নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
এমন আদর এমন স্নেহ
কোথায় আছে বলতে পারো
থাকলে মায়ের কাছাকাছি
সুখ কি লাগে বেশী আরো?
নিরাপদের অথৈ আশ্রয়
মুখ লুকালে মায়ের বুকে
শান্তি ছড়ায় জীবনজুড়ে
এতো শান্তি নাই দুল্যোকে।
বুকে নিয়ে তৃপ্তির হাসি
এমন হাসি কোথায় পাবো!
মায়ের গন্ধে আঁচল তলে
ইচ্ছে হলে তাই হারাবো!
মায়ের স্পর্শে সুখ শিহরণ
সকল ক্লান্তি যায় মুছে যায়
মনের যতো আবদার আছে
বলতে পারি দাঁড়িয়ে ঠায়।
মায়ের আঁচল ধরে থাকলে
স্পর্শে নাই অশুভ ছায়ার
হাসি কান্না দু:খ সুখে
মা-ই ঢালেন মলম মায়ার।
সবাই শুধু নিতে জানে
দিতে জানে শুধু মা'রা
বিনা স্বার্থে সকল দিতে
মা'রাইতো হোন পাগলপাড়া।
একটু কিছু দিলে মাকে
খুশির ঝলক উপছায় চোখে
মায়ের মুখটি দেখলে তখন
অথৈ শান্তি ভাসে বুকে।
মায়ের মতো এমন আপন
দেখি নাইতো মাটির ধরায়
মা'র আঁচল নাতিশীতোষ্ণ
সুনামী, ঝড়, চৈত্রের খরায়।
ছবি গুগল থেকে, কোন সাইট মনে নাই
১০ ই মে, ২০২২ রাত ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মোবাইল থেকে ব্লগিং যুইত পাই না, কারো লেখা পড়তে পারছি না। মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
২| ১১ ই মে, ২০২২ রাত ১২:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর হয়েছে আপু।
আমিও মোবাইল থেকে
আপনার মতো আমিও
যুইত পাইনা। যুক্ত শব্দ
লিখতে সমস্যা হয়।
১২ ই মে, ২০২২ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ। হ্যাঁ মোবাইলে কষ্ট হয় লিখতে।
৩| ১১ ই মে, ২০২২ সকাল ১০:৫০
কলাবাগান১ বলেছেন: আমরা সব সময় বিদেশী সাদাদের কেই সুন্দর এর প্রতিক হিসাবে দেখতে এবং দেখাতে অভ্যস্ত
১২ ই মে, ২০২২ দুপুর ১২:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এগুলো ফ্রি ফটো, বাংলাদেশের ছবি নিলে কে কি কয় এজন্য নেই না,
ধন্যবাদ ভালো থাকুন
৪| ১১ ই মে, ২০২২ সকাল ১১:২৯
ইসিয়াক বলেছেন: মায়ের মত আপন কেউ নাই।
সকল মা ভালো থাকুক।
১৩ ই মে, ২০২২ রাত ৮:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ভাইয়া। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ
৫| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:৩৭
বিজন রয় বলেছেন: আপনার ভিতরে দ্বৈত সত্ত্বা নিয়ে ”মা’ বসে আছে।
আপনার একজন ”মা” আছেন, আবার আপনি নিজে একজন ”মা”।
ব্যাপারট দারুন!!!
১৩ ই মে, ২০২২ রাত ৮:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক, মা ডাক শুন্তে কী যে ভালো লাগে। আলহামদুলিল্লাহ।
থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন
৬| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: দ্বৈত সত্তার দুই মাকে নিয়ে সুন্দর কাব্যিক অনুভূতি।
শুভেচ্ছা জানবেন আপু।
১৬ ই মে, ২০২২ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
অনেক ভালো থাকুন। ফি আমানিল্লাহ
৭| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:৩১
খায়রুল আহসান বলেছেন: মায়ের আঁচল নাতিশীতোষ্ণ - কথাটা খুব ভালো লেগেছে।
স্নেহময়ী মায়ের প্রতি যথার্থ শ্রদ্ধাঞ্জলি, চমৎকার হয়েছে। + +
০৫ ই জুন, ২০২২ সকাল ১০:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা ভাইয়া
জাজাকাল্লাহ খইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২২ রাত ১১:৩৩
জ্যাকেল বলেছেন: ব্লগার মিশকাতের একটা লেখা পড়লাম। মা নিয়ে। মনটাই খারাপ হয়ে গেল।