নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কাব্য কণা (১৪৩-১৫৫)=

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬



১৪৩। বুঝতে কেনো অসুবিধা তোমাদের,সারা দেই কি?
কী-বা প্রয়োজনে ডেকে যাও দিবারাতি!
আমারও কাজ আছে, আছে নিজস্ব পৃথিবী!
সময়ের মূল্য দিতে শিখো,কর্মে হও মত্ত।
ডেকে যেয়ো না আর অবেলায় আর।(#ম্যাসেঞ্জার_ফ্যাক্ট)
১৩-১০-১৭

১৪৪। তুমি হও মাথা ব্যথার কারণ,
আর আইসিকুল, প্যারাসিটামল, চা কফি ওরা হয় ব্যথার তারণ,
বলো ভালোবাসি কারে?
যে ব্যথা বাড়ায়, না যে ব্যথা সারায় তারে!
১১-১০-১৭

১৪৫। এই শহরে যে যার মত হেঁটে যাই,
কে জানে কার মনে কী!
স্বপ্ন ছুঁতে এসে ব্যস্ততার গা ঘেঁষে দাঁড়িয়ে
মানুষ ভুলে যায় আন্তরিকতা আর গল্প প্রহর।
০৭/৮/১৮

১৪৬। চোখের পাতায় ছুঁয়ে দাও বালক,
নরম আঙ্গুল হোক ছেঁড়া পালক।
নাকের ডগার ঘাম দাও মুছে মুগ্ধ হেসে,
চাই শুধু তুমি হরপল আমায় যাও ভালোবেসে।
২২/০৭/১৮

১৪৭। তপ্ত গরমে চাই হীম অনুভূতি-
তিতে কেনো মুখের স্তুতি?
কথায় কথায় ঢেলে দাও বিষ ভিটামিন-
ভালোবেসে বন্দি করবো মনপিঞ্জরে কিন্তু!
সহসা পাবে না জামিন।
২২৭/১৮

১৪৮। হাসতে হাসতে কান্না আসে,
তুমি ছিলে আড্ডায় পাশে,
কত রকম জানো গল্প,
যাও থেকে যাও পাশে অল্প,
হাসলে মন থাকে ভালো,
হাসির আলো,নিত্য মনে জ্বালো।
২০/৭/১৮



১৪৯। হাসলে বলো রিনিঝিনি ভাঙ্গা কাঁচ,
অথচ কথা কও ঝাঁঝা, আগুনের আঁচ।
তারচে ঢের তুমি শ্রাবণ রোদই হও,
ঠোঁট দিয়ে বেরোক আগুন হল্কা, বৃষ্টি হবো আমি।
২০/৭/১৮

১৫০। দাঁত কেলিয়ে হাসো, বললে ভালোবাসি,
এমন হাসি দেখলে-লাগে সন্ত্রাসী,
আর হেসোনা এমন, দাঁতে হবে পোকা,
বুঝলে নাতো ভালোবাসা-ওরে ছেলে বোকা।
১৮/৭/১৮

১৫১। গোলাপের তোড়ায় রেখে দিলাম মন,
ফুল নেবে?
নিয়ো হাতে আর মন সন্তর্পণে রেখে দিয়ো বুকের বাম পকেটে,
চাইলেই পেতে পারো মন ছুঁয়ে প্রেম শিহরণ।
১৭/৭/১৮

১৫২। পান, বট বৃক্ষ, পুদিনা কি পুঁই,
ভালোবাসা আঁকা ছবি জানিস কী তুই,
আমি বলি ভালোবাসা
তুই বলিস গাছে গাছে পাতা ঠাসা,
কী রে তুই, ঠোঁট যেনো বিষের সুঁই।
১৭/৭/১৮

১৫৩। চোখের আয়নায় তোরই ছবি
চোখের কোণায় ভালোবাসা
চোখের তারায় প্রেমের আলো
চোখ ছুঁয়েছিস্ তুই,
চোখের ভিতর দেখ্ তাকিয়ে-ভালোবাসা...
এবার বল্ না! তুই আমার বেলী বকুল জুঁই।

১৬/৭/১৮

১৫৪। মন কী তোমার ভাঙ্গা গীটার,
ঠিক নেই সুর মিটার?
মিয়াউ মিয়াউ করো শুধু,
নাকি সুরে গাও গান,
তোমার লাগি প্রেমে আমার নেই টান,
যাও দূরে গিয়ে গাও গান।
১৫/৭/১৮

১৫৫। ছায়ার আড়ালে থেকে যাও আর বলো ছায়া হয়ে আছি,
ঝোপঝাড়ের আঁড়ালে লুকাও!
তুমি কি জোনাকী?
কেমন যেনো ধাঁধাঁ লাগিয়ে মনে খেলে যাও কানামাছি!
১৫/৭/১৮

ছবিগুলো পিন্টারেস্ট থেকে নিয়েছি

কাব্য কণা (১-১০)
কাব্য কণা (১১-২০)
কাব্য কণা (২১-৩৫)
কাব্য কণা (২১-৪০)
কাব্য কণা (৪১-৬১)
কাব্য কণা (৬১-৭২)
কাব্য কণা (৭৩-৯২)
কাব্য কণা (৯৩-১০২)
কাব্য কণা (১০৩-১২২)
কাব্য কণা (১২৩-১৪২)

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩০

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন! একেবারেই ভিন্নধারার লেখা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
শুভেচ্ছা নিরন্তর

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি কি লিখেছেন আপনিই জানেন।
আপনার এই ধরনের লেখা গুলোর দেশ সমাজ এবং মানুষের কি উপকারে আসবে আপনিই জানেন।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২১

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো।


#সৃজনশীল কাজ করার ক্ষমতা সবার মধ্যে থাকে না। সৃজনশীল কাজ মানুষের মানসিকতার উন্নতি ঘটায়।সেটা নিজের এবং অপরেরও। কিছু কিছু মানুষ নিজেকে উন্নত শ্রেনির ভাবে আর বাকিদের তুচ্ছাতিতুচ্ছ করে । কেউ যদি মনের কিছু জমানো কথা, কবিতা বা গল্পের আকারে প্রকাশ করে শান্তি পায় তাহলে তো কোন সমস্যা দেখি না।
যারা সারাদিন দিন বদল সমাজ বদল বলে গলা ফাটায় তারা সমাজের জন্য কতটুকু করে বা করেছে?

কলম চলুক অবিরাম।
শুভ কামনা রইলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: যে যেমন করে এই দুনিয়ায় তেমনই পায়। অনেক কর্মের ফল আল্লাহ এখানেই হাতেতুলে দেন। কেউ কেউ বেহুশ থাকে বুঝে না। অন্যকে অসম্মান করলে যে নিজে অসম্মান্নিত হতে হয় মানুষ ভুলে যায়।

কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট তার মনেও ফিরে যায়। দেশ জাতীর উন্নয়র করতে করতে হয়রান হয়ে এখন অন্যের পিছনে লেগেছে । তার মন্তব্যের উত্তর দিতেও আমার রুচি হয় না।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন নিরন্তর

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২১

জ্যাকেল বলেছেন: সুন্দর হইয়াছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জ্যাকেল ভাইয়া
ভালো থাকুন

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ আলি ভাইয়া
ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৯

আল আমিন হাসান সাদেক বলেছেন: বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকায় কেনো বসবাস সম্ভব নয়। Antarctica। DURBEEN BANGLA

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইহা কী । কী করিব আমি

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৫

কালো যাদুকর বলেছেন: চমৎকার। ১৪৯ বেস্ট।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া
ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৫

জটিল ভাই বলেছেন:
১৫৬/ ভাই আমার বড্ড সেয়ানা মমিসিঙ্গা পোলা,
মিথ্যা তুমি ক্যান তারে ভাবো আলা-ভোলা।
তোমায় ভাল বাসে ভীষণ তাই করে মিয়াউ-মিয়াউ,
খবর তোমার হবে আভী ধার উঠলে ভোঁতা দাউ!

১৫৭/ আভী তুমি ভাঙ্গা বাঁশি, দুভা ভাঙ্গা গিটার,
তাইতো এতো বছর করছো ভাঙ্গাচুড়া সংসার।
ভাগ্য ভালো দুভা তোমায় বড্ড বাসে ভাল,
নইলে কবেই এসব নিয়ে মুখ করিতা কাল!

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে আলাভোলা, জ্বালাইয়া পুড়াইয়া জীবনডারে আংরা কইরায়ালছে
হেতেরে গাইড়াআলবাম কুইট্টয়ালবাম

ভাঙ্গাচোড়া সংসারই বলতে গেলে :(

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৮

শায়মা বলেছেন: এই যে ছবিতা আপুনি
তোমার কবিতার বই কই?

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বই এবার বের করি নি আপুনি

আগামীতে ইংশাআল্লাহ বের করবো
ভালোবাসা নিয়ো ফি আমনিল্লাহ

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর না দিয়ে ভালো করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.