নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=চলে যায় কেউ বন্ধনের সুতো ছিঁড়ে=

০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৩০



©কাজী ফাতেমা ছবি

চলে যায় আপনজন সহসা বন্ধনের সুতো ছিঁড়ে,
পৃথিবীটাই যেন কেঁদে উঠে,
আলোও হয় অন্ধকার, আকাশে নেমে আসে বিষাদ,
চলে যায় কেউ, হৃদয়ের তার যায় টুটে,
বেজে উঠে বিদায়ী নিষাদ,
আপনজন হারায় শূন্যতার ভিড়ে!

ফোঁটা ফোঁটা কষ্ট জল চোখের পাতায় ঝুলে,
বিষণ্ণ আতশে বিষাদের মুখোচ্ছবি,
চলে যায় আপনজন, কারো পৃথিবী উঠে দোলে;
কেউ যায় শূন্য হাতে, রেখে যায় বিত্ত মোহ সবই!

যারা থেকে এখানে আপনজন, বড় নিঃস্ব, বুক ফাঁকা
উদাস হয় আকাশের নীলিমায় চোখ রেখে,
যে হাত ছিলো ভরসার, যে ছিলো খুব কাছে
পড়ে যায় সে সুখ ছবি অন্ধকারে ঢাকা,
কিছু স্মৃতি রেখে যে যায়, সে নেয় দেহে মাটি মেখে।

জলের কণা কপোল বেয়ে যায়, কে মুছবে এসে!
কোথাও কেউ নেই, শবের উপর সফেদ বসন,
ঢুকরে কেঁদে উঠে কেউ ফেলে দীর্ঘশ্বাস....
মন আকাশ কালো মেঘে ঢাকা, বুকের কষ্ট বজ্র নিনাদে
যায় যায় আত্মজরা ব্যথার জলে ভেসে,
কেউ চলে যায় মায়ার সুতো ছিঁড়ে, নিয়ে যায় আদুরে বকুনি
আহলাদ আবেগ আর সত্য পথে চলার শাসন!

পৃথিবীর বুকে নেমে এসেছে মহা দুর্যোগ,
রোজ রোজ যায় হারিয়ে অজস্র আত্মা
জানালার শার্শিতে জমা হয় লোনা জলের বিন্দু,
যে যায়, সে যায় চিরতরে, ফিরিয়ে আনার নেই সুযোগ আর,
আমল, সত্য, মিথ্যা, ভালো, মন্দ কর্ম রেখে হয় কেউ নিপাত্তা,
যারা রয়ে যায়, বুকে কষ্টের উত্তাল ঢেউ
বিষাদ যেনো তেরো নদী সাত সিন্ধু,
যে যায়, সে যায় একা, রয় না সঙ্গে কেউ!
(০৫-০৬-২০২০)

ছবিটি নেট থেকে সংগৃহীত

মন্তব্য ১৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কবিতা সহজ ও সুন্দর হয়।

০৬ ই জুন, ২০২২ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক খুশি হলাম মরু ভাই। এটুকুই তো জীবনে পরম পাওয়া।

এখন কষ্ট লাগছে যে কারণে। আমার পিসিতে ফটোশপ ইনস্টল করে দিচ্ছে না। বলছে আননোস সোর্স :( আর ছবি পোস্ট করতে পারবো না হয়তো। মোবাইলে এডিট করা কষ্টকর।

জাজাকাল্লাহ খইরান

২| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




চারদিকে শুধু মৃত্যু আর মৃত্যু! কোভিডে মৃত্যু, বন্যায় মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, জলে ডুবে মৃত্যু, বজ্রপাতে মৃত্যু, সড়ক দূর্ঘটনায় মৃত্যু, আত্মহত্যায় মৃত্যু! কতো কতো যে মৃত্যু! মৃত্যু অমোঘ হলেও এমন মৃত্যু কাম্য নয়!
যারা যায়, তারা চিরতরেই যায়...................

০৬ ই জুন, ২০২২ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসময়ে মৃত্যু কাম্য নয়। অসর্তকতার জন্য শুধু শুধু কত প্রাণই উড়ে যাচ্ছে। ভাল্লাগে না আর। এমন মৃত্যু কারোরই কাম্য নয় কথা সত্য।

এমন দুর্ঘটনাগুলো শান্তিতে থাকতে দেয় না। সারাক্ষণ দুশ্চিন্তা মনে গেঁথে থাকে

৩| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সুতোর আর দোষ কি!
তার উপর দিয়ে ভালোবাসার
টানাটানিতো কম হয়না!

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সত্য কথা
ধন্যবাদ ভাইজান ভালো থাকুন অনেক অনেক

৪| ০৫ ই জুন, ২০২২ রাত ৮:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ হয়েছে কবিতাটি।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মশিউর ভাইয়া ভালো থাকুন

৫| ০৫ ই জুন, ২০২২ রাত ৯:১১

দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর

০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ দ্বীপ দা
ভালো থাকুন

৬| ০৬ ই জুন, ২০২২ দুপুর ১:৪২

আখেনাটেন বলেছেন: পৃথিবীর বুকে নেমে এসেছে মহা দুর্যোগ,রোজ রোজ যায় হারিয়ে অজস্র আত্মাজানালার শার্শিতে জমা হয় লোনা জলের বিন্দু,যে যায়, সে যায় চিরতরে, ফিরিয়ে আনার নেই সুযোগ আর,আমল, সত্য, মিথ্যা, ভালো, মন্দ কর্ম রেখে হয় কেউ নিপাত্তা -- চিরন্তন সত্য।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইরান অনেক অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ০৭ ই জুন, ২০২২ সকাল ৮:০৫

সোহানী বলেছেন: ভালো লাগলো আপুনি..........

০৭ ই জুন, ২০২২ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপুনি
ভালো থাকো হরদম

৮| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:২৯

অর্ক বলেছেন: ভালো লাগলো আপু। সাবিনা ইয়াসমিনের সেই বিখ্যাত গান মনে পড়ছে,

"
গীতিময় সেইদিন চিরদিন বুঝি আর হলো না
মরমে রাঙ্গা পাখি উড়ে সে গেলো নাকি
সে কথা জানা হলো না
"

শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো অর্ক ভাইয়া
ভালো থাকুন সর্বদা। ফি আমানিল্লাহ

এই গানটি শুনিনি মনে হচ্ছে।

৯| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:২৯

খায়রুল আহসান বলেছেন: "আপনজন হারায় শূন্যতার ভিড়ে" - কথাটা সহজ ও সংক্ষিপ্ত, কিন্তু এর বেদনাটা গভীর এবং দীর্ঘস্থায়ী!

"যে যায়, সে যায় একা, রয় না সঙ্গে কেউ" - এটাও!

কবিতা ভালো লেগেছে। পোস্টে অষ্টম প্লাস । + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.