নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
অবাক দৃষ্টি কী যে মিষ্টি
দেখতে লাগে ভালো
ছোট্ট খুকি আদুরে গাল
মুখ কেনো গো কালো?
দেখছো কি-গো সোনামণি
অবাক লাগছে বিশ্ব?
এই দুনিয়া ভারী সুন্দর
মনোহারী দৃশ্য!
যা দেখো তা লাগে ভালো
প্রশ্ন রাখো হাজার;
দৃষ্টি ঘোরাও চারিদিকে
খুশি মনের মাঝার।
মেয়েবেলা তোমার খুকি
আদরেতে ভরা
তোমার জীবন বাবা মায়ের
আহ্লাদিতে গড়া।
ছোট পায়ে রূপার নূপুর
রিনিঝিনি বাজে
সুখের স্মৃতি রাখো তুলে
তোমার বুকের ভাঁজে।
বড় হবে দিনে দিনে
স্মৃতি রবে বুকে
যাক কেটে যাক তোমার খুকি
দিনগুলো এই সুখে।
২।
ছোট খুকু বাবার কাছে
ধরেছে যে বায়না
মাটির পুতুল, বার্বি পুতুল
চায় না কিছু চায় না।
মুখ লুকিয়ে কাঁদে খুকি
যা চায় তাতো পায় না
দিনে দিনে হচ্ছে বড়
তার আদুরে বায়না।
খেলনাপাতি কিনে দিলে
সেগুলো সে নেয় না
চোখের পানি মুছতে খুকি
কাউকেই যে দেয় না।
বায়নাগুলো চুপেচুপে
মনে রাখে তুলে
অভিমানী খুকিকে তাই
রাখে সবাই কোলে!
বলো দেখি সোনা খুকি
তোমার কী যে বায়না?
বলে চুপে, আদর ছাড়া
আর কিছু সে চায় না।
৩।
কুকড়া চুলের খুকু সোনা
গাল দুটো তার ফোলা
তার জন্যি যে আদরগুলো
মনের মাঝে তোলা।
আদর নেবে খুকুমনি?
গাল পেতে দে' দেখি
মুখ ঘুরিয়ে নিচ্ছিস আহা
কী যন্ত্রণা একি!
হলুদ শাড়ি কিনে দেবো
দেব ফুলের গয়না
আদর খেতে নরম গালের
তর যে আমার সয় না।
আয় না কোলে ওড়ে ওড়ে
আদর দিবো শত
খেলনাপাতি দেবো কিনে
মেলায় আছে যত।
(০৬/০২/২০১৮)
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ
মন্তব্যের দৈন্যদশা কান্দনের ইমু কই গেল গা রে
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫১
জুল ভার্ন বলেছেন: চমতকার কাব্য!
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া জি ভালো থাকুন
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২২
রাজীব নুর বলেছেন: শিশুরা আছে বলেই আজও পৃথিবীটা টিকে আছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বাচ্চারা হলো সুখের বিনোদন। বাসায় ফিরলে মন সুখে ভরে যায়।
থ্যাংকিউ সো মাচ
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২১
জাদিদ বলেছেন: আপু, ইন্টারনেট থেকে ছবি ব্যবহার করলে উপযুক্ত রেফারেন্স প্রদান করুন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আচ্ছা ভাইয়া জি।
পিন্টারেস্ট থেকে নিয়েছি
কেবল পিন্টারেস্টের ঠিকানা দিলেই কী হবে
অনেক ছবি অনেক আগের ডাউনলোড করা
ধন্যবাদ
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২১
জটিল ভাই বলেছেন:
মন্তব্যের দৈন্যদশা কান্দনের ইমু কই গেল গা রে....
এই বাজারে আর ভাল জিনিসের মূল্যায়ণ নাই
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই তো পেয়ে গেলাম মন্তব্য। সে আর বলতে
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৪
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
অবাক দৃষ্টি কী যে মিষ্টি ...
আসলেই মিষ্টি একটা কবিতা লিখেছেন খুব সুন্দর
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মুক্তা আপা আপনাকে অনেক দিন পর দেখে ভালো লাগছে। এতই ব্যস্ত যে ব্লগে আসেন না। আপনি ও আপনার পরিবার সুন্দর সুস্থ ও নিরাপদ থাকার দোয়া করি । আল্লাহ ভালো রাখুন।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৯
ফারহানা শারমিন বলেছেন: অনেক ভালো লাগলো আপু। শুভ কামনা রইলো
১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছন্দময় কাব্যে++ ভালোলাগা রইলো।
শুভেচ্ছা জানবেন আপু।