নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
এখানে ফুটপাতে হেঁটে গেলেই আমি জীবন শিখি
কঠিন বাস্তবতার মুখোমুখি হেঁটে যাই হনহন,
দীর্ঘশ্বাস ফেলারও সময় ফুরিয়ে যায়
আমি খুঁজে বেড়াই গন্তব্য!
তবু চারদিকে চোখ ঘুরিয়ে দেখি কিছু নির্মম বাস্তবতা।
দুপুরের কড়কড়ে রোদ্দুর
অথচ বুড়ি মা আঁচল পেতে বসে আছে পথের বাঁকে
তৃষ্ণায় শুকনো ঠোঁটে তখনো হাসি লেগে আছে
বুড়ি মা অপেক্ষায় ছিলো এক পসলা বৃষ্টির,
যাতে হাওয়াটা হয় শীতল
বসে থাকার ক্লান্তি যাতে উড়ে যায় কালো মেঘের ছায়ায়।
আশ্রয়হীনের আশ্রয়ে কেবল নিজেকে রেখে পথ আগায়
যান্ত্রিক জীবনের গলিপথে হোঁচট খেয়ে কেউ যন্ত্র পুষে মনে
রোদ্দুর হোক বা হোক বৃষ্টি
দু'মুঠো অন্ন মুখে পুরতে মানুষ যন্ত্র সেজে বসে থাকে পথে ঘাটে
এখানে বিলাসিতা নেই, নেই বেশী পাওয়ার জন্য হাপিত্যেশ
মনের ভাব প্রকাশ করার ক্ষমতা থাকলেও ওদের মুখে ভাষা নেই।
রুক্ষ শুষ্ক চুলের শিশুটি যেমন পান্তা ভাতে ক্ষুধা ভুলে যায়
সেই বুড়ি মাও দুটো টাকা পেলে ভুলে যায় বসে থাকার যন্ত্রণা
চামড়া ঝুলে পড়েছে দেহের ডালে
দন্তবিহীন মুখে কেবল হাহাকারের চিহ্ন দেখি,
তারও পুত্র সন্তান আছে, মেয়েটি অকালে ঝরে গিয়েছে
অতঃপর তাকেও ভিক্ষার রোজগারে জীবন টেনে নিয়ে যেতে হয়।
ছেলেটি তার ভালো থাকুক বউয়ের সাথে
সেই বুড়ি মাও দোয়া করে অহর্নিশ।
প্রতিটি দিন পার হয়, দেখা হয়ে যায় পথের বাঁকে
বুড়ি মা হেসে বলে মা তোমার ছেলে কই আজ
অথচ তারও ছেলে আছে, তবু তাকে ভিক্ষা করতে হয়
নিয়তির নির্মম পরিহাস, কি রহস্যময় পৃথিবী
বেঁচে থাকার কত দায় এখানে, মরে যেতে কেউ চাইনি বলে
বুড়ি মা'র মতন মানুষরা বুঝে নেয় জীবন কাকে বলে
পথের শেষে আছে হয়তো মুক্তির পথ।
(২৯-০৫-২০১৮)
১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
২| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬
ইসিয়াক বলেছেন: আপু আপনাদের সময়ের ছোটবেলার স্মৃতি কথা লিখুন।
১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা লিখবো ইনশাআল্লাহ । জাজাকাল্লাহ খাইরান
৩| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০১
ইসিয়াক বলেছেন: অসহায় মানুষগুলোর চাহিদা খুব অল্প তবুও তারা প্রয়োজনীয় উপকরণ টুকু পায় না। আবার একশ্রেণির মানুষের কত কত আছে তবু তাদের পাওয়ার আশা মেটে না।
লোভী মানুষগুলো যদি লোভ না করতো।সমবন্টনের ব্যবস্হা হতো তাহলে হয়তো সবাই অন্তত খেয়ে পরে বাঁচতো।
পোস্টে ভালো লাগা।
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। দুর্নীতিতে ভরা দেশ আমার। টিসিবির ১০ ট্রাক দিলে আমার মনে হয় নয় ট্রাকই বেচে দেয় আর এক ট্রাক গরীবের মাঝে বিতরণ করে। কোথায় নেই দুর্নীিত
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন
৪| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২২
গেঁয়ো ভূত বলেছেন: জীবনের অন্তহীন বন্ধুর পথের নিখুঁত ছবি, দারুন হয়েছে।
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
৫| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৫
মিষ্টি লবণ বলেছেন: বাপ্রে !!! কি কঠিন কঠিন লাগে।
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কঠিন ক্যামনে। এত সহজও যদি কঠিন হয়
ধন্যবাদ আপনাকে আমার পোস্টে আসার জন্য ।
৬| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৯
সোনাগাজী বলেছেন:
বিপুল পরিমাাণ সন্তানেরা মা-বাবার ভার নেয়নি, কিংবা নিতে পারেনি!
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেন ছেলের সাথে থাকেন না। উনি বউয়ের কথা বললেন ছেলের বউ উনারে রাখতে রাজী না কী কঠিন জীবন
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
৭| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৯
মো: রিয়াদ চৌধুরি বলেছেন: মা কে নিয়া অসাধারণ একটা কবিতা।মা হচ্ছে একজন যোদ্ধা যিনি তার সর্বোচ্চ দিয়ে সন্তানদের আগলে রাখেন কিন্তু দিন শেষে সেই মাই অবহেলিত।
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ছেলেরাই বউয়ের কথা মা বাবাকে অবহেলা করে। যে মায়ের পায়ের তলে জান্নাত সেই মাকেই রাস্তায় ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করে না।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন ফি আমানিল্লাহ
৮| ১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪১
প্রতিদিন বাংলা বলেছেন: ছবিটি দারুন ,লেখা সহ
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ
৯| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৮
খায়রুল আহসান বলেছেন: যেমন চমৎকার কবিতা, তেমন সুন্দর ছবি। প্রান্তিক মানুষের দুঃখ যাতনা নিয়ে লেখা কবিতায় যে কঠিন চিত্র ফুটে উঠেছে, একটি সামাজিক বিপল্ব ছাড়া তার সমাধান সম্ভব নয়।
"পথের শেষে আছে হয়তো মুক্তির পথ" - কবিতার শেষের এ কথাটিতেই আছে যেটুকু ভরসা!
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে
ফি আমানিল্লাহ
১০| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৪
সাগর কলা বলেছেন: - খুবই চমৎকার হয়েছে আপু।
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ কলা ভাই
ভালো থাকুন
এমন নাম নিতে গেলেন কেন ভাই
১১| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৭
জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্। সুন্দর হয়েছে আভী।
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন সব সময়
ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৪
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কবিতা।