নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
=আমার মন বাগানে বসন্ত ওড়ে=
এই শুনো না, কান পেতে শুনো মনের তারে বাজে বসন্ত গান,
বসন্ত ওড়ে এসে বসেছে জুড়ে, নিয়েছে দখল মন বাগান,
তুমি কি মৌ পোকা হবে, না প্রজাপতি?
হা করে তাকিয়ে আছো উফ! বুঝি না মতিগতি!
দেখে যাও, মন বাগানে ওড়ে ফাগুন হাওয়া
বসন্ত হাওয়ার ছোঁয়া পেতে চাও? খুলো মন দাওয়া,
বুকে আমার হুড়োহুড়ি প্রেম,
এবেলা খেলো না অসম্মতির গেম!
এসো বসি বসন্ত বাগানে, বাসন্তি রঙ পরেছি শাড়ী,
আহা! উচ্ছল হাওয়া, উথাল পাথাল ভালোবাসার ঢেউ মনের বাড়ী,
মন বাড়ীতে রইলো নিমন্তন্ন
এসো, আনতে ভুলো না হাতে করে এক গুচ্ছ গোলাপ আমার জন্য।
০২। তোমাকে করলা ভাবি, হাহাহাহ.....হেতু- তিতে তোমার বুলি,
বকবকিয়ে দাও উড়িয়ে আমার মাথার খুলি,
করলা বৃক্ষ বন্ধু তুমি করলার পাতা,
তোমার বুকে হিমু ফুল ফুটাও, হও প্রেমী
ছায়ায় মায়ায় ভালোবাসার ছাতা।
০৩। পর্তুলিকার পাপড়িতে ঝুলে আছে আমার চোখের বৃষ্টি,
দোষ তো তোমার, হরদম করো মনে অনাসৃষ্টি;
হিমু ফুলের পাপড়ির মত হও নরম,
এই দেখে নিয়ো সময় আমাদের কাটবে সুখে চরম।
০৪। গাঁদার মালা
গাঁদার বালা
দাও না গাঁদার চুড়ি,
হও না তুমি মন আকাশে নাটাই ছেঁড়া ঘুড়ি;
হলুদ ডানায় পাশাপাশি দুজন সুখে উড়ি।
০৫। হলুদ রঙনের পাপড়িতে লটকে আছে কত শত স্নিগ্ধতা, তাকাও,
মাটি দেখো যে বড়, ধুর এমন করে চোখ কেনো পাকাও;
ছুঁয়ে দাও বন্ধু বৃষ্টির বিন্দুতে, মন সুখে উঠবে দুলে,
তুমি কেবল গন্তব্যই খুঁজো, প্রকৃতির সাথে প্রেম করতে যাও ভুলে।
০৬। বুকের মধ্যিখানে জমা রেখো না বিন্দু বিন্দু বিষণ্ণতা,
রেখো না মনে আর ভালোবাসার দৈন্যতা;
তার চেয়ে ঢের হলুদ পাপড়ির ডানা মেলে দাও, হও হিমু ফুল;
অথবা সূর্যমুখী হতে পারো, মনে বসন্ত আনো
হয়ে যাও অশোক, কৃষ্ণচুড়া অথবা শিমুল।
০৭। মুখে তিতে বুলি অথচ বুকে তোমার প্রেম জমা এক সমুদ্দুর
আমাকে রূপা ভাবো, দাও রূপা রঙের শাড়ী উপহার, চোখ উঠোনে
এনে দাও নিত্য স্বচ্ছ সুখ রোদ্দুর,
তুমি নারকেলও হতে পারো, উপরে শক্ত.....কঠিন জটিল,
ভিতরে স্বচ্ছ জলের মত মন, হয়ো না কখনো কুটিল।
০৮। তুমি যদি হতে চিরল পাতার ছোট ছোট বৃক্ষ, ফুটাতে হাজারও হলুদ প্রেম ফুল!
পর্তুলিকার মত হলুদ আভায় মন আমার সুখে রাখতে ভরিয়ে, বাসতে ভালো অতুল;
আহা বেঁচে থাকা কী আনন্দের হতো জানো সে কী!
তুমি যেন পুরোটাই মেকি:
আমি ফুলের মত ফুটে থাকতে চাই,
মন ছুঁতে চাই! অথচ হাত বাড়ালে দেখি কিছুই নাই।
০৯। সবুজের মধ্যিখানে ফুটে আছে হলুদ গাঁদা,
কী স্নিগ্ধতা, চোখে মুগ্ধতার ধাঁধা;
চলতি পথে হুটহাট দাঁড়িয়ে আমি গাঁদা ফুল দেই ছুঁয়ে,
অলিখিত কিছু সুখ বুক জমিনে রাখি রুয়ে।
১০। পাতায় পাতায় বৃষ্টির ফোঁটা, কী স্নিগ্ধ পরিবেশ বৃষ্টি ঝরে গেলেই,
ঘাসের উপর হাঁটি বৃষ্টির জলে ভিজে যায় পা, কাটে আনন্দেই।
১১। বাসন্তি গাঁদায় তুলে রাখি আমার বাইশ বসন্ত,
ফাগুন ছুঁড়ে ফেলি মধ্যবয়সেও মানে না মনতো;
থাক পড়ে থাক আমার সব বসন্ত গাঁদার পাতায় পাতায়;
বুক শূন্য থাক্ আমি না হয় ব্যস্ত হই ব্যথার কাব্যগাঁথায়।
১২। কলাবতি তুই রূপ ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকিস ঝোপঝাড়ে,
এই তুই তো বসন্ত ফাগুন রঙে সেজেছিস এই রূপ দেখাস কারে;
তাকিয়ে আছি নির্নিমিখ তোর পানে, কী আহ্লাদী আবেগী তুই,
ইচ্ছে করে আদর করে তোরে ডাকি বেলী বকুল জুঁই।
১৩। সবুজ পাতার ফাঁকে উঁকি মারে করলা ফুল
ইচ্ছে ছিঁড়ে ফেলি তাকে, সাজাই চুল;
সেতো এমনিতেই যাবে চুপসে, আয়ূ তার হলে শেষ;
তার আয়ূ নিয়ে ভাবি আহা, ক্ষণস্থায়ী জীবন আমারও
মোহ ছুঁয়ে আছি বেশ !
১৪। কসমসের পাপড়িয়ে কে দিয়ে বাসন্তি রঙ ঢেলে
কসমস উড়ছে হাওয়ায় সুখে ডানা মেলে,
হালকা পাতলা গড়ন যে তার, হাওয়া এলে দুলে,
নুয়ে পড়ে গাছের ডাল, একটা মৌপোকা বসলেই ফুলে।
১৫। চলছে বেদম করলা ফুল আর মাছির প্রেম;
দেখছি দাঁড়িয়ে চুপ, প্রেমের গেম;
ইশ হাত নাড়ালেই উড়ে যাই, ভিতুর ডিম তুই মাছি
তুই বরং ডাস্টবিনেই যা, আমি হিমু ফুলের সাথেই আছি।
২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মশিউর ভাইয়া
আল্লাহ আপনাকে ভালো রাখুন
ফি আমানিল্লাহ
২| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন আল্লাহ ভরসা
ফি আমানিল্লাহ
৩| ১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
জগতারন বলেছেন:
সুন্দর পোষ্ট !
লাইক !!
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাঈয়া জি
ভালো থাকুন অনেক অনেক
৪| ১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: হলুদ ফুলগুলো এবং হলুদ ফুলের পাপড়িতে লিখে রাখা সুখ কাব্যগুলো ভালো লাগলো।
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ চুয়াত্তর ভাইয়া।
আপনারা আছেন বলেই ব্লগে আসতে মন চায়
ভালো থাকুন অনেক অনেক
৫| ১৬ ই মার্চ, ২০২২ রাত ৮:০৩
শায়মা বলেছেন: ফুলগুলো দেখে আমি মুগ্ধ!!!
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন না হয় ফুলের বাগানও একটা করে ফেল আপু।
থ্যাংকিউ সো মাচ
৬| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:০২
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন আর ছড়া লিখুন দোয়া করি
৭| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:১২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মুগ্ধ ।
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৮| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১:৫৮
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার+
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান আলি ভাই
ভালো থাকুন সুস্থ থাকুন
৯| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: কবিতা চমতকার হয়েছে তার সাথে সাথে ফুলের ছবিও।
আহা আহারে -
" করলা ফুলের সাথে মাছির প্রেম
যেমনটা পুতিনের সাথে জেলোনস্কির''।
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: করলা ফুল তাসীনের বাপ
আর তার সাথে মাছির পেম হাহাহাহা
ভালো মিলছে
থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন
১০| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফুলের ছবিতে আর কবিতায় মুগ্ধতা।
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া
দোয়া করি ভালো থাকুন
ফি আমানিল্লাহ
১১| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: বসন্তের আবির্ভাবে কবিতার মায়াজালে জড়ানো একটা কাব্য। সব হলুদ ফুলকে কি আপনি হিমু ফুল বলে চিহ্নিত করতে চাইছেন?
কবিতার সঙ্গে ছবিগুলোও ততটাই সুন্দর।++
শুভকামনা আপু আপনাকে।
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কেন জানি হলুদ ফুলকে হিমু ফুলই ডাকতে ইচ্ছে করে অথবা রোদ্দুর ফুল
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ ভালো রাখুন স্বপরিবারে
১২| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৭
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৩| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:৩১
প্রত্যাবর্তন@ বলেছেন: অনন্য
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৪| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৮
জটিল ভাই বলেছেন:
আজকাল ছবি দেখলেই ছবির কথা বড্ড মনে পরে। ছবি যেনো ছবির সাথে ছবির মতো মিশে গেছে
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কোন ছবি? মনের কিনারে কার ছবি আঁকা জাতি জানতে চায়।
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন হামেশা
১৫| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৫
ফয়সাল রকি বলেছেন: সুন্দর হলুদ ফুলের কাব্য!
২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান রকি ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
১৬| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৬
জটিল ভাই বলেছেন:
লেখিকা বলেছেন: কোন ছবি? মনের কিনারে কার ছবি আঁকা জাতি জানতে চায়।
-যার ছায়া পরেছে, মনেরও আয়নাতে। সে কি তুমি নও? ওগো তুমি নও?
২১ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ছায়া পড়েনি কারো মনের আয়নাতে
সেতো আমি নই ওগো আমি নই
সে পেত্নির ছবির ছায়া যে
থ্যাংকিউ সো মাচ
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুড পোস্ট।