নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» =বসন্ত বেলা= (ছB Bloগ)

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৭

০১। কাঁটামুকুট ফুল



বসন্ত মানেই সুখ শিহরণ মনের তারে। বসন্ত মানেই হইচই সুর কলরব, চারিদিকে সুরসুরাসুর। অন্য রকম ভালো লাগা এই ফাগুন জুড়ে। বাইরে বের হলেই মিষ্টি হাওয়া গায়ে এসে লাগে, কী যে ভালো লাগে।

পথে ঘাটে, অফিস আদালতে সব জায়গাতেই রঙবাহারী ফুল ফুটে থাকে। কখনো হাওয়ায় ভেসে আসে বসন্ত ঘ্রাণ। ঝরা পাতাগুলো পড়ে থাকে গাছের তলায়। পাতাগুলো রঙ হলুদ কমলা সবুজ।

০২। জলে ভেজা রক্তজবা, হাত বাড়িয়ে নিয়ো
এই বসন্তে ভালোবেসো আমায় তুমি প্রিয়।



০৩। রংবাহারী গাঁদার বালা চাই, যদি তোমার মনে আসে ফাগুন
দিয়ো হাতের বালা গলার মালা, পাশে বসে গেয়ো প্রেমের সুর গুনগুন।



০৪। বাসন্তি রঙ গোলাপে রেখে দিলাম মন
একটু ছুঁয়ে দিয়ো, দেখো তাকিয়ে গোলাপী আভা...
সুখ রোদ্দুরে ভরে যাবে তোমার আমার মন উঠোন।



০৫। একেকটি পাপড়িতে লিখে রাখবো প্রেম কাব্য, পড়ে নিয়ো
ছিঁড়ো না সে ফুল..... মনে বসন্ত নিয়ে এসো ভালোবেসো সময় প্রিয়।



= মনে আনো বসন্ত রঙ=
ফড়িংয়ের ডানায় মন রেখেছি,
তুমি তোমার মন রাখো প্রজাপতির ডানায়।
এখানে বসন্তের কোকিল নেই, নেই কুহুতান
তাই বলে কি মন শহরে প্রেম উঠবে না ডেকে!

এখানে কাকের কা কা কর্কশ সুরে প্রেম খুঁজি
তুমি মুখ ফিরিয়ে নিয়ো না, শান্ত হও,
মনের ভিতর পলাশ ফুটাও কিংবা সাদা বেলী
প্রেম আনো মনে সুজন, গুনগুনিয়ে কহ কুজন,
ভালবাসারা হারিয়ে যায় না,
কেবল মন ছুঁয়ে দিতে হয়।

ফাগুনের হাওয়ার কোলে তোমার মন রাখো
হাওয়ার ঝাপটায় আমি ভাসতে থাকি।
এখানে হাম্বরের আঘাতের শব্দে প্রেম ওড়ে যায়
উঁচু ইমারতের বুকে শুয়ে থাকে প্রেম আকাশ...
এখানে শরত আসে না,
আকাশ ঢাকা পড়ে যায় বিষ ধূয়ায়...

যন্ত্রগুলো সাঁই সাঁই করে দাপিয়ে বেড়ায় শহরের বুকে
তাতে কি প্রেম মরে যাবে অবেলায়
না এ হয় না...
তুমি ক্লান্ত হয়ো না, গলে পড়ো না অবষাদে
কিংবা অতৃপ্তিতে দীর্ঘশ্বাসের ঢেঁকুর তুলোনা....
মনে তোমার একটি বসন্ত দিনের বীজ বপন করো
ফুটুক ভালবাসার কৃষ্ণচুড়া কিংবা একটি প্রেম গোলাপ।

সব মরে যাক, ধুলায় মিশে যাক....
কাকে'রা গলা উঁচিয়ে ডাকুক বেসুরা সুরে
যন্ত্রগুলো পিষে মারুক সময়...
ধূয়ায় ছেঁয়ে যাক নীল আকাশটা....
তুমি কেবল তোমার মনের প্রেম মরতে দিয়ো না,
মরে গেলে প্রেম মনের, কিইবা থাকে বল আপন হয়ে
তার চে তুমি তোমার মন প্রজাপতির ডানায় তুলে দাও
আমি বসন্ত দিন মন নিয়ে এখানে ঠাঁয় বসে আছি।

০৬। দুটো ডালে তুমি আমি, এসো ফুল হয়ে ফুটি,
এই বসন্তে ঘুরি ফিরি, ব্যস্ততাকে আর কাজকে দিয়ে ছুটি।



০৭। কাঁটামুকুটের মত করে একটা নাকফুল গড়ে দিয়ো, চাই নাকফুল হেম
কড়ি না থাকলে বুকপকেটে দিয়ো বন্ধু প্রেম।



০৮। ভালোবাসার রঙ লাল
তুমি তাতেই মিলাতে পারো না তাল,
লালকে ভাবো বাসন্তি, বন্ধু মনে তোমার বারোমাসি ফাগুন নাকি?
এই যে নিরামিষ মানুষ তুমি, এসো ভালোবাসি সময় সময় যে আর নেই বাকি।



০৯। গাঁদার বালা, বেলির মালা,
এই ফাগুনে বাড়িয়ে দিয়ো প্রেম জ্বালা;
যদি মুখ ফিরিয়ে থাকিস শালা,
মনে মেরে তালা
তোর নামের উপর বসাবো সিলগালা।



১০। গামারী ফুল রঙের একটা শাড়ি এনো ফেরার পথে,
মনে যদি প্রেম আসে, উঠো বসন্ত হাওয়ার রথে
ফিরে এসো ত্বরা, আর এনো কাঁচের চুড়ি,
এবেলা তুমি হবে নাটাই তুমি হবে ঘুড়ি।



১১। বসন্ত ফুলে সাজিয়েছি চায়ের আসর, তুমি ব্যস্ততা ঠেলে ফিরে এসো মন নীড়ে
এই শুনো না, আমাকে না, বসন্ত হাওয়ায় ধরেছে ঘিরে
ফুরফুরে মন, কী যে হইহল্লা বুকের ভিতর, ভালোবাসার ঢেউ,
এ খবর তুমিই যেন আর যেন না জানে কেউ।



১২। লাল বাসন্তিতে সেজে বসে আছি, অপেক্ষা এক সমুদ্দুর
মন উঠোনে আজ উঠেছে বন্ধু সোনা রোদ্দুর
অথচ ফিরেই যদি বলো, আজ জানি কী,,
আমার সাজুগুজুর মূল্য রইবে না এক সিকি।



১৩। ক্লান্তি ঘিরে ধরলে তোমায়
যদি পড়ে যাও ব্যস্ততার কোমায়,
ফিরে এসো, রঙিন চায়ে ক্লান্তি ঝেড়ে ফেলো
বারান্দায় বসলেই সুখে তোমার মন হবে এলোমেলো।
বসন্ত দিনে ঘুরতে নিয়ে যেয়ো
বলো, কানে কানে ভালোবাসি প্রিয়।



১৪। গোলাপ দিতে বললেই বলো এতে আছে কাঁটা,
কান পেতে শুনো এক সমুদ্দুর কান্না বক্ষ ফাঁটা
উফ! গোলাপের ঘ্রাণে হতে চাই মাতাল
না হয় গোলাপের চারায় ভরে ফেলে মন চাতাল।
তাতে প্রেম ফুল ফুটবে, বড় হবে ভালোবাসার চারা
এই শুনো, বসন্ত হাওয়ায় মন আজ সুখে মাতোয়ারা।



১৫। ঝরা ফুলের পাপড়িতে যেন বিষাদ কাব্য আছে লিখা,
ঝরা ফুল দেখলেই জানো, মনের আনন্দ হয়ে যায় ফিকা;
তুলে দিয়ো হাতে ঝরা ফুল, আমি মনদানিতে রেখে দেব;
এই একটুকরো অবসরে একদিন আমার কথা ভেবো।



১৬। আমি সবুজ লতাপাতা, আর তুমি যেন এক নীল অপরাজিতা
বিষাদে জীবন ভরো, ভাবতে পারি না প্রাণের মিতা;
অপরাজিতা তো সাদাও আছে, আছে গোলাপী, তা হতে পারো না?
মন তোমার পাথর, প্রেমের কাছে তুমি তো একটুও হারো না।



মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ৯ নম্বরে খবর আছে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সরাসরি পারি না কইতে
তাই হয় নিত্য তার জ্বালাতন সইতে
কাব্যতে তার নামে লিখে রাখি দুর্নাম,
সে যে পড়ে না কাব্য, কাব্য লিখে তাই আরাম।

থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৮

জুন বলেছেন: ৯ নম্বর থ্রেট কি তাসিনের আব্বাকে নাকি :-*
হা হা হা পারেনও আপনি কাজী ফাতেমা।
আপনার কবিতায় মুগ্ধ মুগ্ধ
+

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপুরে কারে আর কইতাম, বদ বেডা ছাড়া

থ্যাংকিউ সো মাচ আপু
বসন্তের শুভেচ্ছা
অনেক ভালো থাকবেন

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯

স্প্যানকড বলেছেন: ফুল এবং চা নিয়া বিশাল কান্ড করে বসে আছেন তবুও ভালো পোলাও কোরমা কিছু করেন নাই ! এই ছবিগুলি কি বাসার ছাদের? না, অফিসের ছাদের ? ভালো থাকবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই কান্ড ভালো লাগলেই স্বার্থকতা। ফুলগুলো আমার আগের বাসার ছাদের কিছু আমার বাড়ীর

আপনিও ভালো থাকবেন
থ্যাংকিউ সো মাচ

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৩

মনিরা সুলতানা বলেছেন: কী অপূর্ব সব ছবি,
অনেক অনেক সুন্দর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু
ভালোবাসা ও শুভেচ্ছা রইলো
ভালো থাকুন আপু জি

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৪

জটিল ভাই বলেছেন:
আV, না বলিয়া একখানা ছB চুরি করিয়াছি। আর শেষের ফুলটি আমার ভীষণ প্রিয়। দেখলেই মনটা ভরে যায়।
আর পোস্টের কথা কি বলবো! তবে এটাই আদি ও আসল ছবি ব্লগ। বাকিদেরগুলো নকল ছবি ব্লগ =p~

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অপরাজিতার আরেকটা জাত আছে সেটাও অনেক সুন্দর মাশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান
কমেন্ট লিখতে পারছি না
ঘুমে ধরতাছে
থ্যাংকিউ সো মাচ

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৩০

কালো যাদুকর বলেছেন: ঢাকা শহরে এত সুন্দর সব ফুল ৷ ভাবাই যায়না ৷ ঢাকার বায়ু দুষিত ৷ তবুও সেই বাতাসে কত বাহারী সব ফুল ৷

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই রাস্তাঘাটে বের হলে কী যে ভালো লাগে। সব জায়গাতেই ফুল ফুটে আছে

সবই আল্লাহর রহমত নিয়ামত

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
ধন্যবাদ

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর সুন্দর ফুলের ছবির সাথে
কাব্যকনাগুলিও হয়েছে চমৎকার!
সবগুলিই সুন্দর তবে ৯ নম্বরটি খাসা,
'ড্রামা গার্ল‌‌' নামে কেমেলিয়া জাতের

এই ফুলটি বেলকুনিতে বড় টবে
লাগালে পরে, ঘরে বাইরে তিনার
সাথে বসন্ত বেলায় নাটক জমবে ভাল।
শুভেচ্ছা রইল

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরে মাগো কী সুন্দর গোলাপটা মাশাআল্লাহ। আমার বাসায় জায়গাই নাই যে গাছ লাগাবো
কবে নিজস্ব ছাদ পাবো কে জানে

আপনার সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান কৃতজ্ঞতা
ভালো থাকুন ভাইয়া জি
ফি আমানিল্লাহ

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



দোয়া করি খুব শীঘ্রই
আপনার মাথার উপর
ছাদ উঠুক । আর মনের
সুখে সেথায় হরেক
পদের গাছ গাছালি
লাগান । ভরে উঠুক
তারা বাহারী রংয়ের
ফুলে আর ফলে, আর
তাদের সুন্দর সুন্দর
ছবি সহ কাব্য ঝড়ুক
সামুর ও ফেবুর
পাতা জুরে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন ছুম্মা আমিন। ইংশাআল্লাহ আল্লাহ ভরসা

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.