নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কাব্যকণা (১৫৬-১৬৬)

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৫



১৫৬। রোদচশমার আড়ালে চোখ রেখে আমায় দেখোনা,
চোখ আয়নায় আমার ছবি রেখোনা,
কী চোখে দেখছো আমায় বুঝিনে,
শয়তানি না মুগ্ধতার?
উহু মনে আর প্রেম এঁকো না।
(১২/৭/১৮)

১৫৭। কইতরের ঠোঁটে রেখে দিলাম সাদা খাম চিঠি,
তুমি দখিনা হাওয়ায় রেখো দিঠি।
যা উড়ে যা কইতর বন্ধুর বাড়ি ঠিক তুই,
উত্তরের আশায় থাকবো আমি নিতুই।
(১১/৭/১৮)

১৫৮।
মনের অলিগলিতে তোমার কেবল সিঁড়ি আর সিঁড়ি,
কোন সিঁড়িতে রাখি বলো পা, কোন কোণায় বসে টানছো বিড়ি?
বিষণ্ণতা তো তোমাকেই খাবে কুরে,
আয়নায় আলতো দাঁড়াও ঘুরে,
এহ্ ঠোঁটের যা করেছো ছিরি!
(১১/০৭/২০১৮)

১৫৯।
পান পাতায় লিখো ভালোবাসি,
সুরে বাজিয়ো পান পাতার বাঁশি।
তুমি বলো পান পাতা,আমি বলি হার্ট,হৃদয় তোমার,
মুখে পুরে কাণ্ড ঘটিয়ো না ধুন্ধুমার।
(১০/৭/২০১৮)

১৬০।
ভাবো তুমি শুয়ে আছো নরম বিছানায়,
চোখের পাতা লাগতেই অনুভব করলে শুয়ে আছো ভেজা বালির বিছানায়,
তোমার চারপাশে কিলবিল করছে দাঁতওয়ালা করোটি হি হি হি,
ভয় শিহরণে কেঁপে ওঠে কি আমায় জড়াবে আলিঙ্গনে?
(০৯/০৭/২০১৮)

১৬১।
তুমি পুরুষ পুরোদস্তর
ভেতর বাড়িতে বাস করে এখনো চঞ্চল বালক,
চোখ ছুঁয়ে ভালবাসো,
আঙ্গুল যেন ছেঁড়া পালক;
তোমায় নিয়ে উড়ি স্বপ্নাকাশে, মনে বড় শখ।
(০৯/৭/২০১৮)

১৬২।
মিষ্টি প্রহর এমনই হয়,
মনে সুখের রেশ রয়,
হাসতে গাইতে লাগে উচ্ছ্বল মোহময়,
মিষ্টি প্রহর এমনই হয়,
মনে সুখের ঢেউ, দুঃখ ক্লান্তি যেন সে আমার নয়।
(০৮/৭/২০১৮)



১৬৩।
ভালোবাসার খামে ভরে প্রেম দিয়ো,
উড়োজাহাজের লেজে বেঁধে দিয়ো প্রেম দিয়ো,
কাছে থাকো,বলছি তবু,
প্রেমের ধরণ তুমি বাপু একটু একটু ঠিক বদলিয়ো।
(৩০/০৬/২২)

১৬৪।
বসন্ত পাতায় লিখে রাখি তোর নামে চিঠি,
পথিক হবি যখন মর্ত্যে তাক রাখিস দিঠি;
সে চিঠি তুলে রাখিস বুক পকেটে তোর,
তোকে দিলাম এক প্রেমময় ভোর
(২৯/৬/২২)

১৬৫।
ইয়েস ঠিক আছে সব ঠিক আছে,
ঘুরবে তুমি আমায় নিয়ে
মন নাচে-মন নাচে,
চাইনিজ, স্যুপ কোরমা পোলাও,
আহাহা অসময়ে ভালোবেসে প্রেমে আমার মন ভোলাও
(২৯/০৬/২০১৮)

১৬৫।
চলো পালাই, এখানে দুর্নীতির আখরা বসেছে,
নেই কোনো ন্যায়-নীতির বালাই,
আমার আর ভাল্লাগে না,
কারো তালে তাল্লাগে না,
ঝালে ঝাল্লাগে না,
এখানে স্বার্থের পিছু ছোটে সব শালাই,
চলো পালাই,
দূরে গিয়ে দুজন - ন্যায়ের বাত্তি জ্বালাই!
(২৬/৬/২০১৮)

১৬৬।
কভু মন হয় খঞ্জন,
আহা সুখ সুর, রিনিঝিনি গুঞ্জন!
বদলে যায় মন কভু নিমেষে,
অজানা কারণ, ক্ষণ সর্বনেশে,
লাগেনা কিছুতে ভালো,
মন উদাস আলুথালু।
(২৪/৬/১৮

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১২

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ খুব সুন্দর কাব্য কণার বাণীগুলো কবি ছবি আপু ভাল থাকবেন

২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি

২| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।

২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া

৩| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব গুলোই দারুন হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মশিউর ভাই। ভালো থাকুন

৪| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আড়ালে চন্দ্রবিন্দুটা না দিলে কেমন হয় কাইন্ডলি একটু দেখুন না..

অপুর্ব সব কাব্যকণা। কয়েকটি সাধারণ হলেও বেশ কয়েকটি খুবই ভালো হয়েছে।++

শুভেচ্ছা জানবেন আপু।


২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ঠিক করে নেব ইনশাআল্লাহ

ভালো থাকুন ফি আমানিল্লাহ

৫| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বেশির ভাগের মূল উপজীব্য প্রেম ও প্রেমের প্রভাবে সৃষ্ট আত্মগত অনুভূতি হলেও দুটি কবিতায় ভিন্ন বিষয় এসেছে। ভালো হয়েছে কাব্যকণা।কিছু জিনিস সংশোধন করে নিলে ব্যাপারটা নিখুঁত হবে।
১৫৮ ছিরি
১৫৯ পানপাতা, পুরে, কাণ্ড
১৬০ ওঠে , কি
১৬১ যেন, স্বপ্নাকাশ/স্বপ্নআকাশ
১৬২ সুখের রেশ/সুখরেশ, সুখের ঢেউ/সুখঢেউ, যেন
১৬৫ কোরমা, ভোলাও
১৬৫ দুর্নীতির আঁখড়া্‌,ন্যায়-নীতি ,ছোটে ।
শুভকামনা রইলো আপনার জন্য।

২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসতাগফিরুল্লা তওবা তওবা .... ইয়া মাবুদ এত্ত ভুল সরি তমাল ভাইয়া।

কৃতজ্ঞতা স্বীকার করছি। জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ২২ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৯

ইসিয়াক বলেছেন: চমৎকার।

২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৭| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০১

সাগর কলা বলেছেন: - প্রতিটি কবিতাই অনেক অনেক সুন্দর হয়েছে আপু।

২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাগর কলা
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ২২ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫২

জটিল ভাই বলেছেন:
বরাবরের মতোই সাধারণ নয়। তা এখন শরীর ভালতো?

২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। আল্লাহর রহমতে ভালো আছি এখন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.