নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=স্মৃতিতে প্রিয় ব্লগার নাইম জাহাঙ্গীর নয়ন ভাই=

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯



জাহাঙ্গীর নয়ন ভাইয়ের সাথে কথা হয়েছিল ২০২০ সালে, ব্লগে আবার ফিরে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম , নয়ন ভাই বলেছিল ব্যস্ত উনি, আর লিখতে পারছেন না আগের মত এমন আক্ষেপ। ফিরে আসার প্রতিশ্রুতি দেননি, আর আসেনও নি! কী বিচিত্র আমাদের জীবন। নয়ন ভাই আপনি বলেছিলেন আমাদেরকে ভুলে যান নি.... অথচ চিরতরেই ভুলে চলে গেলেন পরপারে।

তারপর আমিও ভুলে গেলাম আর খোঁজ নেয়া হয়নি। খবরটা শুনে এত কষ্ট লাগলো। চলে তো যেতে হবে সবাইকে। কিন্তু অবেলা কেউ চলে গেলে খুব কষ্ট লাগে। জীবন বড্ড ঠুনকো মনে হয়। নয়ন ভাই গান বাজনা পছন্দ করতেন। আল্লাহ উনাকে মাফ করে দিন দোয়া করি।

জীবন এত ছোট জেনেও আমরা মোহ সাগরে হাবুডুবু খাচ্ছি। প্রিয়জন, কাছের অথবা পরিচিতজনকের একেকটা মৃত্যু আমাদেরকে কাঁপিয়ে দেয় অতঃপর আমরা ভুলে যাই। আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন। তাঁর ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ নয়ন ভাইকে জান্নাতে স্থান দিন এই দোয়াই করি।




©কাজী ফাতেমা ছবি
=এক‌দিন আমরা কত আনন্দ ক‌রে‌ছি=
অতীত দি‌নে আমরা লি‌খে‌ছি ক‌বিতা, গান, ছড়া, ছে‌ড়ে‌ছি তা ব্লগ বাড়ী,
কত মন্তব্যা ক‌রে‌ছি, হে‌সে‌ছি, সুখী হ‌য়ে‌ছি, ব্লগ যেন রসের হাঁড়ি
আহা আমা‌দের সহ ব্লগার একজন নাইম জাহাঙ্গীর নয়ন,
বন্ধু, ভাই,সহব্লগার তুমি করেছো গোর আঁধারে চিরতরে শয়ন!

লিখ‌তে তুমি বিরহ গাঁথা কষ্ট কাব্যা....... শুধু বিষাদ, বিরহ সুর,
চলে গেলে নয়ন ভাই অবেলায় আমাদের হতে দূর বহুদূর,
‌দেখা হ‌তো রোজ ব্লগবাড়ী‌তে, ‌ছিলে সচল ব্লগার তুমি,
জানি না কয় পাহাড় কয় সমুদ্দুর বিষণ্ণতা দখল করেছিল তোমার বুকের জমি।

বিরহ, বিষাদ নি‌য়েই যেন জীবন ছিল তোমার
কে জানে, দুঃখ বেদনাকেই কী ভালোবাসতে বেশুমার!
নয়ন ভাই রেখে গেলে আমাদের জন্য হাহাকার ভরা কবিতা,
আজ বন্ধু তুমি স্মরণে লিখি কাব্য, দেখবে না আর, বেকার সবই তা।

হেরে যাওয়া প্রেমিক ছিলে কী, নেই নি তোমার মনের খোঁজ,
কোন সে ব্যথার অনলে পুড়তে তুমি রোজ রোজ,
চেনা পথ চেনা পরিজন ছেড়ে গেলে হারিয়ে চিরতরে,
দেখতে তো আর পারবে না, তুমি স্মরণে কত কাব্য আমরা
সাজিয়েছি ব্লগ বাড়ীতে থরে থরে।

বিষাদ ঝরতো যখন তোমার কবিতা আর গানে গানে,
যখন ভেসে যেতে সাত আকাশ কষ্ট বানে
আমরা তখন শুভকামনা ক‌রে ব‌লে দিতাম নয়ন ভাই
‌বিতৃষ্ণা হ‌তে বে‌রি‌য়ে আসুন, দেখুন, জীবন কী সুন্দর,
মন সুস্থ ছাড়া এ জীবনের মূল্য নাই।

তোমার তো ছিল সংসার, পরিজন স্ত্রী সন্তান,
নিশ্চয়ই ছিল বাড়ীতে আনন্দ কলতান,
এত মোহ মায়া পিছনে ঠেলে তুমি কেবল বিরহই পুষতে,
তুমি কী তবে তোমার নিয়তিকেই দুষতে!

বন্ধু নয়ন একদা জিজ্ঞাসায় রেখেছিলাম ঠোঁট,
বলেছিলাম আসছো না যে আড্ডাবাড়িতে আনন্দ করতে লোট,
হতাশায় ভরা উত্তর, কবিতা আর আসে না, লিখতে না পারার আক্ষেপ,
এত নিরাশা উফ্ তোমাকে করেছিল কষ্টের ডাস্টবিনে নিক্ষেপ।

চলে গেছো সব বাঁধন ছিঁড়ে এখান হতে অনন্তকালের জন্য
একে একে যেতে হবে আমাদেরও, ভাবলেই বুক শুকনো ধুঁধু অরণ্য,
বেদনায় ভারাক্রান্ত মন আমাদের প্রিয় কবি নয়ন ভাই,
দোয়া করি তোমাকে করুণাময় ক্ষমা করে যেন জান্নাতে দেন ঠাঁই।
(০৮-০১-২০২২)

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫

সাজিদ! বলেছেন: উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। আল্লাহ উনাকে পাপ মার্জনা করে জান্নাতে স্থান দিন।

জাজাকাল্লাহ খাইরান সাজিদ ভাই
ভালো থাকুন

২| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: মহান আল্লা্হ জান্নাত বাসি দান করুন আমিন

০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান

৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৩

জুল ভার্ন বলেছেন: যেসময়টাতে আমি ব্লগে লেখালেখি বন্ধ করে দেই তখনকার ব্লগার ছিলেন তিনি। তাই ব্লগার নাইম জাহাংগীরের কোনো লেখা পড়ার সুযোগ আমার হয়নি। আল্লাহ রাব্বুল আল আমীন মরহুমকে বেহেশত নসীব করুন।

১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভাইয়া তখন আপনি হয়তো ব্যস্ত ছিলেন।

আমিন

জাজাকাল্লাহ খাইরান

৪| ০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৫

জটিল ভাই বলেছেন:
আমার মতামতও জুল ভার্ন ভাইয়ের মতোই। আল্লাহ্ নাইম ভাইকে জান্নাত নসিব করুন।

১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন । জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নয়নের আত্মার মাগফেরাকামনা করছি।

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৬| ০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৬

কালো যাদুকর বলেছেন: মানুষের জীবন বড অনিশ্চিত। অথচ প্রতিনিয়ত আমরা কত কিছুই না প্লান করি। কেউ কি জানে আসলে ঠিক কিভাবে ওনার মৃত্যু হয়েছে? আল্লাহ ওনাকে বেহেশতবাসীর অন্তর্ভূক্ত করুন। আমিন ৷

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি একদম ঠিক। হ্যা জানে তো। সোহানী আপু পোস্টে অন্যদের পোস্ট যুক্ত আছে সেই পোস্টগুলো দেয়া আছে।

উনি হার্ট এটাক করেছিলেন, ভাবছিরেন বুকে ব্যথা । উনার সহকর্মী উনার পাশে ছিল। উনি খালি গায়ে ফ্লোরে শুয়ে বলেছিলেন হাত পা টিপে দে। তারপর বললেন ভালো লাগছে একটু। কিন্তু উনার গায়ে হাত দিয়ে সহকর্মী দেখলো গা ঠান্ডা। তারপর ৯৯৯ এ কল করে এম্বোলেন্স এনে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আপনাকে ধন্যবাদ তথ্যগুলি শেয়ার করার জন্য।

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

৮| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যেতেই হবে, কিন্তু এতো অল্প বয়সে কেন? জানি সব কিছু নির্ধারিত তবুও কারো অকাল মৃত্যুতে কষ্টের পাল্লা ভারি হয়ে উঠে। কিচ্ছু করার থাকে না কারণ অদৃশ্য ইশারায় হাত পা বাধা

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ যার যেমন আয়ূ দিয়েছেন পৃথিবীতে তাকে যেতেই হবে এটাই নিয়ম। তবুও কষ্ট লাগে । তবুও মিস করতে হয় প্রিয়জনদের। আল্লাহ পাক আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন

৯| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৩

সোহানী বলেছেন: ওর স্মৃতি আমাদেরকে অনেক সময় পর্যন্ত বয়ে বেড়াতে হবে।

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু। আল্লাহ উনাকে মাফ করে জান্নাতে স্থান দিন

জাজাকিল্লাহ খাইরান আপু
ভালো থাকুন

১০| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৫

কলাবাগান১ বলেছেন: উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন। দেশপ্রেমিক ছিলেন।

"নয়ন ভাই গান বাজনা পছন্দ করতেন। আল্লাহ উনাকে মাফ করে দিন দোয়া করি।"

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এক সংবাদটুকু জানতাম না
থ্যাংকিউ সো মাচ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: মরহুমের মাগফিরাত কামনা করছি।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া জি ফি আমানিল্লাহ

১২| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: এই ভাইয়াটা ছিলো সহজ সরল আর ভালো মানুষদের এক উদাহরণ।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে জান্নাতে স্থান দিন

জাজাকিল্লাহ খাইরান

১৩| ১০ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:০৪

নেওয়াজ আলি বলেছেন: মানুষ মরে যায় তাকে বাঁচিয়ে রাখে ভালো কাজ এবং ভালো আচরণ

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান ঠিক বলেছেন
নয়ন ভাই ভালো মানুষ ছিলেন
আল্লাহ তাকে মাফ করে দিন

থ্যাংকিউ ভাইয়া

১৪| ১০ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪৬

হাবিব বলেছেন: নাঈম ভাইয়ের মাগফেরাত কামনা করছি

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৫| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হঠাৎ করে চলে যাওয়া এতোটাই কষ্টের সেটা বলে বোঝানো সম্ভব হয়না কখনো।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই, অসময়ের মৃত্যু আমাদেরকে কষ্ট দেয়।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৬| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নয়ন ভাই এখন কেবল স্মৃতি। কি বেদনাদায়ক। ওপারে ভালো থাকুন প্রিয় ভাই।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাকে ভালো রাখুন

আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৭| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: আল্লাহ উনার আত্মার শান্তি দান করুন

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন:
আল্লাহ তাকে ভালো রাখুন দোয়া করি আমিন

থ্যাংকিউ
ভালো থাকুন

১৮| ১০ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৮

নীল আকাশ বলেছেন: আমীন, উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ উনাকে বেহেস্ত নাসীব করুন।

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৯| ১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

খায়রুল আহসান বলেছেন: ব্লগবন্ধু নয়ন কে স্মরণ করে যে কাব্য লিখেছেন, তা উনি না দেখলেও এ ব্লগে রয়ে যাবে আপন উজ্জ্বলতায়। এতজন পাঠক এখানে আপনার সে কাব্য পাঠ করে আপনার অনুভূতির সাথে একাত্ম বোধ করেছেন এবং মরহুমের জন্য দোয়া করেছেন। কাজেই বলা যায়, আপনার এ কাব্য 'বেকার' হয়নি।

শেষের দু'চরণে ব্যক্ত প্রার্থনায় কণ্ঠ মেলাচ্ছি- আমীন!

ওনার যে সহকর্মী বন্ধুটি তার মৃত্যুর প্রাক্কালে পা টিপে দিয়েছিলেন (৬ নং প্রতিমন্তব্য), তার প্রতি সাধুবাদ রইল। তার মঙ্গল কামনা করছি।

১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান এত সুন্দর মন্তব্য জাজাকিল্লাহ খাইরান। আমরা নয়ন ভাইকে স্মরণ রাখবো আজীবন। যিনি গা টিপে দিয়েছেন আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

আল্লাহ ভালো রাখুন আপনাকে ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.