নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
#ধ্যত্তেরী_ছাই_ভাল্লাগে_না
ধ্যত্তেরী ছাই ভাল্লাগে না,
শুনতে কথা-বলতে কথা;
কৈফিয়তের ডিব্বা খুলে
লম্বা করতে কথার সূতা।
দীর্ঘশ্বাসের প্রহরগুলোয়
ভাল্লাগে না খুব যন্ত্রণা
কে-বা কারা মনের ভিতর
পুষে রাখে বিষ মন্ত্রণা!
নিজের মতো সাজায় কেউ বা
আমার স্বাধীন মনের ভূবন
তিক্ততা সব গায়ে মেখে
বিষণ্ণতায় ভরি জীবন।
মনের ভিতর দ্বিধাদ্বন্দ্ব
হাজার রকম প্রশ্ন রেখে
কেনো যে হায়! মন ক্যানভাসে
দুঃস্বপ্ন কেউ রাখলো এঁকে।
বিশ্বাস হলো কাঁচের চুড়ি
ভেঙ্গে গেলে লয় না জোড়া
ইচ্ছে করেই কেউ বা এসে
বিশ্বাস ভেঙ্গে করলো গুঁড়া!
ঠুনকো প্রেমের রাস্তা ধরে
আগালে যে বিপদ বাড়ে
তৃষ্ণায় কাঁদবে অন্তর বুঝি
ইচ্ছেয় কষ্ট নিলে ঘাড়ে।
ভাল্লাগে না ভাবতে কিছু
ব্যস্ত থাকি দিবারাতি
আঁধার ঘরে পড়ে থাকি
জ্বালায় না কেউ এসে বাতি!
সবাই সবার নিজের মতো
ভাবতে থাকে আমায় নিয়ে
কেউ ভাবে না আমার কথা
কর্ম যে নেয় ঘুম ছিনিয়ে!
মাথার উপর শ' দায়িত্ব
ঢেউয়ে ঢেউয়ে উপছে পড়ে
কেউ জানে না কেমন করে
সংসার সাজাই থরে থরে!
কৈফিয়তের পাল্লায় পড়তে
আমার যে আর ভাল্লাগে না
একা সামলাই হাজার কর্ম
কারো তালে তাল লাগে না!
চলে যাবো সকল ছেড়ে
এখানটাতে আসবো না আর
কারো মনের কষ্ট হতে
স্রোতের টানে ভাসবো না আর!
(০৪-০৮-২০১৬
ছবিটি পিন্টারেস্ট থেকে নেয়া
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ।
আল্লাহ আপনাকে স্বপরিবারে ভালো রাখুন
ফি আমানিল্লাহ
২| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের অবস্থা বেগতিক।
ঐটা মুছে দেন।
২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ছিলাম না তাই দেখিও নাই আলহামদুলিল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
৩| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫০
ইসিয়াক বলেছেন: নাহ! ব্লগে আর আসা যাবে না দেখছি
২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: যাক বাবা বেঁচে গেলাম। আমি ছিলাম না কয়দিন
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ভাইয়া জি
৪| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব হচ্ছেটা কি? কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি দেখি নাই আলহামদুলিল্লাহ
থ্যাংকিউ সো মাচ
৫| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৬
ইসিয়াক বলেছেন:
এসব নোংরামি বন্ধ হোক।
ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের ব্যান করলেও আবার চলে আসে নতুন নিকে
৬| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৪
অর্ক বলেছেন: ভালো লাগলো আপু।
আপনিও সময় পেলে লেখা পড়বেন ও মন্তব্য করবেন।
শুভেচ্ছা থাকলো।
আপনার জন্য আমার খুব কাছের বন্ধু জাপানিজ স্ট্রিট ফটোগ্রাফার টাকানোরি টোমিমাটসুর একটি স্ট্রিট ফটো শেয়ার করি। Photographer: Takanori Tomimatsu.
ভালো লাগলো আপু।
আপনিও সময় পেলে পড়বেন ও মন্তব্য করবেন।
শুভেচ্ছা থাকলো।
আপনার জন্য আমার প্রিয়, বন্ধু স্ট্রিট ফটোগ্রাফার টাকানোরি টোমিমাটসুর একটি স্ট্রিট ফটো শেয়ার করি। বিশাল মনের অধিকারী। Photographer: Takanori Tomimatsu.
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ পড়বো ভাইয়া
খুব সুন্দর ফটোগ্রাফী
শুভকামনা সব সময় ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৫
অর্ক বলেছেন: ভালো লাগলো আপু।
আপনিও সময় পেলে পড়বেন ও মন্তব্য করবেন।
শুভেচ্ছা থাকলো।
আপনার জন্য আমার প্রিয়, বন্ধু স্ট্রিট ফটোগ্রাফার টাকানোরি টোমিমাটসুর একটি স্ট্রিট ফটো শেয়ার করি। বিশাল মনের অধিকারী। Photographer: Takanori Tomimatsu.
(ওপরের মন্তব্য ভুল এসেছে। দয়া করে ওটা মুছে দিবেন।)
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
৮| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনের ঝাল ঝেড়েছেন!
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছুটা ঝাড়লে মন শান্ত হয় ভাইয়া
থ্যাংকিই সো মাচ
ভালো থাকুন
৯| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারওতো ভাল্লাগেন দেখতে জটিল কূটিল মানুষ,
তার পরেও পড়ে থাকি উড়াই আসার রঙিন ফানুস।
আশা আছে মনের মাঝে সব বদেরা হবে ভালো,
সব আধার কেটে যাবে ফুটবে আবার নতুন আলো।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ আঁধার কেটেই যায়। শুধু শুধু হা হুতাশ করা আর কী
থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি
ভালো থাকুন
১০| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:১২
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন
১১| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ৭:৪৩
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম প্রিয় আপা।
মাশায়াল্লাহ। ছন্দে ছন্দে অসাধারণ।
পছন্দ।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভাইয়া জি
জাজাকাল্লাহ খাইরান সুন্দর মন্তব্যের জন্য
কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন হরদম
দোয়া রইলো
ফি আমানিল্লাহ
১২| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছন্দে ছন্দে অনেক কথা প্রকাশ করলেন। সুন্দর।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ
১৩| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৪
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া জি
১৪| ২৫ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুবু তুমি কই!
২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই যে আসছি। ময়মনংসিংহ গেছিলাম। দূভার্গ্যবশত একদিন থেকেই এসে পড়লাম
থ্যাংকিউ সো মাচ
১৫| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:১৯
জটিল ভাই বলেছেন:
তারপরও ফিরে আসা,
দুঃখ জলে ডুবা-ভাসা।
২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ময়মনসিংহ গেছিলাম শুক্রবার। শনিবারে ব্যাক করতে হইছে
থ্যাংকিউ সো মাচ । আমাকে ভুলা যাবে না কিন্তু
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবি সত্যেন্দ্রনাথ দত্তের মতো ছন্দ হয়েছে। অনেক ভালো লেগেছে।