নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
জন্ম তোমার গরীব ঘরে, তাতে কী যায় আসে;
কর্ম তোমার হলে ভালো, বন্ধু পাবে পাশে,
বাসবে ভালো মানুষ তোমায়, রাখবে বুকে ধরে
শান্তি পাবে খুঁজে তুমি, তোমার মনের ঘরে।
জন্ম ধনী ঘরে-যদি, কর্ম না হয় ভালো,
জীবন জুড়ে আসবে নেমে, কেবল আঁধার কালো,
বাসবে না কেউ ভালো তোমায়, এই দুনিয়ায় মাঝে
দুঃখ কষ্ট হবে জমা, বুকের ভাঁজে ভাঁজে।
জন্ম তোমার মধ্যবিত্ত, কিংবা নিম্নবিত্তে
কর্ম মন্দ হলে- জীবন.. ষোলো আনা মিথ্যে,
ভালো কর্ম বয়ে আনে, জীবনজুড়ে সুফল
কর্ম মন্দ হলে তোমার, জীবনটাই নিস্ফল।
জন্মে তোমার নয় পরিচয়, কর্ম হলো খাঁটি
কর্ম ভালো পরকালে, পাবে জান্নাত মাটি
মন্দ কর্ম এই দুনিয়ায়, যাও করে যাও যদি,
পাপের বোঝা মাথার উপর, কষ্ট নিরবধি।
কর্ম ভালো করলে তোমার, জন্মে কী যায় আসে,
দেখবে, মানুষ সুখের তরে, তোমায় নিয়ে ভাসে
অনন্তকাল থাকবে তুমি, মানুষেরই মনে
পরকালে শান্তির নিয়ে, থাকবে সুখের সনে।
মন্দ কর্ম করো তুমি, বংশ নামীদামী,
তুমি মানুষ এই দুনিয়ায়, হলে বিপথগামী,
মরলে মানুষ করবে স্মরণ, তোমায় ঘৃণায় ভরে
পাবে আযাব আখেরাতে, কষ্ট গোরের ঘরে।
(১৩-০৭-২০১৯)
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সু্ন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৮
পাঁচ-মিশালি বলেছেন: ইসলামে কবিতা লেখা হারাম
পবিত্র কোরআনে কবিদের বিভিন্ন বর্ণনা সমৃদ্ধ ‘আশশুয়ারা’ নামের একটি সূরা আছে।
তাতে আল্লাহ তাআল ইরশাদ করেছেন, ‘কবিদের যারা অনুসরণ করে তারা বিভ্রান্ত। আপনি কি দেখেন না যে, তারা মাঠে ময়দানে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং এমন কথা বলে যা তারা করে না। তবে তাদের কথা ভিন্ন যারা ঈমান আনে ও সৎকাজ করে এবং অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে। অত্যাচারীরা অচিরেই জানবে কোন স্থানে তারা ফিরে আসবে। (সূরা আশশুয়ারা, আয়াত ২২৪-২২৭)
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৯
জটিল ভাই বলেছেন:
সত্যকথা কিন্তু তিতা আর বাস্তবতা,
দুনিয়াতে এখন শুধু টাকায় কয় কথা।
টাকা থাকলে জন্ম কর্মের হিসাবে কে করে?
ঐ পারেতে কি হইবে, তার ধারই কে ধারে?
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য ।মানুষ মৃত্যুকেই ভুলে থাকে। আল্লাহ আমাদের হেদায়েত দিন। সঠিক বুঝদান দিন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
কথাই তো আছে - জন্ম হোক যথাতথা,কর্ম হোক ভালো।
বেশ ছন্দ নিয়ে ছড়াটি । সাথের ছবিটিও অনবদ্য!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো কর্ম যারা করে তাদের জন্য আল্লাহ দুনিয়াতেই অনেক ভালো রেখেছেন। মানুষ অনুভব করতে পারে না তাই বিপথে চলে যায়।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো মন্দের ছন্দ বন্ধন
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সোহেন ভাইয়া
ভালো থাকুন
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০০
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ইহকালে ভালো কর্ম করে পরকালের শান্তি কাম্য ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো কাজ করলে দুনিয়াতেও এর সুফল পাওয়া যায় আখেরাতে তো বটেই
থ্যাংকিউ সো মচা
ভালো থাকুন তানীম ভাইয়া।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০৫
ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৯
জ্যাকেল বলেছেন: উপদেশ মুলক কাব্য কিন্তু সমস্যা হইতেছে লোক উপদেশ দেখলেই দৌড়ে পালায়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। সত্য কথাও তো মানুষের সহ্য হয় না। এ কারণে আমার আশেপাশের মানুষ দেখতে পারে না
অনেক ধন্যবাদ ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন মাইদুল ভাইয়া
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সরকারী চাকরী করলে আমিও কবিতা নাম দিয়ে এরকম ''অখাদ্য'' লিখতে পারতাম। আফসোস।
চালিয়ে যান। ব্লগে কিছু আবুল আছে। আপনাকে 'চমৎকার হয়েছে'', ''খুব সুন্দর হয়েছে'' ইত্যাদি কথা বলে আপনাকে ভাসিয়ে দিবে। যার ফলাফল শূন্য।
দরকার নেই আমার মন্তব্যের উত্তর দেওয়ার।
১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অখাদ্য লিখতে চলে আসছি। আশাকরি অখাদ্য গোগ্রাসে গিলবেন
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৩
সোনালি কাবিন বলেছেন: @ ইস্লামিক নলেজ, এসব কীরে ভাই!!
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪২
জুল ভার্ন বলেছেন: কবিতায় চমৎকার বক্তব্য তুলে ধরেছেন।