নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=» ফুল লতা পাতার ছবি-২ (মোবাইলগ্রাফী)=

১৬ ই মে, ২০২২ রাত ৮:১৫

০১। আপার ছাদবাগানের শিউলী



এই ছবিগুলো বিভিন্ন সময়ে স্যামসাং এস নাইন প্লাস মোবাইলে তোলা। কোনো কোনো ছবিতে স্প্রে করে ছবি তুলেছি। কিছু ছবি আমার আগের বাসার ছাদের বাগান। আমার কলিগ আপা বাগান করেছেন। দুলাভাইই মেইন যত্ন আত্তি করেন। ছাদে গেলেই ছবি তুলতাম অনেক। এখন সেই সুযোগ হারিয়েছি। বর্তমানের বিল্ডিং এর ছাদে কোনো বাগান নেই। মালিকের ছাদে দেখলাম বহু গাছ লাগিয়েছে যা তালা মারা থাকে। নিজের ছাদ হলে ইনশাআল্লাহ আমিও বাগান করবো ।

প্রকৃতির ছবি বলতে এই ফুলের ছবিই তোলা হয় বেশী। অনেকেই ভাবেন মনে হয়। ছেরি খালি ফুলের ছবি দেয় কা। ফুল কে না ভালোবাসে । ফুল দেখলে মন ভালো হয়ে যায়। ফুল ভালোবাসি। আল্লাহর সৃষ্টির অপূর্ব সৌন্দর্য ফুল লতা পাতা। যাই হোক আজ এইচআরডিতে শেষ দিন। নতুন ডিপার্টমেন্টে গিয়েই হয়তো সব সুযোগ সুবিধা পাবো না। তাই হয়তো ব্লগে বসা হবে না। ১৫ দিন রিক্রিয়েশন লীভ কাটিয়ে আজ জয়েন করলাম। জিএম স্যার আজকেই রিলিজ দিয়া দিলেন। অন্তত বৃহস্পতিবার পর্যন্ত থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারলাম না। যাই হোক নতুন কর্মস্থলে যেন সুনামের সাথে কাজ করতে পারি দোয়া করবেন সবাই। আমি একটু দুর্বল প্রকৃতির মানুষ। মনটা খারাপ হয়ে গেল। একটানা প্রায় ১৭ বছর এখানে ছিলাম। কেমন কেমন জানি লাগে। আমি তো আর অত মেধাবিও না। যাই হোক আল্লাহ ভরসা। মন থেকে কিন্তু দোয়া করবেন সবাই।

০২। ঝরা ফুল। এই ছবিটি ব্যাংক কলোনী স্কুল থেকে তুলেছি।



০৩। হলুদ গাঁদা ছাদ বাগানের ছবি।



০৪। এই পিঁপড়েগুলো আমার গ্রামের বাড়ীর। আমাদের ক্ষেতই ওদের বাড়ীঘর, তবে উনারা চুমু খেলে মাশাআল্লাহ......আরামই লাগে।



০৫। এই পলাশফুলের ছবিটি তুলেছিল বিমান বন্দর যাদুঘর থেকে।



০৬। এই গোলাপটিও ছাদ বাগানের।



০৭। ছাদবাগানের ফুল, এগুলার নাম জানি না sad স্প্রে করেছি



০৮। আমার ভালোবাসার নয়নতারা আহা! স্প্রে করেছি।



০৯। আরেক ভালোবাসা এগুলো। নাম সবাই চিনেন দেইখা কইতাম না কিন্তু।



১০। নীল অপরাজিতা,

মন্তব্য ২৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২২ রাত ৮:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: নয়নতারাটাই সবচেয়ে সুন্দর হয়েছে।

১৭ ই মে, ২০২২ সকাল ১১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বচ্ছ ছবি তাও মাত্র একটা ভালো লাগলো। আচ্ছা যাক

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ভাইয়া

২| ১৬ ই মে, ২০২২ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




ঝকঝকে তকতকে "কাজী ফাতেমা ছবি"র মোবাইলে তোলা ছবি।

নতুন কর্মস্থলে এই ফুলেদের মতোই আপনার সুবাস ছড়িয়ে যাক, আপনি হয়ে উঠুন সকলের কাছেই ফুলের মতো সুন্দর!!!!!!!

১৭ ই মে, ২০২২ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর দোয়া । ইনশাআল্লাহ আমার ভালোই হবে ভাইয়া জাজাকাল্লাহ খাইরান । সত্যিই ভাইয়া মনটা সন্তুষ্ট হয়েছে
আল্লাহ আপনাকে ভালো রাখুন ফি আমানিল্লাহ

৩| ১৬ ই মে, ২০২২ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:



সরকারী চাকুরেদের জীবন কেমন চলছে?

১৭ ই মে, ২০২২ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আল্লাহ ভরসা
থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৪| ১৬ ই মে, ২০২২ রাত ৯:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছবি ব্লগ আপু।

১৭ ই মে, ২০২২ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান আল্লাহ ভালো রাখুন ফি আমানিল্লাহ

৫| ১৬ ই মে, ২০২২ রাত ৯:৫৬

গরল বলেছেন: ঝড়া ফুলের ছবিটা দেখে মনে পড়ল ছোট বেলায় এই ফুল চুষে চুষে মধু খেতাম। একবার পিপড়া ঢুকে গিয়েছিল গলায় এর পর থেকে আর মধু খেতাম না। ফুলের নামটা ভুলে গেছি, তবে ভালো লাগলো ছবিগুলো।

১৭ ই মে, ২০২২ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা খেতাম পথের ধারে যে সাদা সাদা ফুল হতো তা থেকে। আর এটা রঙ্গন এটাতে মধু আছে জানি নাতো। থ্যাংকিউ সো মাচ

আল্লাহ ভালো রাখুন ফি আমানিল্লাহ

৬| ১৭ ই মে, ২০২২ সকাল ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: আমাদের সকলের প্রিয় মরুভূমির জলদস্যু ভাইয়ে ফুলের ব্লগ দেখতে দেখতে এখন যেকোনো ফুল দেখলেই সেই ফুলের নাম জানতে কৌতুহলী হয়ে যাই। এখন আপনিও একই ভাবে ব্লগ ফুল লতাপাতার বাগান করছেন! আমাদের ব্লগ বাগান ফুলে ফুলে সুবাসিত হোক।

গোলাপ, গাদা(শীতের ফুল) বেলী, নয়নতারা, অপরাজিতা আমার ছাদ বাগানে আছে। অপরাজিতার দুটি প্রজাতি আছে- একটা সাদা আর একটা নীল অপরাজিতা। +

১৮ ই মে, ২০২২ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস ক্যাচাল ম্যাচালের চেয়ে ফুল ফল প্রকৃতি দেখে মন ভালো থাকুক সবার
আমার আছে বেগুনি অপরাজিতা। প্রায়ই একটা দুইটা ফুল ফুটে। খুব ভালো লাগে।

থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন

৭| ১৭ ই মে, ২০২২ সকাল ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: স্বচ্ছ ছবি তাও মাত্র একটা ভালো লাগলো। আচ্ছা যাক থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ভাইয়া

আপনি আমার মন্তব্যের ভুল অর্থ করছেন কেনো?
মরুভূমির জলদস্যু বলেছেন: নয়নতারাটাই সবচেয়ে সুন্দর হয়েছে।
সুন্দরী প্রতিযোগীতায় একজন মাত্র মেয়ে বিজয়ী হয়। তখন বাকি মেয়েগুলি অসুন্দরী হয়ে যায়!!!

১৮ ই মে, ২০২২ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে কী সুন্দর তুলনা মাশাআল্লাহ
খুশি হলাম

থ্যাংকিউ সো মাচ

৮| ১৭ ই মে, ২০২২ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: রঙ্গন, পলাশ, নয়নতারা, অপরাজীতা বেশ লাগলো।

১৮ ই মে, ২০২২ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন।
আমি দৌড়ের উপর আছি তাই আপনাদের পোসট পড়তে পারছি না সরি

৯| ১৭ ই মে, ২০২২ দুপুর ২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু, ফুল পাতা দিয়ে পোষ্ট করুন
নিরাপদ ও ক্যাচাল মুক্ত থাকুন।

১৯ শে মে, ২০২২ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ভাইজান ঠিক বলেছেন।
ক্যাচাল ম্যাচাল ভাল্লাগে না

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

১০| ১৭ ই মে, ২০২২ দুপুর ২:৪৪

জুন বলেছেন: সুন্দর ফুল ব্লগ কাজী ফাতেমা ছবি :) আমার বারান্দার টবে পিচ্চি একটা গাছে ততোধিক একটা পিচ্চি অপরাজিতা ফুটেছে।

১৯ শে মে, ২০২২ সকাল ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার আছে বেগুনি প্রায়ই কয়েক করে ফুটে। ভাবছি এটাকে বনসাই করবো।

থ্যাংকিউ আপু মনি
ভালো থাকুন

১১| ১৭ ই মে, ২০২২ বিকাল ৪:১৯

ইসিয়াক বলেছেন: ছেরি খালি ফুলের ছবি দেয় কা.... হা হা হা...

আপু আপনার আগামী দিনগুলো চমৎকার কাটুক এই কামনা করি।


# পোস্ট আগেই দেখেছি কিন্তু সময় করতে পারি নি, প্রচন্ড ব্যস্ততা যাচ্ছে। আমি আসলে এত ব্যস্ত হতে চাই না, লিখতে চাই পড়তে চাই। মাঝেমধ্যে মনে হয় চাকরি ছেড়ে দেই।
চমৎকার সব ছবি।
শুভকামনা রইল।

১৯ শে মে, ২০২২ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও ব্যস্ত আছি ভাইজান
কারণ নতুন ডিপার্টমেন্টে জয়েন করেছি
পিসি পাই নাই। পুরাতন জায়গায় এসে ঢু মেরে যাই। আপনার পোসট ইনশাআল্লাহ পিসি পেলে পড়বো
ভালো থাকুন ভাইয়া জি

১২| ১৮ ই মে, ২০২২ রাত ১২:৪৪

অপু তানভীর বলেছেন: নতুন একটা মোবাইল কেনা দরকার । আমারটার মেয়াদ শেষের দিকে । আপনার মোবাইলে তোলা ছবি দেখে মনে হল আপনার এস নাইন প্লাসটা কেনা যায় কিনা দেখি । দাম দেখে দুই পা পিছিয়ে এলাম ।

ঝরা ফুলের ছবি আর পিপড়ার ছবিটা সব থেকে পছন্দ হয়েছে । ঝরা এই ফুল গুলো আমার বেশ পরিচিত । যখন ছোট ছিলাম ক্যাম্পের ভেতর দিয়ে মসজিদে যেতাম । ওখানেই এই ফুল গুলো ছিল । মাঝে মাঝে মাগরিবের নামাজ পড়ে এই ফুল টুপ করে ছিড়ে দৌড় দিতাম !

১৯ শে মে, ২০২২ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই কিনবেন। ভালো ছবি তুলতে পারলে মনটা অটো ভালো হয়ে যায়। গুগুল পিক্সেলও কিনতে পারেন । আর স্যামসাং আল্ট্রা ২২ ইশ কী আর বলবো কিন্তু দাম অনেক বেশী। আমি গুগল পিক্সেল কিনতে চাচ্ছি তাহলে গুগল ফটো ফ্রি পাবো। ছবিও ভালো আসে।

এটার নাম রঙ্গন। এটা বিভিন্ন কালারেরই হয়। অনেক ভালো লাগে।
আমার ফুল ছিঁড়তে ভালো লাগে না।

থ্যাংকিউ ভাইয়া ভালো থাকুন

১৩| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৮

মিরোরডডল বলেছেন:




ছাদবাগানেও শিউলি হয়, বাহ !
এই ফুলটা শৈশবের কথা মনে করায় ।
অনেক প্রিয় ।

ছবিপু, সেকেন্ডটা কি রঙ্গন ?
শেষের চারটা ফুল কি যে মিষ্টি দেখতে !



২০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আমি আর সময় পাচ্ছি না :( তাছাড়া ভালো পিসি পাইনি। কবে যে ব্লগে নিয়মিত হবো তারও ঠিক নেই। অনেক ভেজালে আছি । দোয়া করো

হ্যা রঙনের পাপড়ি

থ্যাংকিউ সো মাচ ভালো থেকো আপুনি

১৪| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ! ফুলের দারুণ সব ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.