নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
(কত স্মৃতি ফেসবুকের পাতায় পাতায়, বছর ঘুরে যায়, ফেসবুক নিয়ে যায় অতীতে টেনে। ভালো লাগে অতীতস্মৃতি রোমন্থণ করতে)
১। ছবির ক্যাপশনগুলোও তোমরা নিয়ে যাও নিদ্বির্ধায়-আহা আমার মনের কথাগুলো দিয়ে তোমরা বাহবা কুঁড়াও দেদারসে। ধন্যবাদ দিতেও করোনা কার্পন্য। আচ্ছা তোমাদের মনে কি কথার সুর লহরী নেই? নাকি তোমরা বোবা-তোমাদের কি কীবোর্ড নেই নাকি, আঙ্গুলটাচের এন্ড্রয়েড-তোমরা বুঝি লিখতে পারো না ?
নাকি তোমাদের ভিতরে কোন কথাই জমা নেই-তোমাদের প্রেমিক/প্রেমিকাদের উপহার দাও আমার মনের কথাগুলো কুঁড়িয়ে নিয়ে। বুক পকেটে করে নিয়ে গিয়ে উড়িয়ে দাও তাদের সামনে। আমি বিষ্ময় চোখে শুধু দেখে যাই তোমাদেরকে, মানুষ কতটা সম্মান দিয়ে মন্তব্য করে যায় মন খুলে অথচ তোমাদের মনে একটু দ্বিধাবোধ নেই, না আছে লজ্জ্বা।
যাই হোক, তোমরা তোমাদের অপকর্ম চালিয়ে যেতে পারো, বলব না আর কিছু।আমি আমার কথাগুলো ভাসিয়ে দেবোই এখানে মনের মাধূরী মিশিয়ে।
২। আচ্ছা আপারা/ভাইয়ারা-তোমরা এমন কেনো বলোতো? নিত্য নতুন শাড়ির পসরা সাজিয়ে অনলাইনে ছেড়ে দিচ্ছো। এই আপু/ভাইয়া মনিরা এত লোভ দেখাও ক্যান। এটুকু বিনয় থাকা উচিত তাই না! সময় উড়িয়ে নিয়ে গেছে শাড়ীর প্রহর। সে জানো না বুঝি! আজব! নবম আশ্চর্য্য হলাম এবার!
এখন আর দেহের ভাঁজে হয় না শাড়ি পেঁচানো, সন্তর্পনে আর টানা হয় না আঁচল। রেসের জীবন,থেমে থাকার উপায় নেই। নেই সময় নষ্ট করার মতো সময়। আহা এইতো সেদিন কতটা মুগ্ধতার প্রহর ছিলো। মাথার উপর ছিলো না ব্যস্ততার এক সমুদ্দুর ওজন। রঙ বেরঙের শাড়ি পড়ে ঘুরে বেড়িয়েছি অফিস পিকনিক কিংবা আড্ডায়। সে দিন কি আর আছে? দিন যায় যন্ত্র জীবনে তাল মিলিয়ে হয়ে গেলোম যন্ত্রমানব।
এখন হৃদয়ে নেই উচ্ছ্বাস উল্লাস কিংবা শাড়ি প্রহর। সাজগুজের জীবন সেতো পার্লারে এখন। কে যায় শুনি সময় করে সেই রঙিন অরণ্যে। সাদা কালো যুগের মানুষ রঙিন ভুবনে নেই ঠাঁই। এই সব কথা কি বলে বুঝাতে হয় শুনি! শুনো আপুমনি ভাইয়য়ারা, কোনো একদিন এমন রাগ হবে মনে... যে, তোমাদের অনলাইন শাড়ি মার্কেট পুরোটাই কিনে নিয়ে আসবো। তখন বুঝবে মজা কতো। সেদিন এক আপুকে বলেছিলাম এই আপি এত সুন্দর শাড়ি দেখিয়ে এত্তগুলা লোভ দেখান কেন গো, রেগে গেলে কী উপায় থাকবে ? সব শাড়ি সহ পুরো দোকান কিনে নিয়ে আসবো। কিন্তু আপি তুমি হাসি দিয়ে উড়িয়ে দিলে এমন সম্ভাবনা হাহাহা। ভালো ভালো আপি চালিয়ে যান,আমি আছি সাথেই।
৩। লেডিস ওয়াশরুম-অপেক্ষা! দুটো রুম ভিতর থেকে বন্ধ। ওযু করার অপেক্ষাও সাথে-পায়চারী হরদম..... কে জানতো সহসা বিব্রত মুহুর্ত চলে আসবে সম্মুখে! হাহাহাহা- খুব হাসি পাচ্ছে এখন! ভিতর থেকে বের হয়েই বেচারা ভ্যাবচ্যাকা আমার চোখে চোখ রেখে বলে অহহো এটা কি লেডিস-হুম সরি ম্যাম-আহা সেই লজ্বাবনত,বিনয়াবনত চোখ মুখ আর হাসি দেখে সব ভুলে বললাম ইটস অকে।
দে দৌঁড়-কে আর পায় তাকে হাহাহা-বাছা বড় বাঁচা বেঁচে গেলে আজ হাহাহা। সামনের দিনগুলোতে একটু সাবধানী হয়ো পুরুষ-দরজার উপরে লেডিস লেখাটা পড়তে ভুলো না যেনো !
(৩১-০১-২০১৭)
৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখের কথা আর কী কমু। কত শাড়ী নতুনই পড়ে আছে। সময় হয় না আর পরার। কবে পড়েছিলাম মনেই নাই। অথচ অফিসে আগে অন্তত দুইদিন শাড়ি পরে আসতাম। সময় যথেষ্ট লাগে। কারণ অফিসে সারাদিনের জন্য থাকতে হলে অনেক পিনও মারতে হয়।
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন সাথেই থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন
ফি আমানিল্লাহ
২| ৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১০
জুল ভার্ন বলেছেন: কী অসাধারণ সুন্দর করে লিখেছেন!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: সামনের দিনগুলোতে একটু সাবধানী হয়ো পুরুষ-দরজার উপরে লেডিস লেখাটা পড়তে ভুলো না যেনো !
হুম!!
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৪| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: তিন নম্বর পড়ে তো তব্দা খেয়ে গেলাম আপু হেহেহে
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ মাঝে মাঝে এমন দুর্ঘটনা ঘটে যায়
থ্যাংকিউ সো মাচ
৫| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: আপু শুরুতে ছবিতে কপি পেস্ট কেন বুঝলাম না..
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভার্চূয়ালে সবচেয়ে সহজ পন্থা কপি পেস্ট। এই কপি পেস্টই সহজভাবে চোর'রা লেখা চুরি করে ।তাই কপি পেস্ট
এ থেকে বিরত থাকতে হবে।
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
৬| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:২৭
জটিল ভাই বলেছেন:
ওহে পুরুষ, এবার তোরা মানুষ হ!
(যদিও বেগতিতে পরলে কোনটা লেডিস আর কোনটা জেন্টস দেখার অবকাশ থাকে না!)
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা দেমাগ কি বাত্তি জ্বালাইতে হবে সব সময়
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ভাইয়া
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ঐটা কি কেবলই ইংরেজি লেটারে লেখা ছিল! আমি আবার ইংরেজি কম জানা মানুষ ।
তবে একটা বিষয় নিয়ে আমি খুবই...। 'বিধবা মহিলার পাশে বসে আপোন স্বামীর প্রশংসা করা অনুচিত। কারণ এতে তার কষ্ট বেড়ে যায়।' এখন কথা হচ্ছে, আপনারা যারা এমন সুন্দর সুন্দর শাড়ির পড়ে ছবি আপলোডাইন। এটা কি ঠিক! আমাদের যুবকদের কষ্টের কথা বাদ দিলাম
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে ইতা কিতা কইন ভাইছাব । জীবনেও ফটো আপলোডাই না। কিন্তু চাইয়া চাইয়া দেখি সুন্দরী আপুদে। মেকাপের পাহাড় মুখে নিয়ে আপুরা শাড়ি পরে ছবি আপলোডায় আর প্রশংসায় ভেসে যায়।
যুবকরা দৃষ্টি অবনত রাখতে পারুইন না ক্যারে হুহ
থ্যাংকিউ সো মাচ
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:০৫
স্প্যানকড বলেছেন: আপনার এত টাকা আপু ! পুরা দোকান কিনে নিবেন ! দুদক জানলে খবর আছে সাবধানে থাইকেন। অন্য পার্টি জানলেও বাড়িতে হামলা হতে পারে। শাড়িতে নারী কথাটা কি সত্যি ? ভালো থাকবেন সব সময়।
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাতো কল্প কথা। এত অপচয় করলে আল্লাহ নারাজ হবেন। এমনিতেই আমি অপচয় করি। অনেক জামা কিনি অফিসে কয়েকদিন এক জামা পরে গেলেই আর ভালো লাগে না। বদ অভ্যাস হয়ে গেছে। অবশ্য পুরাতন গুলো বিলি করে দেই।
আসলে মুসলিম নারীদের শাড়ি না পরাই উচিত ।পর্দা মেইনটেইন করা কষ্টকর। আমার আম্মাকে এই দুই বছর হলো মেক্সি পরাই আমরা। কারণ গ্রামে কাজ করতে গিয়ে দেখা যায় শাড়ী গায়ে ঠিক থাকে না।
থ্যাংকিউ সো মাচ
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১১
নেওয়াজ আলি বলেছেন: আপু মেয়েরা এখন শাড়ি কম পরতে চায়। কোনো আচার-অনুষ্ঠানে পরে
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। আচার অনুষ্ঠানেও এখন কম পরে।
থ্যাংকিই সো মাচ ভাইয়া
ভালো থাকুন
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: লেখায় শুধুই ভাললাগা আর তাই +++।
"স্মৃতি " - এক দিকে আনন্দের আবার অন্যদিকে বেদনারও।
" শাড়ীতে নারী " - বরাবরই বিশেষ কিছু।
সব গুলিই জোস তয় "নিম্নচাপ " বড়ই খারাপ । সেই সময়ে বাঘের ও ভয় মানুষ ভূলে যায় আর লেডিজ - পুরুষ দের শৌচাগারের সাইন দেখার সময় কোথায়?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: শাড়ী পরতে সময় লাগে। হাজারটা পিন মারতে হয়। এই ভয়ে শাড়ি পরা বাদ। তাছাড়া দুপুর বাসায় গিয়ে পোলারে খাওয়াইতে হয় কী ঝামেলা
হাহাহাহ নিম্নচাপ উচ্চচাপেও দিমাগ কি বাত্তি জ্বালায় রাখতে হয়
তা না হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে আপনার লেখা বেশী ভালো তাই অনেকে কপি পেস্ট করে ফেলে।
শাড়ির প্রতি আপনার আগ্রহ ও ভালোবাসা থেকে অন্য মেয়েরা অনুপ্রাণিত হতে পারে।
মেয়েদের ওয়াশরুমে ছেলেদের প্রবেশ দেখার পরও আপনি ভালো ব্যবহার করেছেন। অন্য কোন মেয়ে হলে গালিগালাজ করতো। ইহার দ্বারা আপনার সদাচার প্রকাশ পেয়েছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কপি পেস্ট করে যদি অন্তত সংগৃহীত লিখে তাহলেই তো হয়। তাও করে না
শাড়ীর প্রতি ভালোবাসা নারীদের আজীবনই থাকে
সময়ের জন্য পরা হয় না।
আমি মানুষের প্রতি বিরূপ বা খারাপ আচরণ সহজে করতে পারি না।
থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
জীবনের গদ্যগুলো অনলাইনে শাড়ীর পসরা সাজিয়ে রাখার মতোই এই ব্লগেও সাজিয়ে গেলেন।
শাড়ী এখন আর দেহের ভাজে ওঠেনা, ওঠে আলমারীতে! অথচ শাড়ী একটি নান্দনিক আচ্ছাদন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: শাড়ী পরতে সময় লাগে আর ধুইতেও কষ্ট এজন্যই অনেকে শাড়ী পরা বাদ দিছে। মানুষ আইলসা সহজ পদ্ধতি খুঁজে
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওয়াশরুমে ঢুকতে আমি কয়েক বার খেয়াল করি যাতে বিব্রতকর অবস্থায় পরতে না হয়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: গুড।
থ্যাংকিই সো মাচ
ভালো থাকুন
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নারী , শাড়ি আর ওয়াশরুমের বিব্রত অবস্থা অনেকেরই অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়। +++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ঠিক তাই।
ভাবি কি শাড়ী পরে এখনো?
থ্যাংকিউ ভাইয়া
ভালো থাকুন
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: ভালো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪০
বালিশ বলেছেন:
রাজীব দাদা দেখি এখানেও আছেন। ভালো। তা কবি লেখিকা দিদিকে বলি, কপি পেস্ট একটি শৈল্পিক বিষয়। সেটা উপলব্ধি করতে হলে আপনাকে দাদাকে অণুসরণ করতে হবে। নয়তো একটা বালিশ কিনেন। ভাল ঘুম হবে। মাইরি বলছি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আসলেই শৈল্পিক বিষয় তা না হলে আমার লেখা চুরি করে পোস্ট দিলে তারা অন্তত দুই তিনশ লাইক কমেন্ট পায় আর আমি পাই বড়জোড় পাঁচ দশটা
আমি যে বালিশে ঘুমাই সেটাও আরামের আলহামদুলিল্লাহ। সেটা ছাড়তে রাজী নই।
থ্যাংকিউ বালিশ পোস্টে আসার জন্য।
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৫
ইসিয়াক বলেছেন: এই বালিশ নিকটা আবার কে? ভাবছি "তোষক " নিক দিয়ে সামুতে একটা রেজিষ্ট্রেশন করতে হবে হা হা হা।
কুশন, বালিশ,লেপ, তোষক,কাঁথা খাট পালঙ্ক কি যে অবস্থা
জীবন গদ্য ভালো লাগলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আপনি তোষক নামে আসেন আমি সোফা নাম নিয়ে আসমু নে
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৯
জ্যাকেল বলেছেন: আপনার এইটা পড়তে পড়তে মনে হইতেছিল শাড়ির কথা। নারীর মন আসলে শাড়ির মতোই। শাড়ি কাপড় সোজা সাপটা এক পিস কাপড় অথচ উহা যখন পরনে থাকে তখন যে কত পেচকি লাগে তা তখন পরিহিতা নারী নিজেও ভুইলা যায়।