নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=দুঃখ সুখের কাব্য-০২=

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯



©কাজী ফাতেমা ছবি
#সকাল_কাব্য
সুর হারিয়ে আমি যেন সুর হারা এক পাখি
সুরগুলো যে হলো অতীত, দিয়ে গেলো ফাঁকি।
যাচ্ছে সময়, জরাজীর্ণ ধরলো আমায় ঘিরে
সুখগুলোকে আনতে ইচ্ছে অতীতবেলায় ফিরে।

যা পেয়েছি অল্প অল্প, যাচ্ছে ধীরে ধীরে
হারাবো ঠিক একদিন আমি, সভ্যতারই ভিড়ে।
কেউ কী আমায় রাখবে মনে, মরে গেলে আমি,
ভাবলে এসব কষ্ট বুকে জানেন অন্তর্যামী।

চোখের আলো হলো আবছা, মনের সাহস হারাই
যাবো একা, থাকবো গোরে; ধন সম্পদ ছাড়াই;
সুর হারালো জানো কী কেউ, মন যে কাঁদে চুপে
আগামীতে আর্শিতে মুখ, দেখবো কোন সে রূপে।

২।
মনের ভিতর সুরের পাখি, কুহু কুহু ডাকে
কী যে সুখের ঊর্মি উঠে মনের বাঁকে বাঁকে।
ভাল লাগে এই যে জীবন, হাসি খুশি ভরা
উচ্ছ্বাস আনলে মনের ভিতর, দূর হয়ে যায় জরা।

বয়স বাড়ুক শত বছর, মন হয়ে থাক্ কুড়ি
ঝুলে যাবে চামড়া তবু, কেউ বলো না বুড়ি।
মনের আয়নায় জীবন দেখি, যতটুকু বাঁচি
সুস্থ যেনো থাকে দেহ, প্রভুর কাছে যাচি।

মুগ্ধতাতে যাক না জীবন, কষ্টগুলো ঝেঁড়ে
সুখ মুগ্ধতা আনবো আমি আকাশ হতে পেড়ে।
আগাবো পথ বুক ফুলিয়ে, জরা দূরে ঠেলে
খামচে ধরুক নীল বেদনা, উড়বো ডানা মেলে।

০৩।
কোন সুরে ডাকো পাখি, ঘুম ভেঙ্গে যায়
প্রভাতের আলো দেখে, মন রেঙ্গে যায়,
জানালাটা খুলে দেখি, আলো খেলে ডালে
পূর্বাশার আলো এসে, ছুঁয়ে দেয় গালে।
সকালের আয়নায়, সুখি মুখ দেখি
হাসিগুলো আহা স্নিগ্ধ, নয় সেতো মেকি,
শীত শীত গায়ে নিয়ে, মনে ছন্দ আঁকি
মিহি সুরে দেখি পিছু, ডেকে যায় পাখি।

ভাগ্য ভালো নব আলো, দেখি তব প্রাতে
আল্লা'র রহম নিয়ে, সুখে মন মাতে,
কষ্ট যত আছে প্রভু, দাও দূর করে
শান্তি এনে দাও তুমি, মম মন ভরে।

শোকর গুজার করি, আমি দমে দমে
সবাইকে নিয়ে যেনো,সুখ খুব জমে।
(১৮-০১-২০১৮)

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪১

স্প্যানকড বলেছেন: আপু মনে কিছু নিবেন না শেষের দিকে প্রভু বানান ভুল হয়েছে। কবিতা ভালো হয়েছে। ভালো থাকবেন।

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ঠিক করেছি ভাইয়া। অশেষ কৃতজ্ঞতা

ভালো থাকুন

২| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৪

জটিল ভাই বলেছেন:
মনের আশা পূর্ণ আল্লাহ্
করুন ক্ষণে-ক্ষণে,
সুখী যেনো হতে পারেন
জীবনে-মরণে।

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার ছন্দে গাথা কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন অনেক অনেক

৪| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগলো। ১ম টি মনে কড়িয়ে দিল নির্মম সত্য; বেলা যে বয়ে যায়...

১৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ। বেলা বয়েই গেল
টেরও পাইনি :(

৫| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০২

শায়মা বলেছেন: সুখ দুঃখ আছে বলেই কবিতারা আছে।

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক আপু।

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকো

৬| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:১৩

মামুinসামু বলেছেন: চোখের আলো হলো আবছা, মনের সাহস হারাই
যাবো একা, থাকবো গোরে; ধন সম্পদ ছাড়াই;
সুর হারালো জানো কী কেউ, মন যে কাঁদে চুপে
আগামীতে আর্শিতে মুখ, দেখবো কোন সে রূপে।

অনেক সুন্দর কথা, কিন্তু আমরা কেউ চিন্তা করি না।
চোখের আলো হলো আবছা, মনের সাহস হারাই
যাবো একা, থাকবো গোরে; ধন সম্পদ ছাড়াই;
সুর হারালো জানো কী কেউ, মন যে কাঁদে চুপে
আগামীতে আর্শিতে মুখ, দেখবো কোন সে রূপে।

অনেক সুন্দর কথা, কিন্তু আমরা কেউ চিন্তা করি না।

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন। তাঁর ইবাদত করার তৌফিক দান করুন
জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ ভালো রাখুন আপনাকে ফি আমানিল্লাহ

৭| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:

কবিতা সুন্দর হয়েছে ।

সুখী জনেরা খুব অল্পতেই দুঃখকে
অনুভব করতে পারে , কারণ তারা
জানেই না দুঃখ জিনিসটা কি
যতক্ষন পর্যন্ত না দুঃখটা
তাদের কাছে দেখা দেয় ?
এরা তাই খুব অল্পতেই
হয়ে পরে দুখি !!!

দুখিরাও খুব অল্পতেই সুখ
অনুভব করতে পারে কারণ
তারাও জানেনা সুখ জিনিসটা
কি, যতক্ষন পর্যন্ত না সুখ
জিনিসটা তাদের কাছে
ধরা দেয়। এরা তাই
খুব অল্পতেই সুখী।

শুভেচ্ছা রইল

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সেটাই দুঃখ না এলে সুখ অনুভব করা যায় না।
আবার সুখ এলে মানুষ ভুলে যায় একসময় দুঃখও ছিল

কী সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ১৯ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩২

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৯| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ০৩টি কাব্য।

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

১০| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.