নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=রাজীব নুর প্রতিনিয়ত আমার পোস্টে যাচ্ছে তাই মন্তব্য করেই যাচ্ছে=

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮



আমি রাজীব নুরের বাড়া ভাতে ছাই দিয়েছি? আমি কখনো তার পিছনে লেগেছি। তার পোস্ট পছন্দ না হলে আমি তার পোস্টে যাই না। অহেতুক উল্টা পাল্টা বললে হয়তো তার মন খারাপ হবে। মানুষ আমার কথার দ্বারা কষ্ট পাক এ আমি কখনো চাইনি বা চাই না।

আমি সরকারী চাকুরী করি এটা আমার জন্য আল্লাহর রহমত। আর আমি তো একা সরকারী চাকুরী করি না। যেখানে আল্লাহ তাআলা যার রিযিক রেখেছেন সেখানেই তাকে রিযিকের ব্যবস্থা করে দিয়েছে। আমি চাকুরী করি এটা আমার অপরাধ? অনেক দিন যাবত রাজীব আমার পোস্টে গিয়ে এমন অহেতুক মন খারাপ করা মন্তব্য করে।

আমার যোগ্যতা অনুযায়ী আমি লিখি, ব্লগ আমাকে সে স্বাধীনতা দিয়েছে। এখানে হিংসার করার কী আছে? আমি কী কখনো কারো সাথে হিংসাত্মক আচরণ করেছি। কাউকে মনে কষ্ট দিয়েছি। উনার মন্তব্যের উত্তর দেই না। তবুও উনি বারবার আমার পোস্টে গিয়ে আমাকে কটু কথা বলে কষ্ট দিচ্ছেন, সত্যিই এখন অফিসে এসে মনটা খারাপ হয়ে গেছে। মানুষের মনে কষ্ট দিলে যে কী হয় মানুষ সেটা বুঝে না। অভিশাপ মুখ দিয়ে দিতে হয় না। মানুষের মনে কষ্ট গেঁথে গেলে সেটা আল্লাহ্ পাক দেখেন। তাকে এই দুনিয়াতেই কোনো না কোনো ভাবে হেনস্থা হতে হয়।

উনি এতটাই হিংসা করে আমাকে, উনার মন্তব্য থেকেই বুঝা যায়। প্লিজ আপনারফ কেউ এই বদ লোককে বলেন আমার পোস্টে না ঢুকতে। তার সাথে কথা বলতেও রুচিতে বাধে।

আমার পোস্টে সম্মান্নিত ব্লগাররা মন্তব্য করেছেন । লাইক করেছেন। রাজীব সবাইকে আবোল বলেছে। আমার সাথে সাথে আমার পাঠককেও সে অপমানিত করেছে। তার এমন আচরণ কখনো কাম্য নয়।

০১।


০২।


০৩।


০৪।


০৫।


০৬।


©কাজী ফাতেমা ছবি
অন্যের মন ভেঙ্গে দিতে গিয়ে তুমিও ঠকেছো, সে কী তুমি বুঝতে পারো?
ভাবছো মানুষের মনে কষ্ট দিয়ে জীবন তোমার সুখে পোয়াবারো?
কথার ইট মেরেছো ছুঁড়ে, ভাবছো সে আর ফিরবে না? কষ্ট বুমেরাং হয় সে জানো?
নিজের দোষ ত্রুটি খুঁজো না, অন্যের উপর দোষের পাহাড় বয়ে আনো!

তোমার মেধাকে কেউ তুচ্ছতাচ্ছিল্য করলে, বলতো, কেমন লাগে?
নিজের চুল অথবা যে বললো তার চুল ছিঁড়তে ইচ্ছে জাগে?
তুমি যা পারো না, তা কেন অন্যের উপর দাও চাপিয়ে,
এমনও কথা কয়ে দাও, মানুষের মনের ভিত দাও কাঁপিয়ে।

তুমি কী জানো? মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান কথা?
তবে কেন অন্যের মন ভেঙ্গে করো খান খান অযথা;
এত হিংসা পুষো মনে, মনে এত দ্বিধা দ্বন্দ্বের হুড়োহুড়ি,
মিথ্যে কথা, অন্যকে হেয় করে করতে নেই তো তোমার জুড়ি।

তুমি ভাবছো, অন্যকে তুচ্ছতায় রেখে তুমি সেজে থাকবে জ্ঞানী,
তোমাকে সবাই চিনে, সবাই জানে, সে আমিও জানি;
তোমার ব্যবহার তোমার বংশের পরিচয়ই সে আনে বয়ে,
মরে যাবে তোমার এমন চরিত্র দুনিয়ায় যাবে রয়ে।

মানুষ ঘৃণাতে করবে স্মরণ একদিন, বলবে সে মন্দ লোক,
তোমার পরিচিত জন তোমার জন্য করবে না প্রকাশ শোক,
মনটাকে পঁচিয়ে কী পাচ্ছো এই দুনিয়ায়, খুব বুঝি সুখ?
একদিন এক সমুদ্দুর বদনাম এসে দাঁড়াবে তোমার সম্মুখ।

তুমি কী জানো? যে যেমন করে তেমনই পায়, কর্মফল অনুযায়ী,
কর্মফল দুনিয়াতেও পেয়ে যেতে পারো, সেজন্য তুমিই দায়ী;
সময় যতটুকু এখনো বাকি, শুধরাও নিজেকে, ভালো হও,
মানুষকে মানুষের মত থাকতে দাও বাপু, তুমি তোমার মত রও।

মানুষকে সুখী অথবা হাসাতে পারে ক'জন
এই দুনিয়ায় স্বার্থ ত্যাগে কতজন হতে পারে মানুষের সুজন,
ভালো হতে গেলে চরিত্রটাকে পাল্টাতে হয়, ভুলগুলো হয় শুধরাতে,
শুনো, অন্যের মনে কষ্ট দিলে, একদিন তুমিও কাঁদবে
এমন তিক্ত কথার আঘাতে।

মন্তব্য ৫৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই লোকটা আমার চেয়েও বিরক্তিকর!



২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিই বলেন এমন মন্তব্য কাহাতক সহ্য হয়। আমি কখনো কাউকে কষ্ট দিতে চাই না বলে চুপ থাকি। তারপরও কী বিরক্তিকর কান্ড ঘটিয়েই যাচ্ছে।
ধন্যবাদ আপনাকে

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ নাম্বারে উনি উনার মতামত জানিয়েছেন। উনারে মনে হয়েছে আপনার কবিতায় গভীরতা নেই, এটি উনি বলতেই পারেন।
সাথে সাথে আপনার তোলা ছবির প্রসংসা করেছেন।
৫ নাম্বারে একটি প্রশ্ন করেছেন। এটাও উনি করতেই পারেন।

১ আর ৫ এ আমি কোনো দোষ দেখি না।
বাকি গুলিতে উনার গুরুরপ্রভাব পরিষ্কার প্রকাশ পাচ্ছে
আমার মতে ঐগুলি অশোভন মন্তব্য।

সম্ভব নির্দিষ্ট কোনো ব্লগারের মন্তব্য করার ক্ষমতা আপনি বন্ধ করতে পারেন আপনার পোস্টে। একটু খুঁজে দেখেন পান কিনা অপশনটি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনার মতামত সব সময় নেগেটিভ

মন্তব্য বন্ধ করি না কখনো। তবে চাইবো যেন অহেতুক মন্তব্য কেউ আমার পোস্টে না করে।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬

মোহাম্মদ বাসার বলেছেন: ওনাকে আবার খতনা করিয়ে দিতে হবে। ইনি সম্ভবত বৃদ্ধ শিশু।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কে জানে। সে তার মত থাকুক গা। আমার সাথে লাগতে আসে। শুধু শুধু ....।

ধন্যবাদ আপনাকে

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৯

হাসান মাহবুব বলেছেন: চাঁদ্গাজী সিনড্রোম। লেখা ভালো না লাগলে সেটা অবশ্যই বলতে পারে। তার সাথে চাকুরি, অফিস এসব টানা ব্যক্তিগত আক্রমনের শামিল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চাঁদগাজীও আমাকে এমন বিরক্তকর মন্তব্য করেননি যেমন রাজীব করতেছে। ব্যক্তিগত আক্রমণেরও একটা সীমা আছে

ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তাই বলতে গেলাম দেখেন তার পক্ষ হয়ে মানুষ কত কিছু বললো :(
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রাজীব নূর ভাই ভাইয়ের অদ্ভুত এক গুণ আছে।

তিনি ব্লগারদের ভালো পরামর্শ দেন। আর, বাজে মানুষদের চিনতে পারেন।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: এই মন্তব্য গুলো সে করছে বিদ্বেষ থেকে । তার যত চুরিগিরি ধর্ম নিয়ে আজেবাজে পোস্টে আপনি তার বিরুদ্ধে ছিলেন । এটা সে মনে রেখেছে । এই কারণে এমন হিংসাত্বক মন্তব্য করে চলেছে । তিনি সহ আরও কয়েকজন এমন কাজ করে !
লেখার সমালোচনা করতে যোগ্যতা লাগে । কবিতা কিংবা গল্প বোঝার মত মানসিক যোগ্যতা রাজিব নূরের নেই । সামুতে আজ পর্যন্ত রাজীব নূরকে কোন যুক্তিসংগত মন্তব্য করতে দেখেছেন কি? এটাও নেই । সারা জীবন পোস্ট করে এসেছে কপি পেস্ট করে । মন্তব্য করে এসেছে পোস্ট না পড়েই । এদের কাছ থেকে আপনি আর কি আশা করবেন !

মনে রাখবেন ফুলের বাগানকে ছাগল মুক্ত করতে বাঁশের বেড়া দেওয়া প্রয়োজন !

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের সাথে আর কথাই বাড়াবো না। থাকুক, মানুষ বুঝে কে কেমন চরিত্রের। এজন্য বার বার খোঁয়াড়ে বন্দি হয়।

জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ভাইয়া

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:








ব্লগার শাইয়্যানের টিউশনি-কে আপনি যেভাবে গালি দিয়েছেন, সেটা অন্যায় ছিলো।




এই গানটি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন-----

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্য বলে লাগে কেন এত। আপনি আবার নাম নিয়েছেন সত্যপথিক ।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: সত্য বলে লাগে কেন এত। আপনি আবার নাম নিয়েছেন সত্যপথিক ।


সত্য বললে লাগে কে বললো! রাজীব নূর ভাই যে আপনার কবিতাকে দূর্বল আর অখাদ্য বলেছেন, তিনি যে সত্য বুঝেছেন সেই সত্যটা তো আমি স্বীকার করেই নিয়েছি!!! :P

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২

অর্ক বলেছেন: আপু, আপনি আমার প্রিয় ব্লগারদের একজন। যেমন সুমন কর, সনেট কবি ফরিদ উদ্দিন আহমেদ, সদ্য প্রয়াত নাইম জাহাঙ্গীর নয়ন, আরও দুয়েকজন আছে। প্রথম থেকে আপনার মন্তব্য পেয়ে আসছি। এখানে ব্লগিঙের অভিজ্ঞতা থেকে জানি যে, ব্যক্তিগত জীবনে আপনি কঠোরভাবে ধর্মীয় অনুশাসন, শরিয়ত মেনে চলেন। কিছুদিন আগে সদ্য প্রয়াত ব্লগার নাইম জাহাঙ্গীর নয়নকে নিয়ে বলতে গিয়ে কোথাও আপনাকে বলতে দেখেছি যে, "গানবাজনা নিয়ে ছিলো। আল্লাহ মাফ করুক।" তারপর থেকেই ভাবছি যে, ব্লগিঙে নারী পুরুষের এরকম মন্তব্য বিনিময় না আপনার জন্য পাপ গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। ক'বছর আগে ওয়াজ মহফিলে জনৈক সুফি ধার্মিক পরহেজগার ইসলামে পণ্ডিত আলেম ব্যক্তিকে পরিষ্কার বলতে শুনেছি যে, অদরকারে বেগানা নারী পুরুষের কথা বলা ইসলামে নাজায়েজ, পাপ। বিভিন্ন সময় আরও দুয়েকজনকে বলতে শুনেছি। ইউটিউব ফেসবুক টিকটিক বিদআতি, পাপ, নাফরমানি ইত্যাদি। মোটা দাগেই সলামের খেলাপ। একাধিক মানুষের বলাতে আমার মনে হয়েছে যে, কথায় সত্যতা আছে। ব্লগিংয়ে বেগানা নারী পুরুষের অনেকক্ষেত্রে এইসব অদরকারে মন্তব্যের আদানপ্রদানও খুব সম্ভবত অনৈসলামিক। শরিয়ত অনুযায়ী পাপ গুনাহের পর্যায়ে পড়ে। এ ব্যাপরে ইসলামে পণ্ডিত ওলামা মশায়েখ সুফি আলেম ওলেমাদের কাছে গেলে, আমি শিওর তারা আপনাকে এ কথাই বলবে যে, ব্লগিংয়ে এই যে আমাদের এই নারী পুরুষদের কথোপকথন। অনেকক্ষেত্রেই যার কোনও প্রয়োজন নেই। তা আমাদের অজান্তে পাপের কারণ হয়ে উঠছে নাতো! কি বলেন আপু? মানুষের বিশ্বাসকে আমি খুব সম্মান করি। কথায় আছে, মানলে দেবতা না মানলে পাথর। যাই হোক আমি আপনার ব্যাপারে সন্দিহান। আমি নিশ্চিত যে, ওরকম কেউ আপনাকে বুঝিয়ে বললে ব্লগিং অনৈসলামিক ভেবে আপনি অনুতপ্ত হতে পারেন। কারণ আপনি অতিমাত্রায় একজন ধর্মভীরু পরহেজগার মানুষ। আমি এসব বিশ্বাস করি না। সুতরাং মাথা ঘামাই না। কিন্তু আপনার ক্ষেত্রে তো তা নয়।

প্রাসঙ্গিক মন্তব্য বলতে চাই যে, প্রথম মন্তব্যেই আপনার উচিৎ ছিলো তাকে বলা যে, "আমি আমার সীমাবদ্ধতা জানি। আমার লেখা ভবিষ্যতে পড়ার কষ্ট করার দরকার নেই। ভেবেই লজ্জা পাচ্ছি।" তারপরও যদি একইরকম বিরক্তিকর মন্তব্য করে তাহলে অনতিবিলম্বে কমেন্ট মডারেশনে। ওটা করলে ব্যাপারটা সেখানেই শেষ হয়ে যেতো। আপনাকেও আর এতো ব্যস্ততার মধ্যে এসব নিয়ে সময় নষ্ট করতে হতো না। আমি হলে তাই করতাম। একই কথা আমি আমার নিজের ব্যাপারেও বলবো, আমি যদি কারও এরকম বিরক্তির কারণ হই, আমাকেও অনতিবিলম্বে ব্লক করা হয়। এটা আমার জন্যে বরং শিক্ষণীয় হবে। আগামীতে সাবধান হবো, এরকম পরিস্থিতি আর যাতে না হয়।

অনেক ধন্যবাদ ও সম্মান। অনেক অনেক শুভকামনা থাকলো। আমার মনে হয়, আমার আগের কোনও লেখায় একটি প্রতিমন্তব্য আপনাকে আহত করে থাকতে পারে। সেটা ভেবে এতো কথা বলা এখানে। জীবন খুব ক্ষনস্থায়ী। কাওকে কোনওরূপ আহত না করে যথাসম্ভব খুশি ছড়িয়ে বাঁচতে চাই।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৪

মোগল সম্রাট বলেছেন: পাব্লিক প্লাটফর্মে যখন কোন কন্টেন্ট পোষ্ট করবেন সেখানে শুধু পজেটিব কমেন্ট আশা করবেন সেটা তো হয়না। নেগেটিভ কমেন্টও আসবে এটা স্বাভাবিক। এখানে নিদ্দিষ্ট কাউকে মন্তব্য করতে নিষেধ করাও বেমানানও বটে। সমালোচনাও নিতে হবে ।

১৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তো নেগেটিভ কমেন্টের কথাবলিনি
উনি ব্যক্তি আক্রমণ করেছেন। সমালোচনা নরম ভাষায়ও করা যায় রে ভাই

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: উনি ব্লগের পরিবেশ নষ্ট করার উস্তাদ।লেখা চুরির দায়ে কিছুদিন আগে ধরা খেলেন।তাকে আবার ব্লগে দেখছি!
সামুর মডারেটরদের কি এদিকে নজর কম।

১৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনি আপাতত জেনারেল হয়ে আছেন।

আপনাকে ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২১

ইসিয়াক বলেছেন: কিছু কিছু মানুষের স্বভাব কখনোই বদলায় না। এরা অযথা খোঁচাখুঁচি করে আনন্দ পায়।পোস্টে সমালোচনা হতে ই পারে। কোন কবিতা বা গল্প কারও ভালো না লাগতে ই পারে।একজন লেখকের সব লেখা মানসম্মত হয় না।সেক্ষেত্রে সমালোচনা গঠনমূলক হলে সমালোচনাকে অবশ্যই স্বাগতম। তাই বলে মানুষের কর্মজীবন, ব্যক্তি আক্রমণ কখনই কাম্য নয়।

আপু আপনি লেখা চালিয়ে যান। সবচেয়ে বড় কথা আমরা কেউ প্রফেশনাল লেখক নই। মনের আনন্দে লিখি আর পড়ি।

#এই ধরনের মানুষগুলোর মন থেকে হিংসা বিদ্বেষ দুর হোক এটাই কামনা করি।
শুভকামনা রইল আপু।

১৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আমার পাশে থাকার জন্য জাজাকাল্লাহ খাইরান
অনেক অনেক ভালো থাকুন
আবার ফিরে আসছি
লিখে যাবো ইনশাআল্লাহ।
ভালো থাকুন

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৩

জুল ভার্ন বলেছেন: খুবই দুঃখজনক।

২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমর্থনের জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিবাদ জানাচ্ছি।
আপনার লেখা উনার ভাল না লাগলে উনি ইগ্নোর করতে পারেন।
ব্যাক্তি আক্রমণ কখনো কাম্য নয়।

২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান লিটন ভাইয়া
অনেক ভালো থাকুন

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্যপথিক কে এই পোস্টে অতি উৎসাহি অবস্থায় পাওয়া গেছে, এর হেতু কি বুঝলাম না!

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: একই পথের পথিক এরা

অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: আমি প্রথমেই ব্লক করে রেখেছি , সেটা নিয়েও পোস্ট দিয়েছে ।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১

ঢাবিয়ান বলেছেন: গুরুর যোগ্য শিষ্য। ইগ্নোর করেন আপু । গুরু মনে হয় আশা দিসে যে আম্রিকায় যেতে হেল্প করবেন =p~

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার বিষয়ে রাজিব নূরের ধারণা সঠিক নয়। আমি আপনার লেখার একজন ভক্ত। যে অখাদ্য খায় তার নিকট সুখাদ্যকে অখাদ্য মনে হয়।

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: অর্ক, আপনি দেশী অল্পশিক্ষিত হুজুরের কথা শুনে ইসলামকে জানবেন না গবেষনা করা ইসলামিক স্কলারের বক্তব্য শুনে ইসলামকে জানবেন তা একান্তই আপনার সিদ্ধান্ত। দয়া করে আপনার ব্যক্তিগত মতামত অন্যের উপড়ে চাপাবেন না। এটাও এক প্রকার ব্যক্তিগত আক্রমনের সামিল।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৩

ঈশ্বরকণা বলেছেন: কাজী ফাতেমা ছবি,
কি আর করবেন বলেন ! এই রকম ব্লগার থাকবেই । সবাইকেই বলার স্বাধীনতা দিতে হবে সেটা ঠিক না মনে হয় । বলতে পারার যোগ্যতাওতো থাকতে হবে নাকি ? শিষ্টাচারের সীমা অতিক্রম করলে তাকে ব্লক করার অধিকার আপনার আছে। গত কিছু দিনের পোস্ট দেখার পরে সত্যপথিক শাইয়্যান আপনাকে ন্যায় অন্যায়ের জ্ঞান দিচ্ছে সেটাও অবাক আর হাস্যকর লাগছে ! ব্লগিং করার মতো মন মানসিকতা এর আছে সেটা ভাবাই কষ্টকর। যাহোক বর্ষীয়ান আর পুরোনো ব্লগার শাহ আজিজের মন্তব্য খেয়াল রাখুন।

২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৩

সোনালি কাবিন বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্যপথিক কে এই পোস্টে অতি উৎসাহি অবস্থায় পাওয়া গেছে, এর হেতু কি বুঝলাম না!

২. রাজীবের যদি আপনার কবিতা পড়ে বিরক্তই লাগে ( যা সে নিজেই বলেছে), তাহলে বার বার আপনার কবিতার ব্লগে বেহায়ার মত ঘুর ঘুর করে কেন?

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার পরিচয় আছে। খুবই সরল ভালো মনের একজন মানুষ। আমার অনুজ ভ্রাতৃপ্রতিম বটে। চোখের সামনে একজনকে অন্ধ অনুকরণ করতে গিয়ে বেপথে চলে গেল। বিষয়টি মানতে কষ্ট হচ্ছে।আপু আপনারা দুজনেই আমার খুব প্রিয়। ভাইয়ের চিত্তের বিক্ষিপ্ততার অবসান ঘটুক। একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান শালীনতা ফিরে পাক-কামনা করি।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
কারো কমেন্ট পছন্দ না হলে বা বিরক্তিকর মনে হলে একাধিক অপশন আছে।

কমেন্ট মুছে দিতে পারেন, কাহিনী শেষ।
লোকটাকে খুব অপছন্দনীয় হলে পার্মানেন্ট ব্যবস্থা হিসেবে তাকে ব্লক করতে পারেন।
আপনি কিছুই করছেন না, বরং এনজয় করছেন। স্ক্রিনশট নিয়ে কাটাকুটি করে অনেক সময় ব্যয় করেছেন। পোস্ট দিয়েছেন কমেন্টের উত্তর দিয়েছেন নিন্দুকদের বকাবাদ্য করে এনজয়ই করছেন। আমার সেটাই মনে হচ্ছে।
ধন্যবাদ ভালো থাকবেন।

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



আসলে, ব্লগার রাজীব একজন ভালো ব্লগার; কোন কারণে রেগে গিয়ে এই ধরণের ভুল মন্তব্য করছেন; আশাকরি, উনি নিজের ভুল বুঝতে পারবেন।

ব্লগার "ঢাবিয়ান" ও "পদাতিক" সাহবে বলছেন যে, ব্লগার রাজিব আসলে উনার "গুরু"র খারাপ প্রভাবে পড়ায় ইহা করছে; আপনি এই ২ জন বিজ্ঞ-ব্লগারের থিওরী যদি মানেন, রাজিবের উপর রাগ করা ঠিক হবে না; বরং উনার গুরুকে ধোলাই করা ঠিক হবে।

২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজীব নুর কি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে? ভাবগতিক দেখে তো তাই মনে হচ্ছে। মেরে দেওয়ার ধান্দা!

২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এমন একজনের জন্য সুস্থতা কামনা করে দোআ মাহফিল আয়োজন আয়োজন করা হয়েছিল বেশ কিছুদিন আগে । এক্জ্যাগ্লি কোন গডের আওতায় দোআ চাওয়া হবে বোঝা যাচ্ছিল না । শেষমেষ সর্বধর্মদলীয় প্রাথনা করা হয়েছিল ,কিন্তু সেটা যে কোনো জায়গাতেই পৌছায়নি সেটা শিওর হওয়া গেল ।
এনিওয়ে ...গেট ওয়েল সুন ।

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৯

স্প্যানকড বলেছেন: আপনি নানান অপশন আছে এপ্লাই করেন না কারণ মানুষের মনে কষ্ট দিতে চান না ঠিক কিন্তু কেউ অমানুষ হলে ? ঘরের ময়লা ফেলতে ঝাড়ু পিছা ভেলচা লাগে আর ডিজিটাল প্লাটফর্ম এ ব্লক নামে অপশন আছে। উহা কি আপনি দেখেন না ? আপনার চক্ষু পরীক্ষা করান আর দয়া করে এসব কান্নাকাটি বন্ধ করেন। অপশন খুলে রাখছেন মন্তব্য করার আবার এখন শুরু করছেন আজাইরা প্যাঁচাল ! দুনিয়া সহজ জায়গা নয়। এখানে মন্দের সংখ্যা বেশী। এত দরদ মায়া থাকলে সামনে বিপদ আছে। তসলিমার ভাই বেফাঁস কিছু যে লিখে নাই আল্লাহর কাছে শুকরিয়া করেন। এরপরও যদি মন্তব্যের অপশন তার জন্য খোলা রাখেন বলবো দয়া করে সামু ছেড়ে দেন। ভালো থাকবেন আপু। মনে কিছু নিবেন না।

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৫৬

বিষন্ন পথিক বলেছেন: ব্লগার সাসুম সাহেবের মন্তব্য মিস করছি এখানে

১৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তো উনাদের মত এত জ্ঞানী ব্যক্তি না গুরুত্বপূর্ণ না
উনারা এখানে আসবেন না

ধন্যবাদ আপনাকে

২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আজীব পোস্ট! আপনার পোস্ট উনার ভালো লাগেনা সেটা সরাসরি বলছে। ছবি তুলার হাতের প্রশংসাও করছেন। সহমত ভাই/বোন না হ ওয়াটাই কি উনার অপরাধ? সমালোচনা সহ্য করার মনোভাব আপনার থাকবে এটাই প্রত্যাশা।

৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৬

জটিল ভাই বলেছেন:
কমেন্ট করতে এসে কতিপয় কমেন্ট দেখে কমেন্ট করার রুচিই হারিয়ে ফেললাম। তাদের ভাষ্যে বলি, এভাবে সমালোচনা করা যদি দোষের না হয় তবে আমিও তাদের সমালোচনায় এটুকু বলতে চাই, "ব্যক্তি আক্রমণ যাদের কাছে সমালোচনার নামান্তর তারা আমার চোখে ব্যক্তি তথা মানুষ নয়!"

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কতজনই পক্ষপাতিত্ব করলো। এরা রাজীবের অনুসারী।

আপনাকে ধন্যবাদ অনেক অনেক
ভালো থাকুন

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে হয় আমার এই পোস্টটি ব্লগের পাতা থেকে সরিয়ে আমার পাতায় রাখা হয়েছেএই এই পোস্ট এতই গুরুত্বহীন?

চুরি করা পোস্টগুলোই ব্লগের জন্য গ্যুরুত্বপূর্ণ। বাহ

ব্লগে না আসলে আমি মরে যাব না
আল্লাহ ভরসা

৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখজনক। আশাকরি রাজীব নুর এরপর থেকে আপনার সাথে ভালো ব্যবহার করবেন।

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪

জটিল ভাই বলেছেন:
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে হয় আমার এই পোস্টটি ব্লগের পাতা থেকে সরিয়ে আমার পাতায় রাখা হয়েছে এই এই পোস্ট এতই গুরুত্বহীন?
চুরি করা পোস্টগুলোই ব্লগের জন্য গ্যুরুত্বপূর্ণ। বাহ
ব্লগে না আসলে আমি মরে যাব না
আল্লাহ ভরসা


বিষয়টা গতরাতেই আমার চোখে এসেছে। ভেবেছিলাম আপনি ধরতে পারবেন না তাই বলে কষ্ট বাড়াইনি। এখন যখন জেনেই গেছেন তবে বলছি, এই হচ্ছে সমালোচনার অবস্থা। আপনি আত্মরক্ষার্থে সমালোচনা করলে তা ব্লগের নীতিমালা বিবর্জিত। আর যদি কেউ আপনাকে ব্যক্তি আক্রমণ করে তবে তা সমালোচনা। ভালতো। ভালো না?

ব্লগ কর্তৃপক্ষের অনেক দুর্বল দিক আছে। এখন যদি সেসব নিয়ে পোস্ট করি তবে তখনই তা ড্রাফ্ট করে দেবে। এমনকি আমাকে জেনারেল করে দেবে বা ব্যানও হয়ে যেতে পারি। কর্তৃপক্ষ নিজে সমালোচনা সইতে পারেন না, আবার সমাচনা সইবার শিক্ষা দেন। ভালোতো। ভালো না? দেখবেন আমার এই কমেন্টিও হয়তো মুছে দেবে।

ফেইসবুকে আপনার করা পোস্টে যেসব মন্তব্য এসেছে সেগুলোও অবজারভেসন করছি আর মানুষ চিনতে পারছি। ভালোতো? ভালো না?

গতকাল আপনার পোস্টটি প্রথম পাতায় না দেখে ভেবেছিলাম যে, হয়তো ড্রাফ্ট করে দিয়েছে। কিন্তু পরে দেখলাম আপনি ভাগ্যবতী যে প্রথম পাতা হতে শুধু সরিয়েছে। যদিও এই সরানোর পিছনে আমার যুক্তি তথা সমাচনা হচ্ছে ব্লগ কর্তৃপক্ষ হাতেগুনা কিছু মানুষের সমালোচনা সইতে পারেন না। আবার তাদের সমালোচনা যদি আপনি না সইতে পারেন সেটা আপনার সমস্যা। ভালতো। ভালো না?

জানিনা সমালোচনা সইতে দীক্ষা দেওয়া কর্তৃপক্ষ এই সমালোচনাসমৃদ্ধ কমেন্টের জন্য আমার কি হাল করবে। তবুও শেষে আপনার মত করেই বলবো আভি,

ব্লগে না আসলে আমি মরে যাব না
আল্লাহ ভরসা

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ...
শোনো ছবি রাণী ঘোষ,
এরই নাম ব্লগ সে যদি না বোঝো
এ স্রেফ তোমারই দোষ।

হ্যা গো ছবি রাণী দাস,
তুমিও কম না, সুযোগে তুমিও
দিয়ে এসো চামে বাঁশ।

ও গো ছবি রাণী রায়,
কথা বলা শেখো, রিপ্লাইও শেখো
ব্লগে বাঘে ছাগু খায়।

জ্বী হ্যা ছবি রাণী শীল,
জানতেও হবে গুটোবে কোথায়
কটুকে সুতোর ঢিল।

না গো ছবি রাণী নাথ,
ইটের বদলে পাটকেল দিও
আঘাতের প্রতিঘাত।

জেনো ছবি রাণী গুপ্ত,
'হাকা' যা বলেছে আমারও সে কথা
হয় ব্লক নয় চুপ তো।

বুঝো ছবি রাণী বড়ুয়া,
ব্লগখানি এক যুদ্ধ ক্ষেত্র
ব্লগ নয় অত ঘরোয়া।

দেখো ছবি রাণী গোমেজ,
অযথা নাচন মোটে ভালো নয়
নাচনে হারায় ইমেজ।

শেখো ছবি রাণী খান,
লড়াই করেই টেকার এ ব্লগ
হেথা বৃথা অভিমান।

ও হে ছবি রাণী মির্জা,
যা দেখো আপন কপট সবাই
মুখে হরিহর পীর যা।

প্রিয় ছবি রাণী কাজী,
যা বলেছি আমি বুঝোনি কিছুই
এক কোটি টাকা বাজী। /:)

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: বোন আমি স্যরি।
আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

আমি বুঝতে পারিনি আমার মন্তব্য আপনাকে আহত করবে। তবে আপনি যদি একবার বলে দিতেন, আমার মন্তব্য আপনার পছন্দ না তাহলে আমি কোনো মন্তব্য করবো না।
যাই হোক আবারও বলছি আমি স্যরি।
ভালো থাকুন। সুস্থ থাকুন। আনন্দ নিয়ে ব্লগিং করুণ। আমি আর আপনার পোষ্টে মন্তব্য করবো না।

৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজিব নুর ভাইয়ের দুঃখ প্রকাশের পরে আর কোন কথা থাকেনা।
ছবি,কি করি,রাজিব দা, সত্য পথিক আসেন কোলাকুলি করি।

৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @গিয়াস উদ্দিন লিটনঃ

তোমার কথায় প্রভাবিত হয়ে
ছুটে যাই খোলাখুলি,
'ও ছবি' 'ও ছবি' বরফ গলেছে
এসো করি কোলাকুলি।

ছবিদি কি বলে জানো?
বদ লিটনের কাছ থেকে আগে
'কোলাকুলি' সনদ আনো!!

'হেদায়েতউল্লাহ' বাণীও শোনালো
শুনি পিষে দাঁতে দাঁতে;
অবাকও হয়েছি কোলাকুলি দেখে
রাজীব নুরের সাথে!!



৩৮| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সবাই আপনাকেই সমর্থন করছে। তাই আপনি ফিরে এসে আবার লেখা শুরু করুন। ব্লগে কিছু উপদ্রব সৃষ্টিকারী ব্লগার থাকেই। এগুলিকে গুরুত্ব দিবেন না।

শুভ কামনা। আল্লাহ ভরসা।

৩৯| ১২ ই মার্চ, ২০২২ রাত ৮:৪৬

খায়রুল আহসান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "ব্যাক্তি আক্রমণ কখনো কাম্য নয়"।
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "রাজিব নুর ভাইয়ের দুঃখ প্রকাশের পরে আর কোন কথা থাকেনা"।
গিয়াস উদ্দিন লিটন এর দুটো মন্তব্যের সাথেই একমত।

এই পোস্টের পর আপনি আর নতুন কোন পোস্ট লিখেন নাই। এই পোস্টেরও অনেকগুলো মন্তব্যের উত্তর দেন নাই। হয়তো মনে গভীর দুঃখ পেয়েছেন বলে নীরব রয়েছেন। কিন্তু একজন লেখকের, কবির, চিত্রশিল্পীর কলম বা ক্যামেরা বন্ধ রাখা কোন ভাল কথা নয়। এতে মানসিক চাপ বাড়ে, শরীরও অসুস্থ হয়ে পড়তে পারে। এ ব্লগে আপনার অনেক শুভাকাঙ্খী আছে। তাদের কেউ কেউ আপনার এ পোস্টে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের কথা মেনে নিয়ে আপনি পুনরায় পোস্ট লেখা শুরু করুন।

অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইজান। আপনাদের এমন মধুর বায়না সত্যিই আমি আপ্লুত। আমি কিছু চাই না মানুষের ভালোবাসা ছাড়া। ব্লগে আবার চলে আসছি। আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

আমার এখন ব্যস্ত সময় ছেলে ইন্টার পরীক্ষা দেবে আগস্টে। দোয়া করবেন।

ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.