নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
চাকুরীজীবী হওয়াতে আমাদের বেড়ানো খুব কমই হয়। যেখানেই যাই মাত্র এক সপ্তাহ থাকতে পারি। হয় অফিসের সমস্যা। না হয় বাচ্চাদের পড়াশুনা স্কুলের সমস্যা। কত প্লান ভেস্তে যায় স্বয়ংক্রিয়তায়। এইতো গত ফেব্রুয়ারীতেই প্লান ছিলো স্বপরিবার মানে দুই পরিবার আমরা কক্সবাজার যাবো। প্লেনের টিকিট বুকিং দেয়ার কথা আর হোটেলও অনলাইনে ঠিক করা। হঠাৎ করোনার উপদ্রব বেড়ে যাওয়ায় তাসীনের বাপ যাওয়া কেন্সেল করে দিল। যা'ও একটু আশ্বাস পাইছিলাম তা'ও আর হলো না।
তারপর একের পর যাত্রা কেন্সেল। বাপের বাড়ী যাবো গত তিন দিনের ছুটিতে। ট্রেনের টিকিটও কেটে ফেলছিল আমার বোন। বাধ সাধলো তাসীনের বাপ বললো তাসীনের পরীক্ষা সামনে এখন যাওয়া ঠিক হবে না। ব্যস যাত্রা বাতিল। ট্রেনের টিকিটের টাকাও গেল। আমার বোনের ফ্যামিলি কী সুন্দর ঘুরে আসলো। আচ্ছা যাই হোক, তাসীনের ইন্টার পরীক্ষা সামনের আগস্টে। বেচারা খুবই বিজি পড়াশুনায় যেন নিঃশ্বাস ফেলারও টাইম নাই, কারণ করোনার কারণে কলেজও তেমন একটা হয় নাই।
এই মাসেই তার একটা পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষাও এপ্রিলের ১০ তারিখে পেছালো। সে হতাশা থেকে বাঁচতে তাঁর বাবাকে বললো বাবা রোজার পরে আর বেড়ানো যাবে না। তাহলে আমাকে নিয়ে ঘুরে আসো দাদা বাড়ী থেকে একটু রিফ্রেশ হই। এই ব্যস্ততা ঠেলে সবাই রাজী যেতে। তাসীনের বাপ ফজরের সময় স্টেশনে দাঁড়িয়েছিল টিকিট কাটতে, দিনের দশটায় টিকেট পাইছে (অনলাইনে নাকি টিকেট দিচ্ছে না ইদানিং)। যাক আরামে আরামেই শুক্রবারে রওয়ানা হলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। সহিসালামতে গিয়ে পৌঁছলাম সাড়ে বারোটায়।
গ্রামগুলো আগের মত আর নেই। তাদের গ্রাম এতটাই নিরব কোনো হইচই কিচ্ছু নাই। তাছাড়া আর বাচ্চা কাচ্চাও দেখি তেমন নাই। তাসীনের চাচাতো ভাইয়ের যাওয়ার কথা ছিল, তারা কুমিল্লা থেকে যাওয়ার কথা। টিকেট না পাওয়াতে তারা গেল না। বাড়ী গিয়েও বাচ্চারা মন মড়া। খেলাধুলা করার মত মানুষ নাই।
শুক্রবার বিকেল এমন করে কেটে গেল। তাসীন তেমন সাইকেল চালাতে পারে না। মানে ঢাকায় বাসার বাহিরে সাইকেল নিয়ে বেরই হয়নি। কিন্তু তামীম ঢাকায় সাইকেল চালানোতে অভ্যস্ত, ছাব্বিশ ইঞ্চি সাইকেল কিনছে তামীম যেটা তাসীন চালাতে পারে না মাটি নাগাল পায় না বলে। আর সেটাই তামীম স্বাচ্ছন্দ্যে চালায় সারাদিন। ঢাকার রাস্তায় অলিগলিতে ঘুরে। তারে নিয়ে সারাক্ষণই ভয় কাজ করে। একটু বেশীই সাহসী ভাব দেখায়। আমরা তাকে দিতে চাই না এতটা স্বাধীনতা। তাও চুপি চুপি বের হয়ে যায় যখন অফিসে থাকি।
যেখানে তাসীন সাইকেল চালাতে অভ্যস্ত না বেশী সেখানে সে বাড়ীতে গিয়ে দেবরের ছেলের সাইকেল নিয়ে মাটির রাস্তায় গেল চালাতে। অনেকক্ষণ না আসাতে তাসীনের বাপ বলতেছে কেন এতক্ষণ যাবত আসতেছে না তাসীন কী হলো কে জানে! তার কথায় আমিও টেনশনে পড়ে গেলাম। তখন আরেকটা সাইকেলে তামীমকে পাঠালো দেখে এসো ভাইয়া কেন আসতেছে না। তামীম গেল সেও আর আর আসে না। আমরা আগালাম হাঁটতে হাঁটতে, হঠাৎ দেখি অচেনা এক লোক (গ্রামেরই) তাসীনকে ধরে ধরে আনতেছে, আমার তো হুশ নাই দৌঁড়ায়ে যাই তার কাছে, সারা গায়ে ধুলোয় মাখামাখি, ডান হাত নাড়াতে পারছে না। পরমুহূর্তেই হাতের বাহুতে তীব্র ব্যথা, চিল্লায়ে কান্না করতেছে ছেলেটা। ভয়ে আমাদের গলা শুকিয়ে তখন। তাদের গ্রামে ডাক্তার হাসপাতাল এত কিছু নেই। গ্রামের ফার্মেসী থেকে ব্যথার ট্যাবলেট এনে খাওয়ানো হলো অনেকক্ষণ পর ব্যথা কমলো। আমরা ময়মনসিংহ রওয়ানা হলাম হাসপাতালের উদ্দেশ্যে।
বিকেলে ময়মনসিংহ সদর হাসপাতালে ডাক্তার দেখিয়ে এক্সরে করানোর পর দেখা গেল ডান হাতের বাহুর উপরে যে জোড়া সেটা মিসপ্লেইসড হয়ে গেছে সামান্য। এইদিনই রাতের ট্রেনে করে ঢাকা চলে আসলাম।
পরিশেষে এটাই বলতে চাই, কত পরিকল্পনাই আমরা করি কিন্তু আল্লাহ না চাইলে তার একটাও সুফল হয় না, আলোর মুখ দেখতে পারে না। আমরা এক শুক্রবারে গিয়েছি আরেক শুক্রবারে ফেরত আসবো ঢাকায় কথা ছিল তেমনই । কিন্তু সেখানে আমাদের রিযিক দুপুর পর্যন্তই, এর এদিকও না সেদিকও না, আমরা হাজার চাইলেও হবে না। কারণ সেখানে আমাদের রিযিক এতটুকুই মহান আল্লাহ্ তাআলা লিখে রেখেছেন। তাসীনের জন্য দোয়ার দরখাস্ত রইলো। আগামী দশ তারিখে তার পরীক্ষা। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন।
অঃটঃ দৃষ্টি আকর্ষণঃ মরুভূমির জলদস্যু ভাই....... ইমগোরে কী কোনো সমস্যা ছবি আপলোডানো যাচ্ছে না?
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। সব আল্লাহ তাআলার ইচ্ছা। বান্দার কল্যাণের জন্য আল্লাহ তার বান্দাদের জন্য ঠিক করে রাখেন।
সেইজন্য আমরাও আর থাকিনি। তাসীন বেশ ঘাবড়ে গেছে তা দেখে তার বাবা বুঝাচ্ছে ঠিক এই কথাই বলছে। হয়তো অনেক বড় বিপদ হতে পারতো... তাই চিন্তা করো না ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
২| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩০
সোনাগাজী বলেছেন:
দেখা যাচ্ছে, বিবিধ কারণে আপনাদের কিছু প্রোগ্রাম বাতিল হয়েছে; ছেলে পড়ে হাতের জয়েন্টে ব্যথা পেয়েছে ও জয়েন্টের হাঁড় ডিসপ্লেইড হয়েছে, এটা একটা দুর্ঘটনা; কিন্তু আপনি ইহাকে সঠিকভাবে বলতে পারছেন না, সঠিকভাবে না বলে, কিসব রিজিক ফিজিক দিয়ে ব্যাখ্যা করছেন; এগুলো ভাবনার সমস্যা।
২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আমি কমজ্ঞানী মানুষ তো। আমার ভাবনাগুলো এমনই
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
শুভকামনা সব সময়
৩| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: বিকেলে ময়মনসিংহ সদর হাসপাতালে ডাক্তার দেখিয়ে এক্সরে করানোর পর দেখা গেল ডান হাতের বাহুর উপরে যে জোড়া সেটা মিসপ্লেইসড হয়ে গেছে সামান্য।
আহারে!! সমস্যা গুরুতর না হলেও ব্যথাটা থাকে মেলা। শুভকামনা রইলো।
অঃটঃ দৃষ্টি আকর্ষণঃ মরুভূমির জলদস্যু ভাই....... ইমগোরে কী কোনো সমস্যা ছবি আপলোডানো যাচ্ছে না?
জ্বী, যেকোনো কারণেই হোক উহা কাজ করছে না। ফলে আমি imgbb.com ব্যবহার করছি। এটাও বেশ ভালো। চেষ্টা করে দেখেন।
২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান।
আমি শেষ পর্যন্ত ফ্লিকার থেকে লিংক নিয়ে আসলাম। ফ্লিকারে ঝামেলা। তাছাড়া লিমিটেড ছবি আপলোডের ব্যবস্থা
নতুন সাইটটি ঠিকানা দিলেন যার কৃতজ্ঞতা জানাই।
ভালো থাকুন
৪| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৯
সোনাগাজী বলেছেন:
আপনি একা নন, সরকারী ও আধাসরকারী ২৭ লাখ মানুষের ভুল ভাবনা, ভুলচিন্তা, ভুল ব্যাখ্যা, ভুল পদক্ষেপ দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে।
২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ও তাই? ২৭ লাখ মানুষকে ঠিক করার দায়িত্ব নিয়ে নেন। তার মধ্যে তো আমিও আছি
থ্যাংকিউ সো মাচ
৫| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা।
২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুবহানআল্লাহ।
জাজাকাল্লাহ খাইরান গোফরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৬| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:০৮
সোবুজ বলেছেন: মুমিনদের কতো সুবিধা।রিকিকের জন্য চিন্তা করতে হয় না।আমাদের রিজিক আমাদেরই যোগাড় করতে হয়।
২৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: রিযিক তো আর কেউ মুখে তুলে দেবে না। চেষ্টা করতে হবে আমাদের তার ব্যবস্থা করবেন মহান আল্লাহ। আল্লাহ বলেন নাই তুমি শুয়ে থাকো আমি তোমার মুখে ভাত তুলে দেব। এমন হলে মানুষ আলসে হয়ে ঘরে শুয়ে বসে রোগে ভোগে কষ্ট যন্ত্রণা পেত। তাইতো আল্লাহ মানুষকে পরিশ্রমের পথ দেখিয়েছেন নিজের পেটের আহার যোগাড় করার জন্য।
আল্লাহর ইচ্ছা না থাকলে আপনি হাজার চেষ্টা করলেও রিযিকের ব্যবস্থা করতে পারবেন না। আপনার অহংকার আল্লাহ চাইলে এক নিমেষে ভেঙ্গে দিতে পারেন
৭| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৩১
ইসিয়াক বলেছেন: আপু আজকে আপনার পোস্টটা পড়ে ভীষণ মন খারাপ হলো।আসলে বিপদ আসতে সময় লাগে না। আল্লাহ তাসীনকে দ্রুত সুস্থ করে দিন এই কামনা করি।
দোয়া রইলো।
সাবধানে থাকুন। ভালো থাকুন।
২৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই। এজন্যই সতর্ক থাকতে হয়। যেহেতু ছেলে সাইকেল চালিয়ে অভ্যস্ত না সেহেতু তাকেই সাবধান থাকতে হতো। কী আর করা। আল্লাহ ভরসা। আমি
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
৮| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৮
অধীতি বলেছেন: তাহসীন দ্রুত সুস্থ হোক। আমি ছবিগুলো বারবার দেখি। কি সুন্দর।
২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৯| ২৯ শে মার্চ, ২০২২ ভোর ৬:০৯
স্প্যানকড বলেছেন: আপনি ফিরে আসছেন আলহামদুলিল্লাহ । আপনার ছেলের সুস্থতা কামনা করছি । ভালো থাকবেন আপু ।
২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। আমিন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
১০| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: অবশ্যই আল্লাহ রিজিক দাতা, তবে রিজিকের জন্য চেষ্টা করতে হবে ভোক্তাকেই।
আর বিপদ? সে এক অনাকাংখিত অতিথি! যখন আসতে থাকে-তখন চতুর্দিক থেকে আসে!
বরাবরের মতোই খুব সুন্দর করে লিখেছেন।
২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। আল্লাহই রিযিকদাতা তিনি দয়াশীল সব ক্ষমতার অধিকারী। কেউ কেউ স্বীকার করতে না চাইলেও মনে মনে সেই সৃষ্টিকর্তাকেই রিযিকের জন্য ধন্যবাদ জানায় আমার ধারণা।
বিপদ কেটে যাক তাই চাই আল্লাহর কাছে। আজ আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে তাসীনকে ইনশআল্লাহ ঠিক হয়ে যাবে
ভালো থাকুন ভাইয়া
১১| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫০
অগ্নিবেশ বলেছেন: ইহুদী নাসারারা খায় কি?
২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাতো জানি না। আপনি খোঁজি নিয়া দেখেন।
১২| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৫
ভুয়া মফিজ বলেছেন: তাসীন বড় না তামীম বড়? তাসীনের ইন্টার পরীক্ষা সামনে, এইটা দেখে মনে প্রশ্ন জাগলো, তামীম কিসে পড়ে?
নেক্সট বেড়ানোর প্ল্যান করেন......বারে বারে ভেস্তে যাবে না নিশ্চয়ই। মানসিক সুস্থতার জন্য বেড়ানোর বিকল্প খুব কমই আছে।
যাইহোক, টেনশান নিয়েন না। আল্লাহর রহমতে তাসীন দ্রুত সুস্থ্ হয়ে উঠবে, ইন শা আল্লাহ।
২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাসীন বড়। আর তামীম পড়ে ক্লাস এইটে।
ইনশাআল্লাহ ঈদের পর আমার ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটি আছে। দেখি কোথাও যাওয়া যায় নাকি। অনেকদিন ধইরা ছবিও তুলি না। ক্যামেরা খালি। হ্যঁা এ জন্যই তাসীন বেড়াতে চাইছিল।
আল্লাহ ভরসা। আমিন।
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন আপনিও।
১৩| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৯:০০
জটিল ভাই বলেছেন:
তাসীনের জন্যে দোয়া রইলো। আপাতত এর বেশি কিছু বলবো না।
৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান
ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১১
অপু তানভীর বলেছেন: ঠিক একই ভাবে যেখানে রিজিক লেখা আছে সেখানে যেতেই হয় ! আমার সাথে এমন কতবার হয়েছে এমন জায়গা থেকে খাওয়ার সৌভাগ্য হয়েছে যে যেখানে আমার খাওয়ার কোন সম্ভবনাই ছিল না !
সামন্য মিসপ্লেসড হয়েছে ! অল্পের উপর দিয়ে গেছে ।