নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
#জীবন_গদ্য
পাশাপাশি আছি, কখনো তিন চাকার ডানায় চড়ে উড়েছি। কখনো পাশাপাশি চেয়ারে বসে রয়েছি, গুনেছি অপেক্ষার পল। কখনো হেঁটেছি পিচ ঢালা পথে। তখনো তুমি ছিলে পাশে আমার। দুজন পাশাপাশি.... নিশ্চুপ, নিস্তব্ধ প্রহর। ঠোঁটে আঁটা খিল।
কথা নেই তোমার মুখে,কথা নেই আমার মুখে। কথা না বলার উৎসবে তুমি উল্টো চাঁদ মুখে কখনো আশেপাশের মানুষ দেখেছো, কখনো প্রাসাদের ছাদে কিংবা দেয়ালে চোখ। আর আমি আঁকুপাকু মন নিয়ে বসে ঝিমুতে ঝিমুতে ঢলে পড়ি নিদ্রার কোলে। আমাকে দেখেছিলো বিষ্ময়ে হয়তো কেউ... চমকে উঠে নিদ্রা টুটিয়ে ঠাঁয় বসে তোমার গা ঘেঁষে, অথচ কতটা নির্লিপ্ত তুমি ছিলে সে আমার মন জানে!
আমি জেনে গিয়েছি সেই যুগ আগে, তোমাকে সব বলা যায় না। তোমার সাথে মনের অগুছালো কথার ভাগাভাগি চলে না! শুধু জোরে নিঃশ্বাস টেনে ছাড়া আর কিই বা করার আছে। তুমি জানতেও পারলে না, এ আবেগি মনের অলিগলিতে কত কথার সমাহার, কত কথার সমুদ্দুর।
প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির যত ঢেউ জোয়ারে ভেসে আসে তার চেয়েও ঢের কথা আমার বুক দুমরে মুচড়ে ভেঙ্গে দিচ্ছে অহর্নিশ। নির্নিমিখ আঁখি পল্লবে কখনো দু'ফোটা অশ্রু ঝুলে থাকে আবেগ ঝরে পড়ার ছলে। কি দুঃসহ সময় আহ্ শুধু হাঁসফাস করে কাটিয়ে দেয়া দীর্ঘ প্রহর, জন্ম দিয়েছি কিছু অগুছালো কবিতা মনছেঁড়া ডায়রির পাতায় পাতায়। সেখানে তুমি আছো শব্দে ছন্দে মাত্রায়। কিন্তু সুখকর কোন কথা তোমায় নিয়ে আজও লিখতে পারিনি।
আমি বড় অসহায়। ক্ষমা করো, মিথ্যে আমার ধাঁতে নেই। অতপর আমি নিরবে কথা ঢেলে দেই নীল ডায়রীর পাতায়। তুমি শুধু একটি নীল গ্লাসে পরিপুর্ণ ব্যথার নীল জল ঢেলে দিলে। আমি চুমুকে চুমুকে ব্যথার নীল বিষ খেয়ে বিতৃষ্ণার নীল জলে ডুবে বসে থাকি কি দিন কি রাত। আর তুমি বা তোমার মনে আমার সম্পর্কে শুধু না বোধক প্রশ্ন ঘোরপাক খায় রোজ রোজ। সে আমি তোমার মুখ দেখেই বলে দিতে পারি।
(১১-০১-২০১৭)
এসব আগের লেখা, তখন দুঃখ ছিল কি ছিল না মনে নাই। নীল গ্লাসের ছবিটা তুলে হয়তো সেটা দেখে লিখে ফেলেছিলাম।
১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত জটিল মন্তব্য ক্যারে ভাই
এত প্যাঁচপোচ বুঝি না
দুঃখ আমার নিত্য সঙ্গী হয়ে যায় মাঝে মাঝে কিত্তাম
থ্যাংকিউ সো মাচ
২| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবির যাদুকর,
গ্লাসের ছবি খুব ভালো তুলেছেন। সত্যি সত্যিই আপনি ছবির যাদুকর। এ বছরটা শুরু হয়েছে হাতে বানানো অনেক অনেক মজাদার পিঠা আর খেজুরের গুড়ের ফিরনি খাওয়া দিয়ে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এ বছর শুরু হইছে পেরেশানি দিয়ে। ডিপার্টমেন্ট থেকে বদলী করছে, এমন এক ডিপার্টমেন্ট যেখানে আমি যেতে চাচ্ছি না।
দোয়া করবেন পেরেশানি যেন কাটিয়ে উঠতে পারি।
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ভাইয়া
৩| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৭
অপু তানভীর বলেছেন: পাশাপাশি থেকেও যদি সব কথা না বলা যায় তাহলে তো দুঃখ থাকবেই । কোন দুঃখবোধ থেকে এই লেখার জন্ম ? সত্যিই কি মনে নেই?
১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই, অনেক কিছু বলা যায় না মুখে, গোপন রেখে দিতে হয়, আর নিরবে কষ্ট পেতে হয়। মন মিলে না তাই ভালোবাসার মেলাও বসে না। জীবন চলছে... আকাঙ্খা, প্রত্যাশার বুকে ছাইচাপা আগুন, সে আগুনে আর দেই না হাত।
দুঃখবোধ তো অবশ্যই অবশ্যই অবশ্যই আছে, তাছাড়া লিখা সম্ভব না। মনে আছে। কিন্তু মানুষ ভুল বুঝে কেবল এজন্য কিছুটা মিথ্যে লিখে দিতে হয়।
৪| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ২:০৭
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
জীবন গদ্য কোথায় ? এ যে জীবন পদ্য হয়ে গেছে বোবা কী-বোর্ডের লেখনীতে!
দুঃখ যদি মনেই না থাকে তবে তা আর দুঃখ কোথায় ? তার কথা ভাবা তো দুঃখবিলাস.......
১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে রাখলে বেশী কষ্ট হয়। তাই লেখার মাঝে ছড়িয়ে দেই মাঝে মাঝে
আজকেও মন অনেক খারাপ
জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ ভালো রাখুন
৫| ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৫
জুল ভার্ন বলেছেন: আপনি সব কিছু গুছিয়ে লিখেন। তবে এই লেখাটা আমার কাছে লেখাটা কিছুটা এলোমেলো এবং অমনোযোগিতার ছাঁইয়া মনে হচ্ছে।
১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখগুলো অগুছালোই থাকুক
থ্যাংকিউ সো মাচ
আল্লাহ ভালো রাখুন
৬| ১২ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও কথামালা সুন্দর হয়েছে।
১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন
৭| ২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জীবনটা এমনই। যাদের কাছে চাওয়া পাওয়া'র আকাঙ্ক্ষা; তারা কখনো বুঝে ব্যক্ত অব্যক্ত মনেত কথাগুলো। ধীরে ধীরে অদ্ভুত নির্লিপ্ততার এক প্রাচীর গড়ে ওঠে সম্পর্কের মাঝে, নিজেদেরই অজান্তে।
জীবন গদ্যে ভালোলাগা রইলো ++++
আমারও এরকম কিছু হৃদয়ের অর্থহীন কথোপকথন নিয়ে কিছু লেখা আছে।
ভালো থাকুন প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। শুভকামনা রইবে সবসময়।
২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু মানুষের মন পাথরের মত হয় অথবা আল্লাহ তাদের সেভাবেই গড়েন। অন্যের আবেগ অনুভূতির মূল্য তাদের কাছে থাকে না, তিনি যতই কাছের আপনজন হন না কেন। এটাও ভাগ্য, সবার ভাগ্যে সব সুখ ছুঁয় না।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অফুরান
ফি আমানিল্লাহ
৮| ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২০
রক্ত দান বলেছেন: গদ্যটাকে পদ্যই মনে হয়েছে।
৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
রক্ত দান করুন
ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫০
জটিল ভাই বলেছেন:
আপনি লিখলেন, পাশাপাশি আমিও পড়লাম। আপনি আশায় থাকলেন আমি প্লাস দিলাম। আপনি চাচ্ছিলেন তাই আমিও মতামত দিরাম। কিন্তু আপনার এই লিখার মাঝে চাওয়াগুলোর কিছুই আমি বুঝলাম না। জানিনা এভাবে কতদিন শত অব্যক্ত কথার ঝুলি নিয়ে আপনি উপস্থিত হবেন। হয়ত আমিও ততদিন এভাবেই পড়ে আমার মন্তব্য দিয়ে যাবো। কিন্তু দিনশেষে পাশাপাশি কাজগুলো করেও হয়তো কিছুই বুঝবোনা। ঐ গ্লাসের মতো যেখানে আপনি দেখবেন নীল,আর আমি দেখবো বিষাদের কালো। তারপরও শুধু এটাই বলবো,
আপনি এমনি করে আরো ভালো থাকুন, ভালো থাকা হোক অফুরান।
সেইসঙ্গে আমাদের জন্যেও আপনি দোয়া করুন, জাযাকাল্লাহু খাইরান।