নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
#একবার_মুগ্ধ_হতে_শিখো
১।
তুমি ভালোবাসি শব্দ'টা মেকিপনা ধরে নাও
তাই বলা হয়নি ভালোবাসি
তুমি ধরে নাও প্রেম বলতে কিছু নেই
তাই আমাদের মাঝে প্রেম নেই।
তোমার কাছে জীবন চলে শুধু প্রয়োজন মাফিক
এখানে উচ্ছ্বাস থাকতে নেই
নেই উল্লসিত জীবনের রিনিঝিনি হাসির ফোয়ারা!
তাই মুখোমুখি হলেই আমাদের ঠোঁটের হাসি ফুরিয়ে যায়।
তুমি প্রয়োজন বিধায় খেয়ে নাও
তুমি শার্ট প্যান্ট টাই ব্যবহার করো ভদ্র হতে হবে তাই
তুমি চোখে সূর্য চশমা লাগাও রোদে চোখ পুড়াবে না বলে;
তোমার কাছে আকাশের বিবর্ণ রংটাই বেশী পছন্দের- মনে হয়।
অতঃপর কখনো বলিনি ভালোবাসি
তুমি ভড়কে যাবে
চোখগুলো গোল গোল করে তাকিয়ে থাকবে;
কখনো বলিনি এসো প্রেম করি
তুমি বিড়বিড় করে তিতে বাক্য ছাড়বে তাই,
তোমার চোখ কপালে উঠে যাবে বলে বলিনি
এসো ভালোবেসে ছুঁয়ে দেই দুজন দুজনার মন।
২।
যাক বাবা, মনে স্বস্তি পেলাম
তুমিও বুঝো সময় বেশীদিন নেই,
চলে যেতে হবে- সেদিন তোমার মুখ ফ্যাকাশে ছিল
আমি তোমার মুখে ভয় দেখেছিলাম।
শুনো-পাপড়ি ঝরে যায় যেমন ফুলের সময় হলে
তেমনি শিশু সুলভ চামড়াও কুঁচকাবে
ঝুলে যাবে চোখ, আবছা আঁধারী পথ হবে চলার।
এই যে হন্তদন্ত ছুটে চলা....
বুক পকেটে ভালোবাসার বদলে কড়ি জমানো প্রহর
সে কোন কাজে আসবে বলে মনে হয় না........
শেষ বিকেলে তুমি হবে সব হারানো মানুষ একা।
তুমি তো এখন দুপুর রোদ্দুর-ঝাঁঝা অগ্নি তেজ
তুমিও ভাবো চলে যেতে হবে-বাব্বা!
অথচ এটুক বুঝোনা...
যেটুক সময় হাতে পেলে
সেটুক সময় কিভাবে উচ্ছ্বাস কুঁড়াতে হয়!
শুধু হাহাকার কুঁড়ালে
সুদে আসলে ফেরত পাবে দেখে নিয়ো!
একদিন এসব থেকে মুক্তি পাবে যেমন তুমি এবং আমিও
জলের আয়নায় মুখচ্ছবি যেমন আঁকাবাঁকা
তেমনি জীবন ছবিটাও হবে বিবর্ণ।
বুঝলেই যদি জীবন ক্ষয়ে যাবে বেলাশেষের খেলায়
হারতে হবে, মৃত্যুদূতের কাছে....
এবার তবে নতজানু হও, ভালোবাসো সময়;
সময়ের বুকে বিছাও সুখের চাদর
মুগ্ধ হও, আকাশ দেখো.....স্বচ্ছ নীলে রাখো মন;
উদার হও তুমি, চলো সমুদ্দুরে যাই!
নীল জলে পা ছুঁয়ায়ে আসি,
যাবে?
(১৩-০৩-২০১৭)
এগুলা ফেসবুক মনের করিয়ে দেয়, লিখার কী কারণ মনে নাই।
ছবিগুলো এই সাইট থেকে নিয়েছি
১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ ভাইয়া। কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি।
২| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা,
কবিতা বলতে আমি যা বুঝি এক নং তাই হয়েছে।
আপনার সার্বিক সফলতা কামনা করি।
১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ।
৩| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৫
ইসিয়াক বলেছেন: জ্বী আপু ভালো আছি। নতুন গল্প দিয়েছি। পড়ার আমন্ত্রণ রইলো।
১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ পড়বো অবশ্যই
৪| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৮
জুল ভার্ন বলেছেন: বাহ চমতকার কবিতা!
ওয়েলকাম ব্যাক।
১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ
৫| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০১
জ্যাকেল বলেছেন: আহাঃ ফেসবুক মন। হাঃহাঃহাঃ
১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ আসলেই মন বুড়ো হলো না। ফেসবুক ফেসবুক মন রয়েই গেল বুকের ভিত্রে।
তবে ফেসবুক ভালোই লাগে,
আলহামদুলিল্লাহ। আজ তিনটা উপহার পেয়েছি।
দুটি উপহার ফেসবুকের চা গ্রুপে চায়ের ছবি পোস্ট করে প্রতিযোগিতায় পুরুষ্কার পেয়েছি।
পেয়েছি একটা গেঞ্জি, একটা চায়ের কাপ আর দুটো বই, একটা কবিতার আরেকটা রবীন্দ্রনাথের চোখের বালি।
আর বরই গিফট পেয়েছি শ্রদ্ধেয় ব্লগার বন্ধু হতে। ইমেইল চেকনা করার কারণে বরই আনতে দেরী হইছে আর সব বরই পঁচে গেছে । তবুও আমি খুশি অন্তত কেউ না কেউ আমাকে আন্তরিকতার সাথে বন্ধু বোন হিসেবে ভালোবাসে।
৬| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১১
কালো যাদুকর বলেছেন: ছবিপা,
১ নং টি বেশ হয়েছে। গভীর ভালবাসা অব্যক্তই হয় ৷
২নং জীবনবোধ সময়েই পরিণত হয়।
অনেক ধন্যবাদ৷
১৪ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
শায়মা বলেছেন: চারিদিকে কত মুগ্ধতা আবারও কত মুগ্ধ হতে বলো???
তাছাড়াও কাজকামও তো আছে। সমুদ্দুরে গেলে চলবে???
নাহ সমুদ্র দেখি তোমাকে শান্তিই দিচ্ছে না আপুনি !
যদিও মনের কথা কবিতায় বলে ফেলে শান্তি আছে।
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপু সমুদ্র আমাকে শান্তি দিচ্ছে না। তবে দেখ কত কত বছর আগে থাইকা তাসীনের বাপরে কই সমুদ্রে নিয়া যাইতে যায় না, কী বদ লোকরে বাবা। আচ্ছা যাউগ্গা
কিন্তু কেউ কেউ মুগ্ধ হতে চায় না। মানুষ কেমন করে এত পাথর সময় পার করে কে জানে।
থ্যাংকিউ সো মাচ আপুনি। ভালো থেকো
৯| ১৪ ই মার্চ, ২০২২ ভোর ৫:৫৮
সোহানী বলেছেন: চমৎকার আপুনি ............
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপুনি
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
১০| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ নং বেশি সুন্দর।
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
১১| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩০
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
শেষ বিকেলে তুমি হবে সব হারানো মানুষ একা। নিদারুন সত্য।
তাই, কি হবে মুগ্ধ হতে শিখে ? জীবন যদি ক্ষয়েই যায় বেলা শেষের খেলায় তবে কি হবে ভালোবেসে, নীল জলে পা ডুবিয়ে রেখে ?
কবিতা ভালো হয়েছে।
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এরা শিখে না। পাথর মানুষ হয়েই থেকে যায়। আনন্দ উপভোগ করার ক্ষমতা সবার থাক না।
এত সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা সতত
ফি আমানিল্লাহ
১২| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৩
খুশিতে বলেছেন: শিরনামে লজিকাল এরর আছে।
যে মুগধ হতে শেখেনি এমন ব্যাকতি প্রীয় হবে কেন?
বাবু খাইছো গানটা শুনে মনে যে ভাবের উদয় হয়েছিলো আপনার ছোটগল্পটি পড়ে সেই একই ভাবের পুনোরুদয় হলো। চালিয়ে যান।
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: তবুও প্রিয়
কারণ কিছু প্রিয়দের ছেড়ে যাওয়া যায় না। প্রিয় বলে মনটারে শান্ত রাখা আর কী।
বাবু খাইছো গান কখনো শুনিনি
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
১৩| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৬
খুশিতে বলেছেন: মেলায় আপনার বৈ কত নমবর ষ্টলে পাওয়া যাবে?
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আছে
বিদ্যানন্দ স্টলে ৩২০ নম্বর স্টল সোহরাওয়ার্দী চত্বরে
১৪| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর আপু !
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
অনেক অনেক ভালো থাকুন
ভালোবাসা আর শুভকামনা রইলো
১৫| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০২
মিরোরডডল বলেছেন:
প্রথম কবিতা ভালো লেগেছে লাস্ট লাইনটা ছাড়া ।
ওটা অন্যরকম হতে পারতো খাই শব্দটা না হয়ে ।
সেকেন্ড কবিতা শেষাংশটুকু বেশী ভালো লেগেছে ।
থ্যাংকস ছবিপু ।
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা আপু ওটা চেঞ্জ করে দিচ্ছি। এইতো সম্পাদনার কাজ হয়ে গেল। আসলে নিজে লিখে সংশোধন করা কঠিন।
থ্যাংকিউ সো মাচ
অনেক ভালো থাকো।
১৬| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৮
রানার ব্লগ বলেছেন: ঠিক কতোটা মুগ্ধ হলে
ধরে নেবে আমি মুগ্ধতার সিমারেখা অতিক্রম করেছি
মুগ্ধতা প্রকাশের সর্বচ্চ চেস্টার ফলাফল
আমার দুই চোখের দুই কোনা স্থায়ী ভাবে প্রসারিত
দুই ঠোটে ঝুলে আছে দ্বীর্ঘ হাসির প্রতিচ্ছবি
যা দিয়ে দু তিনটা টুথপেস্টের বিজ্ঞাপন তৈরী হয়ে যাবে
কিংবা বানিজ্যকরনের এই যুগে কোন দোকানের বিল বোর্ডের মডেল হতে পারি
আমি মুগ্ধ হে সখা
ঠিক ততোটাই ঠিক যতোটাই তুমি চাইছো
যতোটা আমার সামর্থ আছে তার উর্ধে ।
১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে বাহ্ অনেক সুন্দর হয়েছে। অসাধারণ
থ্যাংকিউ সো মাচ রানা ভাইয়া
ভালো থাকুন
১৭| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৩
তারেক ফাহিম বলেছেন: ব্যস্ততা সকল মুগ্ধতাকে গিলে খাচ্ছে।
শুধু হাহাকার কুঁড়ালে
সুদে আসলে ফেরত পাবে দেখে নিয়ো! এটা কি অভিশাপ? তবে অভিশাপ হলেও কি এটাইতো চরম সত্য।
একদিন এসব থেকে মুক্তি পাবে যেমন তুমি এবং আমিও
জলের আয়নায় মুখচ্ছবি যেমন আঁকাবাঁকা
তেমনি জীবন ছবিটাও হবে বিবর্ণ। ।
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকেই এমন নিরামিষ জীবন পার করে দেয়। খাওয়া দাওয়া আর ঘুম টিভি দেখা এই যেন তার পৃথিবী। অথচ পৃথিবী কত সুন্দর সে অনুভব করতেই পারে না।
থ্যাংকিউ সো মাচ সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকুন ভাইয়া
১৮| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৭
মিরোরডডল বলেছেন:
এই না হলে ছবিপু ।
ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিয়েছো
এবার পারফেক্ট । ভেরি ওয়েল ডান !
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু । দেশে আসছিলাম এবং অনেক ঝক্কি ঝামেলাও পোহাতে হয়েছে। আমাদের দেশটাই আপু দুর্নীতির উপর ভর করে চলে। এখানে সিন্ডিকেট দালাল প্রতারক সর্বোপরী ক্ষমতাশালীদের অধিকারে সব ন্যায় নীতি।
ভালো থাক আপু
১৯| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৫
জটিল ভাই বলেছেন:
আবার আসিলেন ফিরে,
নয় দ্রুত খুব ধীরে।
জনিনা আবার কি হয়,
তাই নিয়ে বড্ড ভয়।
তারপরও বলি, নিজের জন্যে এভাবে লিখতে থাকুন যার সুভাস কিছু আমাদের পাড়াতেও আসে
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
আসিয়া ফিরিয়া যাইতেই হয়।
যেতে নাহি দেব হায়। তবু চলে যেতেই হয়।
ইনশআল্লাহ সুস্থ থাকলে আর নেটে থাকলে আসবো বারবার ফিরে
থ্যাংকস এ লট আবারও
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২৮
ইসিয়াক বলেছেন: ব্লগে স্বাগতম আপু।