নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=চিঠির লেনদেনের দিনগুলো সেই=

২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪১



©কাজী ফাতেমা ছবি

চিঠি পাওয়া সেই প্রহরগুলো, কারো কী আছে মনে?
শিষকলমে লিখা আঁকাবাঁকা সাদা পাতায়,
ভালোবাসি ভালোবাসি, সদ্য কলি মন,কাঁপাকাঁপি সুখ শিহরণে
যেনো সুর কলরব সুখ গুঞ্জন,
কত কাব্য লিখা হয়ে যেত মনের খাতায়!

ডাকপিয়নের ঝুলি হতে বের করা সেই চিঠি পাওয়ার ক্ষণ,
মনে কী পড়ে কারো কৈশোর বেলার প্রেম
ভালোবাসি এই কথাটি পড়তে কী যে ভালো লাগতো তখন
না না লোভ ছিলো না পেতে হীরে মতি হেম।

চিঠির পাতায় থাকতো লিখা,
-প্রিয়তমা তুমি
আমার রূপকথার সেই রাজকন্যা,
কেমন আছো-আমার নাম কী দখল নিয়েছে তোমার মনোভূমি?
প্রিয়তমা তুমি আমার রাণী অনন্যা।

-তুমি আমার গল্পমালা, ঠাকুরমার ঝুলি
ইচ্ছে বড় দেখি তোমায় চোখের সম্মুখ
কখনো দেখোনি পিছনে আমায় মুখটা তুলি
তোমাকে দেখতে তবু থাকি অপেক্ষায় উন্মুখ।

-প্রিয়তমা
করো ক্ষমা
অদৃশ্য সে আমি, দেখলে তোমায় থামি
ভাবো নি আমায় মৌনতার চাদরে শুয়ে
উচ্ছ্বল তুমি খঞ্জন পাখি, কত যে পাগলামি
তোমার চোখে ইচ্ছে রাখি স্বপ্নগুলো রুয়ে।

-প্রিয়তমা
মনে রেখো জমা
চিঠির শব্দ, করো লব্ধ-বড্ড ভালোবাসি
উত্তর চিঠি দিয়ো তবে, মেঘের খামে
ঠিকানায় নাম লিখো আকাশ, ঠোঁটে রেখে হাসি
উড়িয়ো হাওয়ায়, তাকিয়ো ফিরে ডানে বামে.....

-প্রিয়তমা,
তুমি আমার সুখের তিলোত্তমা
শব্দে শব্দে লিখে দিলাম ভালোবাসির গল্প
স্মৃতির ঝাপিতেঁ রেখে দিয়ো জমা
ভেবে নিয়ো রূপকথার রাজকুমার আমি-তোমার চোখের কল্প।
-
-
মনে পড়ে দিনগুলো সেই,
এখন আর এখানে নেই
কেউ লিখে না চিঠি, কেউ বাসে না ভালো
দু:স্বপ্ন আর চোখজুড়ে বিষাদ মেঘ কালো,
আবেগগুলো যায় হারিয়ে, সময় যায় সাথে
কেউ বলে না আলতো করে ধরবো হাতে?

যে যার মতন স্বার্থ নিয়ে-আছে বেঁচে
কেউ বা রাণী কেউ বা রাজা, কেউ বা বাঁচে কাপড় কেঁচে
রান্নাবাটি জীবনযাপন
কেউ হয় না আর এমন আপন।
ভালোবাসি হায় কবিতার নাম
বেঁচে থাকে সবাই একা, সুখ অথবা দু:খ বনাম।
(১১-০৭-২০১৯)

লিখা চুরি হইছে। প্রমাণ রাখলাম



মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: কি ছন্দ কি অনুভব পাঠে মুগ্ধতা কবি আপু ভাল থাকবেন

২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। আপনিও ভালো থাকবেন

২| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: হ্যাঁ হ্যাঁ মনে পড়ে কেমনে সেই চিঠি দিয়ে ঘোল খাইয়েছিলাম, মাইর খাইয়েছিলাম সবই মনে পড়ে তো!!! :P

২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ তুমি তো মহা দুষ্টু, সেটা আমি জানি। ছোট বেলা থেকেই আস্ত বাঁদর ছিলে মনে হয়।

চিঠি পড়তে তখন ভালোই লাগতো। এখন মনে করে হাসি যত্তসব আজাইরা।

৩| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: তারপর আবার চিঠির সাথে চকলেটগুলা দিসিলো না সেসব খেয়ে দেয়ে সেই পেপারে ঢিল বেঁধে ছুড়ে তার মাথা ফাটায় দিয়ে আবার সেই চিঠি নিয়ে ধরা খাইয়ে বাবার হাতে মার খাওয়ানো। :P
কসম সেই ছেলের নাম ছিলো শাহীন।
আহারে তাহার জন্য আমার মায়া হচ্ছে এখন। ! :(
কোথায় আছে ? কেমন আছে? :(

তার কি কন্যা আছে? তাকে কি কেউ পত্র লিখে? আহারে বেচারা! নিশ্চয় নিজের কথা ভেবে তাকে মাফ করে দেয়। :)

২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে শাহীন এখন তোমার এই মন্তব্যটা দেখলে হাসতে হাসতে মরে যাবে। ফাউ ফাউ কতগুলা চকলেট খাইলা। আমরারে তো দিলা না। আছে হয়তো আর চিঠি পায় না মনে হয় । এযুগে মানুষ চিঠি লিখে না টেক্সট করে।

৪| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১১

শায়মা বলেছেন: হাসতে হাসতে মরবে না আমাকে খুঁজে বের করবে মারার জন্য। :P

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে শাহীন ভাই আহা আহা। মারতে আসবে না, আবারও ভালোবাস্তে আসবে আপুন

৫| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫

নজসু বলেছেন:


আজকে ব্লগে অজানা তীর্থের আজ আমি লেখক কবিতাটা পাঠ করতে গিয়ে চিঠির কথা মনে পড়ছিলো বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে লেখা পাঠাতাম ফেরত খামসহ। এছাড়া চিঠি লেখার বা চিঠি পাওয়ার তেমন কেউ ছিলোনা। সেই সুবাদে ডাকঘর ডাকপিয়ন শব্দগুলো আপ্লুত করেছিলো আমাকে।

এখন আবার আপনার মনোমুগ্ধকর লেখাটি পাঠ করলাম। দ্বিতীয়বার স্মৃতির ভেলায় ভাসলাম। ধন্যবাদ প্রিয় আপা।

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও তার পোস্ট পড়ে আমার ফেসবুকের পোস্টে গিয়ে এই লিখাটি পেয়ে খুশি হয়েছি। ডাকপিয়নের অপেক্কা কতই না ছিল আগে। আব্বা কুয়েত থাকতেন, তখন চিঠিই ভরসা ছিল। কখনো চিঠি দুইবারের একদিনে নিয়ে আস্তো
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো লাগার থাকুন ফি আমানিল্লাহ।

৬| ২৭ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮

ইসিয়াক বলেছেন: আহা আপু চিঠির কথা মনে করাইয়েন না। মাইয়াগুলান এত বদের বদ শুধু মাইর খাওয়াইতো। আবার দেখা হইলে কইতো," তোমারে কি মাইর খুব বেশি দিছিলো" X(( অহন যদি একেকটারে পাইতাম.... সব বেইমান X((

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা, শায়মা আপার কথাও ঠিক আছে। কয়টা ছ্যাঁকা খাইছেন ভাইজান
কী পাজি মাইয়া আবার জিগায় তোমারে বেশি মারছিল হা হা

থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া

৭| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৫

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: "বেঁচে থাকে সবাই একা,সুখ অথবা দুঃখ বনাম " দিনশেষে এটাই সত্যি।
লিখা বরাবরই ভালো, প্লাস +

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান।
ভালো থাকুন

৮| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৬

জগতারন বলেছেন:
খুব মনে পড়ে সেই সব দিনের কথা।
।।।।

প্রিয় কবি, আপনি ভালো থাকুন,
ভালো থাকুক আপনার প্রিয় কবি মন।

০১ লা মে, ২০২২ রাত ৯:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ।
পুরোনো দিনগুলো মধুময় ছিল

৯| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৩

জুল ভার্ন বলেছেন: আহ সেইসব দিনের কথা.......

০১ লা মে, ২০২২ রাত ৯:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মধুময় দিন
থ্যাংকস এ লট ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

১০| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৩১

গরল বলেছেন: চিঠি যা পাওয়ার পেয়েছি অফিস থেকে আর ব্যাংক থেকে তাও প্রায় বছর দশেক আগে, প্রিজনদের কাছ থেকে কখনও চিঠি পেয়েছি বলে মনে পড়ে না।

০১ লা মে, ২০২২ রাত ৯:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: চিঠি অসংখ্য পেয়েছি। লিখেছিও অসংখ্য কারণ আব্বা কুয়েত এবং কাতারে বহু বছর ছিলেন। তখন ছোট ছিলাম চিঠিতে কী লিখমু খুঁজে পেতাম না, এখন মনে পড়লে হাসি পায়। চিঠি ছোট হলে আব্বা মন খারাপ করতেন
থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
ঈদ মুবারক

১১| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২১

খায়রুল আহসান বলেছেন: বিশ্বব্যাপী চিঠি আজ মানুষের জীবন থেকে অন্তর্হিত। চিঠির স্থান দখল করে নিয়েছে টেক্সটিং।

০১ লা মে, ২০২২ রাত ৯:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান। জীবনে অনেক চিঠি লিখেছি, আব্বা বিদেশ থাকতেন তখন

এখন কেউ চিঠি লিখে না, ভিডিও কলেই কথা হয়।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

১২| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনি চিঠির ঝাঁপি নিয়ে যেন পুরনো থেকে নুতন দিনে চলে গেলেন।++
ঈদের শুভেচ্ছা আপনাকে।

০১ লা মে, ২০২২ রাত ৯:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সেই দিনগুলো মধুময় ছিল। কী সুন্দর চিঠি আদান প্রদান হত।
থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

জটিল ভাই বলেছেন:
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা-ভাঙ্গা হতে,
লন্ঠন জ্বালাইয়, নিভাইয়া, চমকি-চমকি রাতে।

চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও,
নইলে, থাকতে, পারবো না।

ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।

উপরের গানের কলিগুলো মনে পরে গেলো। পোস্ট বরাবরের মতোই সাধারণ হয়নি প্রিয় আভী।

০১ লা মে, ২০২২ রাত ৯:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: গানগুলোও তকগন মুখে মুখে ছিল
আপনি কয়টা লিখেছেন অথবা কয়টা পেয়েছিলেন জানাতে ভুলবেন না।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৪| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৪

সাগর কলা বলেছেন: - প্রতিটি চিঠিই অনেক আবেগ দিয়ে লিখা আপু।

০১ লা মে, ২০২২ রাত ৯:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস, সেই সময়ের আবেগ এখন মনে হলে হাসি পায়৷
আহা কী বাচ্চামিই না ছিল।

থ্যাংকস এ লট ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৫| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৫

শায়মা বলেছেন: ইসিয়াকভাইয়া তোমার ছোটবেলার নাম কি শাহীন ছিলো? :P

০১ লা মে, ২০২২ রাত ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা
আমার তো সন্দেহ হইতাছে। দেখি কী বলে ইসিয়াক ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.