই যেয়ো মন ক্যানভাসে স্বপ্ন এঁকে
আর রঙধনুর রঙ ছড়িয়ে দিয়ো চোখে মুখে আর মনে
সাতটি রঙের আয়নায় তোমায় দেখে যাবো অবিরত।
আমি ভালোবাসি তোমায়,
বড্ড ভালোবাসি-তুমি তা কি জানো?
(০৪-০১-২০১৭)
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৮
জটিল ভাই বলেছেন:
আমি জাননিনা কিছু, জানেতেও চাইনা,
শুধু জানি আপনি আমার আভী, তাইনা?