নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
হায়! মৃত্যু এত কাছে, জানি না কেউ কখন খপ করে ধরে গলায়,
হায়! মানুষ তবু্ও মোহ আঁকড়ে ধরো যৌবনের ছলাকলায়,
কয়েক মুহুর্ত আগেও যে মেয়ে সেজেছিলো কপালে পড়ে টিপ,
লাল খয়েরি রঙের প্রলেপে মুড়িয়েছিলো তার গোলাপী লিপ!
যে মেয়ে করেছিলো ভার্চুয়ালে তার মোহনীয় ছবি আপলোড,
কী অহংকার ঝরেছিলো রূপে, ঠোঁটে হাসি... কী মনোলোভা মোড,
কত কমেন্ট কত লাইকে ভেসে গিয়েছিলো সে মেয়ে,
রূপের দম্ভ চোখে, গিয়েছিলো আনন্দের গান গেয়ে!
কেউ জানতেও পারেনি, কেউ পারেনি বুঝতে এক বিন্দু,
মেয়ের পরিবারে নেমে আসবে কষ্ট শোক এক সিন্ধু,
স্বজন হারানোর বেদনায় শোকের আর্তনাদ উঠবে বেজে,
খানিক বাদেই হাজির হবে মেয়ে সবার মাঝে, সাদা কাপড়ে সেজে!
হায়! মৃত্যুা এত কাছে, মেয়েটি জানতেও পারেনি আজ তার শেষ দিন,
পরিবারে তার নেমে আসবে ঘোর অমানিশা, হায়! নিষ্ঠুর দুর্দিন;
ক্ষমাও যে চাইতে পারলো না, ফেলে আসা যত ছিলো পাপ,
পারলো না করতে ক্ষমা চেয়ে প্রভুর নিকট একফোঁটা অনুতাপ!
কত পাহাড় পর্বত, কত কবিতা আবৃত্তি, কত ঘোরাঘুরি দুনিয়া জুড়ে,
কত স্বপ্ন ছিলো তার হয়তো, সে যাবে সফলতা আনতে দূর বহূদূরে,
কত সুনাম, কত ভালো মেয়ে, আচার আচরণ মধুর, সে মধুরিমা,
কপালে টিপ পরা মেয়ে, মনে কী ছিলো তার রূপের গ ড়িমা?
জানি না, সে কি নামাজী , জানি না সে করেছিলো কী রোজা ক্বাযা!
হয়তো ভেবেছিলো,দুনিয়ায় মোহ কুঁড়িয়ে মন থাকুক তাজা।
বয়স যাক ভাটিপানে, নামাজে রাখনবো মন, ক্ষমা চেয়ে নেবো প্রভুর কাছে,
কেউ কী জানি সময় নেই আর অল্পই কারো কাছে!
যেদিন যায় শেষদিন জীবনের, যেন হয় মনে তাই ও মানুষ,
উড়িয়ো না জীবন আকাশে মোহ আর পাপ রঙা ফানুস,
ক্ষণে ক্ষণে চাও ক্ষমা, করো অনুতাপ, অতীত পাপের জন্য,
করুণাময়, দয়ালু আল্লাহ্ করে দেবেন ক্ষমা হয়তো,
পাপে ডুবে আর, পরকালের জীবন করো না খাঁখা ধূঁধু অরণ্য ।
(০৭-০৮-২০২০)
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
আল্লাহ তাআলা ভালো রাখুন আপনাকে
২| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রতিটি জীবই মরণের স্বাদ গ্রহণ করবে এবং মরণ এক স্থির-অমোঘ বিষয় যা কেউ কোনভাবেই তাকে এড়াতে পারবেনা।
তারপরেও আমরা মানুষ সেই মরণকে ভূলে থাকি দুনিয়ার মায়ায়। আমাদের সকলেরই উচিত মরণকে সবসময় মনে রাখা এবং পরকালের জন্য কিছু আমল করা।
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই একবার মনে হয়ে একটু পরেই ভুলে যাই । আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আরও
জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ
৩| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: কঠিন শ্রমের ফসল (পোস্ট)
স্বার্থক হোক এই শ্রম
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান
আল্লাহ তাআলা ভালো রাখুন আপনাকে
৪| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মৃত্যু সবসময় ঘাড়ের উপর বসে আছে এটা আমরা বুঝুতেই চাইনা; যারা বোঝে তারা কখনই খারাপ কিছু করতে পারবেনা।
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের মৃত্যু অনুভব করার তৌফিক দান করুন। আসলেই যার মৃত্যুর ভয় নেই সে যে কোনো কিছুই করে ফেলতে পারে । মৃত্যুর কথা স্মরণ হলে কিছুটা সময় হলেও দুনিয়ার মোহ ভোলা যায়
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: মৃত্যুর খেলা এরকমী কবি আপু জানি না মহানআল্লাহ কি ভাবে মৃত্যু রেখেছেন
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মৃত্যু ভাবনা মনে এনে দিন আল্লহ
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
৬| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: এতো বড় লাইনের কবিতা পড়ে সুখ পাই না।
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম... কিছু লিখা ছোট করা যায় না ইচ্ছে করলেও
ধন্যবাদ ভালো থাকুন
৭| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপা আল্লাহ ইবাদতি হলো আসল সফলতা।
আপনার সার্বিক সফলতা কামনা করি।
১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের হেদায়েত দেন।
জাজাকাল্লাহ খাইরান
স্বপরিবারে সুস্থ সুন্দর ভালো থাকুন দোয়া করি।
৮| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১২
সাগর কলা বলেছেন: - বাকরুদ্ধ হয়ে গেলাম আপু। আপনার লিখনী অতুলনীয়া।
১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক খুশি হলাম সুন্দর মন্তব্যে জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৯| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইয়া আল্লাহ, আমরা এখন রোজাদার, আপনার সুন্তুষ্টির জন্য আপনার আদশ পালন করার জন্য আমরা রোজা রাখি, আমাদের জীবন ভুলে ভরা, আমরা পাপে ডুবে আছি, প্রভু, আপনি ক্ষমাশীল পরমদয়াময়, দয়া করে ক্ষমা করে আমাদেরকে ইহ এবং পরকালে সফল করুন, আমাদের পরিবার, আত্মীয়স্বজন এবং মাতা পিতা এবং সকল মু'মিনদেরকে ক্ষমা করুন। আমিন।
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন ছুম্মা আমিন
সুন্দর প্রার্থনার জন্য জাজাকাল্লাহ খাইরান
১০| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আল্লাহ সবাইকে বুঝ দান করুক। +++
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আামিন
জাজাকাল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন
১১| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৪
সোবুজ বলেছেন: এখানে বয়স্ক নারী পুরুষরাই বেশি সাজে।রঙ্গিন জামা কাপড় পরে।যুবতিরা গরমে চোট্ট পেন্ট ও টি সার্ট একেবারে সাধারন ম্যাকাপ করে।
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
ভালো থাকুন আপনিও
১২| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৫
জটিল ভাই বলেছেন:
আল্লাহ্ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।
১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন ছুম্মা আমিন
জাজাকাল্লাহ খাইরান
১৩| ১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৭
জ্যাকেল বলেছেন: আল্লাহর গোলামি করাই বুদ্দিমানের কাজ। দুই পইসার জাগতিক ঘিলু দিয়ে সে বড় অহম দেখায়। কি বোকা!!
১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের এমন মোহ হতে হেফাজত করুন।
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪০
জুল ভার্ন বলেছেন: চমতকার!!!