নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=দূর্নীতিতে ঠাসা তোমাদের মন=

১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৯



©কাজী ফাতেমা ছবি

এত মোটা অঙ্কের টাকা পাও মাস গেলেই,
লক্ষ টাকা বোনাস....... উৎসব পর্ব এলেই,
কোটি টাকায় কিনো ফ্লাট, কোটি টাকায় গাড়ী,
আলোর ঝলমলানি, দামী তৈজসে ভরা বাড়ী।

অনায়াসে হালাল উপার্জনেই তুমি কোটিপতি,
মনে মনে তখনো ভাবো আরও যদি আসে কড়ি কিবা এমন ক্ষতি,
হালাল উপার্জনের মুখে ছাই দিয়ে অন্যায় আনো টেনেই,
কী করে আরও আরও ব্যাংক ব্যালেন্স ফুলাতে পারো
দুর্নীতিতে রাখো পা,পাপ জেনেই!

হাত কাঁপে না, অন্যায়ের পাতায় রাখো দুর্নীতির স্বাক্ষর,
জীবনে শুধু সুখ...... জীবন পাতায় পাতায় আনন্দ মিতাক্ষর,
কী নেই তোমার বলো, বউ বাচ্চা সুখী সংসার,
তবুও তুমি শুধু করে যাও অন্যায়ের অনুসার!

কত সম্মান প্রতিপত্তি, হালাল রোজগারও তো হাতের সন্নিধান
কেনো তবে চাহিদার ব্যাপ্তি আকাশ সীমা, কেনো মনে বৈভবের নিদান,
মন কেন পাখি তোমার মানুষ, মন কেন পাখি,
বিত্ত বৈভবের শাখে উড়ে বসো, কোথায় স্বার্থ সেদিক রাখো আঁখি।

একদিন সব ভেস্তে যায়, সব অর্জন পড়ে যায় অসম্মানের ধুলিতে,
দুনিয়ার দুর্ভাবনা এসে জড় হয় মাথার খুলিতে,
কী করে উৎরাবে বিপদ হতে, তাতেও আঁটো দুর্নীতির ফন্দি,
ও মানুষ মন কেন দুনিয়ার মোহে রাখো বন্দি।

দুদিনের দুনিয়া,
কেনো তবে মোহ স্বপ্ন যাও বুক জমিনে বুনিয়া,
পাপের ফসলে ভরে না মন, পুড়ে শুধু ধিকিধিকি সর্বাঙ্গ,
একদিন সব রেখেই তো হবে তোমার ভবলীলা সাঙ্গ।
(১১-০২-২০২১)


মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৭

ইসিয়াক বলেছেন: মানুষ সব বুঝেও বোঝে না। মোটামুটি ভালো ভাবে বাঁচতে খুব বেশি অর্থ সম্পদের প্রয়োজন নেই।
কবিতা ভালো হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই যার আছে বেশী সে আরও চায়
এত দিয়ে কি হবে।

থ্যাঙকিউ সো মাচ । ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ

২| ১৩ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৬

জ্যাকেল বলেছেন: উপরে যারা আছেন, সিস্টেম তাদেরকে নিচের মানুষদের উপকার করার জন্যই কিন্তু নিযুক্ত রেখেছে। অথচ উপরের লোকেদের হাতে ভান্ড থাকে বলে তারা সবটা উধাও করে নিচের লোকদের জন্য কানাকড়ি ছাড়তেছেন। এই লোভ, এই অন্যায় মানুষের কু-শিক্ষার ফল। এই কু-শিক্ষা সে পরিবেশ থেকে নিয়েছে, আকাডেমি থেকে সে এই বিষয়ে কোন দিকনির্দেশনা পায়নি তাই পরিবেশ/অভিজ্ঞতা থেকে সে আখেরাতের বদলে নস্টের দলেই যোগ দিয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সু শিক্ষাতেও আজকাল কাজ হচ্ছে না। লোভ এমন মন্দ জিনিস। আর শয়তান খাড়া থাকে সর্বক্ষণ। মানুষের ধৈর্য কম। আমাদের দেশের সব বিভাগেই দুর্নীতিতে ঠাসা। কোথায় নেই দুর্নীতি মসজিদেও চলে এমন কমিটির নামে টাকা হাতানোর খেলা।

জাজাকাল্লাহ খাইরান জ্যাকেল ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ১৩ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: দুনিয়া বড় কঠিন জিনিস, কবিতা ততোটা নয়।

অ.ট. আমি আরেকটি কবিতা লিখেছি আজকে।

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। লিখা যায় অনেক কিছু। নিজের জায়গায় ঠিক থাকা কঠিন।

কবিতাখানি পোস্ট করার অনুরোধ জানাচ্ছি

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ১৩ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

রবিন.হুড বলেছেন: কবিতায় সত্য তুলে ধরেছেন। ধন্যবাদ।
লোভ নিয়ন্ত্রণ তো জীবন নিয়ন্ত্রণ
সুখে থাকতে নয় দূর্ণীতিকে নিমন্ত্রণ
যা আছে তাতে সন্তষ্ট থাক
সারাজীবন সুখে থাক
সাদ ও সাধ্যের সমন্বয় যার
কখনো দূঃখ থাকবে না তার
প্রত্যাশা কম করে দান করুন বেশি
সর্বদা থাকুন হাসিখিুশি সুখ নিয়ে রাশি রাশি

১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য মাশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ১৩ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সাজিদ! বলেছেন: দারুন।

শ্রদ্ধেয় আপি, অন্য একটা পোস্টে একটি মন্তব্যে আপনার সায় দেখে এখানে কিছু জিজ্ঞেস করতে আসলাম। গান ইসলামে হারাম, কবিতাকেও নিরুৎসাহিত করা হয়েছে ( আপনার অভিমত কি এই বিষয়ে), এই যে এত চমৎকারভাবে জীবন ঘনিষ্ট কবিতা লেখেন আপনি নিজেও কি মনে মনে ভাবেন কবিতাগুলো লেখা উচিত নয়? ছবি তোলার কথা আরেকদিনের জন্য তোলা থাক।

১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( জি কবিতাকেও নিরুৎসাহিত করা হয়েছে। কবিতা অশ্লীল ভাষায় রচিত হলে সেটা অবশ্যই হারাম । আর কিছু গান বাজনা ছাড়াও গাওয়া যাবে। আর ছবি কী কইতাম সেও তোলা যাবে না প্রাকৃতিক দৃশ্য ছাড়া। কিন্তু আমি তো মানুষের ছবিও মাঝে মাঝে উঠাইয়া লাই। এসব বিষয়ে আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ যেন আমাকে আরও হেদায়েত দেন এবঙ সঠিক বুঝ দেন।

আমার জ্ঞান কম সাজিদ ভাইয়া এ বিষয়ে আপনাকে ঠিক বুঝাতে পারবো না সরি।

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৩

সোবুজ বলেছেন: নীতি কথা বলা সহজ,নীতিবান হওয়া কঠিন।

১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিক, তবুও চেষ্টা করতে হবে। যতটুকু ভালো থাকা যায়

ধন্যবাদ

৭| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৫

জটিল ভাই বলেছেন:
সব বুঝিয়াও অবুঝ এ মন
সব দেখিয়াও অন্ধ,
সব জানিয়াও মনের দুয়ার
খিল আঁটিয়া বন্ধ :(

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৮| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১৭

মনিরা সুলতানা বলেছেন: চরম বাস্তবতা তুলে এনেছেন কবিতায় আপু
কবিতা এমন ই হতে হয়।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু
অনেক ভালোবাসা রইলো
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৬

ওমেরা বলেছেন: বাস্তব কবিতা।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১০| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করি , হারামখোর বলে গালি দেই ।
এদের নিয়ে কবিতাও অসভ্য হওয়া উচিত ।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সভ্যরা অসভ্য হতে পারে না। আল্লাহ এদের হেদায়েত দিন আরও
থ্যাংকিউ সো মাচ ভাইয়া

১১| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভয়ঙ্কর সুন্দর হয়েছে আপু কবিতা।
পোস্টে লাইক। শুভকামনা আপনাকে।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আচ্ছা আপনার গল্পের শেষ পর্ব পড়তে পারলাম না :(

ভালো থাকুন

১২| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯

কালো যাদুকর বলেছেন: জানতাম না হালাল ভাবেই মাসে লক্ষ টাকা আজকাল কামান যায়।

এটাতো ঠিক - আমরা জেনে বুঝেই পাপ করি অনেক সময়।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী বলেন
চাকুরীজীবীদের এক লাখেরও বেশী পড়ে বেতন এখনকার স্কেলে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৩| ১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৫

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম আপা।
সত্যি বলেছেন।
ঐতো কথায় বলে-মানুষ যত পায়, ততো চায়।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া
থ্যাংকিউ সো মাচ

ভালো থাকুন অনেক অনেক

১৪| ১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৭

কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল হয়েছে। ++

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মানুষ

ভালো থাকুন

১৫| ১৪ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩০

জুল ভার্ন বলেছেন: কবিতায় কঠিন বাস্তবতা তুলে ধরেছেন।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:



সত্য - তিন সত্য। ভয়াবহ সত্য কবিতা। +++

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর ভালোবাসা সতত
আল্লাহ ভালো রাখুন আপনাকে
ফি আমানিল্লাহ

১৭| ১৭ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭

ফারহানা শারমিন বলেছেন: ইসিয়াক বলেছেন: মানুষ সব বুঝেও বোঝে না। মোটামুটি ভালো ভাবে বাঁচতে খুব বেশি অর্থ সম্পদের প্রয়োজন নেই।
আমার মনের কথা। সাংঘাতিক ভালো লেগেছে। আপুর জন্যে শুভ কামনা। প্রিয়তে রেখে দিলাম। আমি কি ফেইসবুকে শেয়ার দিতে পারি?

১৭ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু। ইংশাআল্লাহ দিতে পারেন

ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.