নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» =একদিন হাতির ঝিলে গিয়েছিলাম=

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩১

০১।


২০১৮ সালের জানুয়ারী মাসে গিয়েছিলাম হাতিরঝিলে। ঠিক বিকেল না দুপুরের শেষ ভাগ। ধুর এ সময়ের প্রকৃতি খুবই ময়লা। এত্ত ধুলা কী কষ্টই না হয়েছিল সেদিন। আর কালো পানির গন্ধ উফ্। তারপরও বিকেল পর্যন্ত ছিলাম। ফাঁকে তামীমকে স্টিমারেও উঠাইছি। এমনিতেই এরা স্টিমারে নিয়ে ঘুরে না। এ পার থেকে ওপারে গিয়ে আবার ফেরত আসছি। এমন ভ্রমণ সুখকর নয়। গন্ধ এতই তীব্র মনে হয় পালাতে পারলেই বাঁচি।

আমি আলসে মানুষের মতই। ভ্রমনে যাই এক বছর আর ছবি পোস্ট করি দুই বছর পর। ইদানিং ছবি তোলার সুযোগ পাচ্ছি না। কোথাও যাওয়া হচ্ছে না। তাছাড়া এই মৌসুমে ছবি সুন্দর আসে না। সব মরা মরা। প্রকৃতির বেহাল দশা। রাস্তার পাশে গাছপালা পাতার উপর ধুলো আর ধুলো। যাই হোক আজ ছবি পোস্ট করবো বলে মনস্থির করেছিলাম। এডিট করতে গিয়ে দেখি আম ঘুমাই গেছি.........যেই টেবিলে মাথা রাখছি এক স্যার এসে ফাতেমা কইয়া ডাক দিলেন হইলো কিছু। বোরিং টাইম। তাছাড়া আজ ভোটাভুটি চলছে অফিসে। ভোট দিয়ে এসে দেখি আমার আর ভাল্লাগে না।

০২। এটা ফ্লাইওভারের উপরের দৃশ্য।

ফুলের তলে দাঁড়াই বন্ধু ছবি তুলো আমার,
তাকাও না তো ফিরে তুমি মন কী তোমার তামার?
ফুল দিয়ো না লাগবে না আর, ফটো তুলো একখান;
এই রে বাবা! মন জমিনে বসিয়েছো বিষণ্ণতার দোকান?



০৩। গাছগাছালি আছে বন্ধু, তাতে ছায়া নাই
ছায়া হয়ে দাঁড়াও কাছে, মনে মায়া নাই?
বসবা নাকি রোদ দুপুরে, খাবা রোদের জ্বালা;
উফ বলো না কথা আহা মুখে লাগাও তালা।



০৪। হাতির ঝিলে ফুটেছে ফুল, সে ফুল কী ঘাসের;
বুনোফুল কি? নাকি বেলী বলো দিনি করো না তো দের।



০৫। তাকাও তাকাও দূরে তাকাও, ভাসছে জলে নৌকা,
মাঝি হবা বন্ধু তুমি, ভাসি দুজন, এইতো পেলাম মৌকা।



০৬। পাড়ে ভিড়ায় স্টিমারখানা, মানুষ বোঝাই হবে
কেমনে মানুষ দুগর্ন্ধ নিয়ে জলের মাঝে রবে।



০৭। পথখানি ঐ বড় লম্বা, হেঁটে যাবে সাথে?
ধরো দেখি লজ্জা থুয়ে এবার আমার হাতে



০৮। স্টিমার চলে জাহাজ চলে, ডিঙি নৌকা নাই ক্যান
এই কথাটি কানের কাছে বলে
করো নাতো প্যান প্যান.......
আমায় নিয়া ভাসবা?
একটুখানি হাসবা? চলো স্টিমারেই উঠি
একটুখানি হাসি খুশি প্রেমের মজা লুটি।



০৯। ব্রীজের উপর উঠতে গেলে মনে লাগে ডর
কেমনে জানি চলে গাড়ি, মন তো ব্যথার বালিচর



১০। উঁকুন বাঁচে বসে বসে কাজ নাই কী তোদের ঘরে
বন্ধু তুমিও তাকিয়ো না লজ্জায় যাবে মরে।



১১। কালো জলে ভাসে নৌকা, দেখতে লাগে মন্দ
জলগুলো ক্যান হয় না সাদা মনে বড় দ্বন্দ্ব।



১২। ঝিলের পাড়ে সবুজ ঘাসে বসনে নাকি আমায় নিয়ে
গল্প করো ভালোবাসার মনখানি আজ নাও ছিনিয়ে।



১৩। চলো যাই গা বাড়ী যাইগা, কালো পানির গন্ধ
এখানটাতে বসলে বাপু আসে না প্রেম ছন্দ।



১৪। আকাশটা নীল, মেঘের দেখা নাইতো
কেমন যেন ভাল্লাগে না বুক পুড়ে হয় ছাই তো।



১৫। ঘাটে নৌকা আছে ভিড়া, চলো গিয়ে উঠি,
না করলে আজ মনখানা তো যাবে ব্যথায় টুটি।



১৬। এপার হতে ওপারে যাবো, কেমন যাবো ? জলের উপর হেঁটে
নাকি উঠবা স্টিমার লঞ্চে, আসবা কালো পানি ঘেঁটে।



১৭। চলো দাঁড়াই ব্রীজের উপর, দেখি কোলাহল
করি গল্প দেখি দৃশ্য, বুকে বানাই এক প্রেম মহল।



১৮। জলের উপর একটা মসজিদ, আযান হবে সুরে
যাও বন্ধু যাওপড়ো নামাজ, মসজিদ সে নয় দূরে।



১৯। কত মানুষ পানির উপর, ঠাঁয় দাঁড়িয়ে আছে,
যাবা নাকি, দাঁড়াবা গিয়ে তাদের কাছে
কী গল্প করে ওরা শুনবো কানটা পেতে,
তাদের নিয়ে কাব্যের খাতায় যাবো ছন্দ গেঁথে।



২০। কত সাহস মানুষগুলার, বন্ধু দেখো না তাকিয়ে
বসছে তারা রেলিং চেপে, ধপাস হয়ে জলে পড়বে গিয়ে।



২১। ঐ দেখা যায় প্রাসাদ বাড়ী, ঐ দেখা যায় গাড়ি
এত হট্টগোল বানাবো না এই শহরে বাড়ী।



২২। বৃষ্টি এলেই গাছগাছালি লতা পাতা সবুজ হয়ে উঠবে
সেদিন হতেই সজীবতার ঘুমখানি যে টুটবে।



২৩। ভালো লাগে হাতির ঝিলটা, কত সুন্দর সাজানো অই
বৃষ্টি আসুক জলে ভরুক ঝিল.... অপেক্ষায় উতলা রই।



২৪। সেলফি তুলে দেখো মানুষ, তুলবে সেলফি আমায় নিয়ে?
না তুলো নাই, ফোনটা তোমার দাও আমায় দিয়ে
আমি তুলি সেলফি
তুমি খাও কুলফি।



২৫। নীল আকাশ তারই নিচে কালো জলের পাহাড়
এমন জলে ছড়ায় না তো আকাশের রঙবাহার



২৬। বিষাদ কাব্য লিখি শেষে, লিখি কালো জলের গল্প
এই শহরের নদী মরলো ঝিলও মরলো........ মুগ্ধতা নেই আর অল্প



মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



পানি কালো কেন?

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ময়লা পঁচা বর্জ্য ড্রেনের পানি সব মিশে কালো গন্ধ হয়ে যায় পানি

ধন্যবাদ

২| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি গুলি ভালো হয়নি। সরি।
শুধু ১৬ নাম্বারটাই যা একটু ভালো লেগেছে।
আগামী গুলি ভালো হবে, শুভকামনা রইলো।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শীতের দিনের দুপুর বেলায় তোলা ছবি এর চেয়ে সুন্দর হতে পারে না। শুকনো দিনে ছবি এমনই আসে। তাছাড়া যে ছবিটার কথা কইলেন সেটাতো বাজে লাগছে আমার কাছে :)

থ্যাংকিউ সো মাচ। ভালো থাকুন ভাইয়া জি

৩| ৩০ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৬

গরল বলেছেন: হাতিরঝিল এখন আগের থেকে অনেক সুন্দর ও পরিচ্ছন্ন হয়েছে তবে স্থাপনা গুলোতে মরিচা ধরা শুরু হয়ে ঘেছে, ওগুলোর আর এক পসলা রং এর প্রয়োজন।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইদানিং যাওয়াই হচ্ছে না। ভাবছি শরতকালে একবার যাবো ছবি তুলতে খালি

থ্যাংকিউ গড়ল ভাইয়া। আপনি আমার পোস্টে কম আসেন মনে হয়।
ভালো থাকুন

৪| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:৩১

ধূসর সন্ধ্যা বলেছেন: সুন্দর সব ছবি

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সন্ধ্যা
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

৫| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১:৫৬

জটিল ভাই বলেছেন:
ঝিলের সবইতো দেখলাম, বুঝলাম। শুধু এটুকুই বুঝলাম না যে হাতি কোনাটা! =p~
অসাধারণ।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও তো গিয়ে হাতি খুঁজি কই হাতি নাই কোথাও কিত্তাম কন
না থাকলে ছবি উঠাইতাম ক্যামনে
থ্যাঙকিউ সো মাচ
ভালো থাকুন

৬| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৪:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঢাকার মধ্যে খোলা একটি প্রানবন্ত জায়গা। এটাও নাকি ঢাকার অনেক অভ্যন্তরীণ চেষ্টা চলছে শুনলাম। যাইহোক, বেঁচে থাকুক প্রকৃতি। বেঁচে থাকুক মানুষ সুস্থতার সাথে।
ছবি দিয়া তো ঠাসাই দিছেন আপু। সবগুলোতেই লাইক জানবেন।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাওয়া হয় না বহুদিন। বেঁচে থাকুক প্রকৃতি। কিছু কিছু জায়গায় সরকারে হাত না দিলেই হইলো। উদ্যানগুলো ঝিলগুলো অটুট থাকুক

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.