নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
#তুমি_সূর্য_আমি_মৃত্তিকা
তুমি প্রজাপতি হয়ে উড়ো অগ্নি বায়ে
আমি উদাস ভূতলে থাকি সেই ছায়ে
দুপুরের সূর্য হও আমায় পুড়াবে
পুড়িয়ে ভষ্ম করেই অন্তর জুড়াবে!
নিথর মন আমার উদাস বিষণ্ণ
হেথা সেথা শান্তি খুঁজি করে তন্নতন্ন
শান্তির বদলে ঝরে পড়ে অগ্নি বৃষ্টি
উপরে তাকিয়ে দেখি এ তোমার সৃষ্টি!
আগুন জ্বালিয়ে হেঁটে যাও পথে পথে
কেমন করে যে পারো ঝাঁঝা অগ্নি হতে
জ্বলে পুড়ে হই ছাই তবু হেঁটে যাই
সম্মুখে এগিয়ে যদি শান্তি খুঁজে পাই!
চেয়ে দেখো তৃষ্ণা নিয়ে বুকে শুয়ে আছি
ভালবাসার একটু জল পেলে বাঁচি!
.......................................
কি দিবেনা একফোঁটা ভালোবাসার জল?
===========================
তুমি বন্ধু আগুন হয়ে
আকাশ মাঝে বসে আছো
এত আগুন গায়ে নিয়ে
কেমন করে তুমি বাঁচো।
তোমার আঁচে পুড়ে যে ছাই
ভষ্ম হয়ে উড়তে থাকি
উড়ে উড়ে ধরতে চাইলে
যাও দিয়ে যাও আমায় ফাঁকি।
মধ্য দুপুর সূর্য হয়ে
বানাও আমায় তীব্র রোদ্দুর
ছুঁতে তোমায় লাগে তৃষ্ণা
কাছে গেলে পরাণ দুদ্দুর।
উদাস হয়ে মাটির বিছনায়
চেয়ে থাকি উধ্বর্মূখী
আগুন বৃষ্টি হয়ে ঝরো
করতে আমায় অধীর দুঃখী।
চোখের পানে চেয়ে দেখো
সূর্য হয়ে সেথায় ডুবো
বন্ধ করে দুচোখ আমার
অন্তর থেকে তোমায় ছুঁবো।
প্রজাপতি হবো আমি
তোমার কাছে আসব উড়ে
আগুন হলেও বসব গিয়ে
চোখের পাতায় ঘুরে ঘুরে।
ছুঁয়ে দিয়ো ডানায় আমার
সূর্য তুমি একটু হেসে
হাত বাড়িয়ে নাও জড়িয়ে
কাছে আমায় ভালবেসে।
(৩১-০৩-২০১৬)
ফেসবুক মনে করিয়ে দেয় পুরোনো স্মৃতি আহা (ভালোবাসি অতীত দিনগুলো)
অটঃ পিপীলিকার পাখা গজায় মরিবার তরে,, কোন কোন ব্লগারের পাখা গজাইতাছে দেখতে পাচ্ছি। পোস্টে কইতাম পারি না কাইজ্জা করতাম না তাই ।
(ছবিটি পিন্টারেস্ট থেকে নেয়া হয়েছে)
০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অট পড়ে ডরাইছি
০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তো পেত্নি না ভাই ডরাইন ক্যারে
থ্যাংকিউ সো মাচ
৩| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রথমটা বেশি ভালোলেগেছে।
০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন মশিউর ভাইয়া
৪| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুবুর কবিতা খানি যেনো ভরা রসে,
কি বলি কিবা লিখি ভাবছি বসে বসে।
সরকারী কাজের মাঝে এত কাব্য গাঁথা,
বুঝিনা কি করে হ ঘিতে যায় মাথা!
০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান সময় পাইলেই লিখে ফেলি
সময় নষ্ট করি না
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১:৩৭
জটিল ভাই বলেছেন:
কবিতা নিয়ে হবে না কথা,
কিন্তু,
অটতে আছে কঠিন বারতা!
০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ পারেও বটে। কী সাহস তাদের
খোয়ার থেকে ছাড়া্ পেয়েই আবার শুরু করে বদমায়েশী
৬| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৭
ইসিয়াক বলেছেন: আপু গতকাল গল্প পোস্ট দিয়েছি পড়ে মতামত জানাবেন প্লিজ।
০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়ে আসছি ভাইয়া জি
খুবই সুন্দর লিখা
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৮
ইসিয়াক বলেছেন: আপু ২য় কবিতাটি বেশি ভালো লেগেছে।
শুভকামনা।